জন্মদিন বিষয়ক আন্তঃমহাদেশীয় ষড়যন্ত্রের গল্প

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: শনি, ১৮/০৯/২০১০ - ১২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খেয়াল করেছেন আজকাল সচলে জন্মদিন বিষয়ক পোস্ট তেমন একটা দেখা যায় না। তা কারণ টা জানেন? না জানলে হাত-পা গুটিয়ে আরাম করে বসেন, গল্পটা শুনেন। এ গল্পের শুরু অনেক অনেক কাল আগে যখন নজু ভাইয়ের বয়স ছিল পঁচিশ। সেই সময় যখন সন্ধ্যা নেমে আসত তখন কতিপয় ছন্নছাড়া বালক মাশ্রুম খাওয়ার লোভে কোঞ্চিপা নামক এক হতচ্ছাড়া জায়গায় হাজির হত প্রতিদিন। সেই জায়গায় মাশ্রুম খেতে খেতে হতচ্ছাড়া বালকেরা প্রতিদিন শয়ে শয়ে রাজা উজির মারত। আর এই গল্পের শুরু এরকম এক রাজা উজির মারা সন্ধ্যায়।

যুবকেরা প্রতিদিন মাশ্রুম খায় আর আড্ডা দেয়। সেই আড্ডায় বই আসে, বালিকা আসে এবং এত এত যুবকেরা একসাথে থাকার কারণে অতি অবশ্যই কোন না কোন শয়তানি বুদ্ধি আসে। তো এই আড্ডায় মাঝেই মাঝেই এক যুবকের চেহারা দেখা যায়। অতি নিরীহ শান্তশিষ্ট চেহারার যুবক। শোনা যায় প্রায়ই এই যুবক কে কোন এক বালিকা বিদ্যালয়ে ক্লাস নিতে দেখা যায়। তো সেই বালিকাদের নিয়ে প্রশ্ন করলে উত্তর আসে- পড়ানো ব্যাপারটা বড় কষ্টের ভাই, অন্যদিকে তাকানোর সময় কই। এতে আমরা তার নিরীহত্ব সম্পর্কে আর নিশ্চিত হই। তবে আমরা ভুলে যাই কবি বলেছেন- শান্ত শিষ্ট, লেজ বিশিষ্ট, লেজের আগায় অবশিষ্ট।

তো একদিন এই যুবকেরা কোন এক সন্ধ্যায় হঠাৎ আবিষ্কার করে হের নজরুল ইসলাম তার বয়স পঁচিশেই আটকে রেখেছেন। যুবকেরা এটা আবিষ্কার করে উত্তেজিত হয়ে পরে যে আদি অনাদি কাল ধরে একটা মানুষ কেন তার বয়স পঁচিশেই আটকে রাখবে। তাই তারা নজু ভাইয়ের বয়স পঁচিশ পেরিয়ে যে কোরেই হোক ছাব্বিশে পাঠানোর ব্যাপারে একমত হয়। এই সময় আমাদের মধ্যেই কেউ একজন বলে কেক্কুক খাওয়া হয় না অনেক দিন। আমাদের মধ্যে অনেকেই তাতে সায় জানায়। ঠিক তখন সেই শান্তশিষ্ট যুবকের চেহারায় একটা সুক্ষ হাসি দেখা যায়, যুবক জানায় তার কাছে আইডিয়া আছে। নজু ভাইকে ছাব্বিশে পাঠানোর আইডিয়া তার কাছে আছে। আর ঠিক এইভাবেই সেই যুবক এই আন্তঃমহাদেশীয় ষড়যন্ত্রের সূচনা করে।

