ছবি দেখে জেনে নেয়াঃ নদীর জন্ম কিভাবে

মাহমুদ.জেনেভা এর ছবি
লিখেছেন মাহমুদ.জেনেভা [অতিথি] (তারিখ: রবি, ২৮/০৮/২০১১ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধরেন আপনি ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এখন বলেনতো নদী কাহাকে বলে? নদীর উৎপত্তি কিভাবে হয় বিস্তারিত লিখ এই প্রশ্নটা আসলে আপনি কি উত্তর দিবেন? যারা পারেন তারা বাদ হাসি , আর যারা পারেননা চলেন ঘুরতে ঘুরতে ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্ব পূর্ণ এই প্রশ্নটার উত্তর জেনে নেই

বাংলাদেশে প্রবাহিত নদী গুলার উত্সস্থল বেশিরভাগ ভারত কিংবা চীনে হবার কারণে সাধারনত আমাদের দেখার সুযোগ হয়না, আমার পড়ালেখার বিষয় " ইউরোপীয় বড় নদীগুলোর ভবিষ্যত এবং জল বিদ্যুতের উপর প্রভাব" হবার কারণে গভেষনা দলের সাথে গিয়েছিলাম রোঁন নদীর উত্সস্থল দেখতে| গন্তব্য স্থল "গ্লাত্স্চ" গ্রাম যার উচ্চতা ভূমি থেকে প্রায় ২১০০ মিটার. ভয়াবহ সুন্দর এই গ্রাম থেকে শুরু রোঁন গ্লাসিয়ারের গলন এবং যার থেকেই শুরু রোঁন নদীর যাত্রাপথ এবং শেষ মেডিটেরিয়ান সাগরে।

চলেন সবাই মিলে রওনা দেই! জুরিখ-জেনেভা-লুযান, কিংবা বড় শহর থেকে যারা যাত্রা করবেন ব্রিগ কিংবা ভিস্প ষ্টেশনে আপনাদের নামতে হবে। এ দুটো স্টেশনে আসলেই একটা ঝাঁকানাকা ট্রেন দেখতে পাবেন গ্লাসিয়ার এক্সপ্রেস নামে, যেটা অন্য ট্রেন গুলার চেয়ে একটু আলাদা কারন এটা শধুই টুরিস্টদের জন্য। দুই পাশের দৃশ্য দেখার জন্য এই ট্রেনের কাঁচ অন্য ট্রেনের চেয়ে একটু বড়।
GlacierExpress
জারমাত ডাইরেকশনে গেলে সুইজারল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় টুরিস্ট স্পট দেখতে পাবেন, সেটা নিয়ে আরেকদিন লিখব কিন্তু আজ আমরা উল্টা দিকে যাব কারন প্রশ্নটার উত্তর জানতে হবে, তবে যেই ডাইরেকশনেই যান না কেন দৃশ্য দেখে পয়সা হালাল হয়ে যাবে[ পুরান ঢাকার লোকজনের মত ঈমানে কইলাম দেঁতো হাসি ]

আমরা নামবো আন্ডারমাত স্টেশনে ওখান থেকে বাসে করে সরাসরি গ্লাত্স্চ গ্রাম। রাতে থাকতে চাইলে একটাই মাত্র হোটেল আছে হোটেল গ্লাসিয়ার দু রোঁন নামে। হোটেলের সামনে থেকে টুরিস্ট বাসে করে রোঁন গ্লাসিয়ারের সামনে নামলেই নদীর জন্ম সংক্রান্ত প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন।
IMG_4290
এবার চলেন এস এস সি পরীক্ষার ভূগোল বিষয়ের আরেকটা প্রশ্নের উত্তর জেনে নেই প্রশ্নটা হল “ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষতিকারক দিক গুলো কি কি? বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব আলোচনা কর। উত্তর হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষতিকারক দিক অনেক, তবে বিদ্যুৎ উৎপাদনের উপর প্রভাব ভয়াবহ কারন নিচের ছবিতে জল বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে রক্ষিত পানি গুলো মুলত গ্লাসিয়ারের গলনের ফলে জমেছে যা থেকে টারবাইন ঘুরিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করা হয় যা দিয়ে সুইজারল্যান্ডের ৫৫ ভাগ বিদ্যুৎ চাহিদা মেটানো হয়।
IMG_4268
তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রতি বছর গ্লাসিয়ারের আকার/ আয়তন ছোট হয়ে আসছে, এভাবে চলতে থাকলে হাইড্রলজিক মডেলারদের কম্পিউটার প্রজেকশন অনুযায়ী ২০৪০ সালে রোঁন গ্লাসিয়ারের অস্তিত্ব পুরোপুরি শেষ হয়ে যাবে, আপনি ভাবতে পারেন জল বিদ্যুৎ উৎপাদন শেষ হয়ে গেলে আর এমন কি? নিউক্লিয়ার পাওয়ার আছেনা, হ্যাঁ আছে! কিন্তু জল বিদ্যুৎ ভালো নাকি নিউক্লিয়ার বিদ্যুৎ ভালো এই নিয়ে লিখতে গেলে অনেক কথা লিখতে হবে [ সে এক বিরাট ইতিহাস ঘরে ছিলনা কেরোসিন]। শুধু আপাতত জাপানের কথা মনে করে দেখেন

