জন্মদিনের পোস্টঃ দুখী বালক সুখী মানুষ

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: শুক্র, ২৯/০৫/২০০৯ - ১২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসেন একটা গল্প বলি। আজ যেহেতু শুভ দিন তাই কঠিন কোন বাস্তবতার গল্পে তাইলে আজ আর না যাই। এই গল্পের নায়ক একজন দুখী বালক। গল্পের শুরু সেই এমন একটা সময়ে যখন সচলে চলছে নব্য প্রস্তর যুগ। ছাগু বিহীন এই সচলে তখন রমরমা অবস্থা। এইটা ঠিক সেই সময় যখন হিমু, ধূগো কিংবা দ্রোহী মেম্বার শালীর সন্ধানে যেকোন সিরিয়াস পোস্টও ছিনতাই করতে পারে, রেনেট কিংবা খেকশিয়াল দা যখনো অতিথি ঠিক সেই সময়, ঠিক সেই সময় এক বালক ৩৬০ নামক ব্লগ ছাড়িয়া এই সচলে ব্লগর ব্লগর করতে হাজির হইল।

তারপরের কাহিনি বড়ই দুঃখের। কারণ বালকের মনে তখন দারুণ দুঃখ। সে ইনিয়ে-বিনিয়ে নানা রকম কথা বলে নানা দুঃখের কাহিনি বলে। আইইউটি নামক বালক রাজ্যে তার ঘুড্ডি হারিয়ে যাবার দুঃখে সে ইচ্ছে ঘুড়ি নামে ব্লগ লেখা শুরু করে কিন্তু কিছুতেই কিছু হয় না। তার হারান ঘুড়ি আর ফিরে আসে না বরং তার ব্লগে হিটের সংখ্যা বাড়ে। হারান ঘুড়ির শোকে সে বালক ঝিমায় আর খালি ৩৬০ তে উকি মারে, মাঝে মাঝে সচলে লাফঝাপ দেয় কিন্তু সেই ঘুড়ির আর সন্ধান পাওয়া যায় না। শেষ পর্যন্ত টিকতে না পেরে বালক মনে মনে ঘুড়ির উদ্দ্যেশে চিঠি লিখে - খেলব না...... আড়ি ।

এরপরে নদীর জল অনেকটুকু এগিয়ে যায়। ফখরুর সরকারের দিন বদলে নতুন সরকার আসে দেশে। চারিদিকে তখন অনেক ঢামাডোল। কিন্তু দুখী বালকের তখন আর অনেক দিন দেখা নাই। আমরা কয়েকজন বসে বসে খালি ভাবি কি হইল ছেলেটার। আমাদের মাঝে কেও কেও বলে দেশান্তরি হইল নাকি ছেলেটা? কিন্তু আরেক জন বলে- না। তারে নাকি গতকালো দেখা গেছে গাজীপুর থেকে ঢাকাগামী দুলদুল বাসে। আরেকজন সন্দেহ করে ছেলেটা তার হারান ঘুড়ি ফিরে পেয়েছে। আমরা বলি- তুই বুঝলি কিভাবে? ছেলে বলে- না, পোলাটা একটা গল্প লিখছে, প্রেমের গল্প। আমরা বলি -তাতে কি প্রমাণ হয়? ছেলে বলে- না মানে, সেইখানে নায়ক কিন্তু একজন পুরাদস্তুর ইঞ্জিনিয়ার। এইবার আমরা নড়েচড়ে বসি। এইবার কে যেন একজন বলে- তা গল্পের নায়িকার নাম কি? ছেলে বলে-স্বাতী/ যুথি কিংবা বিথী এইরকম কিছু একটা। আর হুম মেয়েও কিন্তু গল্পের মাঝে ইঞ্জিনিয়ার ছিল। এইবার উত্তেজনায় আমাদের কয়েকজনের চোখ বড়বড় হয়ে যায়। আমি বলি- তা শেষ পর্যন্ত নায়ক নায়িকার মিলন হল?
ছেলে বলে- না এইখানেই আমাদের গল্পকার দুখী বালক হইলেও হইতে পারে টাইপ একটা টুইস্ট রাইখা দিছে। গল্পের এই উপসংহার শুনে আমরা ঠিক বুঝে উঠতে পারি না দুখী বালক কি তার হারান ঘুড্ডি ফিরে পেল কিনা। তাই সেইদিন অসমাপ্তই থাকে আমাদের সেই আলোচনা।

