বাড়ি বদলের গল্প ১: দখলদারি

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ২৮/০৬/২০১৫ - ১:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দরজা খুলতেই এক সোনালি বোলতা ফরফর করে এসে স্বাগত জানাল আমাদের- এসো এসো। এতদিন এইখানে একলাই ছিলাম। বেশি বড়ো ঘরে একলা বসবাস বড়োই বিষণ্ন বিষয়। এসো এসো। ছাদের কোনায় ছোট একটা আলাদা ঘর বানিয়ে আমি থাকি ছানাপোনা নিয়ে। তোমরা তো আর ছাদে থাকো না তাই ঠেলাঠেলিরও কোনো আশঙ্কা নাই দুই পরিবারে। এসো...

একসাথে হৈ হৈ করে আমরা উত্তর দিলাম বোলতার সম্ভাষণের। বোলতা উড়ে উড়ে চলল তার শিশুদের ঘরটার দিকে আর জুতা ঝাড়ু- ব্রাশ হাতুড়ি; যে যা পারি তাই নিয়ে আমরাও ধাওয়া দিলাম তার পিছু। মাল সরানির কামলা তারে গামছা দিয়ে পিটায় তো গৃহ-সহকারী তাড়ায় ঝাড়ু নিয়ে কিংবা হার্ডওয়্যার মিস্ত্রি বাগিয়ে ধরে হাতুড়ি...

সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারে ধরাশায়ী করা গেলে মই বেয়ে উঠে স্ক্রু ড্রাইভার দিয়ে গুঁতিয়ে গুঁতিয়ে ইলেকট্রিক মিস্ত্রি তার মাটির ঘর ভেঙে ঘুমন্ত শিশুদের ফেলতে থাকে নীচে আর আমরা তাদের জুতার তলায় পিষতে থাকি টাইলসের সাথে...

এবং অবশেষে পূর্বের বাসিন্দাদের সমস্ত চিহ্ন মুছে দিয়ে নিশ্চিন্ত মনে আমরা পরিকল্পনা করতে থাকি কোনটা ডানে রাখা যাবে আর কোনটা বামে...

২০১৫.০৬.২৩ মঙ্গলবার


মন্তব্য

মন মাঝি এর ছবি

আহা, বড় মায়া হচ্ছে বেচারির জন্য .... বেচারি ছোট্ট মায়াবী বোলতা!
রবীন্দ্রনাথ বোধহয় তারই জন্য বলে গেছেন - নিঃশেষে যে প্রাণ করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই!
প্রার্থনা করি, আপনার মিষ্টি বোলতাটি এতদিনে যেন তার পরিবার-সমেত তাঁদের বোলতা-স্বর্গে একটা আরও ভাল বাসা পেয়ে যান - শহীদ-বোলতাদের কোয়ার্টারে।
আর হ্যাঁ, নবাগত দখলদার দস্যু-হার্মাদ মানুষগুলাকেও নতুন বাসায় গৃহপ্রবেশের জন্য শুভেচ্ছা।

****************************************

মাহবুব লীলেন এর ছবি

ঠিক কথা
আপাতত শহীদ বোলতাপুরেই ঠিকানা নিয়েছি

অতিথি লেখক এর ছবি

সুন্দর প্রতিকী গল্পটি ভাবনার জগতে আঘাত করে। আজকাল শহরে এভাবেই বাড়ি বদল হচ্ছে।পুরনোকে ভেঙ্গে দিয়ে নতুনের চাকচিক্য চলছে তো চলছেই। দেখার কেউ নেই।
jaraahzabin

মাহবুব লীলেন এর ছবি

হ। দেখার কেউ নাই
না আছে বোলতা মরা দেখার কেউ
না আছে বোলতার হুল খা্ওয়া লোকদের কেউ

আবদুর এর ছবি

ওহো দারুণ কষ্টকর ব্যাপার? বোলতা পরিবারের সাথে আসলে কি যুদ্ধের দরকার ছিল?

মাহবুব লীলেন এর ছবি

আজ পর্যন্ত মানুষের যত ইতিহাস; শ্রেণি সংগ্রামের ইতিহাস' কহিছেন কার্ল মার্ক্স। সুতরাং যুদ্ধের বিকল্প নাই

আবদুর এর ছবি

সহমত, নাই,নাই,নাই, তাই বলে মনুষ্য প্রজাতি হয়ে বোলতা সম্প্রদায়ের বিরুদ্ধে! অন্যায়, ঘোর অন্যায় হু!

