সাতকরা: "মুই তোরে কত ভালবাসিরে"

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ০৩/০৮/২০১১ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সাতকরা দিয়া মাছের কাঁটাকুটার পাতলা ঝোল, এই জিনিসের উপর কিছু নাই, বিশেষত গরমকালে। গ্রীষ্মের দুপুরে ভার্সিটি থেকে ঘর্মাক্ত গায়ে ঘরে ফিরে একটা চটজলদি গোসল দিয়ে সাদা ভাতের সাথে হালকা মশলার মাছের ঝোল সাতকরা দিয়ে, আহা গরম যেন এক নিমেষেই পালায়!

সাতকরা আজকাল সেলিব্রিটি, সিলেটের বাইরের লোকজনও দেখি খুব মুগ্ধ কন্ঠে সাতকরার কথা বলেন। কিন্তু মনটা ব্যাজার হয়ে যায় যখন দেখি প্রথমেই নাম আসে "গরুর মাংস দিয়ে সাতকরার"! আমি বলি কি, "থোন ফালায়া আপনের ঐ মাংস দিয়া সাতকরা!" সাতকরা বেশীরভাগ সিলটিই খান শেষ পাতে, ডালের বদলে। ঐ যে বললাম, মাছের কাঁটা-ল্যাজ-মাথা এইগুলা দিয়ে, বা ছোট মাছ দিয়ে। মশলা হালকা করে, সাথে সাতকরার টুকরা। লম্----বা ঝোল। সেই সাতকরায় ঝোলে যে টক স্বাদ আর তেতো স্বাদ আসে, গরমকালে যেন শান্তির পরশ!

সাতকরার রান্না করাটাও আবার ঠিক সোজা না---বা বলা উচিত, কেনাটা সোজা না। কারণ কিছু সাতকরায় খুব বেশী তিতা, টক প্রায় নেই। সিলেটে তাই ভালো, টক সাতকরা কিনতে পারাটা ভাল বাজারুর পরিচয়। কোনটা ভাল সাতকরা, সেটা নিয়েও অনেক থিয়োরী---অনেকে বলেন, ওজনে হালকা হতে হবে, অনেকে আবার গায়ের রং থেকে শুরু করে একটু ঘষে শুঁকে দেখা, সবি করেন। (দেশে দেখেছি "ভাল বাজার করতে পারা" একটা বিশাল কদরের গুণ, আম্রিকানদের মধ্যে এই কনসেপ্টই নাই মনে হয়)।

আমাদের মত সাতকরা প্রেমী কিন্তু নিউইয়র্ক-লন্ডন-থাকিনা এইরকম প্রবাসীদের জন্য একটু মুশকিল। গরমকালে সাতকরা খাওয়ার জন্য প্রাণ আইঢাই, কিন্তু সাতকরা পাই কই? অনেকে বলেন, প্রয়োজন উদ্ভাবনের জননী, আবার কেউ বলেন , অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি সাতকরার অভাব মেটাতে আজ যেটা করলাম, সেটাকে আপনি দুটোর যেকোন এক ক্যাটাগরীতে ফেলে দেন, আমি মাইন্ড করবোনা।

বিদেশে এসে দেখলাম, লেবু এইখানে দুই প্রকারের---একটি সবুজ, দেশের কাগজী লেবুর মত, এরা বলে লাইম। আরেকটা হল আরেকটু বড় আকৃতির, হলুদ রংয়ের, যেটা কিনা লেমন। লেবু কিনতে গিয়ে কোনোদিন ভুলেও হলুদ লেমন কিনিনি, এড়িয়ে চলেছি, আমার সবুজ লেবুই ভালো! সেদিন বৌয়ের পাল্লায় পড়ে এক ব্যাগ হলুদ লেমন কিনে খেতে গিয়ে দেখলাম, বাহ, খেতে তো খারাপ না! বাকলটাও দেখি বেশ মাংসল পুরুষ্ট মোটা, এক কামড় দিয়ে খেয়ে দেখলাম, বাহ খুব চমৎকার সুগন্ধ আর টক টক, হালকা তিতা স্বাদ। হঠাৎ করে মাথায় ঝিলিক দিল একটা বুদ্ধি, আর মুখে আকর্ণ-বিস্তৃত হাসি।

হ্যাঁ, সেই হলুদ লেমন দিয়েই আজ রেঁধে ফেললাম মাছের পাতলা ঝোল। পেয়াঁজ-হলুদ-মরিচ, আর বেশ খানিকটা ছেঁচা রসুন। সবে চুলা থেকে নামিয়েছি, ছবিও তুলে ফেলেছি একখান, টেস্ট করিনি এখনো। তবে খেতে মনে হচ্ছে মাশাল্লাহ একেবারে খারাপ হবে না দেঁতো হাসি

