আমিও বরফের ছবি তুলসি। হ।

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ০৫/০৩/২০০৯ - ৩:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বছরের গোড়ার দিকে একদিন হঠাৎ নতুন বন্ধুনি ইরিনা সকালে ফোন দিলো। হেরকুলেসে যাবো কি না।

ইরিনা ইউক্রেইনের মেয়ে। আমার চে কয়েক ইঞ্চি লম্বা, তার চোখে চোখ রাখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায়, তাই কাঁচুমাচু হয়ে একটুউউউউ নিচে তাকিয়ে থাকতে হয়। তাতে ঘাড় আর চোখ দুটারই আরাম হয়। চৌধুরী গ্রীষ্মে প্রায়ই ঘ্যানঘ্যান করতেন, প্রচুর বিয়ার পান করে হেরকুলেস থেকে হেঁটে নিচে নামার জন্য। হুঁ হাঁ করে এড়িয়ে গেছি। সেদিন ইরিনা বলার সাথে সাথে রাজি হয়ে গেলাম, কাঁচা ঘুম ভাঙানোর পরও।

কাসেল শহরটা পাহাড়ের কয়েকটা উপত্যকায় ছড়ানো। হেরকুলেস হচ্ছে কাসেল শহরকে ঘিরে রাখা সেই পাহাড়ের ওপরে একটা দুর্গ, বহু পুরাতন। দুর্গের নিচে দু'টি প্রাসাদ আছে, প্রুশিয়ার সম্রাট ভিলহেল্ম (সিরিয়াল খ্যাল নাই, দ্বিতীয় বা তৃতীয় হবে)-এর প্রমোদভবন সেগুলো। ওপর থেকে নিচে নামতে ঘন্টাখানেক সময় লাগে রয়েসয়ে নামলে।

নতুন ক্যামেরা হাতে পড়লে হাত চুলকাতে থাকে, তাই বেরোলাম। সেদিন তাপমাত্রা ছিলো শূন্যের তেইশ ডিগ্রী নিচে। সেলসিয়াসে। বুঝতেই পারছেন, ইরিনা মেয়েটা ভালু।

ছবিগুলি দিলাম শুধু। শুধুই পাকিতিক দিশ্য। বরফ আর বরফ।

IMG_0866
IMG_0870
IMG_0892
IMG_0891
IMG_0885
IMG_0884
IMG_0878


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ইরিনার ছবি চাই! হুঁ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী এর ছবি

ইরিনার কাহিনি আগাপাস্তলা জান্তে চাই...



অজ্ঞাতবাস

হাসিব এর ছবি

বরফের মইধ্যে রোমান্স× সুবিধাজনক না ।

× হঠাত কৈরাই মনে হৈলো । পুস্টের সাথে এই কমেন্টের কোন সম্পোক্কো নাই ।

সুমন চৌধুরী এর ছবি

বরফের তলেই কিন্তুক পাথর....

ঐ নামে এট্টা ফিলিমও আছে...দেঁতো হাসি...

পুস্টের সাথে এই কমেন্টেরো কোনো সম্পর্ক নাই।



অজ্ঞাতবাস

ধুসর গোধূলি এর ছবি

- চীনদেশ পর্যন্ত যাওনের কথা হাদিসে আছে কিন্তু বরফের তলে পাথরের উপরে য়ুক্রেনের বালিকার সাথে 'জ্ঞান' অর্জনের কথা কোন কিতাবে আছে?
পুস্ট এবং উপ্রের দুই মন্তব্যের সাথে এই কমেন্টের কোনই সম্পক্ক নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শিল্প এবং শিল্পী দুটোই দেখার ইরাদা করি, জনাব...

অমিত এর ছবি

ইরিনা ক্যানু ভালু ? ক্যানু ক্যানু ??

ঝাতি ঝানতে ছায়

ধুসর গোধূলি এর ছবি
অমিত এর ছবি

ধুগোর মন্তব্যের সাথে আমার উপরের মন্তব্যের সম্পর্ক নাই

অমিত এর ছবি

আমার সাথে আমার উপরের মন্তব্যের কোনও সম্পর্ক নাই

সুমন চৌধুরী এর ছবি

কারো মন্তব্যের সাথেই কি কারো মন্তব্যের কোন সম্পর্ক আছে?