এইরকম আমারা যখন বালকের অন্তর্ধানা নিয়ে নানা মতে বিভক্ত ঠিক তখন বালকের পুনরায় আবির্ভাব ঘটে আবার সচলে। পুরান সেই ইচ্ছে ঘুড়ি নিয়ে কিন্তু এইবার নতুন রূপে। আগে যেখানে আকাশে চাঁদ উঠলেও বালক দুঃখ পেত, সেইখানে এইবার সে পরীক্ষায় শুদ্ধ বাঁশ খেয়েও কেন উদাস থাকে তা আমাদের চিন্তা কে আর ঘোলাটে করে দেয়। তার নতুন দেওয়া ব্লগ আমরা আর আঁতিপাঁতি করে খুজি। খুজি আর অবাক হই। কারণ বালক লিখে রেখেছে আধা ঘন্টার ভিতর টিএসসি থেকে সারা বাংলাদেশ ঘোরা শেষে তারা আবার টিএসসিতে হাজির হয়েছে। আমরা অবাক হই কারণ এই প্রথম দিনপঞ্জি আমি থেকে আমরা হয়ে গেছে। এইবার আমাদের ভিতর থেকে কে যেন একজন বলে দুখী বালক তার হারান ঘুড্ডি ফিরে পেয়েছে, সুখী মানুষ হয়েছে।

আমার গল্পের এই পর্বের এইখানেই আপাতত সমাপ্তি। দুখী বালক কিভাবে সুখী মানুষে রূপান্তরিত হল, হারান ঘুড্ডি কি ভাবে ফেরত পেল এতকিছু বিস্তারিত বলার টাইম আর আজ নাই। কারণ অনেকক্ষণ পর আমি একটা মোবাইলে লাইন পেয়েছি তাই যাই পূর্বতন দুখী বালক, বর্তমান সুখী মানুষ রায়হান আবীর কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসি।

বিঃদ্রঃ- উপরের বলা কাহিনি গুলো নিছক লেখকের ব্যক্তিগত কল্পনাপ্রসূত তাই বিশ্বাস না করাই শ্রেয় চোখ টিপি


মন্তব্য

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ। ফার্স্ট হইলেন, খাওয়াবেন কবে? খাইছে

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন রা আ।

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ, বাংলাদেশের আইনবিদ ভাই চোখ টিপি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

আইনবিদ বলিয়া অপমান করিবেন না দেঁতো হাসি

সবজান্তা এর ছবি
রায়হান আবীর এর ছবি

খালি এইটাই?

সবজান্তা এর ছবি

একটা কথা লিখতে যায়াও লিখলাম না, মুইছা দিসি।

আপাতত এইটুকুই থাক...


অলমিতি বিস্তারেণ

এনকিদু এর ছবি


শুভ জন্মদিন রায়হান ।


ঢাকার রাস্তায় যদি দেখা হয় তাইলে তোমার খবর আছে । দুইটা খাওয়া পাওনা হইল । একটা ঘুড়ি পাওয়া উপলক্ষ্যে আরেকটা জন্মদিন ।