তো সেই শান্ত শিষ্ট বালকের পরিকল্পনা মাফিক যুবকেরা তাদের আন্তঃমহাদশীয় ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে বেছে নেয় ইহূদী নাছারাদের তৈরি ফেসবুক নামক এক উত্তরাধুনিক মাধ্যম কে। সেই রাতেই ঐ শান্তশিষ্ট যুবক রাত বারটা এক মিনিটে তার বেহালা সহ হাজির হয় নজু ভাইয়ের খোমাখাতায়। সে তার বেহালার বাজনা সহ নজু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং তার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে। এর পর পরই পরিকল্পনা মাফিক যুবকদের বাকিরা শুভেচ্ছা বাণী সহ হাজির হয় হের নজরুল ইসলামের ওয়ালে। আর ফেসবুক নামক উত্তরাধুনিক মাধ্যমে এভাবেই এক আন্তুঃমহাদেশীয় ষড়যন্ত্রে ধোকা খেয়ে যায় মানুষজন এমন কী স্বয়ঃ নজু ভাই পর্যন্ত। যুবকদের দেখা দেখি বাকি সবাই এসে নজু ভাইকে তার ছাব্বিশতম জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে। এদিকে নজু ভাই যতই জানান তার বয়স কোনভাবেই ছাব্বিশ হতে পারে না কারণ আজ তার জন্মদিন নয় ততই তার ওয়ালে কেক্কুক খাওয়ার আবেদন আসতে থাকে। আর আমরা খালি এই উত্তরাধুনিক মজা উপভোগ করি আর মনে মনে সেই যুবকের তারিফ করি।

তো সেই উত্তরাধুনিক ষড়যন্ত্রের কাল থেকেই সচলে সবাই আতংকের মধ্যে থাকে কোনটা আসল আর কোনটা নকল জন্মদিন সে বিষয়ে। এই আসল নকলের সন্দেহেই কিনা কে জানে জন্মদিনের পোস্ট কমে আসে। আর এ প্রসংগে প্রায়ই সেই শান্তশিষ্ট যুবক এক স্বস্তির নিঃশ্বাস ফেলে এই বলে যে- বুঝলা, আজকাল আর জন্মদিনের পোস্টের ঝামেলা নাই। তাই মানুষজন কে খাওয়ানোর বালাই নাই। কতগুলা টাকা বেচে যায়। দেখছ বুদ্ধিটা কত কাজে দিছে। বাকি যুবকেরা তার কথায় সায় দেয় এবং একটা মিষ্টি হাসে, ঐ যুবকের অজান্তেই। কারণ আজ সন্ধ্যায় আরেকটি উত্তর উত্তরাধুনিক ষড়যন্ত্র ঘটে যায় এবং ঐ শান্তশিষ্ট যুবকের লুকিয়ে রাখা জন্মদিন প্রকাশ হয়ে যায়। তাই আসুন সবাই মিলে কেক্কুক খাওয়ার নিমিত্তে উত্তরাধুনিক ষড়যন্ত্রের হোতা সচল অন্যায্য সঙ্গীত, আমাদের জীবাণু ভাই এবং বালিকাদের রতন'দার একশ ভাগ খাটি জন্মদিনে শুভেচ্ছা জানাই।

শুভ জন্মদিন জীবাণু ভাই দেঁতো হাসি


মন্তব্য

সুহান রিজওয়ান এর ছবি

নিবির্ভাই, খুবসে শহীদুল জহির পর্তাসেন ধর্তার্সি...

তয় "আবু অনায্য সঙ্গীতের মৃত্যু" [এতোডি মানুষেরে কেক্কুক খাওয়াইলে না মইরা যাইবো কোই...] ভালু পাইসি...

শুভ জন্মদিন জীবানুবিদ !!!

_________________________________________

সেরিওজা

শাহেনশাহ সিমন এর ছবি

শুভ জন্মদিন।
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন 'অন্যায্য' ভাই।
এই শুভক্ষণে ন্যায্য সঙ্গীতে জীবনটা ছেয়ে যাক--এই কামনা রাখছি।

আর নিবিড়,চমৎকার পোষ্ট হয়েছে বস! চলুক

জুয়েইরিযাহ মউ এর ছবি

শুনতে পেলাম উড়ো খবর...
আয়োজন এক বটে !!
কোন সে মহান রত্ন নাকি...
কেক খাওয়াবে মোদের... চোখ টিপি খাইছে

অনেক অনেক অনেক অনেক ভালো থেকো
সঙ্গীতময় সঙ্গীতদাআআআআআ দেঁতো হাসি

------------------------------------------------------------------
নির্জলা নৈবেদ্য


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

জাহামজেদ এর ছবি

auto

শুভ জন্মদিন রতন

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

তাসনীম এর ছবি

শুভ জন্মদিন অনার্য সঙ্গীত...