অজ্ঞাতবাস

অমিত এর ছবি

এই কারোগুলা আসলে কারা ?চিন্তিত

সৌরভ এর ছবি

আমি সবার মন্তব্যের দায়িত্ব নিলাম। হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

এগিলি আসলে আম্রা উত্তরাধুনিক এক্টা কোবতে লেখার কোশেশ কর্তেছিলাম । একেগ্জন একেক্টা লাইন কৈতেছিলো ।

কীর্তিনাশা এর ছবি

ব্যাফারটা আমি বুঝতারছিলাম .... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আর আমি ব্যাফারটায় মজা লইতাছিলাম। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

রণদীপম বসু এর ছবি

আর আমি ব্যাফারগুলান লইয়া পাবনার লগে যুগাযুগ করতিছিলাম....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

হুম, ঘটনা বহুত জায়গায় প্যাঁচ খাইসে...

ধুসর গোধূলি এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

লম্বা মেয়ে হইলে একটা সুবিধা আছে। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

আবার অসুবিধাও আছে........

ফরজ আর সুন্নত আলাদা আলাদা ভাবে পালন করতে হয়। চোখ টিপি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

মজারু !! দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

খালি নামলেন ? উঠলেন না ? না উইঠ্যা নামলেন কেমতে ?

আগামী

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একটা বেকুবের মত ধারণার কথা বলি। ছবিগুলো দেখে আমার কাছে জায়গাটা ভীষন বৈরী, প্রানের প্রকাশহীন আর নির্বান্ধব বলে মনে হয়েছে। হেরকুলেস জায়গাটা যদি আমার এই বেকুব ধারণার নূন্যতম কাছেও হয়, তাহলে বলতে হবে হিমু তার ছবিতে জায়গাটার প্রানকে তুলে ধরতে পেরেছেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

হিমু এর ছবি

গ্রীষ্মে ভালোই লাগে, কারণ আশপাশটা সবুজ। শীতে একেবারেই নির্জন আর কর্কশ। একটা দীঘি আছে নিচে, সেটা জমাট বেঁধে যায়, ওখানে শুধু পিচ্চিরা স্কেট করতে আসে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৌরভ এর ছবি

মিলিয়ন ডলার প্রশ্ন, শীগগিরি জবাব চাই।
ইরিনা ভালু ক্যানো?

এই লেখার টাইটেল হৈতারতো-
কাসেলে ইরিনার লগে বরফ দেখতাসি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

খ্যাক খ্যাক খ্যাক !

গোপাল ভাঁড় এর ছবি

ইরিনা ইউক্রেইনের মেয়ে। আমার চে কয়েক ইঞ্চি লম্বা, তার চোখে চোখ রাখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যায়, তাই কাঁচুমাচু হয়ে একটুউউউউ নিচে তাকিয়ে থাকতে হয়। তাতে ঘাড় আর চোখ দুটারই আরাম হয়।

- চোখের কেমনে আরাম হইলো?
- আফার লগে ঠান্ডা ছবি তুলতে বুঝলাম ভালই লাগছে, গরম ছবি তোলার কুনু প্ল্যান আছে?
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

কনফুসিয়াস এর ছবি

আমি ভাপলাম কিছু অপাকিতিক দিশ্যু দেখপো।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার তো এই জায়গায় এখুনি যাইতে ইচ্ছা করতেসে মন খারাপ

ছবিগুলা খুব সুন্দর। সাথে সুন্দরীর ছবি থাকলে আরো ভাল্লাগতো চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- হিমু কি আপনের ধারণা 'জায়গা' দেখতে গেছে?
আরে মিয়া বদ্দা আমারে বিগত সাড়ে দুই বছরে খোঁচাইয়াও এখনো অই জায়গায় নিতে পারে নাই। পুরাই সিসটেম লস ঐটা। তয় লগে ইরিনা-ক্যাটরিনা থাকলে কথা অন্য!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অমিত আহমেদ এর ছবি

ওরে!!
যাই মধু আহরণে, দাঁড়াবার সময় যে নাই...


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অছ্যুৎ বলাই এর ছবি

প্রথম লাইন ছাড়া বাকি সব ঠিকাছে।
হবে, "বছরের গোড়ার দিকে একদিন হঠাৎ নতুন বন্ধুনি ইরিনা সকালে কানে সুড়সুড়ি দিয়ে ঘুম ভাঙিয়ে জানতে চাইলো হেরকুলেসে যাবো কি না। "

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

কৈ গেলি বাবুল ... বলাই ভাইরে চা-চু দে। লগে বিস্কুট দিস।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হিমুর বরফের ছবি দেখে মনে হচ্ছে কোন এক মৃতপুরীর ছবি। রোদ ছিলনা মনে হচ্ছে।

মেহদী হাসান খান এর ছবি

বরফগুলান কেমন ম্যারম্যারে আসছে। দোষ অবশ্য মিটারের। ধবধবে সাদা জিনিস দেখলে ১৮% গ্রে এর দিকে টানতে থাকে (মিটারের মনে হয় ধারণা দুনিয়াতে এর চাইতে ভাল জিনিস আর নাই)। এক্সপোজার বায়াস ১ স্টপ বাড়ায় দিয়ে দেখতে পারতেন। (পুরাটাই শোনা কথা কইলাম। জীবনে মাছের বাজার আর বাসার ফ্রিজ ছাড়া বরফ দেখার ভাগ্য হয় নাই, ছবি তোলা দূরের কথা।)

একখান কথা জানার ছিল হিমু ভাই, এক্সিফ ডাটায় "Lens Type: Sigma 10-20mm F4-5.6 or 12-24mm f/4.5-5.6 or 14mm f/2.8" , তারপর "Lens: 10 - 20mm" এইগুলা কেমনে ঢুকাইলেন? 1000D এর ফিচার?

