ইরানের ট্রেড ইউনিয়ন নেতার মুক্তি ও চিকিৎসার জন্য আবেদন

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: শনি, ২০/১০/২০০৭ - ৯:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আন্তর্জাতিক পরিবহনশ্রমিক ফেডারেশনের সম্মেলনে মনসুরআন্তর্জাতিক পরিবহনশ্রমিক ফেডারেশনের সম্মেলনে মনসুর

মনসুর অসানলু(Mansur Ossanlu) তেহরানের ১৭ হাজার পরিবহন শ্রমিকদের নেতা । সরকারীবিরোধী কোন তৎপরতা নয়,কেবল মোটরশ্রমিকদের অধিকতর বেতনভাতার জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিলেন তিনি দীর্ঘদিন ধরেই ।
এই অপরাধে তাকে বারবার কারাবন্দী এবং নির্যাতনের শিকার হতে হয়েছে । ডিসেম্বর ২০০৫ থেকে আগষ্ট ২০০৬ পর্যন্ত একটানা তিনি বন্দী ছিলেন,এরপর আবার নভেম্বর ২০০৬ গ্রেপ্তার হন । মে ২০০৭ এ তাকে ৫ বছরের কারাদন্ড দেয়া হলেও তিনি জামিনে বের হয়ে আসেন ।
জামিনে থাকা অবস্থাতেই ইরানের গোপনপুলিশ বাহিনী তাকে অপহরন করে ।অপহরন করার সময়ই তাকে অমানবিক নির্যাতন করা হয়,তার জিহবা কেটে ফেলার চেষ্টা করা হয় ।

অক্টোবরের ৯ তারিখে ইন্দোনেশিয়ান ট্রেড ইউনিয়নের একটি প্রতিনিধি দল কারাগারে তাকে দেখতে গেলে কর্তৃপক্ষ জানায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
১৫ অক্টোবর তাঁর স্ত্রী প্রথমবারের মতো তাঁকে দেখার অনুমতি পান । এ সময় মনসুর তাকে জানান যে, অমানুষিক অত্যাচারে তিনি ক্রমশঃ দৃষ্টিশক্তিহীন হয়ে পড়ছেন এবং কর্তৃপক্ষ আসলে তাঁর চিকিৎসার কিছুই করছেনা ।

***
***
এমনেষ্টি ইন্টারন্যাশনাল মনসুরের মুক্তির আবেদন ও সুচিকিৎসার দাবী জানিয়ে একটি মেইলিং কার্যক্রম হাতে নিয়েছে । মন্তব্য ঘরে আমি একটা প্রামান্য মেইল রাখছি ।


সচলায়তনের সকলের কাছে অনুরোধ এই কার্যক্রমে অংশ নিন ।

মনসুর'কে নিয়ে নির্মিত একটি ভিডিও চিত্রঃ


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

Subject: Please provide Mansour Ossanlu with urgent and appropriate medical

From: " HASAN MURSHED"
To: "Ayatollah Sayed ‘Ali Khamenei - Leader of the Islamic Republic"
To: "Ayatollah Mahmoud Hashemi Shahroudi - Head of the Judiciary"
To: "Rasoul Movahedian - Ambassador"

Your Excellency

Re: Please provide Mansour Ossanlu with urgent and appropriate medical

I understand that Mansour Ossanlu has been advised by the prison doctor of Evin Prison that he is at risk of losing his eyesight unless he received medical treatment for his condition within the next two weeks. I urge you to ensure that Mansour Ossanlu is seen by a qualified doctor and receives urgent treatment by an eye specialist.

I respectfully remind you that every prisoner has the right to adequate medical attention and that you are responsible for prisoners’ wellbeing.

I am very concerned that Ossanlu appears to be held solely on account of his peaceful trade union activities, in which case he should be released immediately and unconditionally. I remind you of the obligations of Iran under ICCPR Article 22 (1) and ILO conventions 87 and 98, which provide for the right to form and join trade unions.

I would be grateful if you could explain why Mansour Ossanlu was rearrested on 10 July, and for you to let me know details of any charges he is facing.

As a priority, I urge the authorities to ensure that he is given immediate and regular access to his lawyers, and his family.

Sincerely,

HASAN MURSHED

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জিফরান খালেদ এর ছবি

হুমমম...বেশ ভালো উদ্যোগ... কার্টুনিস্ট আরিফকে নিয়ে দেখলাম বেশ হৈ-হল্লা হলো... তারপরি আমরা সবাই সুন্দর ভুলে গেলাম বলেই মনে হলো...

তাকে নিয়েও কিন্তু এরম উদ্যোগ সহজেই নেয়া যেতো... এইটা নিয়ে একটা পোস্টো পরেছি বোধহয়... যাই হোক, লিঙ্কটা দেখি...