লাল কমল এর ছবি

ভালো লাগলো। চলুক

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হাততালি

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মাহবুব লীলেন এর ছবি

ইমোটা ঠিক হয় নাই। একটা ইমো আছে না; চিৎ হইয়া মাটিতে গড়াগড়ি দেয়; ওইটা হইলে বোলতার হুল খা্ওয়া মানুষের সঠিক ইমো হইত

নীড় সন্ধানী এর ছবি

বোলতাধিকার লংঘনের তীব্র প্রতিবাদ জানাই গেলাম! চাল্লু

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মাহবুব লীলেন এর ছবি

আমিও কিন্তু বোলতাবাদী

এক লহমা এর ছবি

শারীরিক, সামরিক বা প্রযুক্তিগত শক্তিতে অধিক বলীয়ান জীবন/সভ্যতা এইভাবেই পিছিয়ে থাকা জীবন/সভ্যতাকে প্রতিস্থাপন করে। এটাই প্রকৃতিরও নিয়ম, তাই না?

সামনের নাটক-এর বীজ/সারাৎসার নাকি? হাসি

গৃহপ্রবেশের শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মাহবুব লীলেন এর ছবি

নাটক ফাটক বুঝি না। বহুত দিন পর কয়েকটা লাইন লিখতে পারলাম তাতেই বগবগা

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

সারভাইবাল ফর দা ফিটেস্ট। আনফিট বোলতা কূলের এখানে বসবাস নিষিদ্ধ।

মাহবুব লীলেন এর ছবি

লাইনখান সংশোধন করেন স্যার। বর্তমানে এই লাইনটা হইব "সারভাইবেল অব দ্যা কেঁচোয়েস্ট' মানে যে যত বেশি কেঁচো তার সারভাইবাল পসিবিলিটি তত বেশি

মরুদ্যান এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মরুদ্যান এর ছবি

শেষ বাসা বদল করসি ২০১৩ এর শেষে। ইচ্ছা আছে বের করে না দেওয়া পর্যন্ত যেখানে আছি গাইড়া থাকার। ভয়ংকর জিনিস!

আহারে বোলতা!

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

মাহবুব লীলেন এর ছবি

একটানা ১২ বছর থাকতে পারলে কিন্তু মালিকানা দাবি করা যায়। চালায়ে যান

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই কথাটা ঠিক না। এখন যে কোন ভাড়ার চুক্তিনামার ওপরে দেখবেন লেখা থাকে 'সাধারণ উচ্ছেদযোগ্য'।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আয়নামতি এর ছবি

চলুক

মাহবুব লীলেন এর ছবি

ধন্যবাদ

মেঘলা মানুষ এর ছবি

'বাসা বদল' শব্দটা শুনলেও জ্বর আসে।

মাহবুব লীলেন এর ছবি

জ্বর আসলে আরো লস। নতুন বাসায় জ্বরের সময় গায়ে দেবার জন্য কাঁথা খুইজা পাওয়া কিন্তু বহুত টাফ

সুলতানা সাদিয়া এর ছবি

শুরু করতেই শেষ। তবু শেষ লাইনটা

এবং অবশেষে পূর্বের বাসিন্দাদের সমস্ত চিহ্ন মুছে দিয়ে নিশ্চিন্ত মনে আমরা পরিকল্পনা করতে থাকি কোনটা ডানে রাখা যাবে আর কোনটা বামে...

মনের ভেতর ঢুকে গেল।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

মাহবুব লীলেন এর ছবি

বেশি জিনিস মনে ঢুকাইতে নাই; তাতে মনোরোগ বৃদ্ধি পায়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একজন আরেকজনকে খাবে, আরেকজনকে বাড়ি থেকে তাড়াবে, আরেকজনকে মেরে ফেলবে - এর সবই প্রকৃতির স্বাভাবিক নিয়মের অংশ।

বাসা বদল মোবারক!

বগডুল, কথাকলি, লোপা নার্গিস যা হোক লেখা আসুক। এমন বন্ধ্যা সময় কেটে যাক।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

বগডুল- কথাকলি ঠিকাছে; কিন্তু একজন বিবাহিত মানুষকে আরেকজন বেগানা মেয়ে নিয়া লিখতে 'প্ররোচিত' করেন ক্যান?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নিজের অস্তিত্ত্ব বেগানা হয় কী করে?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাহবুব লীলেন এর ছবি

অস্তিত্ব কী স্যার?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

নিজের কলিজাতে হাতড়ায়া দেখেন কিছু পান কিনা। যা কিছু পাইবেন সেইটা আপনার অস্তিত্ব। আর কিছু না পাইলে বুঝবেন আপনি আর বাঁইচা নাই।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নয়া বাড়িতে মিলাদ কবে?

মহাভারত তো হইলো, এবার সপ্তকাণ্ড রামায়ণ লেখেন হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাহবুব লীলেন এর ছবি

হইব হইব

০২
তয় রামায়ণ নিয়া কিছু করব না

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রামায়ণ নিয়া কিছু করলে পারতেন। রামায়ণের প্লট অপেক্ষাকৃত সহজ বলে এটার জনপ্রিয়তা বেশি, এর অপব্যবহারও বেশি। তাই অভাজনের রামায়ণের উপযোগিতাও বেশি হবার কথা। বাকিটা আপনার বিবেচনা।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাঠক হিসেবে দাবী জানায়ে গেলাম অভাজনের রামায়নের জন্য

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

রামায়ণটা আমারে তেমন একটা টানে না। খুব সরল একটা গল্প। রামায়ণের বিকল্প যে পাঠ হইতে পারত তা কিন্তু মধুসূদন কইরা ফালাইছেন। একবার মাথা আউলা হইয় উঠায় তার মেঘনাদ বধ কাব্য ময়মনসিংহ গীতিকার ভাষায় অনুবাদ শুরু করছিলাম। সেইটা পইড়া আছে....
তারপরে হিসাব নিকাশ কইরা দেখি মাইকেলের মেঘনাদবধে রাবণয় মূলত তার নিজের বাঙাল বাপ রাজনারায়ন দত্ত... যে খাড়ায়া খাড়ায় তার নিজের বংশ নাশ দেখে...