শেষ করি সাতকরা বিষয়ক একটি দর্শন দিয়ে। আগেই বলেছি, ভাল সাতকরা কেনাটা প্রায় আর্টের পর্যায়েই পড়ে। তো আমার এক খালাতো বোন, মারমারকাটকাট সাতকরার কারী বানায়, কোনোদিনও তার ঝোল বেশী তেতো হয় না, তার বাসায় গেলে সবকিছু রেখে আমি সেই সাতকরার ঝোলেই হামলে পড়ি। তাকে একদিন শুধালাম, রহস্য কি? কিভাবে পায় সে এত পার্ফেক্ট সাতকরা? উত্তরে যা বলল, তা আমার মনে থাকবে অনেক দিন।

"বাজার থেকে সাতকরা কিনে আগে ছোট ১ টুকরা কেটে সিদ্ধ দিয়ে দেখি। যদি বেশী তেতো হয়, সাতকরাটা ফেলে দেই। "

অনেকদিন পরে, কুং ফু পান্ডা দেখতে গিয়ে, "সিক্রেট ইনগ্রেডিয়েন্ট স্যুপ" এর সিক্রেট ইনগ্রেডিয়েন্টের রহস্য জানতে পারার পর, সাতকরার এই কাহিনী মনে পড়ল।

সবাইকে গরমের হাতকরা শুভেচ্ছা।

----দিফিও


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

প্রথম একটু পড়েই বুঝেছিলাম "ইহা দিফিওর রন্ধনপ্রণালী"... দেঁতো হাসি

জীবনে কখনো ওই বস্তু না খেয়েও স্বাদ খানিকটা পাওয়া গেলো।

(বাজারু মন খারাপ আমি মাছ কিনলে কেন যেন সেটা পচা হতো, অনেক দেখেশুনে বাছুরের মাংস কিনলে দেখা পাওয়া যেতো প্রচন্ড শক্ত রাবারসম মাংস আর দেখেশুনে মোটাতাজা মুরগী কিনলে ছাল ছাড়ানোর পরে সেটা হয়ে যেতো হাড্ডিসার মন খারাপ )

দিফিও-1 এর ছবি

ধন্যবাদ হাসি সাতকরার ঝোল খেতে অনেকটা কাঁচা আম আর ছোট মাছের ঝোলের মতই, তবে তিতা আর হালকা ঝাঁঝ মিশিয়ে পুরো "সেইরকম" সোয়াদ!

আর বাজারু হওয়াটা আসলে বড় সাধনার ব্যাপার, বিশেষত দেশের মাছবাজারে। বাবার সাথে মাঝে মাঝে মাছবাজারে যেতাম, তাতে "বড়-মাছ-দেখিয়ে-ছোট মাছ-গছিয়ে-দেওয়ার" ১০০ রকম কায়দা কানুন আর সেটা পাকড়াও করার ১০১ রকম তরিকা দেখে বুঝেছি, এ বড় সহজ কর্ম নয়।

আবারো ধন্যবাদ!

দিফিও-1 এর ছবি

আপনি ঠিকই ধরেছেন, "মুই" সিলটি শব্দ না। বলতে পারেন, এটা "ভালবাসা" বা ইমোশন থেকে বলেছি দেঁতো হাসি আর সাতকরার রেসিপি দিইনি, কারণ খুব স হজ আর চলতি কিছু রেসিপি ব্যব হার করেছি। গতকাল করলাম এইটা দেখে , একেবারে মন্দ হয় নি।

ধন্যবাদ।

তানিম এহসান এর ছবি

শিরোনামে ‘মুই’ শব্দটা একটু খটকা লাগলো, মুই কি সিলটি ‘মাত’? আমিতো জানি এটা ‘ব্রাসেলস’ আর ‘নিউক্যালিফোর্নিয়ার’ অধিবাসীরা বলে ;-)। ছোটবেলার একটা অংশ কেটেছে সিলেটে, এখনও সেখানকার একটি পরিবারের সাথে যোগাযোগ আছে আমাদের। সিলেটের সাতকরা মোটামুটি নিত্যই আসে ঢাকায়। সিলেটের ‘জাতীয়’ একটা বিষয় নিয়ে লিখলেন কিন্তু রেসিপি পুরোপুরি দিলেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা,

এম আব্দুল্লাহ এর ছবি

শব্দটা ভাই "হাতকরা"।
এম আব্দুল্লাহ

দিফিও-1 এর ছবি

জ্বি অয় হাসি

কথ্য ভাষায় হাতকরা, ঠিকই বলেছেন, তবে লেখায় সাতকরা-ই বেশী দেখেছি।

ধন্যবাদ।

দিফিও-1 এর ছবি

একেবারে মনের কথা বলেছেন, আমারো আদাজামির মারাত্মক পছন্দ, সাতকরার থেকে হয়ত একটু বেশীই, সে ঐ টেংগা/টকের কারণেই। আমার সাধের "লেমন" এর সাথে মনে হয় সাতকরা থেকে আদাজামিরেরই মিল বেশী।

