কাবুলে দুই চক্কর

রাতঃস্মরণীয় এর ছবি
লিখেছেন রাতঃস্মরণীয় [অতিথি] (তারিখ: রবি, ০১/০৭/২০১২ - ১২:০৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাঁচ বছর পর আফগানিস্তানে এলাম। পরিবর্তন বিশেষ কিছু চোখে পড়লো না শুধু মতুন নতুন কিছু বাড়ি ছাড়া। তবে সিকিউরিটির অনেক অবনতি হয়েছে। যাহোক, গত উইকেন্ডে তালিবান হামলার কারণে বেরোতে চেয়েও বেরোন হলোনা। তাই এই উইকেন্ড আর মিস করতে চাইলাম না। সিকিউরিটি ক্লিয়ারেন্স আগেই নিয়ে রাখলাম। তবে তালিবান হামলার কারণে ক্বারঘা লেকে যাওয়ার অনুমতি মিললো না।

গতকাল দুপুর পর্যন্ত শহরেই ঘুরলাম, কিছু শুকনো ফল কিনলাম, তারপর দুপুরে দিল্লী দরবার রেস্তোরায় বিরিয়ানি খেলাম আমি আর ফিলিপিনো বান্ধবী ভেনাস। দুপরের নামাজের পর আমাদের সাথে যুক্ত হলে আফগান বন্ধু হাফিজ সুলতানী। প্রথমেই যাত্রা করলাম দারুল আমান প্যালেস অভিমূখে। এটাকে আফগানরা স্থানীয় উচ্চারণে বলে দার্লামোন প্যালেস। একটু বলে রাখি, আফগানরা যে কোনও শব্দের প্রথম ‘আ’কারটির পরের ‘আ’কারগুলোতে ‘আ’ উচ্চারণ না করে বরঞ্চ ‘ও’ উচ্চারন করে থাকে। যেমন, বাজার শব্দটিকে আফগানরা উচ্চারণ করে বাজ্বর, ইত্যাদি।

দারুল আমান প্যালেস ১৯২০ সালে কিং আমানুল্লাহ খান তৈরী করে আধুনিক আফগানিস্তান গঠনের অংশ হিসেবে। ১৯৬৯ সালে প্যালেসটি প্রতিরক্ষা মন্ত্রণালয় দখল করে ফেলে এবং তারপর থেকে এটা তাদের দখলেই আছে। ১৯৭৮ সালের কমিউনিস্ট ক্যুয়ের সময় এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সময় প্যালেসটি মুজাহেদিনদের শেলের আঘাতে ধ্বংসপ্রায় হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এখানে ঢোকা মানা, ছবি তোলা মানা, মানে কঠোরভাবে মানা। ভিতরে আফগান ন্যাশনাল ফোর্সের আর্মিরা থাকে। হাফিজ প্যালেসের সামনে দাঁড়ানো পুলিশের সাথে গিয়ে কথা বললে পুলিশ গাড়িতে বসে থেকে ছবি খিঁচতে বললো। তবে তা যেনো দুএকটা বেশি না হয়। পুলিশের নির্দেশ শিরে ধারণ করে মাত্র একটা ছবি তুলেই ক্ষ্যান্ত দিলাম। গুগলে এটার হাজারো ছবি পাবেন।

তারেকাণু গংদের প্রতি পরামর্শ- আফগানিস্তানে ভূলেও ক্যামেরা ঘাড়ে ঝুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াবেন না। ভূল করেও যত্রতত্র তসবীর খিঁচে বেড়াবেন না অনুমতি ছাড়া। ছবি খেঁচার আগে আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিন। নৈলে হয়তো জীবন দিয়ে এর খেসারত দিতে হতে পারে।

এরপর যাত্রা করলাম শাহ শহীদের দিকে। বেশ উঁচুতে অবস্থিত এই শাহ শহীদে আছে কিং নাদির শাহের সমাধী। আফগানদের ইতিহাসে নাদির শাহ একজন বৃটেনের দালাল হিসেবে পরিচিত। এক স্কুলপড়ুয়া কিশোরের হাতে তার হত্যাকাণ্ডের পর তার ছেলে জহির শাহ আফগান কিং হিসেবে অভিষিক্ত হয়।

এখান থেকে কাবুল শরের বেশ বড়সড় একটা অংশ দেখা যায়। আমাদের গাড়ি ভ্যালীতে ঢোকার মুখেই নিরাপত্তা তল্লাশী। সৈনিকেরা তো বিশ্বাসই করছেনা যে আমি বাংলাদেশী। তাদের ধারণা আমি পাকিস্তানী। যাহোক, তারা আমাদের ভিতরে ঢুকতে দিলো। কিছুটা চালিয়ে উঠে সমতলে আসতেই টগবগিয়ে একদল ঘোড়সওয়ার এগিয়ে এলো এবং চিঁহি চিঁহি রবে ঘোড়াগুলো আমাদের গাড়িটাকে ঘিরে ফেললো। আমরা ঘোড়ায় চড়তে অনাগ্রহ প্রকাশ করলাম কিন্ত তারা ক্রমাগত অনুরোধ করে যেতে লাগলো। অবাক হয়ে দেখলাম এই দলে একটা শিশু আছে যার বয়স কোনোমতেই ৭ এর বেশি না, আমাদের রাফিনের থেকেও পিচ্চি। সেই পিচ্চি বিশাল একটা ঘোড়া চালাচ্ছে! একেই বলে জীবিকার তাগিদ। সেখানে আরও মিলেছে ঘুড়ির মেলা। ছবিগুলো সব একসাথে একটার পর একটা দিয়ে দিচ্ছি।

