এইসব মায়ামুগ্ধতা, ধূলোপাঠ, এইসব...

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ৭:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের বিছানার প্রান্তে এসে লুটোপুটি খায় সোনা সোনা রোদ। রোদের ঘ্রান। পাখীর কিচিরমিচির। আমাদের ছোট্ট পাখীটার ঘুম ভেঙ্গে যায় ভোর বেলা। 'বাবা উঠো, মা উঠো, দিন হয়ে গেছে...'

আমাদের তিনজনের দিন শুরু হয় টস করে। আজ কোথায় বেড়াতে যাওয়া হবে?পাহাড়, সমুদ্র নাকি লেক? আমরা বড় হয়ে উঠা দুজন বড় হতে থাকা তৃতীয়জনকে গোপনে জিতিয়ে দেই প্রতিদিন । এইসব ছোটখাট টসে জিতে যাক, বড় হতে হতে আরো কতো বড়ো বড়ো টসে হারতে হবে, হারতে হারতে মানুষকে বড় হতে হয়।এইভাবে...
auto
পাহাড় তার সুমহান গাম্ভীর্য নিয়ে কেমন সবুজ হতে হতে নীল হয়ে উঠে। কৈশোরের নীল পাহাড়ের সেই তীব্র হাতছানি। সেই পাহাড়ে রোদ ঝলসালে অনেক দূরের এপাড় থেকে ঝর্ণার আবহ ভাসতো চোখে। রাত নামলে পাহাড়ের গায়ে থোকা থোকা জোনাক পুঞ্জি সেমেটিক মিথের মতো গতজন্মের কথা মনে করিয়ে দিতো কেবল।
auto
পাহাড়ের নীল কেমন করে হয়ে উঠে সমুদ্র! সমুদ্রের ঐ অপার বিস্তার যেনো হারিয়ে ফেলা সেই নীল শার্ট, পরা হয়নি বলে কেউ নাবিক বলেনি অথচ পুরোটা জীবন কেটে গেলো পতন ও উদ্ধারে।

auto
লেকের জলে থিরথির কাঁপে বুড়ো পাহাড়ের ছায়া, মেঘেরা ভেসে যায় দূরে। ময়ূরকন্ঠী হাঁস জল কেটে এগিয়ে যায় ছানাপোনা সমেত। ঈশ্বর পুত্র যীশুর মতো তীব্র ভালোবাসায় দু ডানা বিস্তার করে একাকী রাজহাঁস। এতো প্রেম তার জল ও জলহীনতায়।

আমরা তিনজন এইসব মায়ামুগ্ধতায় জড়োসড়ো হয়ে থাকি। পৃথিবীর ছায়া অনেক বিশাল হয়ে উঠে- দেশের চেয়ে,মানচিত্রের চেয়ে।এই সব সীমানা সামান্য মাত্র। পৃথিবীটা পাখি, গাছ, মানুষ সবার।

এই বিশাল ছায়া কতোকিছু ভুলিয়ে দেয়। কোথাও ধ্বংস নেই, ষড়যন্ত্র নেই, 'স্যানেটারী ন্যাপকিন ছাড়া আর কোথাও কোন রক্তপাত নেই'। তেহরানের রাস্তায় রক্তাক্ত লুটিয়ে পড়ছেনা এক কিশোরী, পন্থাবন্দী বন্ধুরা এই আত্নত্যাগকে তুচ্ছ করছেনা মতাদর্শের পরাধীনতায়, কোথাও নদীহত্যার বাহারী আয়োজন চলছেনা...

আমাদের বিছানার প্রান্ত থেকে সরে সরে যায় সোনা সোনা রোদ। পৃথিবী জুড়ে এতো রক্তপাত,মানুষে মানুষে এতো আস্থাহীনতা- ভাল্লাগেনা।


মন্তব্য

মামুন হক এর ছবি

এই হইল ঘটনা বস, আপনে মাদার ন্যাচারের লগে চুটিয়ে মিতালী করলেন আর আমরা এখানে আপনারে তুমুল মিসাইলাম। হোপ ইউ হ্যাড ফান ম্যান। আপনের উপন্যাসটা পড়ার জন্য মুখিয়ে আছি...যদি অভাগার দিকে একটু তাকাইতেন হাসি

হাসান মোরশেদ এর ছবি

মিস করতে করতে আমারো মিসাইল দশা হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মামুন হক এর ছবি

বস সিগনেচারসহ বই দিবেন না?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি ছবির পোস্টের সাথে লেখা দিলে কেউ সেগুলা পড়েনা, আর আপনারটা না পড়ে উপায় থাকেনা-- এই হল পার্থক্য।

হাসান মোরশেদ এর ছবি

হ। আপনাদের মতো ছবিবাজের ভয়ে ছবি তুলতে গেলে হাত কাঁপে
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সাইফুল আকবর খান (লগাইনাই, কিন্তু বলতে ইচ্ছা করতেছে!)) এর ছবি

চলুক

অক্ষরের ভাষা পেলামই না তবু বলার মতো!

