Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

শুভ জন্মদিন, গুরু !!

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ১২/০৮/২০০৯ - ১২:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জানি কামটা ঠিক্কর্লাম না । কিন্তু না করেও পার্লাম্না!

কারণ প্রিয় মানুষদের নিয়ে ভাবতে হয় অনেক সময় নিয়ে, রয়েসয়ে। প্রিয় মানুষদের নিয়ে লিখতে গেলেও তেমনটিই হবার কথা।

যখন লিখছি বাংলাদেশ সময় অনুযায়ী তার জন্মদিনের প্রায় সোয়া একঘন্টা পার হয়ে গেছে। কিন্তু এখনো কোন পোস্ট আসেনি তাকে শুভেচ্ছা জানিয়ে। ব্যাপারটা সহ্য করতে পারলামনা! তাই তাড়াহুড়ায় এই ব্লগ লেখা। দেঁতো হাসি

যার কথা বলছি তাকে নিয়ে নতুন করে নতুন কিছু বলার নাই। সেই চেষ্টায় গেলামও না।

আজ আমার গুরুর জন্মদিন।
আজ ধুসর গোধূলির জন্মদিন।

গুরু, জন্মদিনের শুভেচ্ছা জানবেন।

উই লাভ ইউ, ম্যান!


মন্তব্য

মৃদুল আহমেদ এর ছবি

শুভ জন্মদিন! এক গোছা শালীর রজনীগন্ধা শুভেচ্ছা!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ধুসর গোধূলি এর ছবি

- হেমন্তবাবুর একটা গানের কথা মনে পড়ে গেলো মৃদুল ভাই, "এক গোছা শালিগন্ধা বগলে নিয়ে বললাম, চললাম..."

বাস্তবে তো আর দিবেন না, ভার্চুয়ালী দিলেন তাতেই অধম মহাখুশি। আমার ধন্যবাদ কিন্তু ভার্চুয়াল না, একেবারে রিয়েল! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নীল [অতিথি] এর ছবি

HaPPy BiRThday

সাধক শঙ্কু এর ছবি

গাঢ়-ধুসর শুভ জর্মদিন


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা


গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভ জন্মদিন।

আমি একটা পোস্ট টাইপ করছিলাম, তখন এটা চলে এলো, তাই আমার পোস্ট আর প্রথম পাতায় দিলাম না।

নিবিড় এর ছবি

আপনিও তাইলে ধরা খাইলেন দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হু!
তবে হার্ড ডিস্কের কারবার নাই। নিজের পাতায় ছেড়ে দিলাম হাসি

ধুসর গোধূলি এর ছবি

- ভার্চুয়ালিটির মাত্রা ছাড়িয়ে যাদের সঙ্গে হৃদ্যতা বাস্তবে গড়িয়েছে তাদের মধ্যকার অন্যতমজন শিমুলকে অসংখ্য ধন্যবাদ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নিবিড় এর ছবি

জিহাদ মিয়া আমারে আর দশটা মিনিট টাইম দিতে পারলা না মন খারাপ গল্পটা হার্ডডিস্কে থাকা ছাড়া আর কোন কাজেই লাগবে না মন খারাপ

ধূগোদা আমি মনে হয় আমার কোন একটা লেখায় বলছিলাম তাও আবার বলি সচলে সবার প্রথম যে কয়েকটা জিনিস আমার নজর কারছিল তার একটা হল আপনার কমেন্ট। আপনারে আমার আর অনেককিছু বলার ছিল কিন্তু থাক পরে কোন আরেক বছর নিশ্চয় এইদিনে সচলে বলব। তাই আজকে খালি বলি- শুভ জন্মদিন ধূগোদা হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

আফসোস কইরো না। আমারও একই অবস্থা দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- নিবিড় এবং বিডিআর, প্রিয় দু'জন মানুষ। অন্য অনেকের মতোই ভালোবাসায় আমাকে কেবল ঋণী-ই করে চলেছেন আপনারা। আপনাদের ভালোবাসার এই প্রতিদান কী করে দেই বলেন তো!