+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আহারে, সেই দুঃসহ স্মৃতি মনে করায়ে দিলেন?!?
দেখেন না কী ছিলটা দেই ছেমড়ারে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন এর ছবি

যেটা হলো, ওটা কি শুরু?
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তিথীডোর এর ছবি

'শুভ জন্মদিন' সঙ্গীতদা!

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

কৌস্তুভ এর ছবি

ন্যায্য জন্মদিনের শুভেচ্ছা

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন! যাও, জীবাণুমুক্ত ন্যায্য শুভেচ্ছাই দিলাম ......

(নিবিড় ছেলেটাকে দেখে বোঝার উপায় নাই যে সে এত কথাও বলতে/লিখতে পারে!)

মাহবুব লীলেন এর ছবি

কার জন্মদিন সেটা আড়াইশো লাইন পড়েও অনুমান করতে না পারার জন্য দিক্কার

অনির্বাণ [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন!

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন অনার্য সঙ্গীত।
নিবিড়, একদম ফাটাফাটি লেখা।
যাক জন্মদিনের পোস্ট কমে যাওয়ার রহস্য উন্মোচিত হলো:-)

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!!



অজ্ঞাতবাস

অতিথি লেখক এর ছবি

শুভ জন্মদিন।

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন জীবাণু!

নজু ভাইতো জানতাম ষোড়শী থুক্কু ষোল বছরের চিরনবীন যুবক! টানে সবাইকে, কিন্তু নূপুর ভাবির বেলুনের ভয়ে বাঁধনে জড়ায় না। তাঁর বয়স পঁচিশ বললেন কেন বুঝলাম না! হো হো হো


কাকস্য পরিবেদনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

(গড়াগড়িদিয়াহাসি)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

বেলুনের ভয়!! আহা, এক ভুক্তভুগী আরেক ভুক্তভুগীর মর্মবেদনা বুঝছে! দেঁতো হাসি

ঢিয়ার লিশেনার্শ, এই বেলুন কিন্তু সেই বেলুন না। এই বেলুন রুটি বেলার বেলুন। এইটা দিয়া মেম্বরনী আর ফ্রাউ নইজ্যা রুটিও বেলে আবার যথাক্রমে মেম্বর আর নইজ্যার পৃষ্ঠদেশও মালিশ করে। চোখ টিপি



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

কৌস্তুভ এর ছবি

ঢিয়ার লিশেনার্শ বেলুনও জানে, আর এও জানে, ঘুঁটে পোড়ে, গোবর হাসে... চোখ টিপি

টিউলিপ এর ছবি

শুভ জন্মদিন।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

জি.এম.তানিম এর ছবি

শুভ জন্মদিন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নীড় সন্ধানী এর ছবি

ছিপিবদ্ধ জন্মদিন জীবানুদা!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রানা মেহের এর ছবি

একদিন দেরিতে শুভেচ্ছা দিলাম।
বেশি বেশি ধন্যবাদ দিস।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনার্য সঙ্গীত এর ছবি

সবাইকে নিরন্তর কৃতজ্ঞতা। আপনাদের জন্যেই আমি বুঝতে পারি মানব জনম মন্দ কিছু নয়, ভালোবাসা পেতে যোগ্যতার কোন প্রয়োজন হয়না...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সঙ্গীতকে শুভেচ্ছা। আর লেখা অতি চমৎকার। অনেক আগেই পড়েছিলাম। তাই মন্তব্যেও সেটা জানিয়ে গেলাম।

খেকশিয়াল এর ছবি

দেরী হইয়া গেল, তাউ শুভেচ্ছা রইলো হে সঙ্গীত
এভার-ভদ্রলোক নিবিড়ের লেখাউ ভাল হইছে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।