আজ সকালে উঠে গেলাম বাগ-এ-বাবুর বা বাবর গার্ডেনে। সেই আমরা তিনজনেই। ১৫২৮ সালের দিকে মোঘল সম্রাজ্যের প্রতষ্ঠাতা জহিরুদ্দীন মোহাম্মাদ বাবর এই বাগান প্রতিষ্ঠার নির্দেশ দেয় এবং অনতিবিলম্বে তার সেই নির্দেশ বাস্তবায়িত হয়। এরপর বিভিন্ন সময়ে তার উত্তরাধিকারী মোঘল সম্রাটেরা এর সংস্কার ও পরিবর্ধণ করে।

টিকেট কেটে ভিতরে ঢুকেই একটা চাতাল পেরিয়ে তারপর ঢুকলাম যাদুঘর টাইপের কিছু একটায় যেখানে বিভিন্ন তথ্যমূলক ছবি রাখা আছে আর পুরনো কিছু পাথুরে নকশার ধ্বংসাবশেষ রাখা আছে।

এরপর ঢুকলাম মূল বাগানে। সিঁড়ি উঠে গেছে উপরের দিকে আর হাতের দুদিকে ফুল বাগান আর গাছ। সেখানেই বসে আছে যারা পরিবার নিয়ে এসেছে। সিকিউরিটি গার্ডেরা বাঁশি বাজিয়ে সতর্ক করে দিচ্ছে যেনো অন্যেরা নারী ও শিশুদের ওইদিকে না যায়।

এরপর সামনে পড়লো একটা হল। হল পেরিয়েই মসজিদ, ১৬৩৮ সালে সম্রাট শাহজাহানের নির্দেশে তৈরী করা। বেশ কিছু মানুষ নামাজ পড়ছে সেখানে।

হলের বারান্দায় দাঁড়ানো একজন নিরাপত্তারক্ষীর সাথে হাফিজ কথা বলে জানতে পারলো যে সম্রাট বাবরের সমাধীন্থল তালাবন্ধ অবস্থায় থাকে। সুতরাং ভিতরে ঢুকে দেখার কোনও উপায় নেই। হাফিজের অনুরোধে রক্ষী তার কাছে থাকা চাবি দিয়ে ওটা খুলে দিতে রাজী হলো। আমি স্বাভাবিকভাবে জুতো খুলে ঢুকলাম কিন্তু দেখি হাফিজ ও সেই রক্ষী জুতো পরেই ঢুকে পড়লো। রক্ষী আমাকে জুতো পরে ঢুকতে বললেও আমি আবার বেরিয়ে গিয়ে জুতো পরলাম না। সেখানে শুধু যে সম্রাট বাবরের কবর তা’ই নয়, তার এক ছেলে, এক নাতি এবং মোঘল বংশের আরেক সম্রাট আলমগীর-২ (আজীজ-উদ-দীন) এর কণ্যা খাদিজাতুজ্জামানী। হাফিজ পড়ে দিলো বাবরের ছেলে এবং নাতির সমাধীফলকের নামগুলো। ওগুলো হচ্ছে আবদুল মুজাফফার নূরুদ্দীন এবং ইনায়েতুল্লাহ। তবে এদের মধ্যে কে বাবরের পুত্র হিন্দাল (ইংরেজী ফলকনুসারে) এবং কে নাতি তা বোঝা গেলো না।

মরেও শান্তি নেই। উল্লেখ করতে হবে যে বাবর মারা যায় ১৫৩০ সালের ২৬ ডিসেম্বরে আগ্রায় এবং সেখানেই তার সমাধী হয়। কিন্তু প্রায় ১০ বছর পরে ১৫৪০ সালে তার দেহাবশেষ এখানে এনে পুনরায় সমাধীস্থ করা হয় যা অদ্যাবধী এখানেই আছে।

এখান থেকে বেরিয়ে গেলাম হারেমখানার দিকে। এটা সংস্কারের ঠেলায় এমন অবস্থায় এসে ঠেকেছে যে দেখে বোঝার কোনও উপায় নেই যে এটা একদা মোঘল নম্রাটের হেরেমখানা ছিলো। এটার দায়িত্ব এখন একটা আর্ট প্রতিষ্ঠানের হাতে। ওরা রোজ দুপুর ১টা থেকে সাধারণের জন্যে এটা খুলে দেয়। সেখানে হরেক রকম আর্ট, ফটোগ্রাফী, আর ভিডিও শো চলে। ভালোও লাগেনি আবার এক্কেবারে মন্দও লাগেনি।

