| জন্মান্ধের দৃষ্টিভ্রমণ---|ছবি-ব্লগ|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ২৯/১১/২০১০ - ১১:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

সচলে মেধাবী ছবিয়ালের অভাব নেই। দুই-মেগাপিক্সেলটা পকেটে নিয়ে যখন বাউণ্ডুলেপনায় মত্ত ছিলাম, তখন সেই তুখোড় ছবিয়ালদের ছবিগুলো দেখলেই ইচ্ছে হতো মেগাপিক্সেলটা ছুঁড়ে ফেলি নর্দমায় ! একদিন ওটাকে স্থায়ী করে দিলাম পকেটেই। এসএলআর নেয়ার দুঃসাহস এখনো ধারণ করতে পারিনি বলে তুলে নিলাম একটা পয়েন্ট-শট ক্যামেরা, এডভান্সড। কিন্তু যতই চশমা লাগাই, জন্মান্ধ চোখে সে কি আর ধরে ! গুণ দা'র সেই পঙক্তি মনে পড়ে- 'তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার !'
অগ্রবর্তী ছবিয়ালদের অনুসরণে আলোকচিত্র ধরতে চাইলে কী হবে, কুড়িয়ে নেয়া চিত্রে আলো তো ধরা দেয় না মোটেও, শুধু অন্ধকারই পড়ে রয় !!
ভাগ্যিস লাজ-লজ্জার পরিমাণ জন্মগতভাবেই হয়তো একটু কম পেয়েছিলাম। নইলে নিচের কিছু নমুনা মেলে ধরার সাহস কখনোই হতো না---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto
---

auto

auto
---

auto
---


মন্তব্য

মেঘ রোদ্দুর এর ছবি

চমৎকার হয়েছে দাদা.....
যাক.....আপনার ছবি দেখে মনে একটু সাহস হলো এই ভেবে যে, পয়েন্ট এন্ড শুট ক্যামেরা দিয়েও কিছু একটা করা সম্ভব......

অনিন্দ্য রহমান এর ছবি

সরল এবং ভালো


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

অছ্যুৎ বলাই এর ছবি

ছবিগুলান ব্যাপক সৌন্দর্য। ঝুড়িতে করে কয়লা ফেলারটা বেস্ট।

মিসিং:
১। ফর্ম্যাটিং
২। বর্ণনা

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সাধারণ ছবিই অসাধারণ। আপনার সাধারণ ছবির মধ্যেই এমন কিছু উঠে আসে যেদিকে ইদানীং কেউ নজর দেয়না। ফটোব্লগ চলুক।

বাংলাদেশের ছবিটা হৃদয়ে একটা মোচড় দিল। ছবিটা বলছে-- অবহেলায় ফেলে রেখেছি প্রিয় বাংলাদেশকে; অথচ অনেক সম্ভাবনাময়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চমৎকার! দেখার দৃষ্টি থাকলে যে ডিএসএলআর লাগে না আপনার ছবিগুলো তার প্রমান। চলুক ফটোবাজি!! চলুক

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কৌস্তুভ এর ছবি

চলুক

জায়গাগুলো নিয়ে একলাইন করে বললে আরো ভালো হত।

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

ছবিগুলো অনেক সুন্দর হইসে। মাছির ছবিটা কেমনে তুল্লেন? আমিতো ভাবসিলাম ডি এস এল আর ছাড়া এই টাইপের ছবি তোলা সম্ভব না।
ভাল থাকবেন।

শামীম এর ছবি

ছবি দেখার আনন্দটা রয়ে গেল ... ... এ্যাত সময় পান কেমতে তাই ভাবি!
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

তাসনীম এর ছবি

ছবিগুলো খুব ভালো লাগলো। যেটা বলতে চেয়েছিলাম, সেটা মুর্শেদ বলে দিয়েছে...ওর কথাই আবার কোট করি।

দেখার দৃষ্টি থাকলে যে ডিএসএলআর লাগে না আপনার ছবিগুলো তার প্রমান।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রাহাত এর ছবি

ছবিগুলো খুব ভাল লাগলো।

দ্রোহী এর ছবি

"সাইজ ডাজন্ট ম্যাটার চপিং উড" এর বাংলা করলে হয় ভাল খোমা খিঁচাইতে ডিএসএলআর লাগে না।

রণ'দা, ছবিগুলো দৃষ্টিনন্দন হয়েছে।


কাকস্য পরিবেদনা

তিথীডোর এর ছবি

ছবিতে উত্তম জাঝা!

________________________________________
"আ jষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

চমৎকার লাগলো! পয়েন্ট এ্যান্ড শুট! ব্যাপক আশান্বীত হইলাম, ডিএসেলআর এর খেদ কিছুটা কমানো যাবে। হাসি
ফটোব্লগে বিষয় নির্ধারিত থাকলে আমার মতো মূর্খের জন্যে সুবিধা হইত। মন খারাপ

অতিথি লেখক এর ছবি

সুন্দর ছবিগুলো। সবচেয়ে ভাল মাছি আর চাঁদের ছবিদুটো।

কামরুল হাসান রাঙা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অপূর্ব ছবিগুলো। চলুক!!!!!!!!

