ছব্লগ-১

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি
লিখেছেন শোহেইল মতাহির চৌধুরী (তারিখ: সোম, ০৫/১১/২০০৭ - ২:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

করি মানা হবে জরিমানা
১.
উপরের ছবিটা লন্ডনের এক গলি থেকে তোলা। মূল রাস্তার থেকে এক বাড়ি পেছনে একটা কানাগলি। যেখানে ঢুকে লোকজন, বিশেষত: মাতাল পুরুষেরা একটু হালকা হতে চায়। সেরকম নাজুক জায়গায় এমন নোটিশ টাঙানো হয়। তবে জলবিয়োগ সংক্রান্ত নোটিশের উপরেও আরো চারটা নির্দেশ আছে, পার্কিং সংক্রান্ত। দেশ যত সভ্য এই নোটিশ-ফোটিশ তত বেশি থাকে। সভ্যতা-ভব্যতা বজায় রাখার জন্য চাই নাগরিকদের শৃঙ্খলায় রাখা।

২.
বাংলাদেশেও কোথাও কোথাও এরকম নোটিশ দেখা যায়। এখানে প্রস্রাব করিবেন না, করিলে ১০০ টাকা জরিমানা। তার নীচে লেখা থাকে আদেশক্রমে কর্তৃপক্ষ। এ আদেশ কেউ মানে না। যারাই ওখানে লুঙি তোলে বসে পড়ে তারা জানে এই অদৃশ্য কর্তৃপক্ষ একটা ছেলেভুলানো জুজু। এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। বড় জোর পুলিশে দেখলে দু'চার ঘা বাড়ি দিতে পারে। সভ্য দেশের পুলিশ ডান্ডা নিয়ে নাগরিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে না। আর নোটিশটা একদম হাওয়া থেকে পাওয়া হয় না।

মূতক ধরার ধারা
ছবিতে দেখুন স্পষ্ট লেখা আছে, কোন আইনের কত ধারায় যত্রতত্র মূত্রত্যাগ এবং অসংলগ্ন আচরণ শাস্তিযোগ্য। শাস্তি কী তাও বড় করে লেখা। ধরা পড়ার পর মফিজ কায়দায় জবাব দিতেই পারেন যে, 'জ্বি না, সারাদিন না খায়া আমার মাথা ঘুরাইতেছিলো, তাই একটু জিরাইতে বসছিলাম, লুঙি তুলি নাই'। সেজন্য আইনে হিসুর পাশাপাশি ছোট্ট একটা প্যাঁচ দেয়া হয়েছে। তাতে যেকোনো অভব্য আচরণকেই দায়ী করা যাবে একই আইনে। সেই সাথে আরেকটা নোটিশ টাঙানো আছে পাশে। তাতে বলা এই জায়গাটায় ২৪ ঘন্টা সিসিটিভি চলছে। সেই সিসিটিভির রেকর্ড করা দৃশ্য আদালতে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। চোখে না দেখা গেলেও পুলিশি পর্যবেক্ষণ চলছে ক্যামেরার মাধ্যমে।
ফলে, ওখানে এখন আর কোনো পাঁড় মাতালও চেইন খুলে দাঁড়ায় না।

৩.
টেক্স্ট বুক বোর্ডের বাংলা ব্যাকরণের রচয়িতারা বড় রসিক। তারা বাক্যে কমা-র ব্যবহার শিখাতে গিয়ে শিশুদেরকে আইন ভাঙার প্রথম পাঠ দেন। 'এখানে প্রস্রাব করিবেন না, করিলে ১০০ টাকা জরিমানা'। সুতরাং জল বিয়োগে বসার আগে কমাকে করিবেন-এর পরে স্থাপন করেন। তারপর জরিমানার ভয়ে বন্যা ভাসিয়ে দেন। তবে আইন ভাঙার জন্য ব্যাকরণবিদদের অজুহাত দেয়ারও দরকার নাই। কমা ও দাড়ি নিয়ে ভাবে কোন বোকা? সংবিধান থেকে অনুচ্ছেদের পর অনুচ্ছেদ গায়েব করে দেয়া যায় ক্ষমতার জোরে।

(ছব্লগ হচ্ছে ছবির ব্লগ। আশপাশে দেখা নানা বিষয়ের ছবি। আর তা নিয়ে দৈনন্দিন প্যাঁচাল। কতোভাবেই না ব্লগ লেখা যেতে পারে। তার একটা নমুনা ধারাবাহিক। একটা মাত্র বিষয়ে সাধারণত: একটা ছবি ব্যবহার করে এটা লেখার পরিকল্পনা। দেখা যাক...)