সামান্য ধুগোকে নিয়ে আপনারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে দু'কলম লিখেন, তাতে আমি ধন্য হয়ে যাই। আপ্লুত হই। সিক্ত হই নোনাজলে। আর কেউ না জানুক, সেই ভালোবাসাটুকু তো এই অধমের জানার অধিকার আছে নাকি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

আমার গল্পে কিন্তু আপনারে শ্যালিকাবিহীন কইরা একটু পচানির (অপ)চেষ্টা করা হইসে। আপনি কি সত্যিই এমনটা চান? চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি

- ভালোবাসার দান, অঞ্জো ঘোষ নাকি শাবানার একটা ছিনেমা আছিলো। অইখানে নায়কের বহুত তাফালিং সহ্য করেও নাইকা ভালোবাসার টানে কোরামিন ইঞ্জেকশনের মতো সটান সিধা হইয়া থাকে।

তো আমিও নাহয় আপনের ভালোবাসার টানে ইট্টু পঁচানি খাইলাম। ক্ষতি কী! দিন শেষে কসকো-লাক্স-আনন্দলোক-তারকালোক পুরষ্কার তো আমিই পামু, দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনে মিয়া পারেনও! হো হো হো

যুধিষ্ঠির এর ছবি

শুভ জন্মদিন, ধুগো!

স্বপ্নাহত, এই উপলক্ষ্যে অন্তত: একটা ছড়া হতে পারতো।.

ধুসর গোধূলি এর ছবি

- ধন্যবাদ ধর্মপুত্র।
স্বপ্নাহত'টা এবার নিজেই আমাদেরকে আহত করে দিলো ছড়া না দিয়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শিক্ষানবিস এর ছবি

শুভ জন্মদিন...

_প্রজাপতি এর ছবি

জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।
এ বছর আপনার নিজেরই যেন শালী হয়ে যায়, সে কামনা করি।

বোল্লা ও ভীমরুলের পক্ষ থেকেও রইলো এক ঝাকা মুখ ঝামটা চোখ টিপি

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ধুসর গোধূলি এর ছবি

- নিজের শালির দরকার নাই, নিজের একটা (দজ্জাল, যে কিনা কিছু হইলেও বকে, না হইলেও বকে!) একলতি পরিবার হইলেই চলবে।

গরীবের এই দুঃখের দিনে মুখঝামটা না দিলে হইতো না আফা? মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি
সাইফ তাহসিন এর ছবি

ধুগোদা, শুভ জন্মদিন, আশা করি শালীতে শালীতে শালিমার হোক আপনার শুভ জন্মদিন চোখ টিপি [আর ইয়ে, মানে, জন্মদিনের পোশাক পইড়া রাস্তায় বের হইয়েন না আবার খাইছে)

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- হে হে হে
একবার ভাবছিলাম দেই, একটা দৌঁড় দেই। পুরা জন্মদিনের পোষাকে না হইলেও মিনিমান একটা টাঙ্গাইলের গামছা পইরা দেই একটা একশ মিটার দৌঁড়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন ধু গো।

ধুসর গোধূলি এর ছবি
মূলত পাঠক এর ছবি

শুভ জন্মদিন।

হিমু এর ছবি

তোর কাছে আমার পাওনা ২৪ ইউরোর আজ ২ বছর পূর্তি হলো। সুদে আসলে এই ধার এখন দাঁড়ালো ২৪ × (১ + ০.১) + সার্ভিস চার্জ ২ একুনে ২৮ ইউরো ৪০ সেন্ট।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- তোর কষা ব্যামো আছে বলে সুদকষার অংক বেশ ভালোই পারছ বুঝলাম। এইবার একটা ট্রান্সলেশন কর দেখি হামদু।

"অবোলা ধুগোকে বাঁটে ফেলিয়া য়ুনুইচ্চা হিমু কলাপত্রে আঁক কষিয়া জনে জনে দেখাইয়া বেড়ায় যে ধুগো তাহার নিকট জমি বন্ধক রাখা বাবদ অর্থ ঋণ করিয়াছে। ঐদিকে ঘটনার বিবরনে প্রকাশ, য়ুনুইচ্চা হিমু উল্টো অসহায় ধুগোর নিকট হইতে মোটা অংকের অর্থ হাতাইয়া লইয়াছে।"

এইটার কইরা দেখা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

খেকশিয়াল এর ছবি

জন্মদিনে গান :

ওরে শ্যালিকা
ওরে বালিকা
ওরে শ্যালিকা !
ওরে বালিকা !

ওরে ধুগোরে তোরা পারলি না নাচাতে-এ-এ-এ !!!

(গুরু আযম খান নিশ্চয়ই রাগ করব না)

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

চ্রম গান হইসে !! অক্করে শিয়াল সঙ্গীত !!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ধুসর গোধূলি এর ছবি

- অই পণ্ডিত, এইটা আযম খানের গান ক্যাডা কইছে? এইটা না ফেরদৌস ওয়াহিদের গান জানতাম!

