কুইবেক থেকে

প্রকৃতিপ্রেমিক এর ছবি
লিখেছেন প্রকৃতিপ্রেমিক (তারিখ: সোম, ২৪/০৫/২০১০ - ৬:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একাডেমিক কাজে গতকাল প্রায় ১৩ ঘন্টা ড্রাইভ করে কুইবেক এসেছি। সারাদিন লেগেছে অন্টারিও পার হতে। আমার প্রফেসর ড্রাইভ করেছে, কিন্তু বারোটা বেজেছে আমার। কুইবেক-এর লাভাল ইউনিভার্সিটি (Université Laval)-এর রেজিডেন্সে উঠেছি। এত সুন্দর ব্যবস্থা আর শহরের বর্ণনা নিয়েই একটা ভ্রমণ কাহিনী লেখা যাবে। এখন সেটা করার সময় নেই। তাই শুধু ছবি নিয়ে আজকের ব্লগ। পরে একটা লেখা দেয়ার ইচ্ছা আছে। অবশ্য সময়ে না লিখে ফেললে ভবিষ্যতে লেখা হবে কিনা সন্দেহ আছে।

img_5490
এরকম কামান এদের প্রায় সবখানেই দেখা যায়।

img_5434
ক্যাম্পাসের একটি বিল্ডিং-এ গ্রাফিটি।

img_5491
রাস্তার পাশের দেয়ালে বিশাল গ্রাফিটি। এত বড় গ্রাফিটি আমি কখনো দেখিনি। একটা ওয়াইড লেন্স আসলেই খুব দরকার।

img_5448
সেন্ট লরেন্স নদী।

img_5466
অন্য ভিউ থেকে সেন্ট লরেন্স নদী। এই ছবিতে একটু রঙ দেয়া হয়েছে। ভর দুপুরের ছবি নাহলে দেখতে সুন্দর হতোনা।

img_5489
এভাবেই চলছে আয় উপার্জন।

img_5485
একজোড়া গাছের নিচে বসে আছে। তাই ভাবলাম একটা ছবি তুলি। এরা আবার সহজে ইংরেজী বলেনা। কিন্তু ভালো বোঝে। কাছে গিয়ে অনুমিত চাইতেই হেসে দিল। হাসির ভাষা মনে হয় ইউনিভার্সাল।

img_5487
শহরের মধ্যে ঘোড়ার গাড়ি। ব্যাপক উৎসাহ আর ঔৎসুক্য সবার মাঝে। ছবির কম্পজিশন উন্নত করা যেত। কিন্তু এমন ক্ষুধা লেগেছিল যে মাথা কাজ করছিল না।

img_5459
Chateau Frontenac, পুরাতন কুইবেক।

img_5474
Chateau Frontenac পার হয়েই এই বিল্ডিং। না জানা হয়নি এখনো।

img_5480
ব্যস্ত সবাই।

img_5488
খাবারের খোঁজে (ছবির ব্যক্তিটি আমি নই)। ওয়াইড লেন্স হলে খুব ভাল আসতো ছবিটি।

img_5482
আবারো গ্রাফিটি। দূরে রিভার ক্রুজের জাহাজ। একা এসবে ঘুরে মজা নেই।

বিদায়।


মন্তব্য

তাসনীম এর ছবি

আমি মার্কিন দেশে প্রথমবার আসার সময় বিমান জরুরি অবতরন করে কুইবেকে। বিমানে একটা অসুস্থ বাচ্চা মেয়ে ছিল, তার অবস্থার অবনতি হলে বিমান নামাতে হয় পথিমধ্যে।

বিমান থেকে মনে হচ্ছিল শহরটা অপূর্ব সুন্দর, আবার আসতে হবে। আর যাওয়া হয়নি যদিও। ছবিগুলো দেখে ভালো লাগলো এবং পুরানো কথা মনে পড়ল। অনেক কাজই করা হয়ে উঠেনি।

বাচ্চাটা ভালো আছে বলে পাইলট জানিয়েছিলেন বিমান গন্তব্যে নামার আগে আগে।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিনা কারণে মানুষ এত উৎসব করতে পারে সেটা এই শহরে না আসলে আমি বিশ্বাস করতাম না।

তানভীর এর ছবি

বসের সাথে তের ঘণ্টা ড্রাইভ করে গেলেন! ছবি দেখে শহরটা বেশ সুন্দর মনে হচ্ছে। সময় পেলে কিছু বর্ণনাও দিয়েন।