আর কেউ না লিখলে আমিই দুই চার লাইন লিখব ভেবেছিলাম । রায়হান ছেলেটা ভাল, মাঝে মাঝে বেশি চকলেট খায়, তখন চোখ ঘোলাটে হয়ে যায় । এইসব লেখার চিন্তা ছিল মাথায় । কিন্তু নিবিড় খুব সুন্দর করে অনেক কিছু লিখেছে । ধন্যবাদ নিবিড় । পরীক্ষা কেমন চলছে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- এই সিনিয়র (আংকেল টম) মানুষ লৈয়া হইলো এক সমস্যা। কান্ধে কান্ধ মিলাইয়া, সিনেমা হলের চেয়ারে ঠ্যাঙ তুইলা, বাঁশি বাজাইয়া এক লগে দেখতে থাকা বেদের মেয়ে জোছনার হিট গানের মুহূর্তে হঠাৎ কইরা জিগাইয়া বয়, "তা বাবা তোমার পড়াশোনা কেমন চলতাছে!" মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

গুরু অন ফায়ার :gulli2: :gulli2:

এনকিদু এর ছবি

যাক, আমি যে সর্বজনীন সিনিয়র এইটা আপনি নিজেই জানিয়ে দিলেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন।
---
আঙ্কেল টম... হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রায়হান আবীর এর ছবি

কদু ভাই, আমিও আপনারে বিয়াফক ভালু পাই। আপনার বাড্ডে কবে? কি- বোর্ড লইয়া খচাখচি করুম হাসি

নিবিড় এর ছবি

কদু ভাইয়ের নতুন নামটা কিন্তু বিয়াফক দেঁতো হাসি আংকেল টম


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

শিক্ষানবিস এর ছবি

প্রথমে তোর লেখা নিয়ে বলি। তুই এত সুন্দর করে এত সুন্দর কথাগুলা কিভাবে বলস ভেবে পাই না। আমি কিছুক্ষণ আগে থেকেই লিংকনের জন্মদিন নিয়ে কিছু লিখব লিখব করে কিবোর্ড খসখসাচ্ছিলাম। দুই বছরের অনেক স্মৃতি জড়িয়ে থাকলেও কিছুই নোটপ্যাডে উঠে আসছিল না। ফেসবুকে শুভেচ্ছা জানিয়েই তাই ক্ষান্ত ছিলাম। তোর লেখা পড়ে আমি রীতিমত মুগ্ধ।

দুখী বালক থেকে সুখী মানুষ হওয়া ছেলেটার এই ব্লগ পড়ে খুব ভাল লাগার কথা। আমার মনে হচ্ছে আর কি!

শুভ জন্মদিন লিংকন।

রায়হান আবীর এর ছবি

লেখা পইড়া আমিও মুগ্ধ। কিছু কিছু জিনিস পইড়া টাশকি খাইছে

ঐ ব্যাটা মুহাম্মদ তোর সাথে আমার পরিচয় দুই বছর ক্যান? ফার্স্ট ইয়ারের ফার্স্টেই একদিন যে রুমে আইসা পঞ্চাশ টাকা নিছিলাম ভুইলা গেছস? শয়তানী হাসি

শিক্ষানবিস এর ছবি

আমি হিসাব করছি ২০০৭ সাল থেকে। কারণ সমস্যা হইছে- ২০০৫ আর ২০০৬ সালের কোনকিছুই আমার মনে নাই। সম্ভবত কোন গাছের সাথে বাড়ি লাইগা স্মৃতিবিভ্রম হইছিল। অবশ্য ঐগুলা মনে রাখার খুব একটা দরকারও নাই। আমার লাইফ তো শুরু ২০০৭ সাল থেকে।
আর এই ৫০ টাকার এইটা কি গ্যাজ মারলি নাকি!? তোর বিশ্বাস নাই। অবিশ্বাস্য জিনিস বিশ্বাস্য রূপে উপস্থাপনে তোর দক্ষতা আছে। দেঁতো হাসি
আমার তো কিছুই মনে নাই।

রায়হান আবীর এর ছবি

২০০৬ এর পঞ্চাশ টাকার কথা ২০০৯ এ ভুইলা গেছস? ০৭ এর তিন হাজারের কথাও আশা করি দ্রুত ভুইলা যাবি দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- এই তিনটারে পাইয়া লই। আমার দল পাতলা কইরা দুলদুল বাসে খালি দমদমের দিকে রওনা হয়, না?

