ব্লগীয় ছায়াছন্দ: হারানো দিনের প্রেম ভালোবাসার গান (প্রথম পর্ব)

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: শনি, ০৭/০২/২০০৯ - ২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের ছোটবেলায় আমরা হারানো দিনের গান বললে বুঝতাম ষাটের দশকে অথবা সত্তরের দশকের উত্তম সুচিত্রার গান; বাংলা ছবির হারানো দিনের গান বললে হয়তো "রূপনগরের রাজকন্যা" টাইপের গানগুলোই বড়জোর উঠে আসতো। সেদিন গিয়েছে আজ পনেরো, আঠারো, বিশ বছর। তখন শুধু ছায়াছবির গান বললে যে গানগুলো বুঝতাম, আজ সেগুলোর নামের আগে "হারানো দিনের" পদবীটা জুড়ে দেবার কথা ভাবলেও ভাবা যায়। ছায়াছন্দের নামে এই ব্লগটিকে সেই স্মৃতিচারণও মনে করতে পারেন পাঠক/দর্শক। যে গানগুলো শুনলে আজ ত্রিশোর্ধ কেউ খানিকটা স্মৃতিকাতর হবেন, ভাববেন, "আহা! এমন গানও বাংলা ছবিতে হতো!"
গানগুলো বাছাই করেছি একান্তই আমার ব্যক্তিগত পছন্দে। ছোটবেলায় ছায়াছন্দে কোন গানগুলো দেখতাম, রেডিওর অনুরোধের আসরে কোন গানগুলো শুনটে ভালো লাগতো -- সেগুলোর একটা লিস্টি করেছি সবার আগে। বারোটি গান ছিলো সেখানে। তারপর ইউটিউব আর এস্নিপসে গানগুলোর খোঁজ শুরু করি, সেখানকার লিস্টি থেকে আরো কয়েকটি যোগ না করলেই নয় বলে মনে হলো। শেষমেষ মোটসংখ্যা গিয়ে দাঁড়ালো ১৮। ভেবেছিলাম গোলগাল করে বিশ পুরিয়ে দিই, কিন্তু একটা খুঁতখুঁতে মন আছে আমার -- সে ব্যাটা বাঁধা দিলো। যত যাই বলুন, ভালো লাগার সাথে কম্প্রোমাইজ চলেনা।

এই পর্বে দিলাম মোট ৯ টি গান। অধিকাংশ ছবির নাম জানিনা, হেল্প ওয়ান্টেড চোখ টিপি

গানগুলো শুনতে শুনতে মনে হলো কি চমৎকার সব গান হতো বাংলা ছবিতে।
হয়তো এখনও বাংলা ছবিতে এরকম গান হয়, হয়তো হয়না। এরশাদের আমলে অসভ্য গরীব বস্তির লোকেরা যখন সিনেমা হলে যাওয়ার মতো পয়সা উপার্জন করা শুরু করলো, নায়কের আবির্ভাবে অভব্য সিটি বাজানো শুরু করলো -- তখন আমরা মধ্যবিত্ত কাপড় বাঁচাতে সিনেমা হল পিঠটান দিয়েছিলাম; নিজের সেই উন্নাসিকতার দায়েই উপরের বাক্যটিতে "হয়তো"কে আসতে হলো।

ভূমিকা বড় হয়ে গেল!! যাই হোক, আসুন গান গুলো শোনা যাক।

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

১. সব সখীরে পার করিতে (ছবির নাম: সুজনসখী)
সূধী দর্শক, প্রথমেই আপনাদের জন্য থাকছে বাংলা ছবির সে যুগের সবচেয়ে চপল রোমান্টিক গানটি। একেবারেই ব্যক্তিগত মত, সুজনসখী ছবির এ গানটাকে আমার জগতের সেরা রোমান্টিক গান মনে হয়। কেন মনে হয়, ব্যাখ্যা করতে পারবোনা, তবে মনে হয়।
এটার তিনটা ভার্সন ইউটিউবে পাওয়া গেল, তিনটাই তুলে দিলাম।
প্রথমে মূল ভার্সনে, অভিনয়ে ফারুক /কবরী, এরপর আধুনিক ভার্সনে অভিনয়ে সালমান শাহ/শাবনূর এবং শেষে অত্যাধুনিক ভার্সনে আসবেন চঞ্চল/চাঁদনী। তাহলে দেখা যাক, একটানে "সব সখীরে" গানটির তিন প্রজন্মের পরিবেশনা।

কথা:
সব সখীরে পার করিতে নেবো আনায় আনা
তোমার বেলা নেবো সখী তোমার কানের সোনা,
সখীগো,
আমি প্রেমের ঘাটের মাঝি,
তোমার বেলা পয়সা নেবোনা।

ও সুজন সখীরে,
প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই,
মনের বদল মন দিতে হয়।

প্রেমের কথা জানিনা,
মনের বদল বুঝিনা,
পানের কড়ি লইবা যদি লও।

থাকো সখী ঋণী থাকো, কড়ি লবোনা।
....................