শুধুমাত্র হারেমখানার ভিতরে যে ডিভাইডার ছিলো সেটার ধ্বংসাবশেষ এখনও রেখে দিয়েছে ইতিহাসের একমাত্র নজীর হিসেবে।

তবে একটা জায়গায় ওরা বামিয়ান থেকে কিছু মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্র রেখেছে। এগুলো দেখে বেশ ভালো লাগলো। আর একটা জিনিস, ওরা সেই পুরনো স্থাপনার বিভিন্ন জায়গায় নকশাগুলো সাজিয়ে রেখেছে।

এই প্রস্তরখন্ডটি জার্মানীর কাসেল থেকে আনা। বিস্তারিত জানিনা তবে ২য় বিশ্বযুদ্ধের সাথে এর কিছু সম্পৃক্ততা আছে।

সেখানে আছে এক ইন্টারেস্টিং জিনিস, একটা বেশ বড়োসড়ো সুইমং পুল। এতে বোঝা যায় যে মোঘল সম্রাটরা জলকেলীতেও বেশ আগ্রহী ছিলো।

এখানে আরও আছে একটা অষ্টভূজ জলাধার যেখান থেকে পানি গড়িয়ে গড়িয়ে একদম বাগানের সর্বনিম্ন ধাপ পর্যন্ত চলে যায়। দারুন একটা সিস্টেম।

বেরিয়ে আসার মুখে (বা ঢোকারো মুখে বলা যায়) আফগানিস্তানের গ্রাম্য এক কুঠিরের নমুনা। জানিন কি কারনে রাজা-বাদশাহদের রাজত্বের মধ্যে এই পর্ণকুটীরের স্যাম্পল!

মোটের উপর আমি এই ভ্রমণে তৃপ্ত তো নই’ই বরং খারাপ লেগেছে ঐতিহাসিক জায়গাগুলোর দূর্দশা দেখে। তবে বাবর গার্ডেনে যতোটাই বিরক্ত হইনা কেনো, একটা বিষয় দেখে আমি মোহিত। সুবিশাল জায়গাজুড়ে এরা যতটুকু পেরেছে ডিজেবিলিটি এক্সেসের জন্যে হুইল চেয়ার রেখেছে এবং র‍্যাম্প বানিয়েছে। যুদ্ধবিধ্বস্থ এক অশান্ত দেশ আফগানিস্তান ডিজেবিলিটে এক্সেস নিয়ে ভাবে আর আমরা অনেকেই একজন ডিজেবল আশরাফুল মাখলুকাত আদম সন্তানকে ‘লাগেজ’ বলতেও দ্বিধা করি না।


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

জাউজ্ঞা। এগিনি তো সব দেখলাম পড়লাম বুঝলাম। তয় আপনি এখনোই বাইচ্যা আছেন ওখানে ? চিন্তিত

রাতঃস্মরণীয় এর ছবি

শয়তান-বজ্জাতেরা এতো সহজে মরেনা ভাইডি। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- জাউজ্ঞা, আপনে ভালো তো?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তাপস শর্মা এর ছবি

বলেন কি? আপনে তো দেহি আমার ওরিজিন্যাল ভাই বেরাদার, শয়তানী হাসি কোলাকুলি আসেন বদ্দা।

আমি ভালা আছি শয়তানের কৃপায়। দেঁতো হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

কোলাকুলি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অরফিয়াস এর ছবি

ভালো লেগেছে ভ্রমন বর্ণনা| যাক শেষ পর্যন্ত ছবি দিলেন| দেঁতো হাসি

সুবিশাল জায়গাজুড়ে এরা যতটুকু পেরেছে ডিজেবিলিটি এক্সেসের জন্যে হুইল চেয়ার রেখেছে এবং র‍্যাম্প বানিয়েছে। যুদ্ধবিধ্বস্থ এক অশান্ত দেশ আফগানিস্তান ডিজেবিলিটে এক্সেস নিয়ে ভাবে আর আমরা অনেকেই একজন ডিজেবল আশরাফুল মাখলুকাত আদম সন্তানকে ‘লাগেজ’ বলতেও দ্বিধা করি না।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ অরফিয়াস।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তারেকানুর সাথে পাল্লা দিতেছেন নাকি ভাই?

রাতঃস্মরণীয় এর ছবি

তারেকাণুর লগে পাল্লা দিতে হৈলে রাতঃস্মরণীয়র আরও ৫ বার জন্ম লইতে হৈবো। ব্যাডার এনার্জি আছে, আর পারেও ব্যাডা। অ্যাঁ

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অতিথি লেখক এর ছবি

নববর্ষার প্রথম দিনে বাবুর বাদশাহ জালালাবাদের আখ খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন- সৈয়দ মুজতবা আলী লিখে গেছেন । খুঁজে বের করলাম আবার বাবুর বাদশাহর সমাধি দেখতে দেখতে । আপনিও খেয়ে দেখতে পারেন...

