[ছবিব্লগ] যদি হারিয়ে যায়...।০৩। সড়কদ্বীপ-ভাস্কর্য-ম্যুরাল

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: রবি, ২১/১২/২০০৮ - ১০:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

ধর্মান্ধ মৌলবাদীদের প্রথম আঘাতটি এসেছে আমাদের জাতি ও সংস্কৃতির অন্যতম ধারক বাহক ঐতিহ্যবাহী সড়কদ্বীপ-ভাস্কর্যগুলোর উপর। নগরের নিসর্গকে মোহময় ও ঐতিহ্যমুখীন করে তোলার প্রয়াস হিসেবে এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ আজ। যাঁরা এর পেছনে তাঁদের অনিবার্য শ্রম-ঘাম বিলিয়ে দিয়ে আমাদেরকে ঋণী করেছেন, তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। মূলতঃ এগুলো টিকে থাকার এক আকস্মিক অনিশ্চয়তা খুব অবাঞ্চিতভাবে সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়ে যাবার প্রেক্ষিতকে মাথায় রেখেই হঠাৎ করে ঘরের মানুষ আমি কীভাবে যেন পথের মানুষ হয়ে টো টো করে খুঁজে বেড়াতে শুরু করলাম এইসব স্থাপনা-ভাস্কর্য-ম্যুরাল আর স্থাপত্যের ঘ্রাণটুকু অন্তত একবার চেখে নেয়ার প্রত্যাশায়। আর সেখান থেকে আমার ২ মেঃপিঃ নকিয়া ৬১২০সি মোবাইল ক্যামেরার চোখ আরো কত কিছু যেন দেখতে শুরু করলো ! সেই ছুঁয়ে দেখাটাকে স্মৃতি করে তোলার প্রয়াস এই সিরিজ আপাতত, যদি হারিয়ে যায়....!
সবাই স্বাগতম...
ছবি ০১: নাম> পরিচিন্তন। স্থপতি> সৌমেন হাজরা। নির্মান> ভাস্কর মৃনাল হক। অবস্থান> পল্টন-শিশু একাডেমী সড়ক, ঢাকা। (উপরে)

Sculpture
ছবি ০২: নাম> কদম ফোয়ারা। ভাস্কর> ...। অবস্থান> শাহবাগ-পল্টন সড়ক, ঢাকা।

Sculpture
ছবি ০৩: নাম> শিল্পী আব্বাস উদ্দীন স্মৃতি চত্বর। ভাস্কর> ...। অবস্থান> পুরানা পল্টন মোড়, ঢাকা।

Monument
ছবি ০৪: নাম> 'শিক্ষা অধিকার'। ভাস্কর> ...। অবস্থান> শিক্ষা অধিকার চত্বর, শিক্ষা ভবন, ঢাকা।

Mural
ছবি ০৫: নাম> কবি নজরূল ম্যুরাল। শিল্পী> ...। অবস্থান> কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ মোড়, ঢাকা।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আব্বাস উদ্দিন চ্ত্তরটা কবে হলো? দেশে অনেক কিছু হয়েছে দেখা যায়।

রণদীপম বসু এর ছবি

তা বেশ ক'বছর তো হবেই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সেই ছুঁয়ে দেখাটাকে স্মৃতি করে তোলার প্রয়াস এই সিরিজ আপাতত, যদি হারিয়ে যায়....!

হারিয়ে যাতে না ফেলি, আসুন তার জন্য ঐক্যবদ্ধ হই।

রণদীপম বসু এর ছবি

চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

সাত রাস্তার মোড়ে নতুন ভাষ্কর্য হয়েছে একটা আজকে দেখলাম । রণদা দেখেছেন নাকি ? কালকে ঐ জিনিসের ছবি তুলতে যাব ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রণদীপম বসু এর ছবি

মিরপুর থেকে সাত-রাস্তার মোড় কোথায় এবং কীভাবে যেতে হয়, এটা বলেন। তাহলে বুঝতে পারবো।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

চালিয়ে যান, রণ'দা। খুবই ভাল একটা কাজে হাত দিয়েছেন...


যুদ্ধাপরাধীদের বিচার চাই

রণদীপম বসু এর ছবি

হুঁম, গোটা পঞ্চাশেক তো উইকিতেই পাঠিয়েছি এবং তা আপলোডও হয়েছে।

এগুলো চালাতে গেলে তো ইয়োগা সিরিজ বন্ধ করে দিতে হবে ! এখন কী করি !