তয় যাই কন, গানটা সেইরম। শালিকা, বালিকা— উভয় পদের শব্দই আছে। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

উস্তাদ, সালেকা-মালেকা আযম খানের-ই গান।

তানবীরা এর ছবি

জন্মদিনে কেকের দাবি আবার জানিয়ে গেলাম।
শুভ জন্মদিন , বছরটা হোক রঙীন।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- আর রঙ্গীন, নিজেই সাদাকালো আমলের নায়কদের মতো রঙহীন হয়ে যাচ্ছি! মন খারাপ

কেক, নিয়ে আসবো আমি। আপনি এইটা একটা কথা বললেন, পারলেন বলতে? ঠিকআছে যান, আমি তো আর বানাতে পারি না। দুই ইউরোতে আলডি তে কেক পাওয়া যায়, ঐগুলাই নিয়া আসবো নে। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসান মোরশেদ এর ছবি

শুভ জন্মদিন ভ্রাতঃ। তুই তোর মতো থাক সবদিন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রাগিব এর ছবি

শুভ জন্মদিন!!

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

বিপ্র এর ছবি

শুভ জন্মদিন...ভালো থাকুন...

ধুসর গোধূলি এর ছবি

- ধন্যবাদ, ভালো নাহয় থাকলাম। কিন্তু আপনের আখের রস খাওয়া শেষ হয় নাই? আর খাইয়েন না ভাই। দুনিয়াতে চিনির দাম বাইড়া যাবে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

আখের রসের কাহিনী কি?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গ্লাসে হাতে নিয়ে একটা ছবি প্রোফাইল হিসেবে ছিলো।

ভূঁতের বাচ্চা এর ছবি

সচলায়তনের সাথে আমার পরিচিত হবার ব্যাপারে ধুগোদার একটা বিশাল অবদান আছে। কিন্তু মজার কথা হচ্ছে ব্যাপারটা উনি নিজেও হয়তোবা জানেন না। যাই হোক এই শুভদিনে অফুরন্ত শুভকামনা আগামীর জন্য।

--------------------------------------------------------

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- দারুণ সুন্দর একটা কার্ডের জন্য দারুণ সুন্দর একটা ধন্যবাদ কিডিঘোষ্ট। অবদানটা কী রকম বলেন তো শুনি! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভূঁতের বাচ্চা এর ছবি

আছে আছে, সাক্ষাতে হবে বিস্তারিত ! চোখ টিপি
--------------------------------------------------------

--------------------------------------------------------

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, পাগলা!
আমি তোমার লেখা পড়তাম আর মনে মনে ভাবতাম--এত্ত মজা করে যে লেখে, মন্তব্য করাটাকে যে লোক প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে--তার নামটা কেন এমন বিষাদে মোড়া?

কেন যেন কোনভাবেই মিলাতে পারতাম না। শেষে বুঝতে পেরেছি---তার এই আপাত হুল্লোড়ে ভরা প্রাণোচ্ছল জীবনাচরনের নীচে সে একটা বড় কোমল মন নিয়ে ঘোরাফেরা করে। তার বাইরের রূপটা যদি হয় আষাঢ় মধ্যাহ্নের এক সূর্যকরোজ্জ্বল দিন, তবে ভেতরের রূপটা হবে হেমন্তের কোন ফসল-গন্ধী বিকেল।

যে কোন লেখা হোক, ধু গো-র কমেন্ট মানেই বাড়তি কিছু। বাড়তি কিছু হাসি। বাড়তি কিছু ঝংকার। তার লেখার সাথে পরিচিত হবার পরেই আমি জানতে পারলাম---শ্যালিকা-প্রীতি এক নতুন অবসেশনের নাম! কখনো কখনো 'শালী' আর ধূসর গোধুলী শব্দ দুটি মিলেমিশে একাকার হয়ে যায়। একনামে 'শ্যাধুলী' বলে ডাকতে ইচ্ছে করে মাঝে মাঝে।