কড়িকাঠুরে

রাতঃস্মরণীয় এর ছবি

জালালাবাদে একসময় গিয়েছি তবে আখের কথা জানতাম না। জানলে তো অবশ্যই টেস্ট করতাম। ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

Guest_Writer নীলকমলিনী এর ছবি

লেখাটি পড়ে কাইট রানার বইটি আর মুভিটির কথা মনে পড়ে গেল। আপনার লেখায় প্রথম মন্তব্য, গত একবছরে সচলে যা লিখেছেন সবই পড়েছি, যাদের লেখা দেখলেই পড়ি আপনি তাদের একজন। ধন্যবাদ আফগানিস্তানের উপর লেখার জন্য।

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ নীলকমলিনী।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রৌঢ় ভাবনা এর ছবি

সেই কোন কিশোর বেলায় মুজতবা আলীর লেখার মাধ্যমেই আফগানিস্তানের সাথে পরিচয়, এবং তাঁর লেখার গুণেই আফগানিস্তানের প্রতি এক ধরনের আগ্রহ।
আপনার লেখা এবং ছবিগুলো সেই কিশোর বয়সে পড়া মুজতবা আলীর লেখাগুলোর কথা মনে করিয়ে দিল। ভাল লেগেছে, আপনার লেখা ও ছবিগুলো।

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে মুরুব্বী।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সত্যপীর এর ছবি

আহা বাদশা আমানুল্লা, রাণী সুরাইয়া, বাচ্চা-এ-সকাও! দেশে বিদেশের কথা মনে পড়ায় দিলেন ভাইটি।

বাগ-এ-বাবুর এর ছবি খুব ভালো লাগল। জীবনে কোনদিন আফগানিস্তান যাওয়া হবে এই আশা করিনা, তাই ছবি দেইখাই তৃপ্ত হই।

অসাধারন পোস্ট।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

আহা! আবদুর রহমান!
কড়িকাঠুরে

রাতঃস্মরণীয় এর ছবি

জীবনে কোনদিন আফগানিস্তানে যাওয়া হবেনা কেনো? অ্যাঁ

ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ওডিন এর ছবি

একটা জিনিস বাদ গেছে, এইখানে আপনার একটা ছবি দরকার ছিলো, হাতে একটা প্ল্যাকার্ড নিয়া দাঁড়ায়া আছেন, আর তাতে লেখা "তারেক অণু ওয়াজ নট হিয়ার" খাইছে

আর আপনে কাবুল গেছেন- ওই একটা কারণেই আপনারে ফাইভ স্টার জেনারেলের পদকে ভূষিত করলাম হাসি

সত্যপীর এর ছবি

উনি একটিভ ওয়ার জোনে আসেন, ফিল্ড মার্শাল পদবিও দেয়া জায়েজ আসে.

..................................................................
#Banshibir.

ওডিন এর ছবি

তা ঠিক অবশ্য হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

জেনারেল জায়েজ আছে কিন্তু ফিল্ড মার্শাল না। এটা হতে গেলে অন্তুত একটা যুদ্ধে দেশের নেতৃত্ত্ব দেওয়া লাগে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মুস্তাফিজ এর ছবি

হাক্তার চোখ দেখাও। ৩০ নাম্বার ছবিতে আমাদের পর্যটক বুদ্ধের সাথে দাঁড়িয়ে আছে।

...........................
Every Picture Tells a Story

ওডিন এর ছবি

কিন্তু হাতে "তারেক অণু ওয়াজ নট হিয়ার" প্ল্যাকার্ড নাই তো খাইছে

রাতঃস্মরণীয় এর ছবি

ডাক্তারের কাছে একটা এ্যাপোলোজি চাইবার আছে- বইমেলায় প্রমিস করেছিলাম আফগানিস্তান যাওয়ার আগে আপনাকে জানাবো। কিন্তু ব্যাস্ততায় এমনই দিশেহারা অবস্থার মধ্যে পড়েছিলাম, যে আপনাকে বলার কথা বেমালুল ভুলে খেয়েছি। সরি ভাইডি। মন খারাপ

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রাতঃস্মরণীয় এর ছবি

জানতে মন চায় আপনার চোখের হর্সপাওয়ার কতো মুস্তাফিজ ভাই। আপনি ঠিকই দেখে ফেলেছেন! তবে ওটা কিন্তু পোলান্ডের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের বিশাল একটা ছবি। ধন্যবাদ।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ ওডিন। তারেকাণুরে চ্যাতান, তাইনা? কোনদিন দেখবেন তারেকাণু ঠিকই কান্দাহার বা হিলমান্দের পাহাড়ের উপর দাঁড়িয়ে পোজ দিচ্ছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ক্রেসিডা এর ছবি

ভালো লেগেছে লেখা। ছবি পাওয়ায় আরো ভালো লাগলো পড়তে। আপনাদের চোখ দিয়েই বাইরের দুনিয়া দেখা আপাতত!

হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

রাতঃস্মরণীয় এর ছবি

আপনাকে ধন্যবাদ ক্রেসিডা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

অমি_বন্যা এর ছবি

আমারও মনে পড়ে গেলো কাইটস রানার মুভিটার কথা। আফগানিস্তানে যাওয়া হবেনা হয়তো তবে অনেকখানি ধারণা দিলেন আপনার ছবি আর বর্ণনার মাধ্যমে।

ভালো থাকুন , নিরাপদে থাকুন রাতঃ দা।

রাতঃস্মরণীয় এর ছবি

আফগানিস্তাণে যাওয়া হবে না কেনো? অ্যাঁ

ধন্যবাদ আপনাকে বন্যা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আব্দুর রহমান এর ছবি

আফগান খানাখাদ্য নিয়ে কিছু লেখার জন্যে আবদার জানিয়ে গেলাম, বিশেষ করে ফলমূল আর নানান ধরনের কাবাব।

লেখা ভালো লাগলো, (গুড়)

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

রাতঃস্মরণীয় এর ছবি

আমি তো বিশেষ ভোজনরসিক নই বরঞ্চ সাদা ভাত আর মশুরের ডাল ছাড়া বেশ বিপদেই আছি। বাসার জন্যে অবশ্য বেশ কিছু শুকনো ফল কিনেছি। দেখি আগামীতে কখোনো এগুলো নিয়ে লেখা হয় কি না। ধন্যবাদ আপনাকে আব্দুর রহমান।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মাহবুব লীলেন এর ছবি

আফগানিস্তানের সাথে আমার পরিচয় মুস্তবা আলী দিয়ে। আর সেই আফগান শবনমের দেশ। কিন্তু আপনার আফগান ভ্রমণে শবনম কই?

রাতঃস্মরণীয় এর ছবি

সিনিয়র বড়োভাই কি যে কন! লইজ্জা লাগে লইজ্জা লাগে লইজ্জা লাগে

আফগানিস্তানে বিভিন্ন সময়ে যাদের সাথে কিঞ্চিত এশকে দেহররম-মহররম হয়েছে, তেনারাও আমারই মতো মুসাফির। তেনাদের কেউই আফগানিস্তানের শবনম নন। ধন্যবাদ লীলেন ভাই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

রংধনুর কথা এর ছবি

চলুক

রাতঃস্মরণীয় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তারেক অণু এর ছবি

হাততালি

দারুণ! আহা, ঘুড়ি দেখে কাইট রানারের কথা মনে পড়ে গেল।

ক্যামেরা কাঁধে ঝুলিয়ে ঘুরতে পারব না? আরেক কাঁধে কালাসনিকভ থাকলেও!

রাতঃস্মরণীয় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

জ্বী না ভাইডি। যাদের কাঁধে কেলু থাকে তাদের কাঁধে কোনোদিন ক্যামেরা থাকেনা। যাওয়ার আগে তালিম নিয়ে তারপর যেয়েন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সুলতান এর ছবি

লেখা এবং ছবি ভালো লেগেছে। কিন্তু ভাই আপনারে নিয়ে কিন্তু আসলেই চিন্তা করতেছি।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ মানিক। ৫ তারিখে আসছি, চিন্তা কোরো না।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ব্লুবেরী-নাইট এর ছবি

আফগান লোকরাই তো আফগানিস্তান যায় না। আপনে গেছেন কেন?

রাতঃস্মরণীয় এর ছবি

ঠিক বলেছেন, সিভিল ওয়ারের সময় যারা আফগানিস্তান ছেড়ে বাইরে গিয়ে এস্টাব্লিশড হয়ে গেছে, তারা আর সহসা আফগানিস্তানে আস্তে চায়না। কিন্তু আমাদের মতো শ্রমিকদের তো দুটো অন্নের সংস্থানে যেতেই হয়। ধন্যবাদ আপনাকে ব্লুবেরী-নাইট।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দ্রোহী এর ছবি

আলী সায়েবের শবনমের কারণে আফগানিস্তানের প্রতি একটা গোপন ভালো লাগা আছে। কিন্তু তালেবানদের ভয়ে সে ভালো লাগা প্রকাশ না করাই ভালো।

রাতঃস্মরণীয় এর ছবি

তেলোদের দলে এসে ভিড়ে যা্ন! শবনম কয়টা লাগবে ব্যাপার্না, ম্যানেজ হয়ে যাবে। চোখ টিপি

ধন্যবাদ দ্রোহী। সাম্প্রতিককালে আপনাকে বেশ কম দেখা যাচ্ছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দ্রোহী এর ছবি

বয়স হইছে না? আর কত ত্যাল থাকবে বলেন?

