হাওয়াই মিঠাই ৩

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: শনি, ১৬/০২/২০০৮ - ৬:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

মোবাইলের মাধ্যমে অনেক ধরণের সার্ভিস চলে এসেছে এখন বাজারে। প্রথমে ছিলো শুধুই কথা বলা, তারপরে এলো মেসেজ। এরপর ইন্টারনেট, টিভি দেখা, ক্যামেরা, ভিডিও... আরো কত হাবি জাবি। কিন্তু মোবাইলের মাধ্যমে সাত-সমুদ্র পার করে বন্ধুদের পশ্চাদ্দেশে লাথি কষাবার কোন ব্যবস্থা নাই কেন? থাকা দরকার ছিলো।
এই মুহুর্তে রাগে দুঃখে ক্ষোভে অস্থির হয়ে আছি!

আমাদের কলেজের রি-ইউনিয়ন হচ্ছে। টানা তিনদিন ধরে। পাঁচ বছর পর পর একবার করে হয়। প্রথমটা পেয়েছিলাম যখন কলেজেই পড়ি, সাঙ্ঘাতিক মজা হয়েছিলো সে বারে। তখন কলেজেও আমরা সিনিয়ার, সম্ভবত ইলাভেনে পড়ি, তাই ভাবসাব ছিলো বেশ। পরেরটা কলেজ থেকে বের হবার বছর তিনেকের মধ্যেই, সম্ভবত ২০০৪ এ।

প্রতিবারই রিইউনিয়নের নাম দেয়া হয় 'উৎসব'- সাথে সাল যোগ হয়, উৎসব'৯৩, উৎসব'৯৯ এরকম। এবারেও কি তাই হয়েছে? জানি না।
১৪ তারিখ থেকে শুরু হয়ে আজ শেষ হবে সব প্রোগ্রাম। এই তিনটা দিনই খুব অস্থির হয়ে ছিলাম। সারাক্ষণ মিস করেছি পুরনো বন্ধুদের, কলেজকে।

মেসেজে হাল্কা পাতলা খবর পাচ্ছিলাম, আজ দুপুরে আর থাকতে না পেরে ফোনই করে ফেল্লাম। তানভীরের সাথে একটু কথা বলেই ফোন হাত বদল হতে থাকলো। তারপরে নাঈম, নেভীতে আছে এখন, মাঝে নাকি নেভাল একাডেমীর এডজুটেন্টও ছিলো ও। মোরশেদের গলা শুনলাম বহুদিন বাদে। কলেজে থাকবার সময় ও হাসানের গান গেয়ে বিখ্যাত হয়ে গেছিলো। আমি ভাবতাম এরকম ভারিক্কি গলা দিয়ে ও হাসানের মতন চিকন-চাকন গান বের করে ক্যামনে?
ফয়সলের সাথেও কথা হলো- লম্বা সময় বাদে, আমাদের ব্যাচের একমাত্র ডাক্তার! বউ নিয়ে গেছে ও সাথে। সব মিলিয়ে নাকি ২১ জন গেছে আমাদের ব্যাচের। বিশাল ব্যাপারই বলা যায়- কলেজ থেকে বের হবার পরে এরকম করে আর একসাথে হয় নি বোধহয় অনেকেই। যুবায়েদের সাথে কথা হলো। জলপাই যুবায়েদ তার কলাপাতা রঙের মোটর বাইকে চেপে নাকি ঢাবিতে টহল দিয়ে বেড়ায়, এই নিয়ে টিজ করলাম বেশ।

তাদের আনন্দ করার লিষ্টি শুনে গা জ্বলে গেল আমার। আজ নাকি মাইলস আসবে রাতে। শুরুর দিন ছিলো হায়দার হোসেন। মাঝে নাকি মিলা (!!!) আর সোনিয়াকেও আনার কথা।
মাইলসের কনসার্ট মিস করলাম- এই ভেবে আমার অলরেডি রাতের ঘুম নাই হয়ে যাচ্ছে!

রি-ইউনিয়নের মূল মজাটা অবশ্যই পুরনো বন্ধুদের কাছে পাওয়া। সাথে আরো আছে- আগে পরের ব্যাচের অনেককে দেখা, যাদের সাথে এক সময় হয় ভালো সম্পর্ক ছিলো, অথবা খারাপ।
অনেক স্যারদের সাথেও দেখা হয় তখন। আমি নিশ্চিত এবারেও আবু মুহম্মদ রইস স্যার ও লতিফা ম্যাডাম ঠিকই আমাদের রিইউনিয়নে চলে এসেছেন। স্যার আর ম্যাডাম যে কলেজেই থাকুন না কেন আমাদের কলেজের জন্যে একটুও টান কমে নি তাদের- রিইউনিয়নের সময় প্রতিবার নিয়ম করে হাজিরা দেন আমাদের কলেজে।

পুরনো অনেক শিক্ষকেরা, যারা একসময় জীবন হারাম করে দিয়েছিলেন, তারাও যখন রিইউনিয়নের সময় বেশ হেসে হেসে কথা বলেন, আমার বেশ মজাই লাগে।
ফোনে বন্ধুদের সাথে কথা বলে আসলেই মন খারাপ হয়ে গেলো। ব্যাটারা নিজেরা মজা করে আর আমাকে সেই মজার বিবরণ দিয়ে দিয়ে মেসজ পাঠায়! কেমনটা লাগে!!