প্রায় সম্ভব-অসম্ভব সকলের কাছেই তার শালী চাওয়া হয়ে গিয়েছে। যারা বিয়ে করেছেন তাদের কাছে তো চাওয়া হয়েছেই---ভবিষ্যতে যারা বিয়ে করবেন তাদেরকেও আগাম জানিয়ে রাখা হয়েছে ধু গো-র দাবীর কথা।'পাণিপ্রার্থী' শব্দটির পাশাপাশি ধু গো-র একক প্রয়াসে 'শালীপ্রার্থী' শব্দটিও সমান জনপ্রিয় হয়ে উঠেছে। আমি নিশ্চিত, সচলায়তনে এমন কেউ নেই যার বিবাহযোগ্যা শালী রয়েছে এবং তিনি একবারের জন্যে হলেও ধু গো-কে সম্ভাব্য পাত্র হিসেবে ভেবে দেখেন নি।দিনের পর দিন সচলায়তনের সভ্য সংখ্যা বাড়তে থাকে। তার সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে তাকে শালী-দেনেওয়ালা লোকের সংখ্যা।

এ প্রসঙ্গে উল্লেখ না করলেই চলছে না যে, ধু গো-কে কখনো কারো 'ননদ' চাইতে দেখিনি। ননদ ফেলে শ্যালিকার দিকে ধু গো-র এহেন শ্যেন দৃষ্টির কারণ কী? সারা জাতির সাথে আমিও জানতে চাই।

আজকে তার জন্মদিন।
তার জন্মদিনের উপহার হিসেবে অবধারিত ভাবে সকলেই যার যার শালী গছিয়ে দিতে চাইবেন। নিজের শালী না থাকলেও অন্যের শালী জোগাড় করে দেবেন এমন পরোপকারীও হয়ত খুঁজলে দু'একজন পাওয়া যাবে। আমি সে সব দলে ভিড়ে গোলযোগ বাড়ানোর পক্ষপাতী নই।

আমি শুধু চাইঃ

ননদ হোক,বা হোক শ্যালিকা
ধু গো-র শুধু চাই বালিকা(১৮+)

ধুগো-র কথায় ঢেঁকি গিলে
শ্যালিকা খুঁজছে সবাই মিলে

ওদের দলে নেইতো আমি
চাইছি কেবল দিবস যামী

ঘুঁচুক সকল দুঃখ তোর
ধু-গো-র বুকে আসুক ভোর!!

ভাল থাকিস পাগলা-----

মামুন হক এর ছবি

বস, আমি যে ধুরন্ধর গোপাল নামটা দিলাম সেইটা কী কালের গর্ভে হারিয়েই যাবে?
নাকি আমরা এখন থেকে ধুর্বাল গোলাপ নামে ডাকব মহামান্য ধুগোকে?

অনিকেত এর ছবি

হা হা হা ----

তোমার মাথায় এইসব আসেও বস----

ধুসর গোধূলি এর ছবি

- আমার আকিকা দেওয়া নাম নিয়ে 'ইয়ে' করার অপরাধে আপনার বিরুদ্ধে ফৌজদারী আইনে মকদ্দমা করুম খাড়ান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফুল আকবর খান এর ছবি

হো হো হো
মামু(ন) এমনই একখান জিনিস বটেন!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাইফ তাহসিন এর ছবি

অনি ভাঈয়্যা, আপনার মন্তব্য পড়ে বিয়াফক আনন্দ পাইলাম, ছড়াটা ইস্পিশাল হইসে, পুরাই "সারা রাত জাগার পর ভোর ৬ টায় হোটেল আল-রাজ্জাকে গিয়া এক বাটি পায়া আর এক বাটি ঘিলু বাটার নান দিয়া খাওয়ার মত" ঘিলুর কথা মনে পড়তে মনটা খারাপ হইল, কাজেই যেইসব ভাইজানেরা ঢাকায় আসেন, কালকে চইলা যান আল-রাজ্জাক, গিয়া ঘিলু খাইয়া আসেন মন খারাপ

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- অনিকেত'দা, আমার বলতে দ্বিধা নেই আপনার মতো এরকম স্নেহধন্য আস্কারা পেয়ে পেয়েই ধুগো সবাইকে জ্বালিয়ে মারছে। এবং মারতেই থাকবে, উপায় নাই। হাসি

মহিলা জাতিকে আমি বিশেষ 'ডর' পাই। আমার সঙ্গে মহিলারা ঠিক তেল আর জলের মতোই, ঠিকঠাক মিশ খায় না। আর ননদপ্রার্থী হতে গেলে এই মহিলা সম্প্রদায়েরই শরণাপন্ন হতে হয়। এখন আপনিই বলেন (সাথে সাথে গোটা জাতিও বলুক) শুধু শুধু ননদ চাইতে গিয়ে পিতৃপ্রদত্ত একমাত্র জানখানা খান্দান ওরফে শহীদের দুয়ারে ঠেলে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ হবে?