অলটারনেট চালাতে হবে হয়তো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রাগিব এর ছবি

আপনার উইকিতে পাঠানো ছবির লিংকগুলা নিয়ে একদিন একটা পোস্ট দেন।

আর আরেকটা কথা, আপনার দুই একটা ছবি আমাদের "Colours of Bangladesh" সংকলনে যাচ্ছে। কয়েকদিন পরে আপডেট জানাবো।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ রাগিব ভাই,
ঠিকই বলেছেন। আচ্ছা, ছবি অপশনে ক্লিক করে ওখানে লিঙ্ক বসিয়ে দেবো, না কি পোস্ট কনটেণ্টে লিঙ্কগুলো দেবো ? যাতে লিঙ্কে ক্লিক করে সবাই ছবিগুলো দেখবে ?

কোনটা ভালো হবে ?

তার আগে আমারই জানা দরকার ছবি অপশনে ক্লিক করে বক্সে লিঙ্ক বসিয়ে দিলে কি ছবি আসবে ? আসলে কোন্ সাইজে আসবে ? একটু জানাবেন কি ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রাগিব এর ছবি

ছবি তো পোস্ট করেছেনই, আমার পরামর্শটা ছিলো আপনার নিজের রেকর্ড রাখার জন্য, এখানে বা অন্যত্র লিংক গুলো সংরক্ষণ করে রাখতে পারেন।

আর ছবির ক্ষেত্রে উইকিতে দুই রকম লিংক -
http://commons.wikimedia.org/wiki/File:52_to_71.jpg

(এটা ছবির পাতার লিংক, যেখানে বিস্তারিত তথ্য ও ছবি আছে)

আর এই পাতার ছবিটির উপরে ক্লিক করলে পাবেন ছবির জেপিজি ফাইলের সরাসরি লিংক

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/93/52_to_71.jpg

এই পরের লিংকটি আপনি সচলায়তনের ছবি অপসনে ক্লিক করে তার পরে পপ-আপ বক্সে দিলে ছবিটি দেখা যাবে।, এই যে এভাবে -

auto

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ রাগিব ভাই,
শিখে নিলাম। তাহলে ছবি নয়, লিংক পোস্টই দেব।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধুসর গোধূলি এর ছবি

- আপনারে স্যলুট বস। চলুক

ছবিগুলো অনেক সুন্দর এসেছে। ছবির ফাঁকফোকড়ে যে ঢাকাকে দেখতে পাচ্ছি, সেটাও ভালো লাগছে, মুগ্ধতা জাগাচ্ছে। অনেক পরিবর্তন হয়েছে ঢাকার, না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

ভাই, এমন কুক্ষণে বোনাসের টাকা দিয়ে মোবাইলটা নিয়েছি যে, এখন সব লেখা-লেখি বাদ দিয়ে কেবল ছবি তোলে বেড়াচ্ছি ! এরপর বিভিন্ন সাইটে আপলোড করা ! এটা কোনো কথা হলো !

ফোটোবাকেটে মজা পাচ্ছি না ! পোস্টের ছবিগুলো ওখান থেকে লিংক করা। এবার ফেসবুকে আপলোড করেছি গতকাল ১০টা, আজ ৪০টা। মোট পঞ্চাশটা।
আচ্ছা বলতে পারেন, ফেসবুকের লিংক সচলে দিলে ছবি আসবে কিনা ? আরে ! আমিই তো টেস্ট করে নিতে পারি। এই মন্তব্যেই করে দেখি-
auto
হয়েছে কি ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

হলো না কেন ?
'হয়েছে কি?'-এর উপরের ফাঁকা জায়গাটাতেই তো কার্সর রেখে ছবি অপশনে ক্লিক করে লিঙ্কটা দিয়েছিলাম !
http://www.facebook.com/photo.php?pid=236419&l=8e24a&id=1019208663
সচল-টেকিদের কাছ থেকে জানতে চাই, আমার ভুলটা কোথায় হয়েছে ? ছবি আসলো না কেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রাগিব এর ছবি

আপনার ঐ লিংকে যান। ছবির উপরে মাউজের রাইট ক্লিক করেন। ভিউ ইমেজ বা এই জাতীয় কিছু একটা মেনুতে আসবে। সেখানে ক্লিক করে সরাসরি ছবির ফাইল খুলেন।

যেমন, আপনার এই ছবির লিংক ধরে গিয়ে এই সিস্টেমে পাই http://photos-d.ak.fbcdn.net/photos-ak-snc1/v1594/15/72/1019208663/n1019208663_236419_1689.jpg

এর পর লিংক্টা সচলের "ছবি" বাটনে ক্লিক করে আসা ফর্মে বসিয়ে দিলেই ছবি আসবে।
auto
----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