ফাহিম হাসান এর ছবি

আপনার মন্তব্য হাইজাম্প মারছে হাসি

দিফিও-1 এর ছবি

হ্যাঁ দেখলাম, গরীবের অতিথি একাউন্টও নাই, কী যে করি ইয়ে, মানে...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

অতিথি অ্যাকাউন্ট থাইকাও লাভ নাই দিফিওদা! অতিথ, হাচল, সচল ব্যাক্তের এই অবস্থা। আপ্নেরে এট্টু রয়েসয়ে এক মন্তব্যের পরে আরেকখান করতে হবে। পারলে একবার কমেন্ট হইলে এট্টু রিফ্রেশ মাইরা লন পেইজরে, আখেরে ভালা হবে... খাইছে

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

 দিফিও-1 এর ছবি

এইটা একটা কাজের কথা বলছেন! আমিও গতকাল খেয়াল করলাম, রিফ্রেশ করে আবার কমেন্ট করলে মনে হয় ঠিক জায়গায় থাকে। ধন্যবাদ!

আর হাচল/সচল হইলে অন্তত আগের মন্তব্য কেটে/এডিট করে নতুন মন্তব্য করতে পারতাম, সেই হিসেবে বলা হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরে দিফিও ভাই, কত্তদিন পরে! যাক, খাওয়া-দাওয়ার কথা যে ভুলে যান নাই ! দেঁতো হাসি
আমি কিনা ভাবছিলাম এইটা হাতকরার ট্যাক্সোনমি, বৈজ্ঞানিক গুণাবলী, ইত্যাদি নিয়ে লেখা কোন বৈজ্ঞানিক পোস্ট তাই ঢুকতে একটু দেরি হলো। আছেন কেমন? ভাবি ভালো?

হাতকরার আচার তো নিকোবিনারটাই কেনা হয় তাও সিলেট গেলে গা, সহজে রাজশাহীতে পাই না। আব্বা খুব প্রশংসা করেন বটে, কিন্তু বাড়িতে বানানো আসল জিনিস চেখে দেখা হয় নাই এখনো, আর আমার অতটা ভালো লাগে না... এমনি লেবু জাতীয় ফলের আচারও অবশ্য অতটা ভালো লাগে না। কিন্তু আদাজামির দিয়ে ঝোল তো খেয়েছি মনে পড়ছে না। নেক্সট সিলেট গেলে সিলেটি বন্ধুদের হাতে-পায়ে ধরে এইটা ট্রাই করে দেখতে হবে তাইলে! দেঁতো হাসি

হলদে লেবু দিয়ে রান্না মাছের ঝোলের ছবিটা দারুণ এসছে, মনে হলো পুরাই স্বাদ পেলাম ! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

 দিফিও-1 এর ছবি

ধন্যবাদ, ধন্যবাদ হাসি খাওয়াদাওয়ার ব্যাপারে আমি আবার একটু 'ইয়ে', তাই পোস্টাই আর কি!

নিচে দেখলাম মন মাঝি ভাই একটা চমৎকার মন্তব্য করেছেন, অনেক ইনফর্মেশন সহ। আমার এইটা মূলত আহাজারী পোস্ট, সাতকরা নিয়ে দেঁতো হাসি আর বাড়িতে বানানো সাতকরার আচার আমিও খেয়েছি বলে মনে পড়ে না, মূলত কারীতেই সাতকরা খেয়েছি। আর হ্যাঁ, আদাজামীর টেস্ট করাটা মাস্ট! সাতকরার থেকে আকারে ছোট, টেনিস বল সাইজের, দেখতে একটা বেঢপ লেবুর মত----আর দারুণ টক টক হালকা ঝাঁঝালো স্বাদ, একেবারে স্বর্গীয় ব্যাপার স্যাপার খাইছে

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

এই যে, দেখেছেন? রিফ্রেশ দেবার পরেও এই কমেন্টটা 'লাফাং' হয়েছে! মন খারাপ

তবে আদাজামির মনে হছে বেশ রিফ্রশিং হবে! চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

হাসান মোরশেদ এর ছবি

সাতকড়া তো আছেই, আরেক মজার জিনিস 'আদা জামির'। আদা জামির এর টেংগা'র কোন তুলনা নাই

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সজল এর ছবি

সাতকড়ার সাথে আপনার শিরোনামের উৎপত্তিস্থল মিললো না। বরিশাইল্যার সাথে প্রমিত মিক্স দিয়া সিলেটি ভাষারে বঞ্চিত করায় আপনারে তীব্র ধিক্কার চোখ টিপি
সাতকড়ার আচার কিনছিলাম নিকোবিনা ব্র্যান্ডের, ভালোই লাগছিলো। তবে সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস খেয়েছিলাম এক বন্ধুর ভাষায়, কেমন জানি তিতকুটে একটা স্বাদ পেয়েছিলাম।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