সুইজারল্যান্ডের সব কিছুতেই একটা বাণিজ্যিক ব্যপার থাকে, গ্লাসিয়ার গলিত পানি আটকে রেখে ওরা শুধু বিদ্যুৎ উৎপাদনই করেনা গ্লাসিয়ারের পেট ফুটো করে টানেল বানিয়ে টুরিস্টদের কাছ থেকে টাকা আদায়ও করে, নিচের ছবিতে যে গ্লাসিয়ার টানেল দেখছেন ওটাতে যেতে আপনাকে ২০ ফ্রাঙ্ক গুনতে হবে। যাইহোক দেখা শেষ হয়ে গেলে চলেন একটা ট্র্যাডিশনাল ডিশ ট্রাই করে ফিরে যাই! গ্লাসিয়ার দেখা হয়ে গেল- নদীর জন্ম দেখা হয়ে গেল- জলবায়ু নিয়ে জানা হয়ে গেল এবার আপানকে বৃত্তি পেতে আর কে আটকায়!
IMG_3913

[অফ টপিকঃ ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার বাছাই পর্বে চান্স না পাওয়াতে আম্মা আব্বাকে বলেছিল ‘ওরে একটা রিক্সা কিনে দাও ওরও দিন ভালো কাটবে আমাদেরও আয় রোজগার হবে!’ সত্যি সত্যি কিনে দিলে খারাপ হতোনা হয়তো, ল্যাবে বসে বসে প্রোগ্রামিং করা লাগতনা। কিন্ত শেষ পর্যন্ত কেউ কথা রাখেনা!! ]

মাহমুদ.জেনেভা

সচলায়তনে প্রকাশিত আমার লেখালেখি দুই ভাগে বিভক্তঃ
--------------------------------------------------
[একদম ফালতু বিষয় নিয়ে]
-----------------------------
[১] আমার প্রথম ও শেষ তাবলীগ চিল্লা
[২] বড় হয়ে আমি ইতালি যাব এটা আমার “ এইম ইন লাইফ”

[হয়তো কাজে লাগতে পারে]
-----------------------------
[১] পরিবেশ নিয়ে উচ্চ শিক্ষাঃ কোথায় আছে স্কলারশিপ?
[২] ভেকেশনে সুইজারল্যান্ড [পর্ব দুই]
[৩] কোথায় যাচ্ছেন ভেকেশনে ? চলেন যাই সুইজারল্যান্ড
---------------------------------------------


মন্তব্য

মৌনকুহর এর ছবি

দারুণ! চলুক

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

guest_writer এর ছবি

যে কয় দারুন তার নাম হারুন দেঁতো হাসি
মৌনকুহরদা আপনার আসল নাম কি? আর মৌনকুহর মানে কি?
মাহমুদ

মৌনকুহর এর ছবি

মৌন এবং কুহর- ক্ষেত্রবিশেষে তো নানান অর্থ হতে পারে।

ব্যাক্তি অর্থে 'কুহর' দ্বারা এমন ব্যাক্তিকে নির্দেশ করা হয় "যিনি সুস্পষ্টভাবে ভাব প্রকাশে সক্ষম"।
আর মৌন শব্দের একটা অর্থ "নিরব"।

আমি মৌন ও কুহরের এই অর্থই নিয়েছি।

বিলম্বিত প্রতিমন্তব্যের জন্য দুঃখিত।

ভালো থাকবেন।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

কৌস্তুভ এর ছবি

একটুখানি পড়তে গিয়েই বুঝেছি এইটা আপনার লেখা হাসি ছবিগুলো দারুণ।

guest_writer এর ছবি

তার মানে কি একটু খানি পড়ে আর বাকিটা পরেন নাই? আপনে এই পর্বে আমার বানান ভুল ধরাইয়া দেন নাই তাতেই আমি বিরাট খুশি। আম্রিকার ঝড় ঝাপটা শেষে আপনার সাথে সত্তিকারের কোন আইরিনের পরিচয় হোক
মাহমুদ