শ্যাধুলি নামটা জোশ হইছে কিন্তু। মোটারামদের বলে কয়ে এই নামেই আকিকাটা করে ফেলবো কীনা ভেবে দেখি। দেঁতো হাসি

অবশেষে বলি ছড়াটা নিয়ে। আমার অনুরোধে এখনও পর্যন্ত কি কেউ ঢেঁকি গিলেছে? ঢেঁকি তো দূরের কথা, কেউ একটা ঢোঁক ও গিলে নাই। সবাই খালি মূলা ঝুলায়। এক মেম্বর সাব আমার মতো ভালো মানুষের সামনে কতো রঙ বেরঙের মূলা ঝুলায়ে পরিবারের পিটিশন খেয়ে এখন পরিবার নিয়ে দেশান্তরী আই মিন লা-পাত্তা! (দৈনিক নয়া দিগন্তে একটা নিখোঁজ সংবাদ ছাপানো কর্তব্য হয়ে গেছে আমার)।

একেবারে উপসংহারে বলি আপনাকে ধন্যবাদের কথা। আমার নানা রকম ফাজলামো, পাকামো মুখ বুজে সহ্য করেন বলেই বোধহয় ধুসর গোধূলি আজকের রূপে আবির্ভাব হতে পেরেছে। নাহলে হয়তো কালের তরে এতোদিনে কবে, কোথায় হারিয়ে যেতো কে জানে!

ভালো থাকবেন অনেক। সচল থাকবেন, সচল রাখবেন। ধুগোর ধুগোগিরির কসম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন

ধুসর গোধূলি এর ছবি
পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন ধূগোদা।

গুরু, অনিকেত দা'র কথায় বুঝলাম, সবাই আপনাকে শালি দিতে চাইতেছে। এত্তো শালি কই রাখবেন। আমার দিকে একজনরে পাঠায়েন। তবে লোকাল শালি হইলে ভালো হয়! চোখ টিপি
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

ধুসর গোধূলি এর ছবি

- এক লোক বিয়া করে আসার পর তার চাচা তারে জিগায়, কী রে তোর শ্বশুর বাড়ি থেকে তোরে কী দিলো? ছেলে জবাব দেয়, একটা গরু দিতে চাইছিলো, আরেকটা গরু দিবো কইছে! চাচা, থুতনী চুলকে বলেন, ওহ্, তাইলে একটাও দেয় নাই এখনতরি!

আমার অবস্থা হইছে সেইরম আরকি! হাসি

তয়, টেনশন কইরেন না। আমার দিল মাশাল্লা বহুত বড়ো (সুবহানাল্লাহ বলেন জনাব)। সচলের যারা যারা শালি দিতে চাইছে, আর যারা দিবো কইছে, তাগো বেবাকের শালিরে জাগা দিয়াও বেশ কয়েক হেক্টর-বিঘা জাগা খালি থাকবো। ঐখানে আপনের শালিগো লাইগা আধুনিক-পেলাট বানাইয়া দিমুনে পান্থ ভাই। আপনে কয়জন দিবেন ওয়াদা কইরা যান। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মামুন হক এর ছবি

শুভ জন্মদিন ধুগো। দৌড়ের উপ্রে আছি বস, নয়তো তোমার জন্মদিনে একটা ইস্পিশাল লেখা আমিই নামাইতাম। আগামী জন্মদিনের লেখাটা বুকিং দিলাম।
সাধু-অসাধু সব লেখকেরা সাবধান! হাসি

ধুসর গোধূলি এর ছবি

- যেই নাম দিছেন আপনে, ইস্পিশাল লেখা লেখলে আমার নামধামঠায়ঠিকানার কী তেরোটা বাজান তার কি কোনো ঠিক-ঠিকানা আছে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এম. এম. আর. জালাল এর ছবি

শুভ জন্মদিন রুমন


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

ধুসর গোধূলি এর ছবি
নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সাইফ তাহসিন এর ছবি

আপনার ছবিতে (মানিক) হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ধুসর গোধূলি এর ছবি

- ডোরাকাটা দাগ দেখে যেমন বাঘ চেনা যায়, তেমনি এইসব মজাদার ছবি দেখেও আসল, ১নং মানিক ভাইকে চেনা যায়।

ধন্যবাদ মানিক ভাই। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন।

প্রকৃতিপ্রেমিক (লগিন করবেনা) এর ছবি

বাংলা মন্তব্যকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন, যার মন্তব্যসমূহেরে সংকলন হয়তো আগামী কোন এক বইমেলায় বের করতে হবে সেই ধুসর গোধুলীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

