সুখপরিবারের জন্য শুভকামনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: মঙ্গল, ১২/০১/২০১০ - ৯:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুস্তাফিজ ভাইকে নিয়ে অনেককিছু লিখে ফেলার পরে দেখলাম তাঁকে নিয়ে লিখে শেষ করা কঠিন হয়ে যাচ্ছে। পুরোটা মুছে দিয়ে সংক্ষেপে বলি। মুস্তাফিজ ভাই একজন মানুষ।
এই জীবনে তিনি কী করছেন আর কী করেন নাই, সেইটার হিসাব নিতে মুনকার নকীরের সাহায্য নিতে হইবো। এককালের ছাত্রনেতা, এরশাদ বিরোধী আন্দোলনের যোদ্ধা, বাংলাদেশের প্রথম আমলের এডোবি সার্টিফায়েড গ্রাফিক্স ডিজাইনার। এখন ঢাকায় করে চড়ে খাওয়া আমার বন্ধু গ্রাফিক্সিয়ান বেশিরভাগেরই শিক্ষাগুরু [হায়, আমিই কেবল শিষ্য হইতে পারলাম না], সাবেক ফ্যাশন ডিজাইনার, ফটোমাস্তান... ইত্যাদি নানান পরিচিতির মালিক।

আমি সবসময় দাবী করি আমার বয়স ২৫এ স্টিকি। মুস্তাফিজ ভাই দাবী না করলেও তারুণ্যে স্টিকি হয়ে আছেন বহুবছর। যে কোনো লাফাঙ্গা কাজে সবার আগে যে মানুষটা দাঁড়িয়ে যান, তিনি মুস্তাফিজ ভাই। আমাদের মধ্যে সবচেয়ে তরুণ তিনি।

একটা বাক্য শুধু মুস্তাফিজ ভাইয়ের চোখ থেকে রেস্ট্রিক্ট করতে পারলে লেখতাম যে, রিতা ভাবীরে প্রথম দেইখা তো মনে হইছিলো প্রেমে পইড়া যাই। কিন্তু সেই টেকনোলোজি জানি না, তাই লিখলাম না। ভাবীরে নাহয় আলাদা করে বলে আসবো কোনো একদিন।
তবে নূপুরেরটা বলি, সে যখন প্রথম রিতা ভাবীরে দেখলো, তার মুখেও শুনি একই কথা। আমি বলি কস কী মমিন!

রিতা ভাবী সম্ভবত মুস্তাফিজ ভাইয়ের চেয়ে ভালো মানুষ, ভাবীর বেশি পরিচয় আর গুণবর্ণন করা যাবে না, শুধু বলতে চাইছিলাম সুস্বাদু রান্নার কথা। কিন্তু তা নিয়া লেখারও বিপদ আছে, পোলাপানে খানা দিতে হানা করবে। তাই এইটাও বাদ রাখলাম।

আর মাতিস। অসম্ভব ক্রিয়েটিভ আর সুইট এই ছেলে আমার সিনেমার নায়ক হবে ভবিষ্যতে। কয়া দিলাম।

মুস্তাফিজ ভাই জীবনে অনেক কিছু করছেন, ফিরিস্তি অনেকই দিছি। কিন্তু সেরা কাজটা সম্ভবত করছিলেন ১০ বছর আগে। তিনি যে এখনো বিরাট এক বেসংসারি, যখন খুশি যা খুশি করতে পারছেন, তার পেছনের মূল ব্যক্তিটা সম্ভবত রিতা ভাবী।

যাহোক, আজকে মুস্তাফিজ ভাই আর রিতা ভাবীর একছাদের নিচে কাটানোর ১১ তম বছর শুরু হলো।
শুভ বিবাহ বার্ষিকী। অনেক অনেক শুভকামনা।

Mirik lake hill view_2

মুস্তাফিজ ভাই তো ছবি তুলতেই ব্যস্ত, তাই উনাকে বাদ দিয়েই... ভাবী আর মাতিস।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তানভীর এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী।

বর্ষা এর ছবি

শুভেচ্ছা, তবে ৩ জনেই ছবি দেখতে পারলে ভালু হইতো

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

স্বপ্নদ্রোহ [অতিথি] এর ছবি

মুস্তাফিজ ভাইরে ভালা পাই হাসি

শুভবিবাহবার্ষিকী

তিথীডোর এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মুস্তাফিজ এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী। মুস্তাফিজ ভাই খাওয়াবেন না?

