তিন তিরিকে নয় (পর্ব ২)

মইনুল রাজু এর ছবি
লিখেছেন মইনুল রাজু [অতিথি] (তারিখ: রবি, ২২/০৯/২০১৩ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

জীবন চলার পথে নিজ জীবন, নিজ দেশ কিংবা ভিনদেশে হওয়া কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়েই এই সিরিজ- তিন প্যারায় তিনটি করে ছোট ছোট গল্প নিয়ে লেখা "তিন তিরিকে নয়"।

#১
আমার নিজ এলাকা নোয়াখালী। সেখানে শতশত যুক্তিবাদী। একজন আছেন, হাতের কাছে যে-কোনো ঔষধ পেলেই খেয়ে ফেলেন।

কিন্তু, সেটা মূল সমস্যা না; মূল সমস্যা হলো, ঔষধ খেয়ে তিনি যুক্তি দেখানো শুরু করেন- কোনো না কোনো রোগের উপকার তো এই ঔষধ করবেই, তাই না! তাহলে, খেতে সমস্যা কি! আরেক্জন এসএসসি পরীক্ষার সময় অতিরিক্ত কাগজ স্ট্যাপল করার সময় ভুল করে দুই পৃষ্ঠা নকলও স্ট্যাপল করে জমা দিয়ে এসেছে। অন্ততপক্ষে, এক ডজন লোক পাওয়া গেলো, যারা তাকে বুঝিয়ে দিলো- “সমস্যা হওয়াতো পরের কথা, এটা আসলে কোনো ব্যাপারই না। সমস্যা যদি হয়ও, সেটা হবে পরিদর্শকের, যে নকলটা ধরতে পারেনি।” বস্তুতঃ, গোটা এলাকাতেই এরকম যুক্তিবাদীদের বিশাল সমাবেশ।

স্থানীয় বাজারে গিয়ে চুপচাপ একটা জায়গায় গিয়ে বসলেই শুনতে পাওয়া যায়- “ঐ মিয়া, আপনেই বলেন, কোনো মানুষ যদি অন্যায় করে, আর সে যদি আপনের ঘরের মানুষও হয়, তাহলে কি আপনের তাকে সমর্থন করাটা উচিৎ হবে!” যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি জবাব দেন, “না, উচিত হবে না”। তারপর বলতে শুনবেন, “আচ্ছা বাদ দেন, ঘরের মানুষ নয়, ধরেন দলের মানুষ, এক দলের মানুষ। আপনার নিজ দলের মানুষকে অন্যায় করতে দেখলে আপনার সে দলকে সমর্থন দেয়া উচিৎ হবে, না-কি হবে না”। যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তিনি আবারো জবাব দেন, “না, উচিত হবে না”। এরপর বক্তব্যদানকারী যুক্তিবাদী উপসংহার টানেন, “তাইলে বলেন, মওদুদ সাহেব যখন দেখসেন দল অন্যায় করতেসে, তখন উনি দল ছেড়ে অন্য দলে যোগ দিসেন। উনি কি উচিত কাজ করসেন, না-কি করেন নাই, আপনেই কন”। অপর পাশ থেকে জবাব আছে, “উনি একজন বিবেকবান মানুষের মত কাজ করসেন”।

একবার এই যুক্তিবাদীদেরই একজন আমাকে বললেন, “আপনে কোন শহরে যেন থাকেন?” আমি বলি, “শিকাগো”! তিনি বলেন, “ওহ আচ্ছা, চিকাগো!” আমি বললাম, “চিকাগো না শিকাগো”! বলেই বুঝতে পারি, বিশাল ভুলটা করেই ফেললাম। জনাব এবার পকেট থেকে সিগারেট বের করে, দেয়াশলাই দিয়ে ধরালেন। হাত ঝেড়ে দেয়াশলাইয়ের আগুন নেভাতে নেভাতে সঞ্জয় দত্তের মত ভাব নিয়ে বললেন, “বানান ক্যামনে?” আমি জবাব দেই, “C, H, I, C, A, G, O”! এবার সঞ্জয় দত্ত থেকে ভাব গিয়ে ঠেকলো আল পাচিনোতে। তিনি বললেন, “C, H, I, C, K, E, N; এটার উচ্চারণ কি? ” আমি আমতা আমতা করে জবাব দেই, “চিকেন”। আমার মত একটা গণ্ডমূর্খের সাথে অযথাই সময় নষ্ট করছে, সে-রকম একটা ভাব নিয়ে সর্বশেষ তিনি জিজ্ঞেস করলেন, “তাহলে C, H, I, C, A, G, O; এটার উচ্চারণ কি?”। আমি মিনমিন করে উত্তর দিই, “চিকাগো”!