আর ওই ব্যাপারটায় কি কমু...
পরে কমুনে, থাক!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

... হিমুর ছবিগুলা সম্ভবত আনপ্রসেসড, আর যে কারণে এক্সিফ ড্যাটাতে সব তথ্যই দেখাচ্ছে। র থেকে প্রসেস করলে শুধু বেসিক তথ্যগুলো দেখায়, আনপ্রসেসড হওয়ার কারণে সবকিছুই রয়ে গেছে। (জানিনা আমার ধারণাটা ঠিক কী-না)।

মেহদী হাসান খান এর ছবি

হুম, আনপ্রসেসড। এইটা (1000D/XS) আমার বাচ্চা ক্যামেরার (400D/XTi) পরের পরের মডেল। এক্সিফে এত ডাটা দেখি নাই আগে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাচ্চা ক্যামেরা দিয়েই আপনি যে কারবার করতেছেন.. কী বলব!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাসেলে ইরিনার লগে বরফ দেখতাসি এইটারে শিরোনাম করলে আসলেই দারুণ হইতো...

কিন্তু ইরিনার কাহিনী তো জান্তে মঞ্চায়...

আচ্ছা... এই বরফে তার প্রতিবিম্বও পড়ে নাই? মন খারাপ

এই জায়গার কিছু ছবি সম্ভবত বদ্দারও তোলা ছিলো। সেগুলা বরফ ছাড়া... দেখছিলাম ফেসবুকে

নেটের যা স্পিড। আধাঘন্টাতে মোটে একটা ছবি দেখতে পারলাম। আর ধৈর্য্য নাই
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

সারা ইউরোপীয়ানগুলোর ক্যাসেল বানানোর বদভ্যাস আছে। ইন্ডিয়ার রাজ প্রাসাদের মতো। যে সিটিতে যাও একটা করে ক্যাসেল আর দুর্গ। আর এর মধ্যে জার্মান আর ইটালীয়ানরা বোধ হয় সিদ্ধ হস্ত। উচা একটু মাটি মতো দেখলেই যুদ্ধ - দখল - দুর্গ আর ক্যাসেল। পাহাড় বাইয়া কষ্ট করে উঠো, পনর ইউরো খরচ কইরা টিকিট কিনো আর উনাদের পুরান লুটা - বদনা দেখো। আমি আর এর মধ্যে নাই।

তবে হাইডেলবার্গ আর নশষ্টাইন ক্যাসেল দুটো ছিল ক্যাসেলের মতো ক্যাসেল।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হাসিব এর ছবি

নশষ্টাইন -> নয়শোয়ানস্টাইন ।

জার্মানিতে গত চাইর বছরে দুর্গ দেখছি এক্টা । তাও হিমু, অচ্ছুত আর সুমনের পাল্লায় পৈড়া । দুর্গ ফুর্গ পাহাড়ের চুড়ায় বয়া মুড়ি খাউক । যামুনা দেক্তে ওগোরে ।

হিমু এর ছবি

আরে কন কী! লন বনে যাই। ঐদিকে আশেপাশে জটিল সব দুর্গ আছে। ধূসর হামদু দাওয়াত দিয়া রাখসে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- হ আয়। লগে একচল্লিশ টেকা চল্লিশ সেন্ট নিয়া আহিস। নাইলে আর সবার কথা কইতারিনা, তয় তোর জাগা হইবো কিচেনে, হুদা মাটিতে। উইথ নো খেতাবালিশ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

তোরে হাউপ্টবানহফ পাঠায় দিমু খেতাবালিশ লইয়া।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

হাসিব এর ছবি

কিন্তুক ধুগার বান্ধবী কৈ থাকপো তাইলে ?

ধুসর গোধূলি এর ছবি

- অ্যাঁ!!!
আমার বাড়ি আমার ঘর, আমারেই কস বিলাই ম্যাঁও? হালা, তোর দুই টাকা জরিমানা হইলো। এইবার এই দুই টেকা যোগ দিয়া টোটাল এমাউন্ট লৈয়া আহিস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।