মনের দুঃখে একটা মানপত্র লিখে ফেলবো কি না ভাবছি।
হে মাইলস, ওগো মিলা-সোনিয়া, আর হে আমার পেট-প্রিয় রোস্টকৃত খাসীদ্বয়, তোমাদের ভুলি নাই, ভুলিবনা। এইবছর আর তোমাদের সাক্ষাৎ পাইলাম না, কিন্তু মনে রাইখো হে ডাইনিং হলের ঝকমকে বিরিয়ানি- এই দিন দিন নয়, আরো দিন আছে।

নাহ, সত্যি ভাবছি, এবারে যাওয়া হলো না, পরেরটা হবে পাঁচ বছর বাদে আবার। পাঁ-আ-আ-চ বছর!
কিন্তু ততদিনে তো আমি বুড়ো হয়ে যাবো!


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

রুপবানে নাচে কোমর দুলাইয়া......
by, মিলা
ব্যপারনা , NEXT time.

হিমু এর ছবি

মিলার দুঃখটাই আসল, বুঝতে পারছি। কাঁদে না। চোখ মোছো। একদিন সব হবে।


হাঁটুপানির জলদস্যু

কনফুসিয়াস এর ছবি

... হুম, নাদের আলি, আমি আর কত বড় হবো?...
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমি রহমান পিয়াল এর ছবি

কোন কলেজ? কুমিল্লা ক্যাডেট কলেজ?
রোস্টের কথা শুনার পর আমারো দুঃখ হইতেছে


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

কনফুসিয়াস এর ছবি

হু বস, ট্রিপল 'ক'।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রায়হান আবীর এর ছবি

অথবা ট্রিপল 'সি' ও হইতে পারে। দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

কলেজ থেকে বেরোনর পর একবারই রিইউনিয়ন হয়েছে। আমাদের ব্যাচের প্রায় ৩০-৩৫ জন গিয়েছিল।

আপনার জন্য কষ্ট হচ্ছে। ব্যাপার না নেক্সট টাইম।

------------------------
মুহাম্মদ

পরিবর্তনশীল এর ছবি

এখন তো সব কলেজের রিইউনিয়নে মিলারে আনার নিয়ম জারী হইছে আর্মি হেডকোয়ার্টার থেকে। তাই যখনই আসবেন তখন যে কোন একটা কলেজের রিইউনিয়নে গিয়া মিলার কনসার্ট দেখবেন।
ব্যাপার না বস
নেক্সট টাইম।
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।

কনফুসিয়াস এর ছবি

সত্যি নাকি? ইন্টারেস্টিং তো!
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

বস টেনশন নিয়েন না।আমাগো নেক্সট রিইউনিয়ন ২০১০ এ।
আফনের জন্যে হইলেও মিলারে নিয়া আসমু।
না আসতে চাইলে জোর করে নিয়ে আসবো।হেঁটে না আসতে চাইলে কোলে করে নিয়া আসবো...
তাও মন খারাপ কইরেন না হাসি

ইনশাল্লাহ... নেক্সট টাইম চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

আপনি দীর্ঘায়ু হন, এট লিস্ট মিলার মাথায় যত চুল আছে, তত বছরতো বটেই।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হযবরল এর ছবি

তুমি তবে মঈন সিনড্রোমে ভুগছো। চিয়ার আপ বয়েস ব্যাপার না।

কনফুসিয়াস এর ছবি

ছি ছি হযু ভাই, কি সব যে বলেন।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার দেশবাসী বন্ধুরাও কোনও গেট-টুগেদার বা রি-ইউনিয়ন হলে ঘটনাস্থল থেকে ফোন করে আমাকে ধারাবর্ণনা দিতে শুরু করে! মনে হয়, শালাদের পাছায় কষে একটা লাত্থি দিই!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কনফুসিয়াস এর ছবি

আসেন, আমরা পায়ে পা মিলাই।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

পা মিলাইতে গিয়াও তো সেই মিলা-তেই পড়লেন।

বোকা প্রশ্ন, মিলা কে? কী কারণে বিখ্যাত?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

ধুসর গোধূলি এর ছবি

- নো রিইউনিয়ন, নো কষে লাত্থালাত্থি!
আমার মিলারে নিয়া কেডা জানি কী কইলো হুনলাম?
_________________________________
<সযতনে বেখেয়াল>

কনফুসিয়াস এর ছবি

এত কুইক মিলারে আপন কইরা নিলেন?
দাঁড়ান, সৌরভরে খবর দেই।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মিলা কে?
...............................
আমার লেখাগুলো আসে স্বপ্নের মাঝে; স্বপ্ন শেষে সেগুলো হারিয়ে যায়।

কনফুসিয়াস এর ছবি

আপনার মন্তব্যে বিপ্লব দিলাম। হা হা হা!
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রাগিব এর ছবি

আমিও জিগাই, মিলা কে??

