পরিক্রমা

ওডিন এর ছবি
লিখেছেন ওডিন (তারিখ: রবি, ২৭/১২/২০০৯ - ৭:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

চলার পথে হঠাৎ করে তোলা কিছু ছবি, কোনরকম ভাবনাচিন্তা করে না- মনে হয় আমার লং জুম পয়েন্ট অ্যান্ড শুটারের নামের সার্থকতা প্রমান করার জন্যই শুধু তাক করে জুম করে শাটার টিপে দিয়েছি। বেশিরভাগ ছবিই হয়তো বিশুদ্ধ ফটোগ্রাফির পর্যায়ে পড়ে না- কিন্তু আমার ঘোরাঘুরির মধ্যে ছবি তোলা কোনোসময়ই প্রাধান্য পায় না। ড্যাবড্যাব করে এই বিভ্রান্তিময় দুনিয়ার সৌন্দর্য দেখেই তো কূল পাই না, ক্যামেরা সামলাবো কখন? তবে মাঝে মাঝে আফসোসও হয়- কেন ফটোগ্রাফি একটু শেখার চেষ্টা করছি না। এত চমৎকার সব দৃশ্য দেখি, এগুলোর কণামাত্রও যদি ফ্রেমে ধরতে পারতাম...

১. জপমালা
.

২. ক্ষুদে দুগ্ধব্যবসায়ী। -হরিদ্বার
.

৩. গম্ভীর দোকানী। কিনেন- নাহলে ফুটেন।
.

৪. হুমম- মন্তব্য নিষ্প্রয়োজন।
.

৫. পূজারী।
.

৬. পুষ্পবালিকা।
.

৭. ঋষিকেশ এর কোথাও
.

৮. গঙ্গার তীরে গভীর চিন্তায় মগ্ন ভদ্রলোক- আসলে দুনিয়াটাই একটা ভ্রান্ত ধারমা।
.

৯. রৌদ্রস্নান
.

১০. উফ' কি ঝামেলা!
.

১১. স্কুল শেষ, দুষ্টুমি শুরু! -মুসৌরি
.

১২. ইস কি বোকা বড়বড় মানুষগুলো!
.

১৩. আরি! দারুন ইন্টারেস্টিং ম্যাগাজিন বলে মনে হচ্ছে! হুমম
.

১৪. হুমম..হুমম...হুমম....
.

১৫. শালিক, তাও আবার একটা! - জয়পুর
.

১৬. গাইড। - চিতোরগড়, রাজস্থান
.

১৭. চোখে ধাক্কা দেবার মত রঙ! - জয়পুর
.

১৮. অপেক্ষা
DSC03439

১৯. এই মোটরবাইকের ছবি এখানে কেন? কারন আমি পোস্ট করলাম! এখন অপেক্ষা ২০১২র!
2012, hopefully!


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- ছবিগুলো দারুণ। চলুক

ভালো লাগলো ১২ নাম্বারটা, আলাদাকরে।

ভারতের কয়েকটা শহর আর তার নিজস্ব কৃষ্টি আমাকে বেশ টানে। জয়পুর তার একটা। কে জানে কবে যাওয়া হবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ওডিন এর ছবি

ধন্যবাদ ধুগোদা। আমার অবশ্য সবচে প্রিয় শেষেরটা, তাই চামে সেইটাও ঢুকায় দিসি! হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পুরাই ফাঁকি ওডিন! ভারত ঘুরে এসে কোন বর্ণনা ছাড়া ছবি দেয়ার জন্য কইষ্যা মাইনাস।

ওডিন এর ছবি

আসলে ভাই বর্ণনা করার মতোও তেমন কিছু নাই। রুটিনমাফিক ঘোরাঘুরি- ছবিগুলো র‌্যান্ডমলি তোলা। আর ভ্রমণের বর্ণনা কি আর করবো- দুই হপ্তা পিতামাতার লাগেজ টানাটানি করতে করতে এখনো আমি সেমিশয্যাশায়ী! মন খারাপ