কৌস্তুভ এর ছবি

পুরোটাই পড়েছি, তবে রান্না করতে করতে জলদিতে পড়েছি বলে বানানগুলো আর বলার সময় পাই নাই, নইলে ছিল অনেকগুলাই।

কিন্তু সেগুলো ধরিয়ে না দেওয়ায় আপনি খুশি কেন? চিন্তিত

হো হো হো আইরিন নামের কেউ হয়ত এখনই চেনা আছে, কিন্তু তাতে কী কচু?

রাতঃস্মরণীয় এর ছবি

চমৎকার লেগেছে। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

guest_writer এর ছবি

থাঙ্কু থাঙ্কু তাজ ভাই, আপনে হইলেন সচলের তাজ মহারাজ! আপনার নামের পাশে অতিথি লেখক শব্দটারে ঝাড়ু দিয়া বাইরাইয়া ভাগাইয়া সচল হয়ে যান
মাহমুদ

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। আমি ভাই রাজা-রাজড়া নই, আমি অতি দীনহীন এক পথিক। আমার সিগনেচারের মধ্যেই আমার প্রকৃত পরিচয় বিদ্যমান, পড়ে দেখলে বুঝবেন। আর ঝাড়ু দিয়া বাইরাইয়া ভাগানের কথা কন, ঝাড়ুডাইতো আমার হাতে নাই। থাকলে বহু হাচল আছেন যাদের ব্র্যাকেটবন্দী অতিথিটারে বাইরাইয়া ভাগাইতাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অনিন্দ্য রহমান এর ছবি

গ্লেসিয়ারের টানেলটা দেখে ফুর্তি পাইলাম হাসি
দারুণ অভিজ্ঞতা।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

guest_writer এর ছবি

আমিও ফুর্তিতে ছিলাম প্রথমবার, কিন্তু এখন থেকে প্রতি ১৫ দিনে একবার করে বরফ গলা পানি এনে ল্যাবে টেস্ট করতে হবে। উদ্দেশ্য হল পানিতে কেমিক্যাল কম্পোজিশন (-) (+) আয়ন নিয়ে গলনের হার সম্পর্কে একটা পরিসংখ্যান তৈরি করতে হবে। দোয়া রাইখেন
মাহমুদ

অপছন্দনীয় এর ছবি

হাসি

guest_writer এর ছবি

হাসি

সাত্যকি. এর ছবি

দারুণ!
আপনার আম্মুর কথা শুনে আমারো একইরকম একটা ঘটনার কথা মনে পড়লো। ইংরেজি ট্রান্সলেশন না পারলে আমার বাবা রেগেমেগে বলত, গো টু ভিলেজ!

দ্রোহী এর ছবি

দুর্ধর্ষ!

guest_writer এর ছবি

দ্রোহীদা আপনের কি প্ল্যান? আগামী কয় বছর শুধু মন্তব্য করবেন লেখা লেখি করবেন না?
মাহমুদ

চিলতে রোদ  এর ছবি

হো হো হো

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার লেখা অতি চমৎকার ছবি আর অসাধারণ জায়গা ... যাইতে মুঞ্চায়

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

guest_writer এর ছবি

আপনের ওয়েব সাইটে একটা গুতা দিয়া দেখলাম আপনি ব্রিটিশ কলাম্ভিয়া থাকেন, ওই জায়গা তো সুইজারল্যান্ডের মতই! সুযোগ করে চলে আসেন আড্ডা দিবনে
মাহমুদ

ত্রিমাত্রিক কবি এর ছবি

হ্যা ব্রিটিশ কলম্বিয়াও চমৎকার জায়গা ... এই ছবিগুলোর মতই অনেক জায়গা আছে কানাডিয়ান রকিতে ... কিছুদিন আগেই ঘুরে আসলাম ... এজন্যেই ছবিগুলো আরো বেশী আপন মনে হল দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বড় হয়া সুইজারল্যান্ড যামু

______________________________________
পথই আমার পথের আড়াল

অনার্য সঙ্গীত এর ছবি

আমি বড় হয়া ব্রাডপিটের মতো এঞ্জেলিনা জোলিরে বিয়া কইরা সুইজারল্যান্ড যামু।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রাতঃস্মরণীয় এর ছবি