#২
দেড়-দুই বছর আগে শিকাগো ডাউনটাউনে একটা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রয়োজন পড়ে। কেন্দ্রে ঢোকার আগে দেখি শহরের মাঝখানে বিশাল একটা ব্লক সিকিউরিটি গার্ডরা বন্ধ করে রেখেছে। কিন্তু, পরীক্ষার কেন্দ্র ওই ব্লকের ভেতরেই হবার কারণে গার্ডরা আমাদেরকে ঢুকতে দিতে বাধ্য হয়। পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে ঐ ব্লকের ভিতর একটা রাস্তায় হেঁটে যাচ্ছি। আর, অমনি গোটা রাস্তার মানুষজন দিল দৌঁড়। আসন্ন বিপদের কথা চিন্তা করে আমিও দিলাম দৌঁড়।

বাংলাদেশে হরতালের দিনে এরকম কত দৌঁড়াতাম। পুরোনো অভ্যাস। আমার সাথে কি আর আমেরিকানরা দৌঁড় দিয়ে পারে! নিজের পারফরম্যান্সে যেই না নিজেই মুগ্ধ হতে যাচ্ছি, কথা নাই বার্তা নাই তখনই শুনি--- "কাআআআআট্"! দেখি সবাই দৌঁড় থামিয়ে হাসছে। তাদের দেখাদেখি আমিও দৌঁড় থামিয়ে পিছনে তাকিয়ে দেখি, ম্যান অভ স্টিল এর নায়ক হেনরি ক্যাভিল। সাথে সাথে বুঝতে পারি হলিউডের সিনেমায় আমার অংশগ্রহণ হয়ে গেছে।

হেনরি ব্যাটাকে তখন চিনতাম না। সামনে এগিয়ে গিয়ে ইউনিটের এক মেয়েকে গিয়ে জিজ্ঞেস করি- "বইন এইহানে কি হয়?" বইন কইলো- "সিনেমার শ্যুটিং হয়।" শত হলেও আমার অভিনীত প্রথম হলিউড মুভ্যি। আমি জিজ্ঞেস করি- "কি সিনেমা?" বইন আঙ্গুলের ঈশারা দিয়ে কয়- "ওই যে সবগুলো চেয়ারের উপর লোগো দেয়া আছে, দেখ।" দেখি সেখানে সুন্দর করে ডিজাইন করা "S" অক্ষরটি। সাথে সাথেই কমন পড়ছে চিন্তা করে ব্যাপক হাস্য-রহস্য করে বললাম, “ওহ S! হে হে! S ফর "স্পাইডারম্যান"। তারপর বইনে আমার কইলো, "S ফর সুপারম্যান, ইউ ফাকিং ইডিয়ট”!

#৩
এলিফ্যান্ট রোডে এরিয়াতে যারা শার্ট বানাতে যান, তারা এক নামকরা টেইলর্স এর কথা জেনে থাকতে পারেন। এমনিতেই ব্যাক্তিগতভাবে আমার রেডিমেড শার্ট-প্যান্ট পরা অভ্যাস। দর্জির দোকানে প্যান্ট বানাতে গেলে তারা এমন সব জায়গায় গিয়ে মাপ নিতে আরম্ভ করে, মনে হয়- ধরণী দ্বিধা হও। একজন জোরে জোরে বলে, আরেকজন আবার লিখে। কিসের মাপ যে লিখে সেটা সাধারণ মানুষ-বঙ্গদেশে যারা ‘পাবলিক’ নামে পরিচিত- তাদের বুঝার উপায় নেই। একমাত্র শার্ট বা প্যান্ট লম্বা কত ইঞ্চি দেয়া হবে, সে ব্যাপারে পাবলিকের মতামত বিবেচ্য। দেশের প্রেসিডেন্ট এর জন্যও একই সিস্টেম, এ-নিয়মের ব্যতিক্রম নেই।