PS আপনাকে শান্ত করার জন্য অচিরেই কোনারকের সূর্যমন্দিরের ছবিসহ একখান পোস্ট আসবে- ঠিকাছে? দেঁতো হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেখি আগে, তারপরে বলবোনি ঠিকাছে না ঠিক্নাই দেঁতো হাসি

রণদীপম বসু এর ছবি

আরে পিপি দা কয় কী ! ছবির যে ক্যাপশান, এরচে বেশি বর্ণনা আর কিভাবে হয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ওডিন এর ছবি

আমিও তো তাই কইতে চাই। খাইছে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

তিথীডোর এর ছবি

৯:মজারু , ১২:কিউটুশ আর ১৭ :ইশশ্!!
ছবির পেছনের গল্পগুলো স্কিপ করে গেলেন কেনু কেনু??

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ওডিন এর ছবি

থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ। আসলে ওপরে যা বললাম- ছবির পেছনে তেমন কোন গল্প নেই- তাই এবার শুধু ছবিব্লগ।
আর এই সতেরোনম্বরটা দেখে আমার সব মহিলাবন্ধুগোষ্ঠিও খালি ইসস উসস করতেসে। আমি তো ভাবতাম চুড়ি জিনিসটা নারীর পরাধীনতার চিহ্ন। (এইটা অবশ্য ঠিক আমার কথাও না, আমার এক ফেমিনিস্ট বান্ধবীর মত- হাসি )
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

আশরাফ মাহমুদ এর ছবি

১৭ নম্বরটা অনেক সুন্দর। আপনার ছবির ফোকাসটা অগোছালো, মানে অবজেক্ট ও ব্যাকগ্রাউন্ডের মাঝে সমন্বয়তা নেই; নচেৎ আরো চমৎকার হতো ছবিগুলো। মনে হলো।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

ওডিন এর ছবি

মনে হওয়া না- একদম ঠিক জিনিসটা ধরেছেন হাসি যে ছবিগুলো তাও একটু ফোকাস হয়েছে সেগুলো ম্যানুয়ালি করা-বাকিগুলো জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট। আর ক্যামেরাটাও খুব যে আহামরিগোছের তাও না। একটা ডি৯০ বা ওইরকম কিছুর স্বপ্ন দেখি মাঝে মাঝেই- কিন্তু আমার টাকাপয়সা সব ঘোরাঘুরি আর গেমিং পিসির পেছনেই ... লইজ্জা লাগে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নাশতারান এর ছবি

আমার ৮ আর ১৩ বেশি ভালো লেগেছে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ওডিন এর ছবি

অনেক ধন্যবাদ! তেরো নাম্বারটা আসলেই খুব মজার, কোন গল্প থাকলে এই ছবিদুটোর পেছনেই আছে। পিচকি যে ভাব নিয়ে ম্যগাজিনের পাতা ওল্টাচ্ছিলো দেঁতো হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

হিমু এর ছবি

জায়গাটার নাম মনে হয় হৃষীকেশ, ঋষিকেশ না।

ছবিগুলি জোস হাসি ! পিচ্চিদের সিরিয়াস কাজের ছবিগুলি দারুণ আসে! এই সিরিয়াসনেসটা যদি বড় হয়েও ধরে রাখতে পারতাম সবাই দেঁতো হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ওডিন এর ছবি

জায়গাটার নাম মনে হয় হৃষীকেশ, ঋষিকেশ না।

আরি তাই তো! খেয়াল করি নাই। দুঃখিত।

তবে হিমু ভাই তের আর চোদ্দ নাম্বার ছবির পিচকির 'সিরিয়াস কাজ'টা খুব খিয়াল কইরা...দেঁতো হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

গৌতম এর ছবি

জায়গাটার নাম বোধহয় ঋষিকেশ-ই হবে- সংস্কৃত দুটো শব্দ ঋষি ও কেশ থেকে এ নামের উৎপত্তি। এর নামকরণের ইতিহাসটা আমার কাছে ছিলো, খুঁজে দেখি- পেলে তুলে দিবো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ওডিন এর ছবি