দিফিও-1 এর ছবি

গরুর মাংসে সাথে সাতকরা আমারও ভাল লাগে না। "গরুর মাংস ভুনা" বললে যে গ্ল্যামারাস একটা ভাব আসে, "মাছের কাঁটাকুটার পাতলা ঝোল" সেইটার তুলনায় একেবারে ছাপোষা, সেইজন্য হয়ত এই অবস্থা হাসি

কৌস্তুভ এর ছবি

সাতকরা সম্পর্কে বিস্তারিত না জেনে (হাতেকলমে) এটায় কমেন্ট করুম না... খাইছে

দিফিও-1 এর ছবি

সে আর নতুন কি, এক্সপেরিমেন্টাল সায়েন্সের উপর আপনার ভরসা, এ আমরা সবাই জানি দেঁতো হাসি আর সচলত্বের অভিনন্দন!

ফাহিম হাসান এর ছবি

আমি একটু পড়েই বুঝেছি এইটা আপনার পোস্ট!

দিফিও-1 এর ছবি

আয় হায় বলেন কি? লেখার স্টাইল তাহলে কি মার্কামারা? নাকি আমি ছাড়া সচলে এইসব 'হুদা প্যাচাল' কেউ পাড়ে না?

মন্তব্যের জন্য ধন্যবাদ!

মন মাঝি এর ছবি

আহাহা...একদম মনের মত একটা বিষয় নিয়ে লিখেছেন। সচলায়তনে হাতকরা নিয়ে এর আগেও বেশ মজাদার কিছু পোস্ট ও আলোচনা এসেছে। যেমন সচল প্রকৃতিপ্রেমিকএর এই পোস্টটা। পোস্টের উপর মন্তব্যগুলিও খুব মজার হয়েছে। আমিও ভাবছিলাম এটা নিয়ে আরেকবার লিখব, কিন্তু আপনিই আগে লিখে ফেললেন। ভালই হয়েছে। তবে আমার কয়েকটা অব্জার্ভেশন দিলাম নিচেঃ

১। আপনি যদি সিলটি হন, তাহলে প্রথমেই আসুন 'সাতকরা' থেকে এই 'স' কে বিতাড়িত করে ঘরের ছেলে 'হ' কে ঘরে ফিরিয়ে আনি ! হাসি সাতকরা বলে আসলে কিছু নেই। যদিও এই বানানটা এখন বেশ প্রচলিত হয়ে গেছে পত্রপত্রিকার গুনে, কিন্তু এটা যে আসলে 'হাতকরা' বা 'হাতকড়া' সেতো আমরা অনেকেই জানি। অনেক সিলেটিও এখন দেখি শুদ্ধ বানান মনে করে সাতকরা বলেন বা লিখেন। আমি অনুমান করছি (এটা আমার থিয়োরী মাত্র) এর পিছনের ধারনাটা হলো, অনেক আঞ্চলিক ডায়ালেক্টের কোন কোন শব্দের মূল উৎস 'স্ট্যান্ডার্ড বাংলার কোন একটা শব্দে -- যার উচ্চারনটা ঐ ডায়ালেক্টে গিয়ে বদলে যায়। যেমন নোয়াখালির ভাষায় সম্ভবত 'হানি' হচ্ছে আসলে 'পানি'। এখানে 'হ'-কে 'প' দিয়ে রিপ্লেস করলেই 'শুদ্ধ' রূপটা পাওয়া যায়। সিলেটিতেও আছে এমন। অনেকে মনে হয় এই সূত্রানুযায়ীই 'হাতকরা'-র হ-কে স-দিয়ে শুদ্ধিকরন করতে চান। কিন্তু এটা ভুল। 'হাতকরা'-ই শুদ্ধ রূপ, এবং সাতকরা বিকৃত। কারন আমার জানামতে 'হাতকরা' কোন মূল বাংলা শব্দের আঞ্চলিক রূপ নয়, এটাই মূল শব্দ (বাংলাদেশের প্রেক্ষিতে অন্তত)। বাংলায় আমি 'সাতকরা' বলে কোন শব্দ খুঁজে পাইনি। সূতরাং এর 'শুদ্ধ'-করনের চেষ্টাও ভুল - হাতকরাকেই বাংলায় শুদ্ধ রূপ হিসেবে গ্রহন করা উচিত। সুতরাং, চলুন আমরা এখন থেকে পুর্ণ ফ্লেভারের 'হাতকরা'ই এনজয় করি, ব্ল্যান্ড সাতকরা নয়।