গোঁফ থাকলে কন, ত্যাল পাঠায়া দেই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কল্যাণF এর ছবি

আমি বিয়া কইরা ফালাইছি, জোলিরে তাই ভাবি ডাকতে আপত্তি নাই মানে জোলিরে আপনিই রাইখা দেন (@অনার্য সঙ্গীত)। কিন্তু অই বরেফের গুহায় ঢুকতে মুঞ্চায়, আমারে কিন্তু সাথে লইয়েন যাওনের টাইমে প্লিজ।

guest_writer এর ছবি

আমি বড় হয়ে আপনার শহরে ফিরে আসব
এক সাথে ঈদ করব শহীদ মিনারে, আন্দোলন করব যোগাযোগ মন্ত্রি “ আবাইল্লারে” সরানোর জন্য
ভালো থাকবেন বস
মাহমুদ

তানিম এহসান এর ছবি

প্রথম প্যারা পড়েই বুঝতে পেরেছিলাম এটা জেনেভা গিয়ে সন্ধ্যের সময় একটা ল্যাম্পপোস্টের নিচে গেলে যাকে পাওয়া যাবে তার লেখা খাইছে

বরাবরের মতই ভালো লাগলো, +- নিয়ে যুদ্ধ শুভ হোক!

guest_writer এর ছবি

আয়া পরেন ল্যাম্প পোস্টের নিচে বিড়ি সিগারেটের সাথে এইবার নতুন একটা জিনিষ খাবার ধান্দায় আছি! এক সুইস বালিকা তার ছেলে বন্ধু নিয়া প্রায় প্রায় গাঞ্জা খায়, আমি খাতির লাগানোর নানান চেষ্টায় আছি আসা করি খুব শিগগির সফল হবো, তাইলে একবারে রথ দেখা কলা বেচার মত জেনেভা দেখা গাঞ্জা খাওয়াও হয়ে যাবে!
হে হে দেঁতো হাসি
মাহমুদ

তানিম এহসান এর ছবি

এইটা কেমুন দাওয়াত দিলেন ভরা মজলিশে!! রেগে টং

guest_writer এর ছবি

ওমা রাগের ইমু দিলেন মন খারাপ ! আমি ভাবছি খুশি হইয়া যাবেন থাক যান আপনেরে ওই জায়গায় নিবনা শুধু ভালো ভালো জায়গায় নিয়া যাবনে। বিড়ি সিগারেটের বদলি আপনেরে চা কফি খাওয়াইয়া দিব এইবার রাজি?
মাহমুদ

তানিম এহসান এর ছবি

চোখ টিপি

কল্যাণF এর ছবি

আমি আছি... শয়তানী হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ। দারুণ।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

guest_writer এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সুমন তুরহান এর ছবি

লেখা-ছবি দু'টোই চমৎকার ! হাসি

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

guest_writer এর ছবি

লেখা ভালো বলার জন্য একটা, ছবি ভালো বলার জন্য আরেকটা মোট দুইটা ধন্যবাদ
মাহমুদ

নিটোল. এর ছবি

খাসা লেখা! হাসি

guest_writer এর ছবি

ধন্যবাদ নিটোল
মাহমুদ

তাসনীম এর ছবি

দারুণ অভিজ্ঞতা এবং চমৎকার লেখা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

guest_writer এর ছবি

আপনার সাথে তো ফেইস বুকে কথা হয়েছে আপনি আসবেন কোন একদিন আমার এখানে বেড়াতে। আর আমার ছোট ভোন আপনার শহরে থাকে। দেখা হবে কোন একদিন তাসনিম ভাই
আপনার রাজকন্যাদের জন্য শুভেচ্ছা
মাহমুদ

রু (অতিথি) এর ছবি

অসাধারণ লেগেছে। প্রতিটা ছবি খুবই সুন্দর আর লেখার স্টাইল্টাও খুব ভালো লাগলো।

guest_writer এর ছবি

আপনের আর ধৈবত এই দুইজনের লেখা আমার ভীষণ রকম ভালো লাগে। কিন্তু আপনারা হাঁচল হচ্ছেন না কেন? আমি সময় পাইনা তাই লিখতে পারিনা, আসলে এই লেখাটার বেশীর ভাগ আমি ট্রেনে বসে লিখেছি তাই বেশি ভালো হয়নি
যাই হউক ভালো থাকবেন সব সময়
মাহমুদ

