পাতা ঝরার দিনগুলি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৭/১০/২০১৩ - ১১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

মেজাজটা বিগড়ে আছে কিছুদিন ধরে। সূর্য মামার দেখা মিলছে না সময়মত, ঠিক ঠিক উইকেন্ডের দিনগুলিতেই তাকেও যেন মামাবাড়ির ছুটিতে যেতে হবে! গ্রীষ্মের শেষে আর শীতের আগমনের পূর্বের এই পাতা ঝরার দিনগুলিতে হলদে হয়ে যাওয়া পাহাড়ের ঢালে একটু হেঁটে বেরানোর সুযোগ না পেলে অস্থির লাগে সারাক্ষণ। কেমন যেন মনমরা কুয়াশায় ঢেকে আছে আমার স্বপ্নের ভ্যালিগুলি সারাটা দিন! একটু সূর্যোলোকের অপেক্ষায় যেন উতলা হয়ে থাকে পাহাড়ি ঢালের আমার অতিচেনা গাছগুলি।

একদিন খুব ভোরেই অত হিসেবনিকাশ না করেই রওনা দিলাম মারানার(MARANA) পথে। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এই ছোট্ট জনপদে পৌঁছে দেখি আসলেই হিসেবে ভুল হয়েছে। ঘুটঘুটে অন্ধকারে যেন ডুবে আছে সারা ভ্যালি। সূর্যমামা তখনও পূব আকাশে উঁকিঝুঁকি দিতে শুরু করেনি। কি আর করা, ঝিম মেরে বসে না থেকে কাঁধে ঝোলা ঝুলিয়ে দিলাম যাত্রা। নেই কোনও সুনির্দিষ্ট গন্তব্য, মন চাইলে উঠে যাব অতিচেনা সেই মারানা শৃঙ্গে (Cima Marana)...... অনেকগুলি বছর তো পেরিয়ে গেছে ১৫৫৪ মিটার উঁচু শৃঙ্গে শেষবার পদার্পণের।


ভোরের অপেক্ষায় ১


ভোরের অপেক্ষায় ২

সকালের ব্রেকফাস্টের গরম কফির রেশ যতক্ষণ মনটাকে টনটনে রেখেছে এগিয়ে গিয়েছি বীরদর্পে। একটা সময় বুঝতে পারি হিসেবের ভুল হয়েছে আরেকবার। পর্বতশৃঙ্গে পৌঁছানোর পথ ছেড়ে চলে গেছি বহুদূর। অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে চলে যাওয়া ট্র্যাকিং রুট যে হারিয়ে ফেলব এমনটা ভাবিনি কখনো। ভয় পাবার কথা থাকলেও পূব আকাশে সদ্য সূর্যমামা তাঁর ঝলমলে রশ্মিতে যেন মনটাকে করে তুলল আবার সতেজ। ফিরতি পথে অনেকদিন পর স্বরূপে সদ্য উদিত সূর্যের আলোয় আলোকিত ঝরাপাতার সেই জঙ্গলের অপার সৌন্দর্যে বিমোহিত হয়েছি আমি। প্রকৃতির মাঝে এভাবে আবার হারিয়ে যেতে বিন্দুমাত্র দ্বিধা করবো না আর।


সুপ্রভাত ১


সুপ্রভাত ২


অরণ্যে অরুণোদয় ১


অরণ্যে অরুণোদয় ২


পাহাড়ি গুচ্ছগ্রাম


চাঁদ মামার হচ্ছে ছুটি


মারানা ভ্যালি

মারানা জনপদের প্রাণকেন্দ্রে ফিরে দেখি ঘুম ভেঙ্গেছে সবার। গোটা পঞ্চাশেক মানুষের এই গুচ্ছগ্রামে আজ বসেছে মেলা। ভাবলাম ফারমারস মার্কেট টাইপের কিছু হবে হয়ত, গিয়ে দেখি হুলুস্থুল ব্যাপার। তারতুফো(Tartufo, Truffle) নামের এক বিশেষ ছত্রাকের প্রদর্শনী চলছে। ইতালিয়ান রসনা বিলাসে এই তারতুফোর কদর ঐতিহ্যবাহী। ২০০৭ সালে ইতালির পিসার মাটি খুঁড়ে পাওয়া দেড় কিলোর এক পিস তারতুফো ৩৩০,০০০(তিন লক্ষ ত্রিশ হাজার মাত্র) ডলারে বিক্রি হয়েছিল। না বাবা ভুল বলিনি, একটা শূন্যও বেশি লিখিনি । মারানার এই লোকাল মার্কেটও দাম শুনে ভিমরি খাবার গল্প হবে আরেকদিন।