রাতঃস্মরণীয় এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তাপস শর্মা এর ছবি

যাক। আবার আইছি ...... কয়েক ঘণ্টা পর ইউরো শুরু হইয়া যাইব। আফানারে একটা হাঁক দিয়া যাই

বাইচ্যা আছেন্নি অখনো বড় ভাই...??? চিন্তিত

রাতঃস্মরণীয় এর ছবি

আরে, এই তাপসটা তো জ্বালিয়ে মারলো দেখছি! ওই গেলি, না ল্যাংটা পুলিশ ডাকুম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তাপস শর্মা এর ছবি

ডাকেন ইট্টু বদ্দা, পিলিজ লাগে, খেক খেক খেক। তৃতীয় বিশ্বের বস্তা শহরে থাকি এই সব কি আর দেখতে পাই...... মন খারাপ তবে ইয়ে মানে পুলিশ কি শবনম গোত্রের হৈব। চিন্তিত

রাতঃস্মরণীয় এর ছবি

এ তো দেখছি মহা পাকা ..................।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সাবেকা এর ছবি

আপনার দেওয়া ছবিগুলো দেখে দেখে কিছুটা আফগান ভ্রমন হয়ে গেল । অনেকের মত আমারও আফগানিস্থানের সাথে প্রথম পরিচয় হয়েছিল মুজতবা আলির হাত ধরে । শবনম প্রিয় বই ছিল এককালে । আফগান্দের প্রতি একটা ভালোলাগা ছিল যা পরে তালেবান্দের ঠ্যালায় পালাবার পথ পায়নি ।

আপনি ভাল আছেন তো? ফিরে আসুন নিরাপদে ।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ, আমি ভালো আছি এবং আশাকরি আপনিও ভালো আছেন। কিছু পাঁজি তেলোদের কারণে আফগানদের প্রতি আপনার ভালোলাগাটুকু খারিজ করে দেবেন না দয়াকরে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আশালতা এর ছবি

আফগান পোস্ট ভাল্লাগলো। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ আশালতা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ফাহিম হাসান এর ছবি

আফগানী কাবাব এর কথা বললেন না?

রাতঃস্মরণীয় এর ছবি

আমি আসলে কাবাবের বিশেষ ভক্ত নই তবে মাঝে মাঝে খেতে ভালোই লাগে। এই যেমন আজকে দুটো মেরে দিলাম। আমার ভালো লাগে কাবুলী পোলাউ। গোশতোগুলো যেনো মুখের ভিতলে গলে গলে যায়।

ধন্যবাদ, আপনাকে মনে হয় অনেক দিন পর দেখছি।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মন মাঝি এর ছবি

আহ্‌, কাব্‌লি পোলাউ! ম্‌ম্‌ম্‌!

আচ্ছা, ওখানে বাসমতি চালের সুগন্ধী গরম ধোঁয়া-ওড়া ঘি-ভাত খেয়েছেন, চিনি দিয়ে?

****************************************

রাতঃস্মরণীয় এর ছবি

খেয়েছি গো মাঝিদা, খেয়েছি। জটিল তার স্বাদ। জিভে লেগে থাকে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দ্রোহী এর ছবি

আমার কাছে আফগানি কাবাব র্দুদান্ত লাগে।

রাতঃস্মরণীয় এর ছবি

প্রথম কয়েকটা বাইট আমার কাছে জোস লাগে। কিন্তু তারপর ম্যাড়ম্যাড়ে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ধুসর জলছবি এর ছবি

দারুণ। হাততালি আফগানিস্তান ঘোরা হয়ে গেল। এবার ঠিকঠাক মত ফেরত আসেন সেই কামনা রইল। হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

অনেক ধন্যবাদ ধুসর।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

ত্রিমাত্রিক কবি এর ছবি

আফগানিস্তান, আমার খুব পরিচিত দেশ, মুজতবা আলী আর আব্বুর কল্যাণে। আব্বু প্রায় আট বছর থেকে আসলেন আফগানিস্তান থেকে। সেইসব গল্পের সাথে মিলিয়ে দেখলাম লেখা আর ছবিগুলা। খুব ভাল লাগল। বাই দ্যা ওয়ে, অণু ভাই কি আফগানিস্তানে গেছে??

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ কবি। আপনার আব্বুও আফগানিস্তানে ছিলেন! অণু মনে হয় এখানে এখনও আসেনি। আসলে তো পোস্ট থাকতো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তদানিন্তন পাঁঠা এর ছবি

ভাল লাগল। বাগানটা নিজের চোখে দেখার ইচ্ছে হচ্ছে খুব। আপনে ভালয় ভালয় ফেরত আসেন ভাই; ভুইলেন না আমারে পাঁঠা রাইন্ধা খাওয়ানোর কথা দিছেন।

আর অণুরে সাবধান কইরা ঠিক করেন নাই। বেডায় বড়ই ত্যাক্ত করে।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ পাঁঠাদা। আমিতো আমাদের পাঁঠা ঝলসানোর কথা বেমালুম ভুলেই দিয়েছিলাম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