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

২. সামাল সামাল সামাল সাথী (ছবির নাম: গাঁয়ের ছেলে)
তিন প্রজন্মের গাওয়া "সব সখীরে" গানটির পর এখন আসছি আরেকটি চপল রোমান্টিক গান নিয়ে। যদিও অনেকের জন্য একটু শ্লীলতাহানির অভিযোগ আনার উপায় আছে, তারপরও চমৎকার হিউমার আছে গানটায়। গানটার ভালো চলনসই কোন ভার্সন পাওয়া যায়নি, তাই ইউটিউবের ডিজ্যুস ভার্সনই চালান দিতে হলো।

কথা:
সামাল সামাল সামাল সাথী
ধীরে ধীরে চলরে
উঁচা-নিচা!
উঁচা-নিচা ছাইড়া ও তুই সোজা পথে চল
সওয়ারীর গতর নরম;
হোওওওও, সওয়ারীর মেজাজ গরম!

কত তোরে দিলাম টেরনিং তবু শিখলিনা
এত বড় হইলি ডাঙগর মানুষ চিনলিনা
বড় নরম গায়ে ফুলের আঘাত কি আর সয়রে?
উচা, নিচা!!

সুন্দর নারীর সুন্দর মুখে কথা মিঠা হয়,
তোর কারণে সে যে আমায় তিতা কথা কয়।
ঘরের মানুষ হইলে না হয় এমন কথা সয়রে!
উচা, নিচা!!
...................

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৩. শোনো গো, রূপসী, ললনা! (ছবির নাম: ?)
তৃতীয় গানটি রাজ্জাক ববিতার অভিনয়ে চিত্রায়িত। ছায়াছন্দ বললে এককালে এগানটা ছিলো মাস্ট শো! ববিতার কিছু ভক্ত কেনো এখনো মুখ শুকনো করে বলে "সেরকম আর দেখলাম কই!", সেটার কারণও এই গানের ভিডিওতে পরিস্কার হয়ে যাবে।
গানের কথা? প্রত্যেক বিবাহিত পুরুষের মনের কথা। চোখ টিপি

কথা:
শোনো গো, রূপসী, ললনা,
আমাকে যখন তখন মন্দ বলা চলবেনা।
আমি কার খাই না পরি,
না কারো চাকরি করি,
আমাকে কথায় কথায় চোখ রাঙানো চলবেনা।

শোনো গো রূপসী ললনা,
আমাকে যখন তখন চোখ রাঙানো চলবেনা।

কি হবে খ্যামটা নেচে, ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে
কি হবে ঠোঁট বাকানো, গাল ফুলোনো রাগ দেখিয়ে
আমি কারও ধার না ধারি,
না কারো পরোয়া করি,
তোমার ঐ নিঠুর শাসন চক্ষু বুজে সইবোনা।
...........................

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৪. যাও মোরে কান্দাইয়া (ছবির নাম: ?)
হালকা চালের রোমান্টিক গানগুলোর পর এখন আসি খানিকটা বিরহমিশ্রিত পরিবেশনায়। সেসময় ছায়াছন্দ বা অনুরোধের আসর মানেই অসামান্য গায়ক খুরশীদ আলমের নাম শোনা যেতই একসময়। অসাধারন সব গান গেয়েছেন তিনি। যে গানটি কখনও হারিয়ে যাবেনা, "যাও মোরে কান্দাইয়া" -- এবার শুনুন।

এ গানটির কোন এমপিথ্রি ভার্সন পাওয়া গেলনা!

কথা:
ও তুমি আরেকবার আসিয়া,
যাও মোরে কান্দাইয়া, তুমি, আরেকবার আসিয়া।
আমি মনের সুখে একবার কানতে চাই।

না পরিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে,
না পারিলাম পিরীতির ঐ সোনার পাখি ধরতে।
আমার সারা দেহে দারূণ খরা,
চোখের পানি চোখে নাই।
আরেকবার আসিয়া,
যাও মোরে কান্দাইয়া, তুমি, আরেকবার আসিয়া।
আমি মনের সুখে একবার কানতে চাই।
..................................