২। মাছের ট্যাঙ্গা ঝোল আমার মনে হয় আদাজামির দিয়েই আসলে হয়। বিশেষ করে ছোট মাছে। হাতকরা দিয়ে ঠিক হয় না। আদাজামিরের ঝোল ফাটাফাটি।

৩। হাতকরার কেনা, প্রসেসিং, প্রিপারেশন নিয়ে যা বললেন তা মনে হয় ঠিকই। এটা একটা কঠিন আর্ট। সিলেটিরা সবাই এটা খুব ভাল পারেন এটা একদম ভুল ধারনা মনে হয়।
কেনার ক্ষেত্রে অনেক তত্ত্ব প্রচলিত, যেমন -
(ক) পাকা কম হলে ভাল, (খ) হাল্কা হলে ভাল, (গ) চামড়া পাতলা হলে ভাল, (ঘ) ঠিক কোথাকার তার উপ্রেও বোধহয় নির্ভর করে, ইত্যাদি।

৪। হাতকরার আচারের কোন তুলনা নাই - যদি সত্যি ভাল বানাতে জানেন। আমি প্রচুর চলনসই মানের হাতকরার আচার খেয়েছি (সবই সিলেটিদের বানানো অবশ্যই), কিন্তু সত্যিকারের দুর্দান্ত মানের খুব কম। কিন্তু যখন ওরকম দুর্দান্ত মানের পেয়েছি (বেশ বিরল) তখন বলতে বাধ্য হয়েছি - দুনিয়ায় এর তুলনা বোধহয় আর কিছুই নাই !!! দেঁতো হাসি এই বিষয়টা আমার কাছে এখনো একটা মিস্ট্রি - এটা সিলেটিদের একটা স্পেশাল্টি হিসাবে পরিচিত, অথচ A+++ মানের/স্বাদের আচার কেন তাদের মধ্যে সুলভ না। এর কারন আমি বেশি খুঁতখুতে, নাকি আমিই আসলে তেমন পাকা হাতের কারো বানানো কিছু খাওয়ার সুযোগ পাইনি, নাকি রান্নাবান্নায় জেনারেশনাল একটা পরিবর্তন এসেছে - জানি না।

৫। আমার মতে নিকোবিনা নেহাতই একটা বাজারি পন্য। একদম সাধারন মানের। আহামরি কিছুই না। যারা বানাতে পারেন না বা বানানোর সময় নাই - তাদের জন্য। অগতির গতি। তবু তাদের এই প্রয়াসটা ভাল, খারাপ হলো শুধু - তারা সবটাই দেশের বাইরে পাঠিয়ে দেন। ঢাকায় পাই না। কেন রে বাবা, আমরা কেউ না ?
'আহমেদ' ব্র্যান্ডেও এখন বেরুচ্ছে, তবে সেটা মুখে দেয়ারও যোগ্য না।

৬। আপনার খালাতো বোনের সেদ্ধ দিয়ে তেতো পরীক্ষার ফর্মুলাটা পড়ে মনে পড়ল আমিও শুনেছি যে, সেদ্ধ করেই আবার তেতো কমানো হয়।

৭। মনে আছে আমার আম্মা হাতকরা বাসায় রোদে শুকিয়ে রাখতেন। পরে মাছ-মাংস রান্নায় ফ্লেভার করার জন্য একটু করে ছেড়ে দিতেন। এভাবে দীর্ঘদিন চলত।

----------------------------

যারা হাতকরা কি তা-ই এখনো জানেন না তাদের জন্য ফুটনোটঃ এটা বৃহত্তর সিলেট, এবং সম্ভবত প্রতিবেশী আসাম ও মেঘালয়ের কিছু অংশে জন্মানো প্রায় কমলালেবু সাইজের সাইট্রাস সব্জীবিশেষ। দেখতে ফলের মত হলেও ফল না। বৈজ্ঞানিক নাম Citrus macroptera var. annamensis Tanaka ।

****************************************

 দিফিও-1 এর ছবি

এইরকম চমৎকার একটা মন্তব্যের জন্য প্রথমেই একগাদা ধন্যবাদ! চলেন পয়েন্টগুলায়

১। আপনার যুক্তি পছন্দ হয়েছে। সিলেটে "হাতকরা"ই শুনেছি, এবং এটাও ঠিক বলেছেন যে যেহেতু এটা সিলেট অঞ্চলের প্রচলিত খাদ্য, তাই এটার নামের উতপত্তি এখান থেকেই হওয়াটা স্বাভাবিক। এখন থেকে হাতকরাটাই বলার চেষ্টা করবো দেঁতো হাসি

২। আমার অবশ্য মাছের ঝোল হাতকরা বা আদাজামির ২ টো দিয়েই ভাল লাগে। আদাজামির (সিলেটে অনেকে আদালেম্বু-ও বলেন) টক স্বাদ দেয় বেশী, তবে হাতকরার ফ্লেভার আরেকটু বেশি "কম্প্লেক্স" মনে হয়, টক-স্পেশাল তিতা-হালকা ঝাঁঝ সব মিলিয়ে--তাই ভালও লাগে বেশী।

৩। ঠিক বলেছেন!