বাপ্পীহায়াত এর ছবি

বর্ণনা ভাল লাগল যদিও এত্তোগুলা ছবির মধ্যা কোন কাবাবের ছবি নাই কেন?
আফগান থেকে কোন ঝামেলা ছাড়া ফিরে আসাটা অনেক স্বস্তিকর।

অফ টপিক: আপনার (অথবা তারেক অণু যদি উনি এইটা পড়েন) কি পাকিস্থান ভ্রমনের কোন প্ল্যান আছে?
যদিও পাকিস্থান ভ্রমন খুব রিস্কি তারপরও ফেয়ারি মেডৌজ যাওয়ার খুব ইচ্ছা অনেক দিনের, খালি সময় ও সাহসের অভাব। তারপরও চান্সে আছি...

পাকিস্থানের (দেশ) প্রতি ঘৃ্ণা ভাব ঠাকলেও এই জায়গাটিতে যাওয়ার জন্য একটা ভীষন টান অনুভব করি।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। আমি এই জায়গাটার কথা জানতাম না। আমাকে তো পাকিস্তান যেতেই হয় চাকরীর কারণে, অক্টোবর বা নভেম্বরে যাবো। আপনি যদি চান তো যেতে পারেন। তবে বলে রাখি, পাকিস্তান ভ্রমণ কিন্তু যতোটা মনে হয় ক্ষেত্রবিশেষ তার থেকেও রিস্কি। সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করুন। পাকিস্তানে বেড়ানোর মতো অনেক সুন্দর জায়গা আছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তাসনীম এর ছবি

ভাল লাগলো।

দ্বিতীয় ছবিটা দেখে মনে হলো অনেক নতুন বাড়ি ঘর তৈরি হচ্ছে, আপনি সেটা বলেছেনও। কাবুল শহরকে কি এখনো যুদ্ধবিদ্ধস্ত মনে হয়?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

রাতঃস্মরণীয় এর ছবি

দ্বিতীয় ছবির বাড়িঘরগুলো আসলে সেইসব নতুন বাড়ি নয়, ছবি দিয়েছি পাহাড়ের খাঁজে খাঁজে বাড়ি তৈরী দেখানোর জন্যে। দেখলাম অনেক হাইরাইজ বিল্ডিং হয়েছে এই কয় বছরে। আগে যেখানে সাফি ল্যান্ডমার্ক হোটেল আর ব্র্যাক বাংক ছাড়া হাইরাইজ দেখা যেতো না, সেখানে এখন অনেক অনেক হাইরাইজ।

কাবুলকে এখন আর তেমন ভাঙ্গাচোরা মনে হয়না। তেলোরা ভাগার পর তো অনেকগুলো বছর কেটে গেলো। মানুষ আবার গুছিয়ে নেওয়া শুরু করেছে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

চিলতে রোদ এর ছবি

বহু শতাব্দী প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ এই শহরের করুন,রুগ্ন ছবিগুলো দেখলে মনটা কেমনজানি বিষিয়ে উঠে, রাগ হয় এই নোংরা সভ্যতার ওপর! মুজতবা আলীর সরেস বর্ণনার সেই কাবুলকেই মনে সবসময় ধারণ করে রাখতে ইচ্ছে হয়।
ধর্মীয় অনাচার আর পশ্চিমা লালসার ধ্বংসস্তুপ হতে উঠে আসুক মিনারাত-ই-জাম এর সৌকর্য, রুবাব এর সঙ্গীতধ্বনি... এই কামনা করি!

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। আসলেই আমরা কামনা করি আফগানিস্তান তার হারানো ঐতিহ্য ফিরে পাক।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নীড় সন্ধানী এর ছবি

এই পোষ্টটা প্রিয়তে নিয়ে রাখতে হবে। কিন্তু পরে ওখান থেকে কি করে পোষ্ট খুজে পাওয়া যায় বুঝতে পারছি না। মন খারাপ

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

রাতঃস্মরণীয় এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দুর্দান্ত এর ছবি

শুনেছিলাম আগা খান ট্রাস্ট থেকে আফগানিস্তানে বেশ বড় আকারের রেস্টোরেশান করা হচ্ছে। ছবি দেখে মনে হল অনেকগুলো কাঠামো বেশ নতুন।

"আফগানরা যে কোনও শব্দের প্রথম ‘আ’কারটির পরের ‘আ’কারগুলোতে ‘আ’ উচ্চারণ না করে বরঞ্চ ‘ও’ উচ্চারন করে থাকে। যেমন, বাজার শব্দটিকে আফগানরা উচ্চারণ করে বাজ্বর, ইত্যাদি।"

ইরানি-তুর্কিরাও এটা করে।

"তাদের ধারণা আমি পাকিস্তানী।"

এই অপমান সহ্য় করলেন কিভাবে?