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৫. তুমি বলে ডাকলে (ছবির নাম: স্বামীর সোহাগ)

বুলবুল আহমেদ আর কবরীর অভিনয়ে আরেকটি মিষ্টি রোমান্টিক গান, খুরশীদ আলমের গাওয়া আরেকটি মাস্টারপীস দেখবেন এবার -- তুমি বলে ডাকলে

কথা:
তুমিঈঈঈঈ
তুমি বলে ডাকলে, বড়ো মধুর লাগে
আজ থেকে আর আপনি, বলে ডেকোনা, আমাকে, আমাকে,
তুমি বলে ডাকলে, বড় মধুর লাগে।

এই মিলনের ক্ষণ ছোটছোট,
ঐ বিরহের রাত বড়ো বড়ো।
হাতে হাতে রেখে চলো চলে যাই,
ঐ ঘরমুখো মনটাকে ছাড়ো!
ছেড়োনা,
আমাকে, আমাকে।
তুমি বলে ডাকলে, বড়ো মধুর লাগে।
...........................
_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৬. সে যে কেনো এলোনা (ছবির নাম: রংবাজ)
রংবাজ ছবিটিতে সেই মিষ্টি চেহারার সারল্যপূর্ণ কবরীকে মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, এবার আপনাদের সামনে নিয়ে আসছি সেই কালজয়ী গানটিকে -- সে যে কেন এলোনা। যে কেউ এগানটি শুনলে স্মৃতিকাতর হবেই, সেসব দিনের গানগুলোর মধ্যে এখনও এগানটিই সবচেয়ে বেশী আলোচনায় আসে।

কথা:
(দূর ছাই! কখন যে আসবে!
একটুও ভালো লাগছেনা ...আচ্ছা মজা দেখাবো)

সে যে কেনো এলোনা,
কিছু ভালো লাগেনা,
এবার আসুক তারে আমি মজা দেখাবো,
এই ফুলের মালা আমি কারে পরাবো?

যদি ফুলগুলো হায়,অভিমানে ঝরে যায়,
আমি মালা গেঁথে বলো কারে পরাবো?

প্রজাপতি উড়ে গিয়ে বলনা,
আমি নই তার হাতের খেলনা --
সে যে যখন তখন
মোরে করে জ্বালাতন
.........................

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৭. আমার সারা দেহ খেয়োগো মাটি (ছবির নাম: নয়নের আলো)
এবার দেখবেন আরেকটি বিরহমিশ্রিত গান। খুব করুণ একটা গান, সেসময় আমরা যতবার দেখতাম ততবার কাঁদতাম। গানটির কথাগুলোও যেরকম চমৎকার, এন্ড্রু কিশোরের উদার গলাও সেরকমভাবে একে স্মরণীয় করে রাখবে।

কথা:
আমার সারা দেহ খেয়োগো মাটি,হোওওওওওওওওও,
এই চোখদুটো মাটি খেওনা-
আমি মরে গেলেও তারে দেখার সাধ, মিটবেনা গো মিটবেনা।
তারে এক জনমে ভালোবেসে,ভরবেনা মন ভরবেনা।

ওরে, ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে,
যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে
আমি, এই জগতে তারে ছাড়া, থাকবোনা কো থাকবোনা।
তারে এক জনমে ভালোবেসে,ভরবেনা মন ভরবেনা।
....................

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৮. ওরে নীল দরিয়া (ছবির নাম : সারেঙ বৌ)
কিছু কিছু শিল্পীর জন্য একটা গানই যথেষ্ট, সারাজীবন আর কিছু না গাইলেও তাঁর অবস্থানের পরিবর্তন হয়না। আবদুল জব্বার এই একটি গান দিয়ে সারাজীবন বেঁচে থাকবেন। এবার আপনাদের জন্য থাকছে তাঁর অসাধারন সেই গানটি -- ওরে নীল দরিয়া।

কথা:
ওরে নীল দরিয়া
আমায় দে রে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,
কান্দে রইয়া রইয়া।
ওরে নীল দরিয়া।

কাছের মানুষ দূরে থুইয়া,
মরি আমি ধড়ফড়াইয়া রে।
দারুন জ্বালা দিবানিশি
অন্তরে, অন্তরে।
আমার এত সাধের মন বধুয়া হায়রে,
কি জানি কি করে।

ওরে, সাম্পানের নাইয়া,
আমায় দে রে দে ভিড়াইয়া,
বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে,
কান্দে রইয়া রইয়া।

হইয়া আমি দেশান্তরী,
দেশবিদেশে ভিড়াই তরী, রে,
নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে
আমার মনের নঙর পইড়া থাকে,
সারেঙ বাড়ীর ঘাটে।

এই না পথ ধইরা,
আমি কতো যে গেছি চইলা,
একলা ঘরে মন বধুয়া হায়রে,
আছে পথ চাইয়া।

_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৯. হীরামতি, হীরামতি, ও, হীরামতি (ছবির নাম: সারেঙ বৌ)
সারেঙ বৌ ছবির আরেকটি গান এবার আসছে, "হীরামতি হীরামতি"। একদম অন্য ধরনের ঢঙয়ের একটা গান, গানের মাঝে মাঝে তাল বদল করে ঘটনার চিত্রায়ণ হয়েছে। গানটার সারল্যই এর সবচেয়ে বড় সৌন্দর্য্য।

কথা:
হীরামতি হীরামতি ও হীরামতি
আমি যামু সুধারাম কন্যামতি

তোমার লাইগা আনমু কী?
পুঁতির মালা পরবে কি?