হাসান মোরশেদ এর ছবি

জিফরান,
এটা আসলে এমনেষ্টি ইন্টারন্যাশনালের একটা ক্যাম্পেইন । এমনেষ্টি সারা পৃথিবীজুড়ে সংঘটিত এরকম নিপীড়নের বিরুদ্ধে নানা ধরনের ক্যাম্পেইন চালায় ।ইমেইল ক্যাম্পিং, পোষ্টকার্ড ক্যাম্পিং,সোশাল গ্যাদারিং। সবক্ষেত্রে যে সফলতা আসে,তা না । তবে অনেকক্ষেত্রেই এগুলো চাপ তৈরী করে । সাধারনতঃ সংখ্যাটা ও বিশাল হয়ে দাঁড়ায় । মেইল ক্যাম্পিং এ কোন কোন কেইসে চার/পাঁচ লক্ষ মেইলিং ও হয়ে যায় এক সপ্তাহে । এমনেষ্টির এসব ক্যাম্পেইনে সফল হওয়ার অনেক উদাহরন ও আছে ।
এটা সত্য বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে কোন এক কারনে এগুলো তেমন আন্তর্জাতিক ফোকাস পায়না । একজন বাংলাদেশী হিসেবে এমনেষ্টির বিভিন্ন ইভেন্টে অংশ নিতে গিয়ে আমারো মনে হয়েছে- সুদুর ইরিত্রিয়ায় একজন সরকার বিরোধী আন্দোলনে বন্দীর জন্য ক্যাম্পেইন হয় তাহলে আমার দেশের আরিফের জন্য কিংবা মিলিটারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যাম্পেইন হয় না কেনো?
উত্তর পাইনি । সম্ভবতঃ বাংলাদেশে মানবাধিকার ইস্যু নিয়ে যারা কাজ করেন তারা কোন কারনে ফোকাসিংটা ঠিক মতো করতে পারেন না ।

ধন্যবাদ আপনাকে । আপডেট জানাবো ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

ইমেইল দেয়া হলো এবং একাধিক বড়ো গ্রুপগুলোতে ফরোয়ার্ড করা হলো।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত আহমেদ এর ছবি

ইমেইল করেছি।
ফেসবুকের সচল গ্রুপেও একটা পোস্ট দিয়েছি।
দেখি আর কি করা যায়।


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

হাসান মোরশেদ এর ছবি

হাসি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অয়ন এর ছবি

মেইল পাঠাইলাম, যদি কিছু হয়।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ইমেল করলাম।

??? এর ছবি

মেইল করলে যদি কল্লায় ইরানী সরকার মূল্য লাগায়া দেয়!!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

হাসান মোরশেদ এর ছবি

খারাপ কি? দুর্মুল্যের বাজারে কল্লার মুল্য তো জানা গেলো চোখ টিপি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

ইমেইল করবো।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

শেখ জলিল এর ছবি

ইমেইল করেছি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসান মোরশেদ এর ছবি

ধন্যবাদ সৌরভ ও জলিল ভাই ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিবাগিনী এর ছবি

করেছি হাসি

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

তারেক এর ছবি

মেইল করছি...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

দিগন্ত এর ছবি

ই-মেল করলাম আর সাথে ইউটিউবের লিংকও পাঠিয়ে দিয়েছি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

বিপ্রতীপ এর ছবি

মুক্তি চাই!!!

[ই-মেইল করছি]

মাহবুব লীলেন এর ছবি

ইমেইল পাঠালাম
মুক্তি চাইলাম

দুর্বাশা তাপস এর ছবি

পাঠাই দিলাম।
-------------------------------------------------------------------------
মেরেছিস কলসীর কাণা
তাই ব'লে কি প্রেম দেব না?

==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।

হাসান মোরশেদ এর ছবি


আপডেটঃ-

বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীদের চাপের মুখে ইরানী কর্তৃপক্ষ বন্দী মনসুর অসলান এর চিকিৎকার ব্যাবস্থা করছে ।চোখের অপারেশনের জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে ।
মনসুরের চিকিৎসার দাবী জানিয়ে যারা মেইল করেছিলেন তাঁদের সকলকে আন্তরিক অভিনন্দন ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জ্বিনের বাদশা এর ছবি

আপাততঃ চিকিৎসা হচ্ছে এটাকেই সুসংবাদ মনে হচ্ছে ... মেইল করাতে এখন ভাল লাগছে হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

একটু লেইট হইয়া গেলো বাড়ি তে গেছিলাম। ইমেইল করছি।

কন্থৌজম সুরঞ্জিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।