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই দাবী জনতার
মানতে হবে, মেনে নাও
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

এই টেকনিক আপনেরই শিখানো। পোলাপান চালাক হয়া গেছে, ঠিক ঠিক চিনি ফেলে এখন।

সাইফুল আকবর খান এর ছবি

গুরু গুরু

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অনিকেত এর ছবি

মুস্তাফিজ ভাই, রীতা ভাবী আর মাতিস এই অসাধারণ ত্রয়ীকে অফুরান শুভেচ্ছা। বছরের পর বছর ঘুরে এই দিনটা ফিরে আসুক আপনাদের, আমাদের সবার মাঝে (তার মানে হল, দেশে আসলে আমাকে পেট পুরে খাওয়াতে হবে) এই কামনা করি----

আর নজু ভাই, লেখা পুরা 'মুস্তাফিজ' হইসে---!

টীকাঃ মুস্তাফিজ ভাইয়ের একের পর এক অসামান্য কাজ দেখে আমি বিমোহিত। এখন থেকে ঠিক করেছি, ফাটাফাটি কিছু দেখলেই সেটাকে 'মুস্তাফিজ' বলব।

মুস্তাফিজ এর ছবি

অনিকেত কে ব্লক লিস্টে ফেলতে হবে। এখনই

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

ইয়ে মানে অনিকেত ভাই!! "মুস্তাফিজ" কে বিশেষণ হিসাবে ব্যবহার না করাই ভালো। অনেক্ষন অনেক রকম কইরা বইলা দেখলাম। শুনতে কেমন জানি মফিজ মফিজ লাগে!! ( কানে ধরার ইমো!!)

আমিই তানভী |

তিথীডোর এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ধুসর গোধূলি এর ছবি

- অনেক অনেক শুভেচ্ছা মুস্তাফিজ ও ভাবীকে। আজীবন কাটিয়ে দিন একই সঙ্গে, পারলে পরের জনমও, সম্ভব হলে তার পরের গুলোও।

অন টপিকঃ ভাবীর কোনো বোনটোন নাই? মানে মুস্তাফিজ ভাইয়ের শালী আরকি! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শান্ত [অতিথি] এর ছবি

লেখাটা মুস্তাফিজ হয়েছে।

মুস্তাফিজ ভাই আর রীতা ভাবীকে শুভেচ্ছা।

আলমগীর এর ছবি

পরিণয় দিবসে শুভেচ্ছা।

সাইফুল আকবর খান এর ছবি

অভিনন্দন আর অভিবাদন মুস্তাফিজ ভাইকে, আর রীতা ভাবীকেও।

মাতিস-এর কথা তো আমি চিন্তা করতেছিলাম, সিনেমার জন্য। সেইদিন ওই বাসার ছাদের উপ্রে মাতিস-এর সাথেই আমি সবচে' বেশি খাতির করার চেষ্টা চালাইছি। এখন দেখি এইখানেও নজু ভাই একটু সিনিয়র হওনের সুবিধা নিয়া আগেই বুক ক'রে রাখছেন! খাইছে

আর, রীতা ভাবীর কথা আর কী বলবো, প্রেম-ট্রেম বলতেছি না কিছু, এইখানে যেহেতু প্রসঙ্গটা উঠলোই, আমিও একটু বিনা-খরচে স্বীকার ক'রে যাই এই স্পন্সরড ট্রুথ কমিশনেই, যে- কিছু মানুষকে সামনাসামনি দেখলে অনেক ভালো লাগে, জীবনের সবকিছু থেকে ভালোটা বের ক'রে এনে ভালোভাবে বাঁচতে ইচ্ছা করে- এমন মানুষ খুব কম হৈলেও মোটামুটি একটা সংখ্যায় আমি সামনে পাইছি জীবনে। সত্যি বলতেছি, আমার যদিও ওই সুন্দর সুখ-পরিবারের সাথে ওইরকম ওঠাবসা নাই, তবু রীতা ভাবীকে এবং বিশেষ ক'রে একসাথে মুস্তাফিজভাই-রীতাভাবীকে দেখে আমার সেইরকমই ভালো লাগছে।

লেখার জন্য নজু ভাইরে একটা মুস্তাফিজ! (অনিকেতদা'র মন্তব্য দ্বারা প্রাণিত হয়ে আমিও মাণিক টাইপের আরেকটা জিনিস বাইর করলাম)