(কি বেহায়া গো!)

পুঁতির মালা কালা সুতায় লাল,
পুঁতির মালা ধলা সুতায় নীল।
পুঁতির মালা গুলবদনি ঝিলিক!!

(মুখের শরম, চোখের লাজ -- কিচ্ছু নাই!)

বড় গাঙে নাও ভাসিয়ে
ঘীন জলে ডুবাল দিয়ে
আমি যামু সুধারাম কন্যামতি

(আগামী সপ্তায় পরের পর্ব ? চোখ টিপি)


মন্তব্য

হেলাল এর ছবি

ছুন্দর।
ভাল্লাগলো।

জ্বিনের বাদশা এর ছবি

আসলেই ছুন্দর? চোখ টিপি

ভালো লাগানোর জন্য ধন্যবাদ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দৃশা এর ছবি

যাও মোরে কান্দাইয়া-

Get this widget | Track details | eSnips Social DNA

এইটা লইয়া খুশি থাকেন আপাতত।
চলুক
-------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

আপনারে একটা বিশেষ বিশেষ ধন্যবাদ .... চলুক

এই জিনিস খুঁজতে গিয়া গত সপ্তায় পোস্টটা দিটে পারিনাই মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অছ্যুৎ বলাই এর ছবি

সব সখীরে গানটা সেই ছোটবেলা থেকেই শুনছি; কিন্তু আনার পরিবর্তে সোনা নেয়ার কারণ পুরা বুঝে উঠতে পারি নাই। এখন যেমন ছেলেরা বিয়ে করার সময় মেয়েদেরকে 'সোনা'র গয়না দেয়, তখন কি মেয়ের কাছ থেকে সোনা পাওয়াটা সেরকম ভাবভালোবাসার কোনো নিদর্শন ছিলো? কানের সোনারই বা মাহাত্ম কি?

আবার ভালো করে লক্ষ্য করে দেখলাম, কবরীর কানে যে ছোট দুলটাইপ কিছু একটা আছে, তার রঙ কালো। অতএব, সোনার হওয়ার প্রশ্নই আসে না। শাবনুর যেটা পরেছে, তা হয়তো ইমিটেশনের। তবে সবচেয়ে বোকা হলো চঞ্চল। চাঁদনীর চেয়ে তার সখীর কানের দুলের সাইজ মাশাল্লাহ অনেক বড়। নিবি তো নিবি বেটা ওইটা নে। তা না!

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জ্বিনের বাদশা এর ছবি

আপনারে দিয়াই হবে! চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হযবরল এর ছবি

এক জোড়া কানের দুলের একটা না থাকার মানেই হচ্ছে সে কোন ছেলেকে দিয়েছে। এটা একধরণের অর্থ আছে, সেটা হচ্ছে মেয়েটা তার ভূষণ ছেলেটিকে দিয়ে নিজের করে নিয়েছে, কিম্বা ছেলেটিকে নিজের অলংকার করে নিয়েছে।

জ্বিনের বাদশা এর ছবি

সুপার! সুপার!! @ হযুদা
আপনারে দেখিনা কেন?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অছ্যুৎ বলাই এর ছবি

শুনতে সবচেয়ে বেশি রোমান্টিক লাগা ৩টা গান:

১) তুমি যে আমার ...

২। এই রাত তোমার আমার ...

৩। ফুলের কানে ভ্রমর এসে ...
(অরিজিনালটা পেলাম না, শারমিন খারাপ গায় নাই)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জ্বিনের বাদশা এর ছবি

বেশীর ভাগ বাঙালীই মনে হয় "এই রাত তোমার আমার"কেই সবার সেরা বলবে ... অমর গান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সুবিনয় মুস্তফী এর ছবি

জব্বার পোস্ট হইসে। পুরানা কলকাতার গানগুলা এখনো বুকে গিয়া বিন্ধে! আপাতত এই তিনটাই, নাইলে বাকি দিন এইখানে কাটবো!