প্যান্ট বানানোর সাথে তুলনা করলে শার্ট বানানো কিছুটা কম অস্বস্তিকর হবার কথা। সে ভাবনা মাথায় রেখে কোনো এক পড়ন্ত বিকেলে চলে গেলাম নামকরা সেই টেইলর্স এর দোকানে। কিছুক্ষণ বসে থাকার পর প্রধান ব্যক্তিটি আমার শার্টের মাপ নেয়ার জন্য বিনীতভাবে কাছে ডাকলেন। হাত-টাত ধরে, উপরে উঠিয়ে, নীচে নামিয়ে কি সব মাপ নিতে থাকলেন আর সহকারীকেও সাথে সাথে বলতে থাকলেন। আমি পাথরের মত শক্ত হয়ে কোনোরকমে দাঁড়িয়ে আছি। কবে শেষ হবে সেই আশায় যখন সেকেন্ড-মিনিট পার করছি, ঠিক তখনটাতেই জনাব কিছুটা কাছে এসে, একটু নীচু স্বরেই বললেন-“মাশাল্লাহ, খুব সুন্দর শরীর আপনার”। নাউজুবিল্লাহ্, ব্যাটা বলে কি! ততক্ষণে আমার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করেছে।

বিব্রত ভঙ্গিতে কোনো রকমে মাপটা দিয়েই, তড়িঘড়ি করে কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছি শার্ট ডেলিভারির তারিখটা জানতে। মনে মনে স্থির করে ফেলেছি, ইহজনমে আর শার্ট বানাতে আসবো না। দরকার হলে চাদর পরে ঘুরে বেড়াবো। ভিতরে ভিতরে যখন আরো ক্ষেপে উঠছি, তখনই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, আমাকে দুদণ্ড শান্তি দিয়ে, দর্জি মহোদয় আমার পরবর্তী বেঢপ ধরণের ভদ্রলোককেও মিষ্টি করে নীচু গলায় বলে উঠলেন-“মাশাল্লাহ, খুব সুন্দর শরীর আপনার”।

আগের পর্বঃ পর্ব ১
অন্যান্য সব লেখা

মইনুল রাজু
ফেইসবুক


মন্তব্য

সাফি এর ছবি

আমেরিকায় আসার আগে আমিও চিকাগো বলতাম দেঁতো হাসি আসলে এইটা ধরার মতন কোন ব্যাপার মনে হয় না। যেমন মেক্সিকোকে মেক্সিকানরা বলে মেহিকো, সুতরাং ঐটাই প্রকৃত উচ্চারণ। কিন্তু আম্রিকানরা সহ তামাম জাহানের মানুষ মেক্সিকোই বলে।

মইনুল রাজু এর ছবি

উচ্চারণ ব্যাপার না, আসলে ততক্ষণাৎ উদাহরণ নিয়ে উপস্থিত হবার প্রতিভায় আমি মুগ্ধ। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

দিগন্ত এর ছবি

আদি মেক্সিকানদের হ-উচ্চারণ স্প্যানিশরা করতে পারত না বলে তারা সেটা অজানা এক্স- অক্ষর দিয়ে প্রকাশ করত। তাই মেক্সিকানেরা মেহিকান আর বাইরে মেক্সিকান। আমি এরকম ইতিহাস জানি।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মইনুল রাজু এর ছবি

ইন্টারেস্টিং, জানা ছিলো না! আমার মনে হয় উচ্চারণ আসলে অনেক জায়গারই নিজস্ব থাকতে পারে। যেমন, আমরা যেভাবে পদ্মা বা দীক্ষিত বলি সেটাতো অন্যরা বলে না। তবে, শিকাগোর ক্ষেত্রে যারা আসল উচ্চারণটা একবার জেনেছেন, তাদের সবাইকে আমি শিকাগোই বলতে শুনেছি।

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

জেসমিন  এর ছবি

হা হা হা । মাশাল্লাহ !

মইনুল রাজু এর ছবি

দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

সুবোধ অবোধ এর ছবি

দেঁতো হাসি

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অকম্মা আবদুল এর ছবি

মাশাল্লাহ, বহুত ‘সোন্দর’ গপ্পো আপনার!
শিকাগো এইজন্য শিকাগো যে এটা আগে ছিল ফ্রেঞ্চ টেরিটোরি, এবং ফরাসী ভাষায় সিএইচ-এর উশ্চারণ ‘শ’৤ সিম্পল!