বুঝামুনে মজা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

গুরু তুরাগের পাড়ে আপনার দাওয়াতটার ভ্যালিডিটি কিন্তু আছে আর চার মাস। হ্যারপর, তুরাগও থাকবো, হ্যার পাড়ও থাকবো, পাতাওয়ালা গাছও থাকবো, মাগার আমরা থাকুম না খাইছে

ধুসর গোধূলি এর ছবি

- হৈ বেদ্দপ পুলাপাইন, "আমরা" যামুগা কৈ? দুই পাড় লৈয়া তুরাগ থাকবো, আশেপাশে গাছ-লতা-পাতা, পাখ-পাখালী (প্রমূখও) থাকবো, "আমরা" আইইউটিতে নাহয় না-ই থাকলাম, কিন্তু "আমরা" থাকুম, স্ট্যাণ্ডবাই, শিঙায় ফুঁক দিবার সাথে সাথে অ্যাটেনশনের মতো খাড়ায়া না গেলে মাইর একটাও মাটিত পড়তো না কৈলাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

গুরু এই "আমরা" আর নিবিড়ের "আমরা" কিন্তু এক না কইলাম ... খিয়াল কইরা, খুব খিয়াল কইরা চোখ টিপি

নিবিড় এর ছবি

গুরু এই "আমরা" বলতে ঘুড়ির মালিকদ্বয় কে বুঝান হইছে দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

ঘুড়ির মালিকদ্বয় ?

আমি তো ভেবেছিলাম রায়হান যারে পাইছে সেই হইল গিয়া ঘুড়ি । এখন তো দেখতেছি কেস ভিন্ন । রায়হান আসলে ঘুড়ি পায় নাই । উলটা নিজেই ঘুড়ি হয়ে কার নাটাইয়ের সুতায় জানি বান্ধা পড়ছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রায়হান আবীর এর ছবি

আমি তো ভেবেছিলাম রায়হান যারে পাইছে সেই হইল গিয়া ঘুড়ি

আমিও তো তাই ভাবছিলাম, এখন তো প্যাঁচ লাইগা গেলু চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
রায়হান আবীর এর ছবি

রাশেদরে... কী আর কইতাম ...

তোর গফ পইড়া মজা পাইলাম। মাগার "ঘুড়ি" নামটা তুই ঝানলি ক্যাম্নে এইটা বিয়াফপ রহস্য। তোরে দিয়া হইবো ... খাইছে

জন্মদিনে মারাত্মক একটা উপহারের জন্য ধন্যবাদ। ভালু থাকিস ...

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন সুখী মানুষ রায়হান আবীর।
সব সময় ভাল থেকো।

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ আপু। লাস্ট ব্লগে কিন্তু আপনার মন্তব্য পাই নাই খাইছে

এনকিদু এর ছবি

চাইয়া চাইয়া মন্তব্য নেও ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্বপ্নাহত এর ছবি

এই গরমে দুই ফোঁটা বাতাস নাই তার মধ্যে রায়হান আবীর মনের সুখে ঘুড়ি উড়ায় ক্যামনে?

লিংকন, ভাল থাকিস দোস্ত। সারা বছর। সারা জীবন। ঘুড়ি উড়া বুড়া বুড়ি হওয়া পর্যন্ত।

আর রাশেদ মিয়া, তুমি এইগুলা কোত্থেকে আমদানী কর বৎস? পুরা ফাটানি হইসে।

---------------------------------

তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি

পরীক্ষার পড়া পড়তে পড়তে ক্লান্ত তাই ভাবলাম রায়হান ব্যাটারে একটু খোচা দেই হাসি বাই দ্যা ওয়ে রাশেদ পোলাটা কেডা চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রায়হান আবীর এর ছবি