নিশি রাত বাঁকা চাঁদ

আমার স্বপ্নে দেখা রাজকন্যা

এই পথ যদি না শেষ হয়

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

জ্বিনের বাদশা এর ছবি

উলস!
জমজমাট গান দিলেন ... বিশেষ কইরা আমার স্বপ্নে দেখা রাজকন্যা

একটা ভারতীয় বাংলা গানেরও ছায়াছন্দ আয়োজন করা যায় হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুশফিকা মুমু এর ছবি

দারুন পোস্ট ভাইয়া!!! =D
সাদাকালো গানগুলো এত্ত ভাল লাগে, অসাধারন এক একটা!!! কয়েকটা কখনো শুনিনি। বাকি গুলো খুবি প্রিয়! হাসি তারাতারি নেক্সটা লিখেন!
-----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জ্বিনের বাদশা এর ছবি

আপনার কমেন্টটা বিশেষ গুরুত্ব রাখে, কারণ এই গানগুলো যোগ করার সময় আমার সবচেয়ে বড় চিন্তাই ছিলো এখনকার প্রজন্মের সচলেরা কি ভাবে নেবে এই গানগুলোকে ... এখানকার বেশীরভাগ গানগুলোর মধ্যে সেই টিপিকাল হারানো দিনের গানের রেটোরিক প্রলেপ নেই বলেই চিন্তিত ছিলাম

কিছুটা সাহস পাওয়া গেছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

guest_writer এর ছবি

৬. সে যে কেনো এলোনা (ছবির নাম: মতিমহল(?))ছবির নাম: রংবাজ
২. সামাল সামাল সামাল সাথী (ছবির নাম: ?) গাঁয়ের ছেলে

জ্বিনের বাদশা এর ছবি

আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলুক

বাকীগুলোরও ট্রেস পেলে জানায়েন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হিমু এর ছবি

এক্টা গান আছে, ছবির নাম খ্যাল নাই, আলমগীর আর কবরী ছিলো, "তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো ...।" খুজতেসি।


হাঁটুপানির জলদস্যু

জ্বিনের বাদশা এর ছবি

দৃশা আপা কই?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ছবির নাম সম্ভবতঃ "লাভ ইন সিমলা"।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ছবির নাম সম্ভবতঃ "লাভ ইন সিমলা", গায়ক হাবিব গায়েনের বাবা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নিঘাত তিথি এর ছবি

দারুন আয়োজন।
"হীরামতি হীরামতি" গানটাও "সারেং বৌ" সিনেমার গান।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ ... যাক আরেকটা ছবির নাম পাওয়া গেল হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রায়হান আবীর এর ছবি

আমার খানিক্ষণক আগে করা কমেন্টা হারিয়ে গেলো। জ্বিন ভাই, আপনার ব্লগে জ্বিনের আছড় পড়ছে। সব্বর্বাদ। মন খারাপ

পোস্টের জন্য বিরাট ধন্যবাদ। আপনারটা সহ, কমেন্টেরগুলা সব ডাউনলোডায়ে ফেলছি।

=============================

জ্বিনের বাদশা এর ছবি

জ্বিন তাড়ায়ে দিলাম চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- খুরশীদ আলমের তুমি বলে ডাকলে গানটা (খুব সম্ভবতঃ) স্বামীর সোহাগ সিনেমার গান। সিনেমার কাহিনীটা মনে আছে। বুলবুল আহমেদ হারিয়ে যায় (কথিত মৃত্যুর কারণে), এবং একসময় ফিরে আসে। এইটুকুই মনে আছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জ্বিনের বাদশা এর ছবি

থ্যাংক্যু, থ্যাংক্যু

বুলবুল আহমেদের একটা সিনেমা দেখে খুব মজা পাইছিলাম, সেটাতে বুলবুল ছিলো একটা ক্লাস ওয়ান ফ্রড ... ভিন্নধর্মী একটা ছবি ... নামটা কিছুতেই মনে করতে পারতেছিনা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জি.এম.তানিম এর ছবি

সেই ছবিটার একটা গান দেখেছিলাম মনে হয় অনেক অনেক আগে। ছবির নাম সম্ভবত "মহানায়ক"।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

রাইট। ছবিটাতে অন্ততঃ তিনটা দারুন গান আছেঃ
১। হাজার মনের কাছে (সুবীর নন্দী)
২। আমার এই দুটি চোখ (সুবীর নন্দী)
৩। তুমি চাও ফিয়া নদী হয়ে (হৈমন্তী শুক্লা-সুবীর নন্দী)



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

ও চোখে চোখ পড়েছে যখনি
আমি হলেম প্রেমের রাণী
অন ন্ত প্রেম ছবির এ গানটি ও একসময় ছায়াছন্দে খুব দেখানো হতো।
খুরশীদ আলম/ সাবিনার অনেক বিখ্যাত গানের মধ্যে এটাও অন্যতম যতটুকু জানি।
গানের লিরিকটা কেউ কি এখানে দিতে পারেন?
ধন্যবাদ পোস্টের জন্য।

জ্বিনের বাদশা এর ছবি

সর্বনাশ!হাসি
এটা তো ১৮ টার লিস্টিতে আছে!!
আগামী পর্বেই আসছে।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত পোস্ট, দারুণ আইডিয়া!! চলুক!! উপস্থাপনা সহ হলে আরো ভাল হত। চোখ টিপি