শুভ জর্মদিন।

ধুসর গোধূলি এর ছবি

- ওপরে টুটুল ভাইকে একবার বলছি, আপনাকেও বলি, আপন মানুষের বে-লগডইন শুভেচ্ছা মহামান্য ধুগোর নিকট গ্র্যান্টেড না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এহহে রে বেশরমের মত কাজ করে ফেলেছি। আবার কপি করলাম, মনে মনে হাসি

মনে হচ্ছে মন্তব্যের সেঞ্চুরী হতে আর বেশী বাকি নেই।

ধুসর গোধূলি এর ছবি

- ক্রিকেটে প্রায় সব খেলাতেই যদি বাজে, চরম, বিশ্রী খেইলাও খিলোয়ার বিশ্রী-ফুল সেঞ্চুরী হাঁকাইতে পারে, তাইলে বাংলার ঘরে ঘরে সব কিছুতেই সেঞ্চুরী আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই একদিন মুশফিক বলদটাও সেঞ্চুরী পিটাইতে পারবে যখন দেখবে মা-বোনেরা তাকে এক নিঃশ্বাসে একশোটা গালি দিয়ে ফেলতেছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

শুভ জন্মদিন ধুগো'দা হাসি

জন্মদিনে একহালি শ্যালিকার শুভেচ্ছা........... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন প্রিয় ধুগো! সচল না থাকলে পাথর থেকেও রস বের করার আশ্চর্য ক্ষমতাসম্পন্ন এই মানুষটির কথা জানা হত না কখনোই। সুস্থ্য থাকুন, আনন্দে থাকুন, আমাদেরকেও আনন্দে রাখুন।

আমার কোন শ্যালিকা নেই - বস্তুতঃ কোন পাণ্ডবেরই শ্যালিকা নেই। যদি থাকতো তাহলে আপনাকে "শালী নিয়ে হাইকোর্ট দেখানো"র মত হৃদয়বিদারক কাজ করতামনা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ধুসর গোধূলি এর ছবি

- অনেক অনেক ধন্যবাদ পাণ্ডব দ্য সিক্সথ।

আল্লায় বাঁচাইছে পাণ্ডবপক্ষে কোনো শালি নাই, থাকলে শালিখেলাপির সংখ্যা আরও ৪জন বৃদ্ধি পাইতো বটে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভুতুম এর ছবি

ভালো থাকুন, শুভ জন্মদিন।

আপনার শালীকে আমি বুকিং দিয়ে রাখলাম।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

ধুসর গোধূলি এর ছবি

- হায়রে! শালি তো শালি, শালির বোনটার কোলে বসেই তো এখনও দুইটা সুখ-দুঃখের কথা কইতে পারলাম না। মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতন্দ্র প্রহরী এর ছবি

হেপ্পি বাড্ডে দেঁতো হাসি

পরিবর্তনশীল এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। হাসি

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জন্মদিনে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে... ভারতে শালিমার নামে যে প্রডাক্ট আছে... সেই কোম্পানির লগে আপনার সম্পর্ক কী?

হেপি বাড্ডে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- শালিমার নাইরকেল তেলের লগে আমার কোনো সম্পক্ক নাই তবে ফিলিম শালিমারের লগে একটা গোপন সম্পক্ক তো আছেই। ঐ ছিনামায় 'বাসান্তি'রে যা লাগছিলো না! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

হায় হায় এক বছর হয়ে গেলো?? কিভাবে?? সেদিনই না আপনাকে হিপি বাড্ডে বললাম খাইছে
আমাদের সবার প্রিয় ধু-গো ভাইকে জন্মদিনের অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা। প্রচন্ড রকমের ভাল কাটুক আপনার এই দিন এবং পুরো বছর। শুভ জন্মদিন হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি
সাইফুল আকবর খান এর ছবি

হারে কয় কী?! অ্যাঁ

শুভ শুভ জন্মদিন ধুগো!
অনেক অনেক শুভকামনা, সারাজীবন এবং সবকিছুর জন্য।
চলুক

থ্যাংকস স্বপ্নাহত, এই ফরজ-এ-ক্বিফায়া ভালো কাজটার জন্য। হাসি

যদিও, পরে দেখলাম ইতিহাস ঘেঁটে, যে- আরো তিনজন এই চেষ্টা এবং কষ্ট করেছিল সিন্সিয়ারলি...। সো, থ্যাংকস অ্যান্ড গ্র্যাটিচুড অলসো টু শিমুল, অতন্দ্র প্রহরী অ্যান্ড বার্থডে বিষয়ক বিশেষজ্ঞ নাও-ব্লগার নিবিড়! হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন।

নৈশী।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

গুরু, ব্লগিং শুরু করার সময় থেকেই আমি আপনারে খুব ভালো পাই ... যদি কোনদিন সময় সুযোগ হয়, দেখা হবে, তখনই নাহয় শ্যালিকা ভাগাভাগি এবং আরো অনেক সুখ-দুঃখের কথা হবে দেঁতো হাসি ; তার আগ পর্যন্ত ভালো থাকেন ...