মইনুল রাজু এর ছবি

এই কথা বললে, এবার ফরাসী ভাষার অন্য আরেকটা উদাহরণ দেখিয়ে দিতো আমাকে। দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মইনুল রাজু এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তারেক অণু এর ছবি
মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

প্রথম গল্পটা দারুন,নোয়াখালির বোধহয় মূল বৈশিষ্ট্য এটাই গড়াগড়ি দিয়া হাসি (মজা করার সেন্সে বলেছি,কেউ অন্যভাবে নিবেন না-আমার নিজের বাড়িও বৃহত্তর নোয়াখালি বলা যায়)।
২য় টাও দারুন হয়েছে,হরতালের উপকারিতা ও অনেক,খারাপ কিছুর মাঝেও ভালো থাকে ভাইয়া।(নোয়াখালি সূচক যুক্তি দিলাম হা হা) চলুক
৩য়টা ঠিক সেই মানের হয়নি,রস কম হয়েছে বোধহয়।

মাসুদ সজীব

মইনুল রাজু এর ছবি

ধন্যবাদ আপনাকে। সবগুলো সবসময় ভালো হয় না। কিন্তু, আগে থেকে সেটা বুঝার উপায় নেই। হাসি অবশ্য, কারো কাছে হয়তো দেখা যাবে ৩য়-টাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

গান্ধর্বী এর ছবি

হো হো হো

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

ব্রুনো এর ছবি

দেঁতো হাসি
দ্বিতীয় আর তৃতীয় গল্পটা যেনো কোথায় পড়েছি বলে মনে হলো।

____________________________________________________________________________________
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

মইনুল রাজু এর ছবি

আগের বিভিন্ন লেখায় আলাদাভাবে এসেছিলো, ফেইসবুকেও শেয়ার করেছিলাম কিছুদিন আগে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তিথীডোর এর ছবি

C, H, I, C, K, E, N; এটার উচ্চারণ কি? ” আমি আমতা আমতা করে জবাব দেই, “চিকেন”। আমার মত একটা গণ্ডমূর্খের সাথে অযথাই সময় নষ্ট করছে, সে-রকম একটা ভাব নিয়ে সর্বশেষ তিনি জিজ্ঞেস করলেন, “তাহলে C, H, I, C, A, G, O; এটার উচ্চারণ কি?”। আমি মিনমিন করে উত্তর দিই, “চিকাগো”!

হো হো হো হো হো হো হো হো হো

নোয়াখালিতেই তো ঝাড়ুকে বলা হয় 'হিছা'। হে হে। খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মইনুল রাজু এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

১ পড়ে মনে পড়লো ছেলেবেলার একটা ছড়া:
বি-ইউ-টি বাট,
সি-ইউ-টি কাট
কী দোষ করিল স্যার
পি-ইউ-টি পাট।

লেখা লেখা -গুড়- হয়েছে হয়েছে।

____________________________

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মাহবুব লীলেন এর ছবি

'to' যদি টু হয় তবে go কেন 'গু' হবে না এইটা বলে ক্লাস সিক্সে ব্যাপক মাইর খাইয়া বুঝছিলাম ইংরেজিটা আসোলে কোনো ভাষা না; এইটা আসোলে বান্দরের একটা মুখস্থ বিদ্যা (অবন ঠাকুরের ভাষায় হনুকরণ)

মইনুল রাজু এর ছবি

হো হো হো হো হো হো

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

গল্প ভালই লাগলো। এদেশে শিকাগো কে একসময় চিকাগো ই বলা হতো, ভুগোল আর সাধারন জ্ঞানের বইয়ে চিকাগো ই লেখা থাকতো। আপনারা ওখানে যাওয়ার পর থেকে জানলাম উচ্চারনটা আসলে হবে শিকাগো।
"ইউ ফাকিং ইডিয়ট” এর আক্ষরিক অর্থ কি? হাঁদারাম, তুমি আমাকে ইয়ে করছো?