জ্বিনের বাদশা এর ছবি

প্রথমে ভেবেছিলাম উপস্থাপনা দিবো, কিন্তু গানগুলোর শিল্পী, সুরকার, গীতিকার তো দূরের কথা, কোন ছবির গান তাও জানিনা মন খারাপ
যাই হোক এখন কিছুটা জ্ঞান বাড়াতে উপস্থাপনা যোগ করা হলো।

উপস্থাপনায় শব্দযোগ করতে গিয়ে জাফরউল্লাহ শরাফতকে চিরতরে ক্ষমা করে দিলাম। বুঝলাম ব্যাটা কেন একই শব্দ বারবার বলে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ইশতিয়াক রউফ এর ছবি

এইবার জমেছে ভাল! চোখ টিপি

রাগিব এর ছবি

ছায়াছন্দের নিয়মিত সঙ্গীত হিসাবে যেটা দেখাতো বারে বারে, সেটা হলো,

"কতো যে তোমাকে বেশেছি ভালো, সেকথা তুমি যদি জানতে"
"এই হৃদয় চিরে যদি দেখানো যেতো,
আমি যে তোমার ...

গানটার অভিনয়ে ছিলেন জাফর ইকবাল। নায়িকা সম্ভবত ববিতা। দুজনের বাস্তবে প্রেমের গুজব থাকাতে গানটা ছিলো বেশ হিট।

চট্টগ্রামে মাঝে মাঝে দিনের বেলায় চোরা ট্রান্সমিশন দেখাতো চট্টগ্রাম স্টেশন থেকে (আসলে মেশিন টেস্ট), সেইটাতে অবধারিত ভাবে এটা দেখাতো।

---

আরেকটা হলো, ফারুক আর সম্ভবত মাহমুদ কলি,

"বন্ধু বন্ধু হলাম,
আজকে কথা দিলাম"

গানটা এতো মজার ছিলো, বিশেষত দুইজনে মটরসাইকেলে করে গাওয়াটা।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

জ্বিনের বাদশা এর ছবি

"কতো যে তোমাকে বেশেছি ভালো, সেকথা তুমি যদি জানতে" -- এটা হিমু খুঁজছেন দেখলাম।
আমি অবশ্য মনেই করতে পারছিনা, কোন গানটা?মন খারাপ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রাগিব এর ছবি

ইস্নিপ্সে পেলাম। ভিডিও হয়তো কোথাও আছে, কিন্তু কল্পনা করে নিতে পারেন, জাফর ইকবাল করুণ মুখ করে গাচ্ছেন

Get this widget | Track details | eSnips Social DNA

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

জ্বিনের বাদশা এর ছবি

গ্রেট!!
ধন্যবাদ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুশফিকা মুমু এর ছবি

অসম্ভব প্রিয় এই গান টা, কথা গুলি যে কি সুন্দর, অনেক ধন্যবাদ লিংকটার জন্য
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এতো দেখছি ব্যাপক আয়োজন!

জ্বিনের বাদশা এর ছবি

চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

৪ নং গান "তুমি আরেকবার আসিয়া"-এর গায়ক রথীন্দ্রনাথ রায়, ছবিঃ নাগরদোলা, এই অংশে অভিনেতা অনোয়ার হোসেন, মূল ছবির নায়ক-নায়িকা ফারুক-অঞ্জনা।

আরো যোগ করতে পারেনঃ

১। তুমি যেখানে আমি সেখানে (শীষনাগ, এণ্ড্রু কিশোর)
২। চাঁদের সাথে আমি দেবনা তোমার তুলনা (......, রুনা লায়লা-এণ্ড্রু কিশোর)
৩। এই মধু চাঁদ আর এই জোছনা (দি ফাদার, রুনা লায়লা-সুবীর নন্দী)
৪। আমি তোমারি প্রেম ভিখারী (চন্দন দ্বীপের রাজকন্যা, এণ্ড্রু কিশোর)

আপাততঃ ক্ষ্যান্ত দেই। কাজ-কাম রেখে বাংলা সিনেমার গানের গবেষণা করলে পিঠের চামড়া থাকবেনা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জ্বিনের বাদশা এর ছবি

রথীন্দ্রনাথ রায় গাইছে!!!
আমি আরো সবসময় ভাবতাম ঐটা খুরশীদ আলমের গান... অবশ্য পোস্টটা লিখতে গিয়াই ছায়াছবির আর গানের ব্যাপারে নিজের জ্ঞানের বহর টের পেয়ে গেছিলাম চোখ টিপি

আপনার যোগ করা গানগুলোও তো নস্টালজিক করে দিলো!
বিশেষ করে প্রথম দুটা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

