আসাদের শার্ট : শামসুর রাহমান

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: রবি, ২০/০১/২০০৮ - ১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এটা হতেই পারে যে সচলায়তনের সকল সচল শামসুর রাহমানের নিজ বাসভূমে গ্রন্থভুক্ত আসাদের শার্ট কবিতাটি কখনো পড়ে ওঠেন নি। তাছাড়া যাঁরা এক বা একাধিকবার পড়েছেন ও শুনেছেন, তাঁরাও সচলায়তনের আজকের ব্যানার দেখে কবিতাটির পুরোটা আরেকবার পড়ে দেখতে চাইতে পারেন। হয়ত চাইছেন পড়তে কিন্তু পড়তে পারছেন না, হাতের কাছে নেই বলে। এই সবার কথা ভেবে কবিতাটি এখানে পোস্ট করা হলো।

আসাদের শার্ট

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।

ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এ্যভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায়।

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

খুব ভালো করেছেন। ধন্যবাদ, মুজিব মেহদী।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নজমুল আলবাব এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

ধন্যবাদ ।
স্কুলে এই কবিতা আবৃত্তি করে পুরস্কার পেয়েছিলাম হাসি । হয়তো তাই প্রায় বিশবছর পর ও লাইনগুলো ভুলিনি

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।

----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হৃদকমল  এর ছবি

শহীদ আসাদ স্মরণে শামসুর রাহমান এর আরেকটি যুগান্তকারী কবিতা।

এ লাশ আমরা রাখবো কোথায় ?

এ লাশ আমরা রাখবো কোথায় ?
তেমন যোগ্য সমাধি কই ?
মৃত্তিকা বলো, পর্বত বলো
অথবা সুনীল-সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !
তাইতো রাখি না এ লাশ আজ
মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।

নিঘাত তিথি এর ছবি

অসাধারণ একটা কবিতা। মুজিব মেহেদীকে অনেক ধন্যবাদ আজ এটা আবার পোস্ট করার জন্য।

এবং অনেক স্মৃতি বিজড়িত। আমার মা বড় আবেগ নিয়ে এই কবিতাটি আবৃত্তি করতেন। আমাদের বোনদের শিখিয়েছিলেন, সেই যখন আমরা অনেক ছোট তখন। প্রতিটা লাইন এখনও মুখস্ত, বা বলা ভালো আত্মস্থ। এই কবিতাটিই আবৃত্তি করে কতবার যে আমি আর আমার বোন দুইজন দুই শাখায় প্রতিযোগীতা করে প্রথম হয়েছি!

শহীদ আসাদের জন্য শ্রদ্ধা।
কবি শামসুর রাহমানের জন্য শদ্ধা।
শ্রদ্ধা আমার মায়ের জন্য।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সুমন চৌধুরী এর ছবি

ধন্যবাদ



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আড্ডাবাজ এর ছবি

ধন্যবাদ শেয়ার করার জন্য। কবিতাটা দেখে একটা কথা মনে পড়ল, আমার বাড়ী আসাদ গেটের কাছে। প্রতিদিন আসাদ গেটের বিশাল স্ত ম্ভটা পেড়িয়ে বাড়ীর দিকে প্রবেশ করলেও আশেপাশে আসাদের স্মৃতি কথা বা ছবি কোথাও নেই। রাস্তার পাশে কোথাও আসাদের ত্যাগের কথা লিখে রাখলে খুব ভাল হতো। আসাদের শার্ট কবিতাটা লিখে আসাদের আত্মত্যাগের চেতনাকে আমাদের প্রতিদিনের উচ্চারণে বাঁচিয়ে রাখার খুব দরকার।

অন্ধকারের উতস হতে উতসারিত আলো

শেখ জলিল এর ছবি

কতোবার যে কবিতাটি পড়েছি, আবৃত্তি করেছি! তবুও বারবার পড়তে ইচ্ছে করে।
ধন্যবাদ কবি মুজিব মেহদী।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসিব এর ছবি

ধন্যবাদ । আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।

আবারও পড়লাম। অন্তহীন মুগ্ধতা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রাতঃস্মরণীয় এর ছবি

আসাদের নামে আমার নামকরণ- এ আমার জীবনের বড়ো এক প্রাপ্তি, আমৃত্যু এক প্রাপ্তি। আমি জন্ম নিয়েছিলাম এই দিনটির থেকে দেড় বছর পর কিন্তু আজকের দিনটিকেই আমার প্রকৃত জন্মদিন মনে হয়।

আপনাকে ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

১৯৬৯ সালের ২০ জানুয়ারি, পুলিশের গুলিতে আসাদের মৃত্যু হয়েছিল। চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।