মেলা


তারতুফো

(আসলেই কি সেদিন সব ছিল হিসেবের ভ্রম? ......আজ্ঞে না, মনখারাপ করে তো বাসায় ফিরিনি। মারানা শৃঙ্গ তো ঠায় দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে, থাকবেও আজীবন।
চাইলেও কি এত সহজে হারিয়ে যাতে পারবো আরেকবার?
...... আজ্ঞে না!!!!!)


মারানা শৃঙ্গ


ফেরা

......জিপসি


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

ছবি দারুণ
কিন্তু এই জার্নিবাই... কোন দেশ কোন মুল্লুক তা না বললে আমাদের মতো ঘরকুনারা কেমনে ভূগোল পরীক্ষায় পাস করব?

অতিথি লেখক এর ছবি

মুল্লুকের নাম ইতালি।
সচলায়তনের কেউ ভূগোল পরীক্ষায় অকৃতকার্য হবে এটা কোনভাবেই মানতে পারছিনা। চোখ টিপি

......জিপসি

অতিথি লেখক এর ছবি

লীলেন ভাইয়ের সাথে সহমত
ছবিগুলো সত্যি অনেক সুন্দর, আর শেষের টা ভাষাহীন সুন্দর।
কিন্তু জার্নিটা কোথায় থেকে শুরু হলো সেটা বুঝলাম না, আরেকটু বর্ণনামূলক ভাবে বললে বোধহয় আমাদের মতো পাঠকদের জন্যে বুঝতে সহজ হতো।

মাসুদ সজীব

অতিথি লেখক এর ছবি

কোনও প্ল্যান ছাড়াই একা একা এইসব উল্টাপাল্টা ঘুরাঘুরি করি মাঝেমাঝে। এবার তো পথই হারিয়ে বসেছিলাম...... অতটা গুছিয়ে লিখতে পারিনি বলে দুঃখিত।
ভালোলাগার এইসব পাগলাটে ছুটাছুটি কিন্তু চালু থাকবে। এইগুলিকে ভ্রমণ বিষয়ক পোষ্ট হিসেবে না দেখাই উত্তম!

......জিপসি

তারেক অণু এর ছবি

শেষের ছবিটা ভালো লাগল, অন্যগুলোতে আরও যত্ন দরকার।

ঝরা পাতার শুভেচ্ছা

অতিথি লেখক এর ছবি

ফডু ক্যামেরা বদলাইতে হইব, হাতে টেকাটুকা নাই !!

......জিপসি

ধুসর গোধূলি এর ছবি

আমরার লগে তাফালিং!
ঝরাপাতা সম্বলিত মাইরালা শৃঙ্গ আমাদেরও আছে। বোনাস হিসেবে ছোট্ট ছিমছাম গুচ্ছগ্রামের ট্রেন এবং স্টেশনও আছে। (এবং তাড়েকানু এইখানে যায় নাই)

অতিথি লেখক এর ছবি

আইতাছি! ইস্টিশনের রেলগারিডা ঘড়ির কাটা মাইপা চলে তো ?

......জিপসি

অতিথি লেখক এর ছবি

অসাধারণ কিছু ছবি অবলোকন করলাম।
ধন্যবাদ, শুভকামনা রইল।

তুহিন সরকার।

অতিথি লেখক এর ছবি

আপনাকেও ঝরা পাতার শুভেচ্ছা

......জিপসি

 মেঘলা মানুষ এর ছবি

শেষের ছবিটার নাম দিয়েছেন ফেরা, কিন্তু আমার কেবলই মনে হচ্ছোল এরকম একটা পথ দিয়েই একদিন চলে যাব, আর আসব না।

অপূর্ব!