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। এই যে বাবর গার্ডেন দেখলেন, এটা আগা খান ট্রাস্ট থেকেই রিস্টোর এবং মেইন্টেইন করছে। আপনার কথা শুনে মনে হচ্ছে এটা আদি ফার্সী ভাষার চর্চা যারা করে বা ফার্সীকেন্দ্রিক ভাষা যারা ব্যবহার করে, এটা তাদের উচ্চারণের স্টাইল হতে পারে। ইরানীদের ভাষা তো আমি নিশ্চিত ফার্সী।

দেখেন ভাই, যারা আমার মতো শ্রমজীবি এবং কনফ্লিক্ট জোনে চরিয়ে খাই, আমাদের টেম্পারমেন্ট অনেক হাই হতে হয়। আমাকে পাকিস্তানী মনে করায় আমি এখন যদি তার মুখে একটা ঘুসি বসিয়ে দেই, সে কি মনে করেন তার হাতে ধরা কলাশ্নিকভের ব্যারেল চুষবে! কন্টেক্সট টু কন্টেক্সট প্রতিক্রিয়া ভিন্ন হতে হয়। তবে খারাপ তো অবশ্যই লাগে।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মন মাঝি এর ছবি

টেম্পারামেন্টের ব্যাপারটা বোধহয় বিদেশ-বিভুঁইয়ে যেকোন টুরিস্টের বেলাতেও প্রযোজ্য। এটা যদি ঠিক না থাকে, তাহলে আফগানিস্থান কেন পৃথিবীর যেকোন জায়গাতেই অনেক রকম দুর্ঘটনাই পারে।

****************************************

রাতঃস্মরণীয় এর ছবি

একমত!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

প্রদীপ্তময় সাহা এর ছবি

এতদিনে ছবি পেয়ে মন ভরল।
আর আপনার শেষের কথাটা সত্যিই দাগ কেটে গেল।

ভালো থাকবেন।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে প্রদীপ্তময়। আপনিও ভালো থাকবেন।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানভীর এর ছবি

জলাধারের আইডিয়াটা পছন্দ হয়েছে।

আফগান লোকেরা বেশি মাইগ্রেট করে কোথায়? আম্রিকায় এত দেশের লোক দেখলাম, একটা আফগানও দেখেছি বলে মনে পড়ছে না!

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ, জলাধারের সিস্টেমটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। এরা বিভিন্ন দেশে মাইগ্রেট করে, কানাডায় শুনেছি বেশি। এছাড়া পাকিস্তান তো আছেই। আমেরিকায় এরা শুনেছি অনেক আছে ছড়িয়ে ছিটিয়ে। কথা না বলা পর্যন্তু চেহারা ও গাত্রবর্ণ দেখে দেখে আমেরিকান আর আফগান আলাদা করা বেশ কঠিন। এরা আমেরিকানদের থেকেও বেশি ফর্সা।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

সাবরিনা সুলতানা এর ছবি

চমৎকার সব ছবি দেখতে এবং পড়তে গিয়ে মনে হলো যেনো আমিও ঘুরে এলাম! হাসি

ইমেল করে একজন এই লেখার লিঙ্ক না দিলে জানাই হতো না হয়তো ডিজেবিলিটি ইস্যুটি চোখে পড়েছে আপনার। মনে করে লেখার শেষে এর উল্লেখ আরো আনন্দ দিলো। আসলে অনেকেই জানে না বিশ্বের বেশির ভাগে দেশেই এইসব ব্যবস্থা আছে। ওরা শুধু কথায় আর কাগজে কলমে সীমাবদ্ধ রাখতে পছন্দ করে না মেনেও চলে এটাই আমার খুব ভালো লাগে। ধীরে ধীরে আমাদের দেশেও হবে। হাতে গোনা হলেও হচ্ছে তো কিছু কিছু জায়গায়।

হুইলচেয়ার এক্সেসের (র‍্যাম্প) ছবি কি কিছুই তুলতে পারেন নি? একটা দু'টো ছবি দিলে এখানে সবাই হয়তো দেখতে পেতো!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মায়ার নেশা কাটাতেই এ তীব্র অস্থিরতা
তবু, মায়ার পাহাড়েই আমার নিত্য বসবাস।

রাতঃস্মরণীয় এর ছবি

ধন্যবাদ আপনাকে। আসলে খেয়াল করে আক্সেসগুলোর ছবি নেওয়া হয়নি। র‍্যাম্পের ছবি অবশ্য আছে তবে তা অনেক দূর থেকে তোলা, বোঝা কঠিন। তবে সেখানে রাখা হুইল চেয়ারের ছবি দিয়ে দেই।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

কৌস্তুভ এর ছবি

আপনার না জুলাই-অগস্টে লন্ডন আসার কথা? যদি দেখা না করেছেন তো...

রাতঃস্মরণীয় এর ছবি

ডেট কনফার্ম হয়েছে সেপ্টেম্বরে। আগামীকাল আশা করছি ভিসা আবেদন জমা দেবো। লন্ডনে মাগ্না থাকার জায়গা পাওয়া যাবে তো?

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।