বুঝলাম জন্মদিন, তাই বলে আমি ব্যাটা আর তুই পোলা? মন খারাপ

মূলত পাঠক এর ছবি

হ্যাপি বাড্ডে, আবীরকুমার হাসি

রায়হান আবীর এর ছবি

ধন্যবাদ হাসি

সাইফুল আকবর খান এর ছবি

পটকা ফুটায়া দিলাম একটা।
আর একটা ঘুড্ডিও উড়ামু, সুতা খুঁজতাছি। কারণ, রায়হান আবীরের আজ জন্মদিন!
মানুষের এতদিন গরু হারানের কাহিনী শুনতাম, নিজেরও গরু-হারানের সময় বহুবার ধরা খাইছি, করুণার সাথে সাথে সমবেদনাও পাইছি। ঘুড়ি হারানো আর পাওয়া নিয়ে এই গরু-বিবর্জিত গল্প আমার কাছে তাই বেশ টানশীল। ঘুড়ি ফিরে পাওয়া গ্যাছে, সেটা তো টের পাইছিলাম আগেই, আইজক্যা সেই তাহাদের বাকি জীবনের জন্যই ব্যাপক শুভকামনাই রাইখা যাইতেছি এইখানে।
হ্যাপি বার্থডে রায়হান! অনেক ভালো থাকেন। অনেক ভালো করে শেষ শ্বাস পর্যন্ত গাব-মাঞ্জা-দেয়া সুতায় ঘুড়ি ওড়ান- এই কামনাই করি সিন্সিয়ারলি। হাসি
আর, নিবিড়, পটকা পুরা গুল্লিই হৈছে। দেঁতো হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রায়হান আবীর এর ছবি

আবেগে ইমোশোনাল কইরা দিলেন, কী আর কইতাম। ধইন্যাপাতা হাসি

সাইফুল আকবর খান এর ছবি

হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মাহবুব লীলেন এর ছবি

কার জন্মদিন আজ?
পোস্টটার লেখকের নাম কী?

রায়হান আবীর এর ছবি

এই মন্তব্য কার?
মুমু লীলেন না মাহবুব মুমুর? চিন্তিত

নিবিড় এর ছবি

লীলেন ভাইয়ের হইল কি অ্যাঁ


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

এনকিদু এর ছবি

ভাই জীবিত আছেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন রায়হান
অনেক অনেক ভাল থাকো

শুভেচ্ছা

রেনেট এর ছবি

শুভ জন্মদিন আবীর ভাই। অনেক ভালু কাটুক দিনটি। সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়ান।
@ নিবিড় ভাই...আপনি তো ভয়াবহ লেখক হয়ে উঠছেন দিনকে দিন।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভকামনা রায়হান আবীর।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

জাহিদ হোসেন এর ছবি

জন্মদিন শুভ হোক। সুখী থাকো অনন্তকাল।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সুমন সুপান্থ এর ছবি

শুভ জন্মদিন ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন কইতেই লগাইলাম। এইবার ভাগি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন আবীর!!
আশা করি জন্মদিনের জামাকাপড় পইড়া নাচানাচি করতেছ দেঁতো হাসি
---------------------------
উদ্ভ্রান্ত পথিক

দৃশা এর ছবি

শুভ জন্মদিন কইতেই লগাইলাম। এইবার ভাগি...

দৃশা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন। ভালো থাকুন, আনন্দে থাকুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

শুভ জন্মদিন কইতেই লগাইলাম। এইবার ভাগি...

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন। আমিও এইবার ভাগি দেঁতো হাসি

দ্রোহী এর ছবি

ওরে রে!!!!!!! এই পোস্ট এত পরে চোখে পড়লো!!!!!!!!!!!

শুভ জন্মদিন ব্যাটা!