এখন আমি নিজেই কনফিউজড হয়ে গেলাম। প্রবোধকুমার স্যানালের বইগুলা এখন আমার হাতের কাছে আছে- সেখানে তো 'হৃষীকেশ' লেখাই দেখতেসি। চিন্তিত
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছবি সেইরাম। কিন্তু টেক্সট চাই ড্যুড। টেক্সট দ্যান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ওডিন এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই। হাসি
এই ছবিগুলোর সাথে আসলে টেক্সট তেমন একটা নাই, তবে ভ্রমণব্লগ হলে অবশ্যি টেক্সট থাকবে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

রাহিন হায়দার এর ছবি

পিচ্চিদের ছবিগুলা ভালু পাইলাম, বিশেষ করে ১২ আর ১৩। ভ্রমণের বর্ণনা না দেবার জন্য আপাতত দিক্কার দিচ্ছি না এই আশাতে যে তা পরের ব্লগে আসবে। না আসলে তখনকার জন্য আগাম দিক্কার।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

ওডিন এর ছবি

ভ্রমণের বর্ণনা তেমন একটা নাই রে ভাই- তবে ভ্রমণব্লগ আসবে- তাই 'দিক্কার' নিলাম না দেঁতো হাসি আর আপনার অণুসঙ্গীতকে টানাহেঁচড়া করে বড় করেন, নাহলে ... যাক কি আর বলবো।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

ভ্রম এর ছবি

পিচ্চিদের ছবি গুলো চমৎকার!

ওডিন এর ছবি

ধন্যবাদ! তবে ছবি না- পিচ্চিগুলোই বেশি কিউট। হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

তানবীরা এর ছবি

চৌদ্দ নম্বর ছবিটা আর চুড়ির ছবিটা দারুন। সব ছবিগুলোই সুন্দর।

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ওডিন এর ছবি

অনেক অনেক ধন্যবাদ আপনাকে! হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

মৃত্তিকা এর ছবি

ছবিগুলো আগেই দেখেছি, তবুও এখানে নূতন ভাষা পাওয়ায়, দেখতে আরও ভালো লাগলো!

ওডিন এর ছবি

হুম, আসবা কবে? সামনে পার্ট ওয়ান আর পরশুদিনও সবুজ বেচারা তোমার খাতা দেখে লেখার কথা মনে করে হাহুতাশ করতেছিলো। শয়তানী হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

মৃত্তিকা এর ছবি

হুতাশের কি আসে? এখন বসবে তুমার পিছে, ব্যাস্‌! শয়তানী হাসি
আসতে দেরী আসে........ মন খারাপ

ওডিন এর ছবি

আমি বিসিপিএসের মত ফ্যাসিবাদী সংগঠনের পরীক্ষা দেই না। দুইহাজারসাতের বারো হাজার টাকার শোক এখনো যায় নাই- এই পয়সায় দার্জিলিং ঘুইরা আসা যাইতো!

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

সাইফ তাহসিন এর ছবি

ঝাক্কাস, তয় ৯ লম্বরে আমার পাশে তুমারে রোদ্দুর পোহাইতে দেইখা বিয়াফক আনুন্দু ফাইলাম দেঁতো হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ওডিন এর ছবি
খেকশিয়াল এর ছবি

ওই ব্যাটা ওই! লেখা কই?
ছবিগুলা সেইরম!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

খেকুদা- আধ লাইনের ননসেন্সে পোষাইলো না শয়তানী হাসি

ওই ব্যাটা ওই! লেখা কই?
কোন হুলো এসে খেয়ে গেলো
আমার পেতে রাখা দই!

আর এইসব ছবির সাথে লেখা নাই। লেখাওয়ালা ছবি অথবা ছবিওয়ালা লেখা অচিরেই আসিবে।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

ভণ্ড_মানব এর ছবি

বাহ! দারুণতো ছবিগুলা।
ক্যাপশনগুলাও মানানসই হইছে। অনেক ভাল্লাগলো। হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

ওডিন এর ছবি

অনেক ধন্যবাদ ভাই! হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

আহির ভৈরব এর ছবি

বাঃ দারুণ সব ছবি! আপনার ক্যাপশনগুলিও খুব ভালো লাগলো।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।