আর, দশ বছর আগের ওই সুন্দর ঘটনাটার জন্য মুস্তাফিজ ভাই আর রীতা ভাবীরে দশটা নজ্রুলিস্লাম! চোখ টিপি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রেনেট এর ছবি

মুস্তাফিজ ভাইকে শুধু তার ছবির জন্যই ঈর্ষা করা যায়। তবে মুস্তাফিজ ভাইকে যে কারণে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, তা হলো তার হার না মানার গুণের জন্য। যখন মুস্তাফিজ ভাই অসুস্থ ছিলেন, সবাই তাকে সাহস দিবে কি, তিনিই উলটো সবাইকে সাহস দিয়ে বেড়িয়েছেন। সেই থেকে তার ভক্ত আমি।
আর কোন একটা হতাশাগ্রস্ত পোস্টে তার লেখা মন্তব্য আমাকে চরম দুঃসময়েও আশার আলো দেখিয়েছিল (মুস্তাফিজ ভাইয়ের হয়তো মনেই নেই সে কথা!)...সেই মন্তব্যও আমার মনে দাগ কেটে গিয়েছে চিরস্থায়ীভাবে।
বিবাহবার্ষিকীতে এই চির তরুন মানুষটির জন্য অনেক, অনেক শুভ কামনা।
নজরুল ভাইরে উত্তম জাঝা!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ রেনেট, একদিন দেখা হবে নিশ্চয়

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

১১তম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা।

বন্যরানা [অতিথি] এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী।

নৈষাদ এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী মুস্তাফিজ ভাই।

দশম বিবাহ বার্ষিকীর সিম্বল নাকি টিন। (...২৫তম সিলভার, ৫০তম গোল্ড, ৭৫তম ডায়মন্ড।) সিলভার, গোল্ড এবং ডায়মন্ড...পর্যন্ত যেন শুভেচ্ছা জানাতে পারি...।

মুস্তাফিজ এর ছবি

হা হা হা, একেবারে টিনের চশ্মা পরাইয়া দিলেন?

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

মুস্তাফিজ ভাই আমারদের সবার প্রিয়, একান্ত আপন বুড়া ভাই। গতবার দেশে গিয়ে দেখা করার সৌভাগ্য হয় নাই, বদনসীব আমার। পরের বার অবশ্যই , একেবারে বউ বাচ্চাসহ ( আমার তো আবার একচোটে হাফগন্ডা পুলাপান দরজায় নক করতেছে)গিয়ে সালাম করে আসবো। বুড়াভাই, ভাবী আর ভাইস্তা -সুখে থাকেন চিরকাল হাসি

মুস্তাফিজ এর ছবি

সেসময় আমিও বাইরে যাবার জন্য তৈরী হচ্ছিলাম, হাফ গন্ডার জন্য অগ্রিম শুভকামনা যেনো ভালোমানুষ হিসাবে পরিচিতি পায়।

...........................
Every Picture Tells a Story

নুরুজ্জামান মানিক এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পুতুল [অতিথি] এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী। অনেক অনেক শুভকামনা।

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

আপনার আপনজন যারা, প্রিয়জনেরা..
আপনার পরিবার
রসুলপুরের মানুষজন
আপনার বন্ধু’রা প্রিয় সচলেরা...
আপনাকে অনেক ভালোবাসে। আপনি জানেন। কিন্তু আপনি কি এটা জানেন- এমন অনেকেই আছেন যাদের আপনি চেনেন না, নামেও না বেনামেও না। তারাও আপনাকে ভালোবাসে। একজন অন্যরকম সুন্দর মানুষকে ভালোবাসার আনন্দে ভালোবাসে।
মুস্তাফিজ ভাই, ভাবীকে শুভেচ্ছা। মাতিস'কে আদর।
সুখপরিবারের জন্য শুভকামনা.....সবসময়
নজরুল ভাই খুব সুন্দর করে লিখেছেন। লেখার শিরোণামটা খুব ভালো লেখেছে। ধন্যবাদ নজরুল ভাই।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ মুন। ভালোবাসার মানুষজনকে চেনা যায়, দূরে থাকুক আর অচেনা হউক। ামি বিশ্বাস করি ভালোবাসতে জানলে ভালোবাসা পাওয়া যায়।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী। মুস্তাফিজ ভাই খাওয়াবেন না?

