ঘরামি

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ০৩/১১/২০০৯ - ২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

সাদা বুড়ি- লাল বুড়া পাশাপাশি ঘর
বুড়ির অনেক কুটুম বংশ পরম্পর

লাল বুড়া একা লোক কেউ নাই কোত্থায়
একা রাঁধে একা থাকে একা একা খায়







সাদা বুড়ি বেশি রাঁধে বেশি লোক থাকায়
লাল বুড়া একপদ খিচুড়ি পাকায়




কুটুমেরা আসে আর মিঠা গপ করে
রান্নার কলা দেখে দুই চোখ ভরে



বুড়ির রান্নার কোনো এক ফাঁকে
বুড়ার খিচুড়িগন্ধ নাকে এসে লাগে



এক হাঁড়ি শেষ হলে বসে অন্য হাঁড়ি
কুটুম পালিয়ে যায় প্রতিবেশী বাড়ি



একজন চলে গেলে অন্যজনে ভাবে
বারো পদ খাবে নাকি সেও পালাবে




আইসো কুটুম বইসো পাতে; কুটুম কোথায় গেলো
কুটুম ডাকতে গিয়ে বুড়ির মগজ এলোমেলো




একলা মানুষ খিদের জ্বালায় নিজের পাত সাজায়
খপাৎ করে সাদা বুড়ি পাতটা নিয়ে যায়




বুড়ির ঘরে পড়ে থাকে অষ্ট ব্যাঁজন রাঁধা
কুটুম ভাবে কী ভাবলাম আর কী হইল রে দাদা?

২০০৯.১১.০১ রোববার


এই রান্নাবাড়া খেলার ছবিগুলো টাঙ্গাইল মির্জাপুরের কূর্ণি গ্রাম থেকে ২৭ অক্টোবর ০৯ মোবাইল ক্যামেরায় তোলা


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কেমন আছেন লীলেন্দা?
(এইটা কিন্তু একেবারেই একটা নিরীহ প্রশ্ন)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

আমারও একটি নিরীহ প্রশ্ন আছে:
আপনি কি সেই আমাদের লীলেন্দা? দেঁতো হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মাহবুব লীলেন এর ছবি

কেমুন আছি তা আর এখন খাতা না দেইখা বলার উপায় নাই নজরুল
আর আমি যে আমি কি না সেইটা বোঝার লাইগা হাতের কাছে কোনো আয়নাও এখন নাই অনার্য (য-ফলা বসে নাকি?)

অনার্য সঙ্গীত এর ছবি

খুউব ভাল্লাগলো লীলেন্দা হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সংসপ্তক এর ছবি

স্টোরিবোর্ড এর মত লাগলো!
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

হিমু এর ছবি

শুরুতে কিছু টেক্সট দিয়ে এক্টু সাইজ করা যায় না দাদা?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মাহবুব লীলেন এর ছবি

কালকে অনেকক্ষণ কুস্তি করেও সুবিধা করতে পারিনি
দেখি আইজ আবার টেরাই দিমু

আর ফ্লিকারের কলকব্জা বেশি জানি না বলে ওটায়ও সুবিধা কর্তে পারলাম না

এনকিদু এর ছবি

ভালৈছে ।

খিচুড়ীর কথা মনে পড়ল । খিচুড়ী খাইতে মঞ্চাইতেছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

হিমু এর ছবি

লীলেন ভাই, ফ্লিকারে আপলোড করে এমবেড করতে পারেন, তাহলে ছবিগুলি সাজানোর কাজটাও সহজে করতে পারবেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মূলত পাঠক এর ছবি

খিচুড়ি খাইতে মঞ্চায়।

চশমাওয়ালি এর ছবি

খুব ভাল লাগল ছবি দেখে আর ছড়া পড়ে।
তবে ছোট বাচ্চাদের মাঝে বিশাল সাইজের বঁটি দেখে ভয়ও পেয়েছি।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

অতিথি লেখক এর ছবি

ছোট্টুবেলার কথা মনে পড়লোরে ভাই! ছবিতো নয় যেন প্রতিচ্ছবি।-------
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

ধুসর গোধূলি এর ছবি

- এইটা একদম শিশুতোষ হৈছে। অনেকদিন থেকেই ভাবতেছি খাঁটি শিশুতোষ জাতীয় কিছু লেখার। কিন্তু হ্যাডমে কুলোচ্ছে না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মাহবুব লীলেন এর ছবি

ছোট ছোট ফ্যান্টাসি জাতীয় কিছু গল্প লেখেন স্যার ছোটদের জন্য
আমার ধারণা আপনার ভাষার স্টাইল শিশুগল্প লিখতে অনেক বেশি সহায়ক

স্পর্শ এর ছবি

আহারে... অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
আহারে শৈশব।

কেমনে পারেন লীলেন দা? এমন আইডিয়া...


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মাহবুব লীলেন এর ছবি

আফসোস করা ছাড়া অন্য সময় সম্ভবত শৈশবকে আমরা মনে রাখি না

এজন্য জিনিসগুলো চোখের সামনে ঘটলেও শুধু তাকিয়ে থাকি
দেখতে পারি না খুব একটা

অনুপম শহীদ [অতিথি] এর ছবি

খুব ভাল লাগল... ছবি ও ছড়া!

শাহেনশাহ সিমন এর ছবি

খিচুড়ি খামু
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অবাঞ্ছিত এর ছবি

ছবিগুলো খুব ভালো লাগলো।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

রণদীপম বসু এর ছবি

ওরে ওরে, গুরুজী তো এইবার এক্কেবারে 'ছড়া'ইয়া দিছেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মজনুভাই [অতিথি] এর ছবি

তার আগে বলুন আপনি কেনো টাঙ্গাইল?

মাহবুব লীলেন এর ছবি

খালি টাঙ্গাইল কেন?
ঘাটাইল- (ব)ভাসাইল সব

খেকশিয়াল এর ছবি

আহারে রান্নাবাড়ি..

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

রান্নাবাটি পসন্দ না; বরং টিলো-স্প্রেস খেইল্যা আরাম পাই...

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

সৈয়দ আফসার এর ছবি

ছবিগুলো অনেক সুন্দর!!!
লীলেন ভাই, আছেন কেমন?

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সাফি এর ছবি

পদ্যছবি ভাল লাগলো, কিন্তু পিচ্চিগুলোর বটিহাতে খেলার ব্যপারটা ভীতি জাগানিয়া, খেলতে খেলতেই দূর্ঘটনা ঘটে যায় মন খারাপ

হাসান মোরশেদ এর ছবি

প্রথমে ভাবছিলাম 'ঘরনী' হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।