এরপর শুরু করছিলাম একটা লেখা- মেঘনাদ দত্তের মাইকেল বধ কাব্য....
সেইটাও কিছুদূর গিয়া গুদামে ঘাপটি মাইরা আছে...

নাশতারান এর ছবি

অভাজনের রামায়ণের দাবিদারের লাইনে দাঁড়ালাম আমিও

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মাহবুব লীলেন এর ছবি

রামায়ণ নিয়া লেখার যে কোনো প্লান নাই

নাশতারান এর ছবি

গল্পের এই ক্ষীণ কলেবরটা ভালো লাগে। আরো আসুক।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কল্যাণ এর ছবি

আপনে যদিও আমার বোলতানুভুতিতে আঘাত দিছেন তারপরেও আপনার দুই লাইন পড়তে পেরে ভাল লাগতেছে। নজুভাইএর পরামর্শটা কিন্তু দারুণ, তাইলে রামায়ণটারে এইবার ছাই দিয়ে ধরেন।

_______________
আমার নামের মধ্যে ১৩

মাহবুব লীলেন এর ছবি

বাল্মিকী রামায়ণ নাকি ইস্টারপ্লাস রামায়ণ? কোনটার কথা কইতাছেন?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ধরলে উইপোকারেই ধরেন, এইসব তারা-মারা ধইরা কী হইব! এই তারা-মারারা তো ঝালমুড়ির মতো, বানানোর পাঁচ মিনিটের মধ্যে খেয়ে শেষ না করলে খাওয়ার অযোগ্য হয়ে যায়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কল্যাণ এর ছবি

হ, তারার ব্যাটাদের এক গেলাস পানি খাইতেও ৫/৬ মিনিট লাগে। কোন কিছুর পুটু মারতে তেনারা বড়ই পারঙ্গম।

_______________
আমার নামের মধ্যে ১৩

কল্যাণ এর ছবি

রত্নাকররেই ধরেন। খুনে ডাকাত ব্যাটা কত কি যে প্যাচ দিয়া রাখছে কে জানে!

_______________
আমার নামের মধ্যে ১৩

মাহবুব লীলেন এর ছবি

রত্নকারে ঝামেলা আছে; বেটায় ডাকাতি ফাকাতি কইরা নায়ক বানাইছে ভগবানরে। তিনার ভগবান নিয়া লেখলে আইসিটি ৫৭-য় ধরা খামু

প্রৌঢ় ভাবনা এর ছবি

ধ্বংস বিনা সৃষ্টি অসম্ভব, নূতন সৃষ্টির জন্য পুরনোকে ধ্বংস কথা আবশ্যক। সে স্থাপনাই হোক আর চেতনাই হোক।
অথবা হোকনা কেন বোলতা পরিবার!

মাহবুব লীলেন এর ছবি

হ। এবং এইভাবেই একদিন দুনিয়া ধ্বংস হইয়া পৃথিবীর উৎপত্তি হইছিল

অতিথি লেখক এর ছবি

'বোলতা' পরিবারের সাথে অমন নিষ্ঠুর আচরন না করলেও পারতেন।তারা মানুষ নয় বলে কি তাদের জন্য
কোন মানবতা নেই?

মাহবুব লীলেন এর ছবি

তারা মানুষ না সেইটা কইছে কেডায়?

সত্যপীর এর ছবি

বাসা বদল করলাম গত কয়দিন ধইরা, তারপরে টায়ার্ড হয়া সচল পড়তে আইসা দেখি বাসা বদল নিয়াই আস্তা পোস্ট। শান্তি নাই মন খারাপ

গপ শুনেন। তেইশ তলার ব্যালকনিতে রোল কইরা রাখা ছিল এক পুরাতন কার্পেট। ঝাড়াপুঁছার এক পর্যায়ে সেইটা তুলা হইলে দেখা গেল দুইটা কবুতরের ডিম।

হ।

..................................................................
#Banshibir.

মন মাঝি এর ছবি

মামলেট বানায়া খাইছিলেন তো?

****************************************

কল্যাণ এর ছবি

দিলেনতো এক জনের বাসার ভুষ্টিনাশ করে!

_______________
আমার নামের মধ্যে ১৩

মাহবুব লীলেন এর ছবি

হ। কী আর করা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।