শুভ জন্মদিন ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ধুসর গোধূলি এর ছবি

- আরে কিংকু যে। এতো দেরী ক্যান? গেলোবার তো সবার আগেই শুভেচ্ছা পাইছিলাম।

ভাইরে, ভালো আমিও পাই সেই প্রথম থেকেই। মুনীআইইউটি'কালীন সময় থেকেই। হাসি একটা মেইলও দিছিলেন, মনে আছে?

আমি বল্লার হূল আর ডাক্তারের সিরিঞ্জ, এই দুই দেখলে তের হাত দূর থেকে সসম্মান সালাম দিয়া পথ ছাইড়া খাড়াই। আপনে জানি কী ভাগাভাগির কথা কইলেন! তা, এই দুই জিনিষের প্রকোপে পড়তে হবে নাতো! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সাইফ তাহসিন এর ছবি

আমি বল্লার হূল আর ডাক্তারের সিরিঞ্জ, এই দুই দেখলে তের হাত দূর থেকে সসম্মান সালাম দিয়া পথ ছাইড়া খাড়াই। আপনে জানি কী ভাগাভাগির কথা কইলেন! তা, এই দুই জিনিষের প্রকোপে পড়তে হবে নাতো!

কস্কি মমিন!
গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নিঘাত তিথি এর ছবি

খোমাখাতার মত এইখানে আবার বলি, জন্মদিনের শুভেচ্ছা জানুন।
কি কপাল, দুইখান পোস্ট চলে আসছে!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ধুসর গোধূলি এর ছবি

- হ, একেবারে রাজ-কপাল, পুরাই এক বিঘত। কয়দিন পরে তো পুরা মাথাই কপাল হয়ে যাবে। তখন মনে হয় গোটা নীড়পাতা জুড়েই খালি পোস্ট আর পোস্ট! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুহান রিজওয়ান এর ছবি

ভাইরে আজ খোমাখাতায় এডাইসি...
তয় শুবেচ্ছা ইয়ানেই দিমু...

লং লিভ ধু-গো-দা !! নিন্দুকেদের মুখে ছাই দিয়ে শতবর্ষী হোন... দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ধুসর গোধূলি এর ছবি

- এতো বছর বাঁইচা কী করুমরে ভাই। নাতি নাতনীর নানী/দাদীটারেই যদি বিয়া না কইরা যাইবার পারি, কী হৈবো আর এই জীবনে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুষ্ট বালিকা এর ছবি

ওগো ধূ গো... আপনি বোধহয় জানেন না...আপনার মন্তব্য পড়েই সচলে রেজিঃ করেছিলাম...শুধু জিএমটির তাড়ায় নয়... তারপরে দুঃখ হয়েছিল আপনার শালীপ্রীতি দেখে... আগে বুঝলে নিজের নিকটা... শালীকা না চাইয়া বালিকা চাইলে ক্ষতিটাইবা কি ছিল? খাইছে [ ডরায়েননা জনাব...আমি মজাক করি... :-S]

যাহাই হউক, হেফী বাড্ডে! সামনের দিনগুলো কাটুক অনেক আনন্দে... কেক্কুকের প্রত্যাশা ছাড়াই শুভচ্ছা বাণী দিলাম... দেঁতো হাসি

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ধুসর গোধূলি এর ছবি

- একবার ভাবলাম সাহস কইরা জিজ্ঞেস করে ফেলি, আপনের ননদ আছে কীনা! পরে ভাবলাম না থাকুক।

শোনেন, বাড়িতে শাকশব্জি আর মলাঢেলা মাছ দিয়া ভাত কাহন ডইল্যা। কেক্কুক খাওয়া একদম ঠিক না। সব কিছুতেই ভেজাল। আর চিনিরোগ হইলে তো এগুলার ধারকাছ দিয়াও যাওয়া ঠিক না। ঠু ব্যাড!! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুষ্ট বালিকা এর ছবি

আর ননদ...! মন খারাপ ননদের ভাইটারেই খুঁজে পাইলাম না এখনও...তায় ননদ!