মন খারাপ

হাসি

মন খারাপ

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা সাইফুল ভাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সাইফুল আকবর খান এর ছবি

স্বাগতম মোরশেদ ভাই। হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পলাশ দত্ত এর ছবি

এইসব ছোটখাট টসে জিতে যাক, বড় হতে হতে আরো কতো বড়ো বড়ো টসে হারতে হবে, হারতে হারতে মানুষকে বড় হতে হয়।
উধ্ধৃত লাইনটা পড়তে-পড়তে শরীরটা শিরশির করে উঠলো।

এই লেখাটি লিখছেন যে-হাসান মোরশেদ তাকে আমি চিনি না।

এইটা ব্লগরব্লগর?রেগে টং

বড় হযে মানুষ কখনো আর টস জেতে না মরার আগ পর্যন্ত। ওই টসে জেতাই তার নিয়তি।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

হাসান মোরশেদ এর ছবি

হে কবি, হে মানুষ, হে পুরুষ হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অনিকেত এর ছবি

হাসান মোরশেদ আপনার লেখা নিয়ে আমার অপার মুগ্ধতা!
কিন্তু আপনি এমন তুখোড় ছবি তোলেন---তাতো জানতাম না!!!

লেখা,ছবি সব,স---ব খুব ভালো লাগল

বিশ লক্ষ তারা---!

হাসান মোরশেদ এর ছবি

আপনি অনিকেতের মতোই উদার বস। ছবিবাজি থেকে আমি শতহস্ত দূরে। মামুলি ডিজিক্যামে ক্লিকাই শুধু হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চমৎকার !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

হাসান মোরশেদ এর ছবি

যেমন আপনি হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

লইজ্জা লাগে

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

যুধিষ্ঠির এর ছবি

চমৎকার লেখা। সুন্দর ছবি।

রণদীপম বসু [অতিথি] এর ছবি

কাব্যিক অভিব্যক্তি নাকি ব্যঞ্জনা...! চলুক

আরিফ জেবতিক এর ছবি

দীর্ঘশ্বাস ফেলিয়া শুধু ভাবিনু ,
হারাধনের শেষ ছেলেটাও তবে ফটুগ্রাফাই হইয়া গেনু।

মণিকা রশিদ এর ছবি

খুব ভালো লাগলো। প্রকৃতি এইসব জীবন যন্ত্রণার কথা ভুলিয়ে দিতে পারে, কিন্তু হয়ত ক্ষতগুলো সারানোর দায়িত্ব মানুষেরই। ছবিগুলো দেখে মনে হলো খুব চিনি। অনেক ধন্যবাদ লেখককে।
----------------------
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

স্বাধীন এর ছবি

পৃথিবী জুড়ে এতো রক্তপাত,মানুষে মানুষে এতো আস্থাহীনতা- ভাল্লাগেনা।
আমারও।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এই লেখা পড়ে কমেন্টে কী লিখবো ভেবে পেলাম না...

পিপি'দার বাসায় তোলা একটা ছবি পাঠিয়ে দেবো কিনা ভাবছি হাসি

তানবীরা এর ছবি

হাসান ভাই, লন্ডনে কি এখন স্কুল ছুটি ? মহারাম দেখা যাচ্ছে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফারুক হাসান এর ছবি

এইসব ছোটখাট টসে জিতে যাক, বড় হতে হতে আরো কতো বড়ো বড়ো টসে হারতে হবে, হারতে হারতে মানুষকে বড় হতে হয়।এইভাবে...

অসাধারন!

নীড় সন্ধানী এর ছবি

নির্বাক হয়ে দেখলাম। মুগ্ধ হয়ে পড়লাম।
লেখায় এ+

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

দময়ন্তী এর ছবি

অপূর্ব!
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।