অনেক সুন্দর হোক আপনাদের তিনজনের আগামী দিনগুলো।
ভালো থাকুন ভাই।

এবং নজরুল ভাইকেও শুভেচ্ছা।

শেখ আমিনুল ইসলাম

মুস্তাফিজ এর ছবি

আমাদের বাসা এমন একটা জায়গা যখন তখন চলে আসতে পারেন কোন নোটিশ ছাড়াই।

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

অভিনন্দন আর শুভকামনা রইলো। পোয়েটিক তুইতোকারি দিয়ে অ্যাডেন্ডাম দিতে চাই, দেখিস, একদিন আমরাও ...!



হাঁটুপানির জলদস্যু বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মুস্তাফিজ এর ছবি

দেখিস, একদিন আমরাও ...!

সে পর্যন্ত আমাদের হায়াত থাকলেই হয়

...........................
Every Picture Tells a Story

মাহবুব লীলেন এর ছবি

মুস্তাফিজ ভাইরে নিয়া লেখা?
একটা লেখায় তাকে ঢোকাতে গিয়ে দেখি আর সামলাতে পারি না

০২

মুস্তাফিজ ভাইয়ের আরেকটা পরিচয় জানাই
আমার বইয়ের প্রচ্ছদ করছেন তিনি এবার
(আগে করেছেন কি না জানি না)

০৩

শুভ দিন

মুস্তাফিজ এর ছবি

এইটা কী করলেন রে ভাই, আটকাইয়া দিলেন তো!!

...........................
Every Picture Tells a Story

আকতার আহমেদ এর ছবি

বিশাল অভিনন্দন!

সবজান্তা এর ছবি

মুস্তাফিজ ভাই, আমি কইলাম আপনার অফিস চিনি শয়তানী হাসি


অলমিতি বিস্তারেণ

মাশীদ এর ছবি

অনেক অভিনন্দন মুস্তাফিজ ভাই ও রিতা ভাবীকে!
তবে গত বছর ভাবী আর মাতিসকে নিয়ে মুস্তাফিজ ভাইয়ের মালেশিয়া হানা দেবার কথা ছিল...আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই বছর ওনাদের আসা নিয়ে আশাবাদী হতে চাই।

আর নজরুল ভাই, লেখাটা চ্রম ভালু পাইলাম।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ মাশীদ
ডিসেম্বরে না আসার পেছনে বেশ কয়টা কারণের মধ্যে অন্যতম ছিলো রিতা ওর অফিস থেকে ছুটি পেলেও পরে অজানা কারণে অফিস থেকেই সেটা ক্যান্সেল করা হয়েছে। মাতিস আজকেও আমাকে বলছিলো বাবা তুমি আমাকে কিন্তু মালয়েশিয়া নিবাই নিবা।

...........................
Every Picture Tells a Story

ফারুক হাসান এর ছবি

অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন!

দ্রোহী এর ছবি

এই শুভক্ষণ উপলক্ষ্যে মুস্তাফিজ ভাই ও ভাবীকে একটা করে নজ্রুলিস্লাম দিলাম। আর নজরুল ইসলামকে এই চমৎকার লেখাটির জন্য একটা মুস্তাফিজ দিলাম।

মুস্তাফিজ এর ছবি

সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা।

...........................
Every Picture Tells a Story

রেশনুভা এর ছবি

এক দশক পূর্তিতে অনেক অভিনন্দন মুস্তাফিজ ভাই আর ভাবীকে।

সুহান রিজওয়ান এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী !!!

_________________________________________

সেরিওজা

নিবিড় এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী মুস্তাফিজ ভাই হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

আনন্দী কল্যাণ এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী হাসি

তুলিরেখা এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহবার্ষিকী! সুখেশান্তিতে থাকুন।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আরশাদ রহমান এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা মুস্তাফিজ ভাই এবং ভাবীকে!!!!

স্বাধীন এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা সুখ পরিবারের জন্য। শুভ বিবাহ বার্ষিকী!