চিনিরোগ হোক আমার শত্রুর! সত্যই ঠু ভ্যাড!

--------------------------------------------------
একটি বাদরে, কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে!!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সুমন সুপান্থ এর ছবি

আগামী দিমগুলি শালিময় হোক- শুভ কামনা ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

ধুসর গোধূলি এর ছবি
তুলিরেখা এর ছবি

শুভ জন্মদিন ধূসর গোধূলি ।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

দময়ন্তী এর ছবি

আরেহ! দেরী হয়ে গেল৷ মন খারাপ
যাক শুভেচ্ছা কখনও বাসী হয় না৷ জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল৷
ভাল থাকুন, আনন্দে থাকুন আধুলিমশাই৷ দেঁতো হাসি
---------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি

- লেইটে আইসা আমার খিতাবি নাম ধরে ডাকেন আবার?
আপনাকে ধন্যবাদ দন্তময়ী। শুভেচ্ছা আসলেই বাসী হয় না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আকতার আহমেদ এর ছবি

ব্যাপক দেরী হয়া যাওয়াতে একটা লাভ অবশ্য হইসে
শুভেচ্ছা জানানোর তালিকায় শেষের দিক থেকে প্রথম হয়া গেসি দেঁতো হাসি

শুভ জন্মদিন বস।
অনেক ভালো থাকেন!

ধুসর গোধূলি এর ছবি

- আরে পুলার বাপ যে! প্রথম-শেষ কোনো ব্যাপার না বস। হাসি
রোদ্দুর মিয়ারে সহ আপনারাও সবাই অনেক ভালো থাকবেন আক্তার ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

ইশশিরে...! ক'দিন নেটে ছিলাম না, আর এই ফাঁকে ধুগো জন্ম নিয়া নিলো !

হা হা হা ! জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ধুগো। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সবসময়, সবাইকে নিয়ে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি

- হা হা হা
কী আর করা রণ'দা। ধুগো ব্যাটা তো লুক ভালো না, কোন ফাঁকে জন্মায়া গেলো!

ধন্যবাদ। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেক অনেক দেরীতে হলেও শুভ জন্মদিন ধুগো মিয়া!! তোমার মত পরিষ্কার মনের মানুষ পাওয়া দুর্লভ। ভালো থাইকো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- আরে মা.মু, তুমি মিয়া মোটেও দেরী করো নাই। ১২ তারিখ হওয়ার ছয় সেকেণ্ড আগে থেকে কাউন্ট ডাউনের মাধ্যমে শুরু হওয়া শুভাশীষের পথ ধরে আজকেও আমি জন্মদিনের শুভেচ্ছা পকেটে পুরছি। আমি মেলা আনন্দ পাই ব্যাপারটায়। ছোটবেলায় কতো করে চাইতাম আহা, ঈদটা যদি কমসে কম তিনদিন ধরে থাকতো! কেউ আমারে শুভেচ্ছা জানালেই সেই রকম তিনদিন ব্যাপী ঈদের আনন্দ লাগতেছে। সেই আনন্দানুভূতি আমারে আরেকবার দেয়ার জন্য তোমারে অসংখ্য ধন্যবাদ মিয়া। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পুতুল এর ছবি

মেলা ঝামেলায় দিন কাল গেছে গুরু, সময় মত জেফতে আইতে পারি নাই।
হ্যাপী বাড্ডে প্রোষ্ট।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

- জিয়াফতে আইলেও পাইতেন না গো মিয়া ভাই। রূপকথার টোনার মতো টুনি না থাকলেও আমি ঘরবাড়ি ছেড়ে নিজের জন্মদিন উপলক্ষে অন্যের এখানে জিয়াফত খেয়ে বেড়াইতেছি। ১২ তারিখ থেকে শুরু হইছে নানা পদের গোশত খাওয়া। এর সাইড এফেক্ট হিসাবে অবশ্য গাল কিঞ্চিৎ গোল হওয়া ধরছে। তবে ব্যাপার না। অচিরেই আবার যেই-হেই-সেই-হেই হয়ে চ্যাবলিশ খান হয়ে যাবো! হাসি

আপনে কবে জিয়াফত দিয়া খাওয়াবেন বলেন, তাইলে বড় করে একটা ধন্যবাদ জানাই। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।