রোমেল চৌধুরী এর ছবি

দারুণ লাগলো। এমন মনমুগ্ধকর ছবি ও লেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সেইসাথে ঘন ঘন এমন লেখা যাতে পড়তে পারি সেই মিনতিটুকুও জানিয়ে গেলাম।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

guest_writer এর ছবি

রোমেল ভাই
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
লিখতে ইচ্ছে করে কিন্তু সময় হচ্ছে আসল ফ্যাক্টর
ভালো থাকবেন দেখা হবে কোন একদিন
মাহমুদ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চমৎকার মাহমুদ ভাই!! চলুক


_____________________
Give Her Freedom!

guest_writer এর ছবি

ধন্যবাদ মৃত্যুময় ঈষৎ ভাই
কিন্তু আপনের নামটা উচ্চারণ করতে গিয়ে আমার সামনের পাটির দুইটা দাঁত পরেগেছে দেঁতো হাসি
ভালো থাকবেন সব সময়
মাহমুদ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কিন্তু আপনের নামটা উচ্চারণ করতে গিয়ে আমার সামনের পাটির দুইটা দাঁত পড়ে গেছে!! হো হো হো

পিপিদার কথাটাও মাথায় রাখবেন, মন্তব্য আর ভাব-বিনিময়েও শামিল হোন, মিথষ্ক্রিয়াকে বেশ গুরুত্ব দেওয়া হয় সচলে!!

আপনিও ভালো থাকবেন ভাইয়া। হাসি


_____________________
Give Her Freedom!

guest_writer এর ছবি

ধন্যবাদ মৃত্যুময় ঈষৎ ভাই
কিন্তু আপনের নামটা উচ্চারণ করতে গিয়ে আমার সামনের পাটির দুইটা দাঁত পরেগেছে দেঁতো হাসি
ভালো থাকবেন সব সময়
মাহমুদ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনার লেখায় মন্তব্য না করাটা অপরাধের পর্যায়ে পড়ে যাবে চোখ টিপি

লেখার ধরন, বিষয়বস্তু এবং সার্বিকভাবে আপনার সেন্স অব হিউমার আমার ভালো লাগে। নিয়মিত লিখলে আপনি ভালো করবেন বলে ধারণা করি।

একটা সুপরামর্শ দেই: সচলে অন্যের পোস্টেও মন্তব্য করুন, ভাব-বিনিময় করুন।

guest_writer এর ছবি

আপনার লেখায় মন্তব্য না করাটা অপরাধের পর্যায়ে পড়ে যাবে চোখ টিপি

একই ভাবে আপনার মন্তব্যের জবাব না দিলে আমিও অপরাধি হয়ে যাব

একটা সুপরামর্শ দেই: সচলে অন্যের পোস্টেও মন্তব্য করুন, ভাব-বিনিময় করুন।

আমি মন্তব্য করিতো! আসলে মাহমুদ.জেনেভা নামে আমি রেজিস্ট্রেশন করেছিলাম কি মনে করে জানিনা তবে প্রতিবার নামের সাথে জেনেভা নামটা লাগাতে ইচ্ছে করেনা, মাহমুদ নামে আপনি যে মন্তব্য গুলো এই পর্যন্ত পড়েছেন ওই গুলা সব আমার দেয়া দেঁতো হাসি
উপরের লেখা অনার্য সঙ্গিত আর ভ্রমন নিয়ে অন্য একজনের লেখাতে দেখেন আমি শুধু মাহমুদ নামে মন্তব্য করেছি.
আসলে পিপি দা আমার ব্লগ পড়ার সময় খুব কম আর নাহলে এতদিনে অনেক লেখা দেখতেন আমি দিনের বেশীর ভাগ সময় মাটির নিচে থাকি আর সিকিউরিটি জনিত কারনে আমাদের ইন্টারনেট ব্যাবহার নিশেধ। এটা নিয়ে আপনাকে পরে একদিন ডিটেইল লিখবনে
ভালো থাকবেন বস
মাহমুদ

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

চমৎকার

guest_writer এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মুস্তাফিজ এর ছবি

নিয়মিত লেখেন।

...........................
Every Picture Tells a Story

guest_writer এর ছবি

অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- মুস্তাফিজ ভাই

মানিক চন্দ্র দাস এর ছবি

জোস, হেভি জোস। চলুক।

পাগল মন এর ছবি

ফাঁকিবাজি করলেন মনে হচ্ছে? ছবি এত কম ক্যান? শয়তানী হাসি
লেখা ভালু পাইলাম।

তয় বানানগুলান একটু চেক কইরেন সময় পাইলে।

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

guesr_writer rajkonya এর ছবি

দারুন তো!

তারেক অণু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।