| চতুষ্পদী কষ্টগুলো… |৩৬-৪০|

রণদীপম বসু এর ছবি
লিখেছেন রণদীপম বসু (তারিখ: মঙ্গল, ০৬/০৮/২০১৩ - ১:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

(৩৬)
বৃষ্টির কাছে কতো যে দেনা আমার, জানতে চাইলো না কেউ।
যখন জানলো ওই মেয়েটি শুধুই-
মুঠোর ভেতরে রাখা নগ্ন রোদ্দুর নিয়ে সামনে দাঁড়ালে তুমি;
বুঝলে না, কিছু কিছু দেনা হয়- শোধ দিতে কেটে যায় অনেকটা জীবন !
.
(৩৭)
প্রবল পঙক্তির ঘোরে এভাবে কতোকাল আর,
আমি কি নিঃসঙ্গ মাছ, না কি তুমুল ডুবুরি ছিলাম !
আশ্চর্য বোতামগুলো খোলোই না-হয়,- একবার দেখে যাই শুধু
তারপর ফিরে যাই পুরনো সীমান্তে আবার !
.
(৩৮)
তোমাকে শোনাবে বলে
যে-কথাটি বলেছিলাম নদীর কানে কানে,
নদীও বেহায়া খুব-
সে-কথা সে বললো গিয়ে অন্য কারো কানে !
.
(৩৯)
সাঁতার না জানলেও মাঝি হওয়া যায়-
যদি নৌকো ভাসাতে জানে;
তোমার নরম নদী সাঁতরে পেরোতে গিয়ে- কোথায় সে তটরেখা !
কেবলই হারিয়ে যাই স্রোতের টানে।
.
(৪০)
একদিন পৃথিবীতে সন্ধ্যা নামবে ঠিকই;
যেদিন তুমি আমি থাকবো না কেউ- রয়ে যাবে ছায়ারাই শুধু।
ছায়াও রঙিন হয়- কাছে থাকো যদি,
এসো না দু’জনে আজ ছায়ার যৌবনে মিশে অনঙ্গ আল্পনা হই !

(চলবে…)

[৩১-৩৫] [*] [৪১-৪৫]


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

তোমাকে শোনাবে বলে
যে-কথাটি বলেছিলাম নদীর কানে কানে,
নদীও বেহায়া খুব-
সে-কথা সে বললো গিয়ে অন্য কারো কানে !

বেহায়া নদীকে দিক্কার... কবিকে চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রণদীপম বসু এর ছবি

আপনিই বুঝলেন মনের কথাটা ! চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রিয়াজ এর ছবি

নদীর কানে কানে কিছু বলা বেশ বিপদজনক হতে পারে,মনে হচ্ছে।
ভালো লেগেছে,দাদা। দেঁতো হাসি

রণদীপম বসু এর ছবি

কানে কানে বলা সব কথাই বিপজ্জনক ! চিন্তিত

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

সাঁতার না জানলেও মাঝি হওয়া যায়-
যদি নৌকো ভাসাতে জানে;

রণদীপম বসু এর ছবি

জী

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

চলুক
ইসরাত

রণদীপম বসু এর ছবি

হুমম ! চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুমিমা ইয়াসমিন এর ছবি

চলুক

রণদীপম বসু এর ছবি

হ, সেইরমই তো ভাবছিলাম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানিম এহসান এর ছবি

বুঝলে না, কিছু কিছু দেনা হয়- শোধ দিতে কেটে যায় অনেকটা জীবন!

চলুক!

রণদীপম বসু এর ছবি

এই চলা এক জীবনে কি শেষ হবে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

কি আশ্চর্য! নদীর কাজ-ই এ কান থেকে ও কান-এ ঘুরে যাওয়া! তার কান-এ কেউ কিছু বলে! মাঝখান থেকে যার নাম-এ বলা, তার কি কেলেংকারিয়াস অবস্থা! কবিদের নিয়ে আর পারা যায় না!
যাক গে, চলুক এই রকম-ই, সবাই এখন বুঝে গেছে চোখ টিপি
- একলহমা

রণদীপম বসু এর ছবি

হ ! কী বেবাটের মতো যে নদীর কাছে বলতে গেলাম ! কী কেলেংকারি ! কিছুই আর গোপন থাকলো না !! ইয়ে, মানে...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

Fallen Leaf এর ছবি

ভাল লাগল। চলুক

রণদীপম বসু এর ছবি

ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

আয়নামতি এর ছবি

ভাগ্যিস কানে কানেই বলেছিলেন। এসএমএস করলে কি বিপদটা হতো বুঝতে পারছেন?
পুরো শহরে, কিংবা রাষ্ট্রময় পোস্টারিং খাইছে ও ভুলে যাবেন না রণদা!

কবিতায় হাততালি

রণদীপম বসু এর ছবি

ভাগ্যিস নদীর নেটওয়ার্ক হাওয়ার বদলে পানিতে ! নইলে কী যে হতো !! অ্যাঁ

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কড়িকাঠুরে  এর ছবি

হুম...

রণদীপম বসু এর ছবি

হ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জোহরা ফেরদৌসী এর ছবি

কিছু কিছু দেনা হয়- শোধ দিতে কেটে যায় অনেকটা জীবন !

ভয়াবহ সত্যি কথা।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

রণদীপম বসু এর ছবি

হুমম !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

তোমাকে শোনাবে বলে
যে-কথাটি বলেছিলাম নদীর কানে কানে,
নদীও বেহায়া খুব-
সে-কথা সে বললো গিয়ে অন্য কারো কানে।।
কত কথা গোপন রাখি একজন প্রিয় মানুষকে বলার জন্য,কিন্তু ব্যস্ততার কারণে বা অন্য কোন কারণে যখন কথাগুলো মৌন নদীর বুকে তরঙ্গায়িত হয়ে ঘুরে ফেরে একূল থেকে ওকূলে তখন হঠাৎ তটরেখায় দাড়িয়ে নিরালায় তাঁর অস্তিত্বের সাথে মনের রং দিয়ে একাকী ছায়ার সাথে রং এর জলকেলী করতে কতই না ভাললাগে।।।।

রণদীপম বসু এর ছবি

চলুক

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

বৃষ্টির কাছে কতো যে দেনা আমার, জানতে চাইলো না কেউ।
যখন জানলো ওই মেয়েটি শুধুই-
মুঠোর ভেতরে রাখা নগ্ন রোদ্দুর নিয়ে সামনে দাঁড়ালে তুমি;
বুঝলে না, কিছু কিছু দেনা হয়- শোধ দিতে কেটে যায় অনেকটা জীবন !

-এস এম নিয়াজ মাওলা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।