৪। দিলেন তো আমার লুল ঝরায়ে---সাতকরার ঘরে-তৈরী আচার কমই খেয়েছি, আর A+++ ক্যাটাগরী খাইনি বলেই মনে হচ্ছে, দেশে গেলে আপনার ঐখানে ঢুঁ মারা লাগবে মনে হইতেছে! অবশ্য সাতকরাই পাইনা, লেবু দিয়া কারী বানিয়ে সচলে পোস্ট দেই, তায় আবার হাতে তৈরী আচার (দীর্ঘশ্বাসের ইমো)

৫। হ্যাঁ, নিকোবিনার সোয়াদ হয়ত একেবারে খুব চমৎকার, তা না, তবে হাতকরা আর তার নাম দেশে বিদেশে ছড়িয়ে দিতে এর ভূমিকা প্রচুর। সিলেটে গেলে চট করে বাজার থেকে হাতকরা কিনে ফেলা মুশকিল, তায় আবার রান্নার হ্যাপা, তার থেকে ১ বোতল আচার কিনে "সিলেটি স্পেশালটি" উপভোগ করা অনেক সহজ হাসি

তবে নিকোবিনার আরেকটা কথা বলতেই হবে---হাতকরা বাদে, তার আচারের স্বাদগন্ধ কিন্তু বাজারের অন্যান্য আচার থেকে বেশ ভাল মনে হয়েছে, সে হাতকরারই হোক বা মরিচের বা কাঁচা আমের। নিকোবিনার জনপ্রিয়তার এটাও মনে হয় একটা কারণ।

৬। ঠিক ঠিক, আমিও শুনেছি এটা।

৭। ঠিক বলেছেন। হাতকরা একটা কিনলে হেসেখেলে মাসতিনেক চলে যায়, ১ দিন পর পর খেলেও। ঢাকায় আম্মাকে দেখেছি এটা শুকিয়ে বা ডীপে রেখে অনেকদিন ধরে খেতে।

আর হাতকরা ফল না!! অ্যাঁ (জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই)

 দিফিও-1 এর ছবি

অবশ‌্য হাতকরা ফল কিনা, সেটা নিয়ে একটু ধন্দে পড়ে গেলাম চিন্তিত উইকিতে বলছে ফলটাই খাদ্য হিসাবে ব্যাবহার হয়। দেখেও সাইট্রাস ফল বলেই মনে হয়। কোনটা ঠিক?

মৌনকুহর এর ছবি

সাতকরার আচারটা বেশ মজা। চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

 দিফিও-1 এর ছবি

ধন্যবাদ!

দিহান এর ছবি

শিরোনাম পাল্টে 'হাতকরা আমি তোরে কত বালা পাই' করে দিন!

 দিফিও-1 এর ছবি

হাহাহা, খারাপ বলেন নাই দেঁতো হাসি

The Reader এর ছবি

লেমন রেসিপি টা দেওন যাইত না বাই ?? চিন্তিত

দিফিও-1 এর ছবি

অবশ্যই দেওয়া যাবে! এইখানে দেখেন, খাট্টা নামের রেসিপিটা ফলো করেছি। তবে এর সাথে একটু আলাদা টক দিতে হবে, হলুদ লেবুর খোসায় হাতকরার মত এত শক্তি নেই হাসি

ফ্রুলিক্স.. এর ছবি

"সাতকরা বেশিরভাগ সিলটী খান শেষ পাতে, ডালের বদলে"-কথাটা মানতে পারলাম না।

আমার বাড়িতেও প্রচুর সাতকরার গাছ আছে এবং সিলেটে এই অঞ্চলটি সাতকরার জন্য বিখ্যাত।

সাতকরা গরুর মাংস দিয়ে জমে ভালো। তবে মাছেও ভালোই যায়। অবশ্য অঞ্চল ভেদে পার্থক্য আছেই। কয়েক সপ্তাহ আগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে দেখলাম উনার পুরো সাতকরা দিয়ে টক রান্না করেছেন। পাতে নিয়ে আমার মাথায় হাত।পুরো তিতা।জীবনে এই প্রথম সাতকরার টক খাওয়া হলো।

"আদা জামির" দিয়ে মাছের ঝুলটা সেইরকম ইয়াম্মী হয়।

আমাদের এখানে মোটামুটি তরতাজা পাওয়া যায়। তবে ইংল্যান্ডের মতো এতো সহজলভ্য নয়।

দিফিও-1 এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ! কই থাকেন?