অতিথি লেখক এর ছবি

ছবির নামটি কি বদলে দিব? চিন্তিত

......জিপসি

এক লহমা এর ছবি

বা:

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

নতুন শব্দ মনে হচ্ছে! আশা করি পজিটিভ কিছু হবে! হাসি

......জিপসি

এক লহমা এর ছবি

হা: হা: হা:, অবশ্যই ভাল অর্থে, মুগ্ধতা অর্থে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

যাক বাবা, বাঁচা গেল! (বড্ড টেনশনে ছিলাম)
আপনাকে মুগ্ধ করতে পেরেছি তাতেই আমার আনন্দ !

......জিপসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ছবিগুলো যথারীতি দারুন হয়েছে। ভোরের অপেক্ষায় দেখে মনে হচ্ছে অপার্থিব দৃশ্যাবলী! মারানা ভ্যালি দেখে কেন যেন মনে পড়ে গেলো "সরাসরি নিউজিল্যান্ড থেকে আমদানীকৃত" গুঁড়ো দুধের বিজ্ঞাপনের কথা! অরণ‌্যে অরুণোদয়ে আলো ছায়ার খেলা দেখে মুগ্ধ হয়েছি। শেষের ফেরা ছবিটা আসলে শিরোনামের দৃশ্য রূপ!!

ঘোরাঘুরি চালিয়ে যান আর আমাদেরকে ঈর্ষায়িত করতে থাকুন!!

____________________________

অতিথি লেখক এর ছবি

কাউকে ঈর্ষান্বিত করার জন্য ব্লগ লিখি না, আমার প্রয়োজন শুধু মাতৃভাষায় একটু আড্ডাবাজি করা।
এইযে আপনার সাথে বাংলা ভাষায় দুটি কথা হল এটাই আমার আনন্দ!! হাসি
ভাল থাকবেন, সাথে থাকুন।

......জিপসি

গান্ধর্বী এর ছবি

শেষ ছবিটার মত কোনো পথ ধরে বরং হারিয়ে যেতেই মন চাইছে! অপূর্ব!
ভাল লাগলো বাকি ছবিগুলোও।

শুভকামনা

অতিথি লেখক এর ছবি

গুনগুন করে কিন্তু গাইতে হবে “কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা......”

......জিপসি

বন্দনা এর ছবি

ছবিগুলা দেখেই মনে হচ্ছে হাঁটতে বেরিয়ে পরি।

অতিথি লেখক এর ছবি

তাহলে দেরী কেনো? হাঁটাহাঁটি করতে তো আর পয়সা লাগে না...... বেরিয়ে পড়ুন!

......জিপসি

নীলম এর ছবি

এমন সুন্দর রঙ এর পাতার দেখা যে কবে পাবো!

অতিথি লেখক এর ছবি

এ রঙের খেলা থাকবে না বেশীদিন। প্রকৃতি সাজবে অন্যরূপে...

......জিপসি

অমি_বন্যা এর ছবি

ছবিগুলা সুন্দর চলুক

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- ছবি তোলার মুহূর্তগুলি ছিল আরও অনেক বেশি সুন্দর

......জিপসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

......জিপসি

ইয়াসির আরাফাত এর ছবি

দারুণ সব ছবি। শেষেরটা কেবলি স্বপ্নময়

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। হাসি
‘ফেরা’ ছবিটা যে এতটা পাঠকপ্রিয় হবে ধারণা করিনি।

......জিপসি

অতিথি লেখক এর ছবি

মানুষকে ফিরতে হয়।
যদিও সব ফেরা ঠিক হয়না কখনো কখনো।
তবে আপনার ফেরাটা দারুণ।
মন ভালো হয়ে গেলো ছবিগুলো দেখে।

ভালো থাকবেন জিপসী।
আপনার জন্য শুভকামনা।

------------------------
কামরুজ্জামান পলাশ

অতিথি লেখক এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আমার নামের বানানটি আবার ভুল হবে না!!! চোখ টিপি

ভাল থাকবেন। হাসি

......জিপসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।