মামুন হক এর ছবি

চমৎকার লাগলো দোস্ত। তবে ভ্রমণকাহিনিও শুনতে চাই হাসি

রেজওয়ান এর ছবি
রেজওয়ান এর ছবি
অতিথি লেখক এর ছবি

প্রতিটা ছবিই তো পোস্টকার্ড হিসেবে চালান যাবে। তাও আপনি ছবির কম্পোজিশন আরো ভাল হয়নি বলে আক্ষেপ করছেন? খুব ভাল লাগল। আর আমি কী বাজে ছবি তুলি তার আফসোস হল আবার ইয়ে, মানে...
ভ্রমন্থন চাই!

যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনুপম ত্রিবেদি এর ছবি

ছবি ভালাইছে ...

আপনে ওয়াইড এঙ্গেল ল্যান্সের জন্য এতো কান্দেন ক্যা??? প্যানারোমা বা ভার্টরামা করলেতো পুরাই কেল্লা ফতে। জিন্দেগিতে আর ওয়াইড এঙ্গেল ল্যান্স কেনা লাগবো না।

ভ্রমন কথা লেখেন ... নইলে মাইর মাটিত পড়বোনা ...

===============================================
ভাষা হোক উন্মুক্ত

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

মাহবুব লীলেন এর ছবি

চমৎকার

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চোখ জুড়িয়ে গেল...

সুহান রিজওয়ান এর ছবি

দেখেছেন কান্ড, নানা ধরণের বইপত্র পড়ে আমার ধারণা ছিলো শহরটা ম্যাড়ম্যাড়ে ... তেমন কিছু দেখার নেই...

_________________________________________

সেরিওজা

টেকি মামুন এর ছবি

খুব সুন্দর হয়েছে ছবি ব্লগ ।পুরা ভ্রমন কাহিনী চাই।তাড়াতাড়ি

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগলো হাসি

আশরাফ মাহমুদ এর ছবি

হুমম। গিয়েছিলাম অনেক আগে একবার। আবার যাবো। ইশ, সেসময় যদি আমার ডি৯০ খানা সাথে থাকতো!
ছবি ভালো লাগলো। আরেকটু মনোযোগ দিয়েন।
এই শহরের যা ভালো লাগে তা হলো সম্বন্বয়- (বানান ঠিকাছে?) ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, জীবনযাত্রা, মানুষ এইসব কিছুর সাথে আধুনিকতার অদ্ভুত সখ্যতা। ভালো লাগে।

==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
আলোকবাজি

বাউলিয়ানা এর ছবি

কুইবেকের ছবি ব্লগ ভাল লেগেছে হাসি

ঐতিহ্যবাহী শহরগুলো দেখি বেশিরভাগই নদীর পাড়ে।

সাইফুল আকবর খান এর ছবি

সুন্দর! চলুক

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

তিন নাম্বার ছবিটা অসাধারণ হয়েছে । চলুক

''চৈত্রী''

এনকিদু এর ছবি

কামানের ছবিটায় মনে হচ্ছে মেঘ কামান থেকে বেরিয়ে এসেছে হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সিরাত এর ছবি

জমিয়ে রেখেছিলাম, এখন দেখলাম। খুব ভাল লাগলো। কুইবেক বড়ই সুন্দর শহর। এবার মনে হয় যাওয়া হবে না, সামনে ইচ্ছা রইলো। হাসি এখনকার মত আপনার ছবি দিয়েই ঘুরে আসলাম।

অতিথি লেখক এর ছবি

আমার এক কানাডিয়ান বন্ধু ইয়েন, কানাডা ছেড়ে এসে এখানে(কোরিয়াতে) থাকছে, কানাডাতে মানুষ নেই এই অজুহাতে! শুনে আমার আগ্রহ কমে গিয়েছিল। আপনার ছবিগুলো দেখে আগ্রহ বাড়ছে!

কাজী মামুন

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কানাডায় মানুষ কম, সেটা ঠিক। প্রথম প্রথম বাংলাদেশ থেকে এসে এত কম মানুষ দেখে আমারও খারাপ লাগতো। এখন এটাই ভালো লাগে।

আগ্রহ বাড়ছে মানে কী? এদিকে আসছেন নাকি?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।