নানীরে লইয়া সুখে শান্তিতে ঘুড়ি উড়াও। জন্মদিনে এই কামনা করছি।

তীরন্দাজ এর ছবি

জন্মাদিনের অয়ুত শুভকামনা রইলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কল্পনা আক্তার এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আবীর হাসি

........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হেপি বাড্ডে, বালক। হাসি
আজ সারাদিন কি ঘুড্ডি উড়াউড়ি করতেই যাচ্ছে নাকি? চোখ টিপি
সুখে থাকেন, ভালো থাকেন...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

বালক নিজেই ঘুড্ডি হয়ে উড়তেছে সারাদিন চোখ টিপি

নিবিড় এর ছবি

প্রহরী ভাই আপনে জানলেন কেমনে চিন্তিত
আমি বালককে ঘুড্ডি উড়ানোর সময় টিএসসির ভিতর আবিষ্কার করছি দেঁতো হাসি
@প্রহরী ভাই
আচ্ছা প্রহরী ভাই আইইউটির সবাই কি ঘুড্ডি উড়ায় চিন্তিত


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রায়হান আবীর এর ছবি

বাসায় বইসা তুই বাসায় বসে থাকা আমারে ক্যাম্নে টিএসসি তে দেখলি রে? চিন্তিত

রায়হান আবীর এর ছবি

বাসায় বইসা তুই বাসায় বসে থাকা আমারে ক্যাম্নে টিএসসি তে দেখলি রে? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

তুমি তো দেখি আম্রিকা আবিষ্কারের চাইতেও বিশাল কিছু করে ফেলসো! হো হো হো

অন্যরা ঘুড়ি উড়াইলে তোমার সুতায় টান পড়ে নাকি? চোখ টিপি

নিবিড় এর ছবি

প্রহরী ভাই কি আমারে বললেন নাকি রেগে টং
সবসময় টান পড়ে না খালি ৪খান শালী থাকলে পড়ে চোখ টিপি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

গৌতম এর ছবি

শুভ জন্মদিন। ভালো কাটুকু সময়, ভালো কাটুক দিন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মৃদুল আহমেদ এর ছবি

হয়রান আবীর, আপনেরে নিয়া এই লেখার কমেন্ট পড়তে পড়তে তো হয়রান...
দ্যান, এইবার ঠাণ্ডা কুক দ্যান, গরম ক্যাক দ্যান...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

দময়ন্তী এর ছবি

শুভ জন্মদিন৷
ভাল থাকুন৷ আনন্দে থাকুন৷
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনিস মাহমুদ এর ছবি

মৃদুলের সাথে সহমত। ক্যাক আর কুক ছাড়া জন্মদিন কীসের?

তবে এইবারের মত মাফ করা গেল। পরের বার থাইকা আরো একশ বছর পর্যন্ত কিন্তু আর মাফ নাই। দাবি জানায়া শুভেচ্ছা দিয়া গেলাম।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

রানা মেহের এর ছবি

এইরে কোন দিকে রায়হানের জন্মদিনটা চলে গেল? মন খারাপ
অনেক অনেক শুভ জন্মদিন ভাইয়া
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

বলা কাহিনি গুলো নিছক লেখকের ব্যক্তিগত কল্পনাপ্রসূত তাই বিশ্বাস না করাই শ্রেয়

আচ্ছা যাও বিশ্বাস করলাম না, তোমার লেখাও ভালো, রায়হান পুলাটাও ভালো। জন্মদিনে শুভেচ্ছা রেখে গেলাম, ঘুড্ডি যেনো সব সময় নাটাইয়ে বান্ধা থাকে, কখনো যেনো সে বাঁধন ছিড়ে না ..............................।।

---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রায়হান আবীর এর ছবি

সবার মন্তব্যে আনন্দে উদ্বেলিত। এককোটি ধন্যবাদ ...

কীর্তিনাশা এর ছবি

দেরীতে হইলেও অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ব্লগার। হাসি

প্রতিটি দিন আনন্দে কাটুক। ইচ্ছে ঘুড়িও উড়তে থাকুক, উড়তেই থাকুক !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।