ফ্রুলিক্স.. এর ছবি

ফ্রাঙ্কফুর্ট

অছ্যুৎ বলাই এর ছবি

ফ্রিলিংক, এরপর ফ্রাঙ্কফুর্টে গেলে সাতকড়া খাওয়াবা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

মুই শব্দটা সিলেটে চলে। জৈন্তা, গোয়াইনঘাট, জকিগঞ্জ,গেোলাপগঞ্জের কিছু এলাকায় আমি বলতে মুই শব্দটা বলা হয়।

সাতকরা না বলে হাতকরা বলাই মনে হয় ভালো। হিন্দু কে প্রমিত করতে গিয়ে সিন্দু বলা আর হাতকরারে সাতকরা বলা আমার কাছে একি রকম মনে হয়।

আদা জামির একটা কঠিন জিনিস। হাতকরা অমৃত সমান। চলতে থাকুক এমন লেখা।

মন_মাঝি এর ছবি

তার কারন সম্ভবত ঐ এলাকাগুলি সীমান্ত এলাকা যেখানে সানগ্লাস রহমানের সময় বোধহয় অন্য ডিস্ট্রিক্ট থেকে পরিকল্পিত মাস-মাইগ্রেশন ইঞ্জিনিয়ার করা হয়েছিল।

দিফিও-1 এর ছবি

ধন্যবাদ মন্তব্যের জন্য হাসি

মেহবুবা জুবায়ের এর ছবি

পোষ্ট টা মনে হয় সিলেটিদের জন্য। নন-সিলেটিদের মন্তব্য করা ঠিক হবে কিনা বুঝতে পারছিনা। সাতকরা খাওয়াটা অনেকটা শুটকী বা দুরিয়ানের মতো। এটার স্বাদে ধীরে ধীরে অভ্যন্ত হতে হয়। সিলেটি রান্না-বান্না, খাওয়া-দাওয়া একদম অন্য রকম। চোঙ্গা পিঠা, সাতকরা, শুটকীর ঝোল, আদা জামির (তিতকুটে স্বাদের জলপাই এর মতো একটা ফল) দিয়ে মাছের ঝোল, মাছের পুর দিয়ে পুলি পিঠে এগুলি আমাদের 'বেঙ্গলীদের' অনভ্যস্ত মুখে ঠিক সুরে বাজে না। তবু আমি একটা রেসেপি দেই সাতকরার নিকোবিনা আচার দিয়ে----

মাছের ফিলে পুরিয়ে নিতে হবে, সেটার সাথে শুকনা মরিচ পোড়া, কাঁচা পেয়াজ কুচি অনেকটা, ধনেপাতা কুচি, সরিষার তেল ও সাতকরার আচার দিয়ে খুব খুব ভালো করে মাখিয়ে ভর্তা বানাতে হবে।
খেতে কেমন??
আউট ওফ দা ওয়ার্ল্ড!!!

--------------------------------------------------------------------------------

দিফিও-1 এর ছবি

আয় হায় বলেন কি, মন্তব্য করবেননা কেন? হাতকরা ভাল লাগে, তাই সচলে শেয়ার করলাম, আপনারা পড়বেন দেখেই তো হাসি মাছ ভর্তার রেসিপিটা কাজের মনে হচ্ছে, করে দেখব। আমাদের বাসায় যে মাছ ভর্তা হয়, সেটা এটার মতই, তবে আচার নেই, আর বেশ খানিকটা আদা কুচি।

আর সিলেটি খবারদাবার নিয়ে ঠিকই বলেছেন, ভৌগোলিক নিয়ম মেনেই সেখানকার খাদ্যাভ্যাসে বেশ কিছু ইন্টারেসটিং জিনিস আছে, যেটা দেশের অন্য অংশের সাথে কম মেলে।

মন্তব্যের জন্য ধন্যবাদ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাতকরার আচার আর গরুর মাংশ খেয়েছি
কিন্তু আদা জামির তো খাই নাই!

______________________________________
পথই আমার পথের আড়াল

দিফিও-1 এর ছবি

খেয়ে দেখেন, সেইরকম সোয়াদ!

বন্দনা এর ছবি

এই জিনিসের নাম শুনেছিলাম,আজকেই প্রথম চাক্ষুস করলাম। অনেক ধন্যবাদ সাতচারাকে পরিচয় করিয়ে দেবার জন্য।

দিফিও-1 এর ছবি

পড়ার জন্য ধন্যবাদ!

মন মাঝি এর ছবি

হার্ড্ডিস্কে অনেক আগে সেভ করা একটা ওয়েবপেজ থেকে এখানে বীফ হাতকরার একটা রেসিপি কপি-পেস্ট করে দিলাম। সেভড পেজটা থেকে ইউয়ারএলটা কিছুতেই বের করতে পারলাম না, তাই লিঙ্ক দিতে না পেরে পুরোটাই কপি-পেস্ট করতে হলো। এটা রেসিপি কতটা à la sylhetese জানি না, তবে খেতে মজা হলেই তো হলো - তাই না ?