মইনুল রাজু এর ছবি

আক্ষরিক অর্থ না করাই ভালো। খাইছে

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হো হো হো
"শালা বোকা**" কইলে কাছাকাছি যায় মনে হয়...
একটা প্রাঞ্জল পরিভাষার জন্য হিমু ভাইরে দরকার হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আশালতা এর ছবি

মাশাল্লাহ, খুব সুন্দর লেখা আপনার ! খাইছে

----------------
স্বপ্ন হোক শক্তি

মইনুল রাজু এর ছবি

মাশাল্লাহ, খুব সুন্দর মন্তব্য আপনার ! দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

তানিম এহসান এর ছবি

“উনি একজন বিবেকবান মানুষের মত কাজ করসেন” মওদুদ একটা ইতর, বেহায়া এবং গালি দেবার অযোগ্য কুলাঙ্গার!

আপনি তাহলে হলিউড মুভি’তেও আছেন! হাততালি খাইছে

মইনুল রাজু এর ছবি

কিছুদিন আগে ট্রান্সফর্মারেও অংশগ্রহণ করলাম, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী হিসেবে। সিরিয়াস। দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

রকিবুল ইসলাম কমল এর ছবি

হো হো হো
লেখা চমৎকার হয়েছে।

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

বাপ্পীহায়াত এর ছবি

দারুণ লাগল রাজু ভাই (দুই পর্বই একসাথে পড়লাম)

মইনুল রাজু এর ছবি

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

স্যাম এর ছবি

আমিও হাসি

মইনুল রাজু এর ছবি

ধন্যবাদ আপনাকেও। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

তিন্টাই জব্বর উপভোগ করেছি। দেঁতো হাসি

তাহসিন রেজা

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

দেঁতো হাসি চলুক

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

প্রৌঢ় ভাবনা এর ছবি

সবগুলিই পড়েছি। ভালইতো লাগলো। চলুক

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

এস এম নিয়াজ মাওলা  এর ছবি

হা হা হা, তিনটাতেই খুব মজা পাইলাম।

আমার বাড়িও নোয়াখালীতে। তাই নোয়াখালীর কাহিনীটা বেশিই ভালো লাগলো।
ভালো থাকুন ভাইয়া।

-নিয়াজ

মইনুল রাজু এর ছবি

ধন্যবাদ, ভালো থাকুন আপনিও। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি , খুবই মজা পেলাম বিশেষ করে প্রথম গল্পটা পড়ে হো হো হো
ইসরাত

মইনুল রাজু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

স্বপ্নচোরা এর ছবি

নোয়াখালীর প্রসঙ্গ যেখানেই আসবে- সেটাই সবচেয়ে হিট হবে.....আজকের প্যারায় যেমন 'চিকাগো'ই হিট গড়াগড়ি দিয়া হাসি

তবে পরের দু'টো কাহিনি আপনারই কোন লেখাতে আলাদা করে পেয়েছিলাম.....সেখানে "ফাকিং" শব্দটার বাংলা প্রতিস্থাপন খোঁজার প্রয়াসে ছিলেন আপনি.....তা সঠিক প্রতিস্থাপন কি আজো পেয়েছেন??

মইনুল রাজু এর ছবি

"আমার রঙ্গ ভরা অঙ্গণে মোর" লেখায় দেখেছেন হয়তো। আর, খুঁজ-টুজে মনে হলো প্রতিস্থাপন না পেলেই ভালো। দেঁতো হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

স্বপ্নচোরা এর ছবি

প্রতিটা ভাষার গালাগালির একটা নিজস্ব আবেদন আছে আসলে.....সেই আবেদনকে কোন কিছু দিয়েই কখনোই প্রতিস্থাপিত করা সম্ভব না, তাতে আর সেটা বিশুদ্ধ থাকে না। যেমন নিজ ভাষার গালির তৃপ্তিটাই অন্যরকম, কারো সাথেই সেটার বিকল্প হয় না।
"শুয়োরের বাচ্চা" বলে প্রাণভরে কাউকে যতটা গালি দেওয়া সম্ভব, "Son of a bitch" বললে কি আর সেই তৃপ্তি হয়??

মইনুল রাজু এর ছবি

দারুণ বলেছেন। এটাই আসল কথা। চলুক

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

“মাশাল্লাহ, খুব সুন্দর লেখা আপনার”। চোখ টিপি

-অনিমেষ রহমান

মইনুল রাজু এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি । ধন্যবাদ। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

সাফিনাজ আরজু এর ছবি

দেঁতো হাসি মজারু।

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

মইনুল রাজু এর ছবি

ধন্যবাদ আপনাকে। হাসি

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

অতিথি লেখক এর ছবি

চলুক

-------------------------
কামরুজ্জামান পলাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।