(খোট্টার দেশে কয়েক বছর থেকে বাতিল মাল হয়ে গেলাম মনে হচ্ছে ... অথবা খ্যাত!)
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রায়হান আবীর এর ছবি

মিলা আপু বর্তমানে বাংলাদেশের একজন খ্যাতিমান, শক্তিমান নজরুল সংগীত শিল্পি। তবে ফুয়াদের তত্ত্বাবধানে যেমন খুশী তেমন গাওয়া আর কি।

কনফুসিয়াস এর ছবি

একটি বিশেষ বিজ্ঞপ্তিঃ
--------------------
যেই সমস্ত অভাগারা এখনো মিস মিলা-কে চেনেন না ( সেই অভাগার লিষ্টে কয়দিন আগেও আমার নাম এক নম্বরে ছিলো)- তাহাদের জন্যে একখানা লিংক রেখে গেলাম- ক্লিক মারুনঃ
বেসিক্যালি... সঙ্গীত শিল্পী।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রাগিব এর ছবি

ধন্যবাদ। আছিলাম বুকা, হইলাম বুদ্ধিমান!!

যা গান, একটাও গলাধঃকরণ করতে পারলাম না। আমার বয়স হয়ে গেছে। আমি যেই বছর এসএসসি পাস করেছি, সেই বছরে জন্মানো পোলাপাইন এখন ক্লাস নাইনে পড়ার কথা।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ধুসর গোধূলি এর ছবি

- হায় হায় রাগিব ভাই তো তাইলে আমারেও বুড়া বানাইয়া দিলেন।
মিলার এট্টা সাধারণ পরিচয় দেই। মিলা হইলো গোধূলি দম্পতি। হাসি
তবে এই ব্যাপারটা নিয়া শশুড় মিয়ার লগে ক্যাচালে আছে বেচারা গোধূ! মন খারাপ
এখন ধাঁধা হইলো কে এই নাকামেয়াব শশুড়? চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

রায়হান আবীর এর ছবি

আহারে!!!!!! শারিরিক অসুস্থতার কারণে মিলা আপু কনসার্টে উপস্থিত হতে পারেননি।

নিঘাত তিথি এর ছবি

এই ছেলে শুধু মিলারে আপু আপু করে ক্যান? মিলা বাই এনি চান্স ক্যাডেট নাকি?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্বপ্নাহত এর ছবি

আপু যে কি বলেন না... মিলার মত অভদ্র কেউ ক্যাডেট হতেই পারেনা।ঠিক মত খুঁজলে দেখা যাবো ওর চৌদ্দ গুষ্ঠিতেও কেউ ক্যাডেট নাই।এই জন্যই আজ ওর এই অবস্থা।

রায়হান খুব ভাল ছেলে।লাজুক... আর খুব ভদ্র।ক্যাডেটরা যেমন হয় আর কি... চোখ টিপি

রাস্তায় সুন্দর কোন মেয়ে দেখলেই ও চিৎকার দিয়ে বলে ওঠে-

ইস্‌... আপুটা কি সুন্দর !!!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- আপু কথাটা সুন্দর না, ভাবী বলতে বইলেন। আরো স্পেসিফিকেলী, 'ঈশ... গোধূ ভাবীটা কী সুন্দর!!!!' চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

গুরু,দুনিয়ার সব সুন্দর মাইয়াই যদি গোধূ ভাবী হয় তাইলে আমরা কি সারা জীবন আঙ্গুল চুষবো নাকি?

আমাদেরও তো সাধ আল্লাদ আছে..আমরাও মানুষ... মন খারাপ

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- আপনেরে নিয়া তো যুদ্ধে যাওন যাইবো না মিয়া। ভাবীর নাভির নীচে দেবরের দাবী, এইটা জানেন না? চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

গুরু,আফনে আসলেই গুরু...

অতি স্বত্বর আপনার পা দুইটা মেইল কইরা পাঠান।কদমবুসি না করা পর্যন্ত শান্তি পাইতেসিনা দেঁতো হাসি

এখন আর কোন দ্বিধা নাই।...সমরে শান্তিতে আপনার পাশে পাশেই আছি আমি চোখ টিপি

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

হায় হায় এইখানে তো দারুন মজা হচ্ছে। মিলা আপুমনি ক্যাডেট না হইলেও তার বর্তমান বয় ফ্রেন্ড ফৌজদারহাট এর ক্যাডেট। তাছাড়াও তার বাবা একজন বিগ্রেডিয়ার যিনি আমার রুমমেটের বাপের খালাত বোনের বান্ধবীর কাজিনের বন্ধুর দুলাভাইয়ের দূরসম্পর্কের আত্মীয়। এইসকল কারণ বিবেচনা করিয়া আমি তাকে আপু বলাটাই যুক্তিযুক্ত বলিয়া মনে করি।
-----------------------------------
রুপবানে নাচে কোমর দুলাইয়া

অমিত আহমেদ এর ছবি

সবাইকে সাবধান করে দিচ্ছি ফার্দার যেন এমন না হয়। মিলা আমার!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।