৫। দিনের কথা দিনে ভালো রাইতের কথা রাইতে, তার চেয়ে ভালো লাগে থাকতে তোমার সাথে (উজান ভাটি, আবিদা সুলতানা)
৬। এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা (উজান ভাটি, আবিদা সুলতানা-রফিকুল আলম)
৭। তুমি আমার মনের মাঝি, আমার পরান পাখি (পরান পাখি, সাবিনা ইয়াসমিন-এণ্ড্রু কিশোর)
৮। কেউ কোন দিন আমারে তো কথা দিলনা (সুন্দরী, দুইটা ভার্সান- সাবিনা ইয়াসমিন আর সৈয়দ আবদুল হাদী)
৯। ডাকে পাখি খোল আঁখি দেখ সোনালী আকাশ (........., হৈমন্তী শুক্লা)
১০। আমি তো বন্ধু মাতাল নই (বেঈমান, আব্দুল জাব্বার)
১১। এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি (রঙবাজ, আব্দুল জাব্বার)



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মুশফিকা মুমু এর ছবি

৭ নামবার গানটা "তুমি আমার মনের মানুষ" না? আর আমি কয়েকটা এড করলাম,
১। মনের রং এ রাঙ্গাবো, বনেরো ঘুম ভাঙ্গাবো, সাগর, পাহাড় সবাই যে কইবে কথা
২। এই পৃথিবীর পরে, কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন, কখনো কারো মনেপড়ে
৩। দুঃখ আমার, আমার বাসর রাতের কলঙ্ক
৪। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো
--------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১। মনেরই রঙে রাঙ্গাবো, মনেরই ঘুম ভাঙ্গাবো, সাগর, পাহাড় সবাই যে কইবে কথা (মাসুদ রানা, সেলিনা পারভীন)
২। এই পৃথিবীর পরে, কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনোদিন, কখনো কারো মনে পড়ে (আলোর মিছিল, সাবিনা ইয়াসমীন)
৩। দুঃখ আমার, আমার বাসর রাতের কলঙ্ক (অলঙ্কার, সাবিনা ইয়াসমীন)
৪। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো (মনের মত বউ, সাবিনা ইয়াসমীন)



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাগিব এর ছবি

মিস লংকা বাদ পড়ে গেলো কেনো!!

আমার কেজি ক্লাসে পড়ার সময়কার বিশাল হিট গান।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাণ্ডবদার দেখি ব্যাপক জ্ঞান এই বিষয়ে...
হাতে সময় নাই... চট করে আপাতত একটা নাম মিস করতেছি সেটার কথা বলে ভাগি
'বিমূর্ত এই রাত্রি আমার'
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আলমগীর কবীরের ছবিগুলোতে সাধারণতঃ পশ্চিম বঙ্গের শিল্পীদের দিয়ে গান গাইয়েছেন। গানগুলোও অসাধারণ। যেমনঃ

১। বিমূর্ত এই রাত্রি আমার (সীমানা পেরিয়ে, আবিদা সুলতানা)
২। মেঘ থম থম করে (সীমানা পেরিয়ে, ভূপেন হাজারিকা)
৩। চেনা চেনা লাগে তবু অচেনা (সূর্য্যকন্যা, শ্যামল মিত্র)
৪। আমি যে আঁধারে বন্দিনী (সূর্য্যকন্যা, সন্ধ্যা)
৫। ফেলে আসা দিন গুলি মোর (রূপালী সৈকতে, মান্না দে)

শ্যামল মিত্র আর সাবিনা ইয়াসমীনের গাওয়া "পথের সঙ্গী নামো গো পথে আজ"-এর ছবির নাম মনে পড়ছেনা।

পুনশ্চঃ দেলগীর ভাই, জ্ঞানের আর দেখছেন কী, ফের দেখা হইলে জ্ঞানের বোঝা নামিয়ে দেবখন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

রাগিব এর ছবি

ও হ্যাঁ, নজরুল ভাইয়ের কথায় মনে হলো, একই সিনেমার ("সীমানা পেরিয়ে", বুলবুল আহমেদ ও জয়শ্রী কবীর, ১৯৭৮) অন্য গানগুলাও সুন্দর ছিলো। যেমন ঐ গানটা, "পুরানো সব নিয়ম ভাঙে ..."