রণদীপম বসু এর ছবি

রাগিব ভাই,
আপনার কাছে পরীক্ষা দিচ্ছি। দেখি পাশ করি কি না !
http://photos-d.ak.fbcdn.net/photos-ak-snc1/v1594/15/72/1019208663/n1019208663_236427_7210.jpg

এই লিংকটাকে এখন দেখি ছবি বানানো যায় কিনা-
auto

উত্তরপত্র জমা দিচ্ছি এখন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্লব রহমান এর ছবি

এই সিরিজটা খুবই চমৎকার! চলুক

---
একটি বিনীতি অনুরোধ, ঢাকার অতিপুরনো একটি ফোয়ারা রয়েছে বঙ্গভবন চত্বরে। সাদা রঙের ভি-প্যাটার্নের কয়েকটি পিলারের ওপর দাঁড় করানো মৃত এই ফোয়ারাটির আরেকটি হুবহু সংস্কৃরণ অনেক বছর আগে শাহবাগ মোড়ে ছিলো। আমাদের উর্বর মস্তিস্কের নগর-পরিকল্পকরা অবশ্য এটি বছর দশেক আগে ভেঙে ফেলেছেন!

যতদূর মনে পড়ে, পর্যটনের পুরনো গাইড-বুকে আধুনিক ঢাকার যে কয়েকটি ছবি দেওয়া হতো, তার মধ্যে এই ফোয়ারাটি ছিলো অন্যতম। এছাড়া সেসব গাইড-বুকে সাবেক আর্ট কলেজের (এখন চারুকলা ইন্সটিটিউট) মূল ভবনের ছবিও স্থান পেতো।

তো ছেলেবেলা থেকেই আমি শাহবাগ মোড়ের ওই ফোয়ারাটিকে মৃত দেখে এসেছি। তবু এটি যখন ভেঙে ফেলা হয়, তখন শৈশবের একটি রঙিন ঘুড়ি ভোঁ-কাট্টা হওয়ার মতো
অদ্ভুদ কষ্ট পেয়েছিলাম।

এখন সম্ভব হলে, আপনার সিরিজে বঙ্গভবন মোড়ের ওই ফোয়ারাটির ছবিটি যদি তুলে দেন! অনেক ধন্যবাদ।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রণদীপম বসু এর ছবি

বিপ্লব ভাই, এখনো সেটার ছবি তোলা হয় নি। তুললে তো অবশ্যই দেবো !
আসলে কোথায় কোথায় যে কী কী আছে তাই জানিনা। বৈতলের মতো হাঁটতে থাকি, সামনে কিছু পড়লে অমনি ক্লিক করে নিই।
বয়েস পেরিয়ে এসে আবারো ভ্যাগাবন্ড সাজলাম আর কি ! আর এটাকে আরো উস্কে দিয়েছে রাগিব ভাই। দেখা যাক্, কোথায় গিয়ে দাঁড়াই !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রাগিব এর ছবি

বিপ্লব ভাইয়ের কথার সূত্রে আরেকটা অনুরোধ, খোদ বঙ্গভবনের ছবি যদি কারো কাছে থাকে, একটু উইকিতে দেন। ভবনটি ১০০ বছর আগে প্রথম বঙ্গভঙ্গের সময়ে নির্মিত হয়, ঢাকার তথা বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এর ছবি আমরা উইকিতে দিতে পারিনি ... (http://en.wikipedia.org/wiki/Bangabhaban )। কারো কাছে ছবি থাকলে পাঠিয়ে দেন।

----------------
গণক মিস্তিরি
ভুট্টা ক্ষেত, আম্রিকা
http://www.ragibhasan.com

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

s-s এর ছবি

ঢাকার অনেক পরিবর্তন হয়েছে, আপনার ছবিতে তা দেখতে পেয়ে চমতকার লাগলো রণদা। খুব চমতকার হচ্ছে সিরিজটি। অভিনন্দন।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ আপনাকে।
আচ্ছা ফেসবুকের লিঙ্ক আসে না কেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

সঙ্গে আছি। চলুক.........

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রণদা... সিরিজটির জন্য অভিনন্দন।
ফেইসবুক থেকে ছবি এখানে আপ্লোড করা যায়... আমি ফেইসবুক থেকেই করি। তরিকা শিখাইতে পারুম না... টেকিদের পরামর্শ নেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

নিজে করতে পারেন, আর শিখাইতে পারেন না !
যান, আমিও শিখমু না ! চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শিরোনামটা ভয় লাগে কেবল...

রণদীপম বসু এর ছবি

নিঃশেষে প্রাণ.......ভয় নাই ওরে ভয় নাই...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।