Beef Hatkora

Rick Stein suggests halving the quantity of ghee if this curry is the only element of the meal (as opposed to one curry among many), as it can be quite rich. Hatkora is a citrus fruit found in Bangladesh.
Ingredients

For the garam masala

2 tsp cardamom seeds (from about 40 green pods)

1 tsp cloves

2 x 6cm/2.5in cinnamon stick, broken into smaller pieces

4 large pieces of blade mace

2 tbsp cumin seeds

2 tbsp coriander seeds

1 tbsp black peppercorns

For the beef hatkora

1.5kg/3lb 5oz chuck or blade steak

150ml/5fl oz mustard or vegetable oil

10 cloves

6-8 pieces cassia bark

10 green cardamom pods, lightly crushed

225g/8oz onions, peeled, halved and thinly sliced

35g/1¼oz garlic, peeled, crushed

50g/2oz fresh root ginger, peeled, finely grated

1 tsp turmeric powder

5 tsp Kashmiri chilli powder

4 tsp freshly ground cumin seeds

4 tsp freshly ground coriander seeds

2 tsp salt

3 tbsp tomato ketchup

100g/3½oz ghee (clarified butter), see note above

300ml/10½fl oz water

1 hatkora or ¼ pink grapefruit (hatkora are available fresh or frozen from some Asian markets)

½ tsp freshly ground black pepper

1 tsp garam masala (see recipe above)

Preparation method

For the garam masala, heat a dry, heavy-based frying pan over a very low heat. Add all of the ingredients for the garam masala to the pan and toast for 2-3 minutes, shaking the pan frequently, until aromatic (do not let the spices burn or take on any colour).

Transfer the toasted spices to a spice grinder and grind to a fine powder. Measure out one teaspoon for the beef hatkora, then store the remaining unused garam masala in a screw-top jar.

For the beef hatkora, cut the beef into 1in/3cm pieces, trimming away and discarding any large pieces of fat.

Heat the mustard or vegetable oil in a large, heavy-based lidded pan over a medium heat. Add the cloves, cassia bark and cardamom pods and allow them to sizzle for a few seconds. Add the onions and cook gently for 20-30 minutes, stirring occasionally, until they are very soft and light brown in colour.

Stir in the garlic, ginger, turmeric, chilli powder, ground cumin, ground coriander and salt. Fry for one minute, then add the beef and cook, stirring frequently, for ten minutes.

Add the tomato ketchup and ghee and cook for a further 2-3 minutes, then add the boiling water and simmer for 1½ hours, covered, or until the beef is almost tender.

Meanwhile, cut the hatkora or grapefruit in half and squeeze out the juice into a jug or bowl. Cut the hatkora halves into quarters and discard three pieces. Remove the residual flesh from the remaining quarter and slice away most of the white pith to leave behind only the zest. Cut the zest on the diagonal into thin strips.

Technique: Zesting citrus fruit
Zesting citrus fruit Watch technique1:02 mins Zesting citrus fruit Watch technique1:02 mins

After the curry has been cooking for 1½ hours, add the hatkora or grapefruit zest and juice and cook, uncovered, for a further 20-30 minutes or until the beef is tender and the gravy has reduced and thickened around the beef.

Technique: Zesting citrus fruit

Skim off the excess oil from the beef hatkora, then add the black pepper, garam masala and salt, to taste.
Technique: Skimming stock
Skimming stock Watch technique0:34 mins

To serve, spoon the beef shatkora into bowls.

****************************************

দিফিও-1 এর ছবি

ধন্যবাদ, আপনার দেয়া রেসিপিটার ১ম লাইন নিয়ে গুগল করতেই বের হল, বিবিসির ফুড সেকশনে রিক স্টেইনের রেসিপি এটা।

মোটামুটি দেশী মাংসের কারীর মতই, শেষে সাতকরা দেয়া হয়েছে। তবে একটা জিনিস দেখে মনে প্রভূত আনন্দ হল----হাতকরার পরিবর্তে পিংক গ্রেপফ্রুটের ব্যবহার দেখে। এই জিনিস মোটামুটি সহজলভ্য এইখানে, শীঘ্রই ট্রাই মারুম দেঁতো হাসি দেঁতো হাসি

সুমন_তুরহান এর ছবি

ব্রিটিশ ভোজনরসিক রিক স্টেইন-এর একটি ডকুমেন্টরি দেখেছিলাম - 'ফার ইস্টার্ন ওডিসি'। তিনি বাংলাদেশেও গিয়েছিলেন। পুরো ভিডিওটা এখানে পাবেন, আর সাতকরা/হাতকরা নিয়ে অংশটি এখানে। আর রেসিপিটা পাবেন এখানে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।