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

মুশফিকা মুমু এর ছবি

আরো একটা মনে পড়ল,
৫। আয়নাতে ঐ মুখ দেখবে যখন
ইন্ডিয়ান বাংলা ২টা মনে পড়ছে,
৬। কে যেন গো ডেকেছে আমায়
৭। কি মিস্টি দেখ মিসটি এ সকাল
---------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

guest_writer এর ছবি

৭। তুমি আমার মনের মাঝি, আমার পরান পাখি (ঝিনুকমালা, সাবিনা ইয়াসমিন-এণ্ড্রু কিশোর)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনিই সঠিক। ছবির নাম ঝিনুকমালা, পরান পাখি নয়। একই ছবির আরেকটি গান সাবিনা ইয়াসমিন-এণ্ড্রু কিশোর-এরই গাওয়া "তুমি ডুব দিওনা জলে কন্যা"।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জ্বিনের বাদশা এর ছবি

পান্ডবদাকে স্পেশাল স্পেশাল একটা ধন্যবাদ

আপনিতো রীতোমতো জমজমাট আসর বানিয়ে ফেলেছেন! ছায়াছন্দ বা পুরোনো বাংলা ছবির গান নিয়ে আপনার কাছ থেকে একটা বিশ্লেষণধর্মী লেখা এখন জনগনের পাওনা হয়ে গেল হাসি

আবারও কৃতজ্ঞতা জানাই
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

দোহাই দাদা, কোন "বিশ্লেষণধর্মী লেখা"র কথা বলবেন না, ওসব পারবো না। সম্ভব হলে আপনার পোস্টটার একটা সামারী তৈরী করুন, সাথে লিঙ্কগুলো জুড়ে দিন। এতে হয়তো একটা ই-বুক হয় (আমি ঠিক জানি না)। তাতে কারো খুব আনন্দ হলে বা মনটা খারাপ হলে আপনার পোস্টটাতে ঢুঁ মেরে পছন্দের গানটা দেখে/শুনে নিতে পারবেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জ্বিনের বাদশা এর ছবি

আরো কয়েকটা গান :

১। যারে যাবি যদি যা/ পিঞ্জর খুলে দিয়েছি/যা কিছু বলার ছিলো বলে দিয়েছি
২। যদি সুন্দর একখান মুখ পাইতাম/যদি সুন্দর একখান মন পাইতাম/সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম
৩। দাদাভাই, ও দাদাভাই/ মূর্তি বানাও/ হাত বানাও, পা বানাও/ মন বানাতে পারো কি!/একটা ছোট, বোন বানাতে পারো কি? (এইটা মনে হয় ঠিক রোমান্টিক গান না, তবে গানে সুলতানার অভিনয়টা কেমন যেন প্রেমে পড়া প্রেমে পড়া টাইপের ছিলো হো হো হো
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১। যারে যাবি যদি যা/ পিঞ্জর খুলে দিয়েছি/যা কিছু কথা ছিলো বলে দিয়েছি (আবির্ভাব, খুরশীদ আলম)
২। যদি সুন্দর একখান মুখ পাইতাম/যদি নতুন একখান মন পাইতাম/বখশীর হাট-র পানের খিলি তারে বানাই খাবাইতাম (......, শেফালী ঘোষ)
৩। দাদাভাই, ও দাদাভাই/ মূর্তি বানাও/ হাত বানাও, পা বানাও/ মন বানাতে পারো কি!/একটা ছোট, বোন বানাতে পারো কি? (রক্তের অক্ষর, লতা মুঙ্গেশকর)



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জ্বিনের বাদশা এর ছবি

আপনি তো আসলেই জীবন্ত এনসাইক্লোপিডিয়া!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রানা মেহের এর ছবি

এটা একটা কঠিন লেখা চলুক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ ... আচনিও কিছু যোগ করুন হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রাগিব এর ছবি

"রহমত ভাই, আমি নাম দস্তখত করা শিখাতে চাই"
(ছুটির ঘন্টা??)

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

ss এর ছবি

অশিক্ষিত ছবির গান

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"রহমত ভাই, আমি নাম দস্তখত করা শিখাতে চাই" ছবি- অশিক্ষিত, কন্ঠ-সাবিনা ইয়াসমীন-খন্দকার নূরুল আলম



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

শাওন এর ছবি

আগে সকালবেলা বিটিভি আর্কাইভের অনুষ্ঠানে একটা গান দেখাত -
"ফুল যদি দিতে না চাও দিওনা গো বন্ধু,,, একটু কাটাই না হয় দাও।
সুখ যদি দিতে না চাও দিওনা গো বন্ধু,,, একটু দুঃখ না হয় দাও।"

গানটার শিল্পীর নাম মনে নেই। একজন মহিলা গেয়েছিলেন।
গুগল করে পাইনি। আপনি কি একটু দেখবেন?

অতিথি লেখক এর ছবি

প্রিয় কিছু গান মনে পড়ল-
১। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে (স্বরলিপি)
২। শুধু গান গেয়ে পরিচয় (অবুঝ মন)
৩। অশ্রু দিয়ে লেখা এ গান (অশ্রু দিয়ে লেখা)
৪। আচার খাইলে বিচার হবে (ছুটির ঘণ্টা)

দেবদ্যুতি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।