অনিন্দিতা চৌধুরী এর ছবি

মুস্তাফিজ ভাই ও ভাবীকে অভিনন্দন।
ভাল থাকুন সব সময়।

সাফি এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা মুস্তাফিজ ভাই এবং ভাবীকে.
শুভ বিবাহবার্ষিকী

শুভাশীষ দাশ এর ছবি

ভাইয়া আর ভাবীকে অনেক অনেক শুভেচ্ছা। দেশে গেলে খাওয়ায়েন। হাসি

রাহিন হায়দার এর ছবি

বিবাহবার্ষিকী শুভ হোক। অনেক অভিনন্দন মুস্তাফিজ ভাই ও রিতা ভাবীকে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

সাঈদ আহমেদ এর ছবি

মুস্তাফিজ ভাই দেখি নশ্বর জীবন ট্যাকল্ করার ভালোই সিস্টেম দাড় করিয়েছেন- "একত্রে বহুজীবন যাপন".... ছবিয়াল জীবন... নেতা জীবন... ডিজাইনার জীবন.... !!!

বিশেষ দিনের বিশেষ শুভেচ্ছা!

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

মুস্তাফিজ এর ছবি

আরেকটা আছে ফেরারী জীবন হাসি

...........................
Every Picture Tells a Story

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী।

আশরাফ মাহমুদ এর ছবি

হা হা হা, লেখা পড়ে মজা পেলাম।
শুভ বিবাহবার্ষিকী!

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

শামীম এর ছবি

কত কিছু জানার থাকে ... ...

শুভেচ্ছা মুস্তাফিজ ভাইকে (সাথে পরিবারকে) ... লেখাটা পড়ে মনে হচ্ছে "পুরুষ মানুষ দুই প্রকার .. ..." - এই প্রবাদটাকে মিথ্যা প্রমাণ করা শেখার জন্য গুরু পেয়ে গেলাম ...

নজরুল ভাইয়ের লেখাটা গরম ভাপা পিঠার মত মজা লাগলো ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মুস্তাফিজ এর ছবি

আপনার তো আরো অনেক কিছু জানার কথা কারণ ফ্রেন্ড লিস্টে আমার সবার ছোটটার (মুহিত) নাম দেখলাম।

...........................
Every Picture Tells a Story

আহমেদুর রশীদ এর ছবি

১০ বছরের বিশাল সেঞ্চুরি।
অভিনন্দন ২ জনকেই।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মৃদুল আহমেদ এর ছবি

আমি মুস্তাফিজ ভাইরে হিংসা করি! মন খারাপ
একটা লোক এতদিকেই গুরু হইলে ক্যামনে কী?
যাক গিয়া, এইদিনে হিংসা ভুইলা গিয়া শুভেচ্ছা জানাইলাম।
উনার আরেক গুণের কথা জানায়া দেই। উনি দারুণ মাথাঠাণ্ডা লোক। ট্রাক আইসা উনার গাড়িরে প্রায় পিইষা ফালাইসে, তারপরও তিনি অনুচ্চকণ্ঠে যেভাবে পুরো ব্যাপার ডিল করলেন, সেটা দেখে তেজগাঁ থানার ওসি নিজেই গেল ঘাবড়ে!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতিথি লেখক এর ছবি

মুস্তাফিজ ভাই, অনেক কারনে আপনাকে গুরু মানি। আপনি আমার অদেখা গুরু।
সুখের এই অটুট বন্ধনের এক দশক পূর্তিতে অনেক অনেক শুভ কামনা। সুখপরিবার দীর্ঘজীবী হোক।
আর নজরুল ভাই, লেখাটা চ্রম হইছে। আপনার ছবির নায়ক তো পেয়ে গেলেন, এবার ইচ্ছুক নায়িকার বাবা'দের হাত তুল'তে বলেন।
(দেরি হয়ে গেল, দুঃখিত)

-বুদ্ধু

তানিয়া এর ছবি

মুস্তাফিজ ভাই ও রিতা ভাবিকে বিবাহ বার্ষিকীর দশক পূর্তিতে অনেক অভিনন্দন আর শুভকামনা।
আর মাতিস এর জন্যে অনেক অনেক আদর।

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী মুস্তাফিজ ভাই।

দশকের পরে দশক সুখপরিবারের এমনিভাবেই কেটে যাক হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মণিকা রশিদ এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

পান্থ রহমান রেজা এর ছবি

বিলম্বিত শুভেচ্ছা!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রিয় মুস্তাফিজ ভাই,
দেরিতে হলেও অনেক শুভেচ্ছা জানাই হাসি

সাইফ তাহসিন এর ছবি

শুভ বিবাহ বার্ষিকী!
, আসলেই লেখাটা দারুন হয়েছে, তাই নজুদাকে নুরুমানিক ভাইয়ের বাম হাত চোখ টিপি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।