নীলকান্ত এর ছবি

চমৎকার হয়েছে ছবিগুলো দাদা।


আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি


অলস সময়

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব সুন্দর ছবিগুলো।

মূলত পাঠক এর ছবি

চমৎকার ছবি হয়েছে স্যার। ফরম্যাটিং নিয়ে সমস্যাটা কী করে দূর করা যায় সেইটা প্রশ্ন, একেবারে চৈনিক প্রাচীরের মতো বাড়তে বাড়তে চলে গেছে যে। হাসি

কীর্তিনাশা এর ছবি

অসাধারণ সব ছবি রণ'দা।

শাটার টেপা চলতে থাকুক চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চমৎকার
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

মন্তব্যকারী বন্ধু সবাইকে অনেকানেক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উৎসাহ দেয়ার জন্যে।
কম্পুকানা বলে ব্লগের ফরমেটিংটা সম্ভব হয়নি আমার পক্ষে। পরীক্ষামূলকভাবে প্রতিটা ছবির নিচে তিনটি করে ডট দিয়ে দেখলাম নিচে নিচে থাকে কিনা। সেগুলো সব একসাথে জট পাকিয়ে উপরের ছবিগুলোর ডানদিকে অবস্থান ধর্মঘটে বসে গেছে ! তাই ছবির বর্ণনা দিলে শেষপর্যন্ত ব্লগপোস্টটা হেজিপেজিতে ভরে সৌন্দর্যহানি ঘটতে পারে ভেবে ইচ্ছে থাকা সত্ত্বেও দেয়া হয় নি।
বর্তমান অভিজ্ঞতার ক্রেডিট হিসেবে আশা করছি আগামীতে বিষয়ভিত্তিক অল্প ছবি ও সাথে ছবির গল্প নিয়ে ছবিপোস্ট দেয়া যায়। ইচ্ছেটুকু ধারণ করে রাখলাম। সময় ও সুযোগ মতো তা বাস্তবায়নের চেষ্টা করবো।

আবারো ধন্যবাদ সবাইকে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাইফ তাহসিন এর ছবি

রণদা, সম্পাদনার ঘরে গিয়ে প্রতিটা ছবির মাঝে ২ লাইন ফাঁক যোগ করে দেন (২বার করে enter চেপে দেন), তাহলে এরকম ঘাড়ে উঠে থাকবে না। আর যদি মাইন্ড না খান, আপনার ছবির কোনাইচ্চা ফ্রেম আপনার ছবির সৌন্দর্য কিছুটা হলেও খর্ব করেছে। বরং চারদিকে সমান পরিমাণ কালো বর্ডার দিতে পারেন, যদি কমবেশি সবাই তাই করে, আপনার হয়ত ইচ্ছা ছিল অন্যদের থেকে আলাদা করে পরিবেশন করার। অবশ্য এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, আপনার যেমনভাবে ভালো লাগবে, সেভাবেই দিবেন।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রণদীপম বসু এর ছবি

ছবি একটাকে আরেকটার ঘাড় থেকে নামানোর টিপস দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু সচলের এডিট সিস্টেম মনে হয় তা গ্রহণ করতে রাজী নয় ! হয় নি।

আর কোণাকোণি ফ্রেম ব্যবহার করি সবাইকে একটু ঘাড়ের ব্যায়াম করানোর জন্যে। রস নেয়ার মওকায় যদি একটু ব্যায়াম হয়ে যায় মন্দ কী ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সাইফ তাহসিন এর ছবি

হো হো হো ঘাড়ের ব্যায়ামের কথাই ঘর ফাটায় হেসে উঠলাম, রণদা রক্স!

ছবি যদি ঘাড় থেকে না নামে তাইলে পরের বার গুরু ফ্লিকার বা পিকাসা দিয়া আপাইয়েন, তাইলে এরাম সমস্যা হয় না। আমার মাথায় আর কোন কুবুদ্ধি আসতেছে না, চিন্তা ভাবনা করতে থাকি, দেখি কিছু ভাইবা বাইর করতে পারি কিনা!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নিবিড় এর ছবি
আনন্দী কল্যাণ এর ছবি

চমৎকার হাসি

শুভাশীষ দাশ এর ছবি

আপ্নে গুণী লুক।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

রণদীপম বসু এর ছবি

আমি একটু বেলাজ গোছের হইলেও আপনার কথায় শরম পাইলাম !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ধূমকেতু  [অতিথি] এর ছবি

দাদা, অসামান্য। আমার অবশ্য ল্যান্ডস্কেপ বেশি ভালো লাগে। আমাকে কিন্তু চেনেন আপনি!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।