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যথারীতি মজা পাইলাম। দেখি পরের পর্বে আপনি কী নিয়ে লেখেন।

অমিত আহমেদ এর ছবি

আমোদিত হইলাম


ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সুজন চৌধুরী এর ছবি

'এখানে প্রস্রাব করিবেন, না করিলে ১০০ টাকা জরিমানা'।
হাহহা !!!! জবর কৈছেন,
আজকে আমি ও কমার ব্যবহার শিখলাম।

লেখাটা মজার হৈছে।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

আসলে মজা করার কথা মাথায় ছিল না।
তবে মজার পক্ষেই যখন পাবলিক, তখন আমিও গণতান্ত্রিক হই।
এরপর মোজা মোজা মজা নিয়া আসবো।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

'করি মানা হবে জরিমানা', 'মূতক ধরার ধারা'...
জটিল হৈছে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দুর্দান্ত এর ছবি

আইন কানুনের এর বিতর্কে না-ই গেলাম। ঢাকার রাস্তায় অ্যান্টি-মুতক নটিশ ও কিন্তু বেশ diverse. আমার দেখা কয়েকটাঃ

- এখানে পেসাব করা মানা
- পিশাব করলে খবর আছে
- এইখানে পরছাপ করিবেন না
- এখানে প্রসব করিবেন না

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বেশ ভালো বলেছেন,
আমি দেখেছি প্রশাব করিবেন না।
শহীদুল্লাহ হলে টয়লেটের উপর লেখা ছিল: মুতাখানা।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুজন চৌধুরী এর ছবি

চারুকলার টয়লেটের দরজায় লেখা থাকে যাদু শিখুন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ভীষণ ক্রিয়েটিভ বাণী।
হাজারটা মানে হয় এর।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এখানে প্রসব করিবেন না

তাই নাকি? হাসতে হাসতে মরতেছি ...

ধুসর গোধূলি এর ছবি

- আমি একবার স্কুলে থাকতে দেখেছিলাম কোন এক জায়গায় কোন নোটিশ নেই। স্রেফ একটা দড়িতে একটা টুন্ডা ঝাড়ু আর একটা ছেঁড়া চামরার স্যান্ডেল বাঁধা।

আমি কাজ সেরে ফেরার পর বন্ধুকে জিজ্ঞেস করতে তার ভাষায় আমাকে বুঝিয়ে দিলো আসলে এই সিম্বলিক শটের মানে কি!
_________________________________
<সযতনে বেখেয়াল>

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ঝাড়ু-জুতা?
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমাদের স্কুলের টয়লেটে লেখা ছিল - "তুমি যত বড় ভদ্রলোকই হওনা কেনো, এখানে আসলে তোমাকে প্যান্ট খুলতেই হবে।"

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

রনি-নায়েস দম্পতির বাসার টয়লেটে সুন্দর একটা সিরামিকের প্লেট আছে। তাতে নীল রংয়ের ছাপায় কমোড আঁকা এবং সেটি একটা ছড়া বলছে: (হুবহু মনে নেই তবে কথাগুলো এরকম):
after using if you keep me clean
I won't tell anybody what I have seen.

সেই ছবি দিয়ে আরেক দফা ছব্লগ হবে না হয়।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কালেকশনে ছিলো। পুরোটাই দিচ্ছি।

BATHROOM GRAFFITI

I came here
To shit and stink,
But all I do
Is sit and think.

Some come here to sit and think,
Some come here to shit and stink,
But I come here to scratch my balls,
And read the bullshit on the walls.

Here I lie in stinky vapor,
Because some bastard stole the toilet paper,
Shall I lie, or shall I linger,
Or shall I be forced to use my finger.

(Written high upon the wall)
If you can piss above this line,...
the Nairobi Fire Department want's you.

(Sign posted in a bathroom)
We aim to please!
You aim too! Please!

(On the inside of a toilet door)
Patrons are requested to remain seated throughout the entire performance

(A sign seen at a swimming pool )
We don't swim in your toilet, so please don't.

(Another sign seen at a swimming pool)
Welcome to our ool. Notice there's no P in it.
Please keep it that way.

(Here's one seen above a urinal)
look up
look up
[even higher on the wall]
keep looking up
[on the ceiling]
Quick! Look down! You're pissing on your shoes!

(Written above a urinal)
Why are you looking up here ? Are you ashamed of it?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বিপুল কালেকশন সন্যাসির।
এ বিষয়ে রসেলা একটা লেখা দরকার।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

বিপ্লব রহমান এর ছবি

ওরে জট্টিল!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি

- শিমুলের বানীটা আমারও চোখে পড়ছে। তবে কলেজের মূতাখানায়। ওখানে এ্যমেচার চিত্রকর / ছড়াকারদের নানা চিত্র/ছড়া প্রদর্শনীও থাকতো। একটা ছড়া এখনো মনে আছে মৃধা বলে জওহর ভাই- বাকিটা ডট ডট ডট...

আচ্ছা আমি সচলায়তনে ইংরেজী লেখাগুলো এরকম খাপছাড়া এতিমের মতো দেখি কেনো?
_________________________________
<সযতনে বেখেয়াল>

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ডট ডট ডট-টা পূরণ করা যাচ্ছে না।
মৃধা বলে জওহর ভাই...
............জোর নাই?

জওহর এর মত কঠিন নাম। তো ছড়া পুরা বলতে হবে তো।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সুমন চৌধুরী এর ছবি

ঢাকা কলেজের ৪ নম্বর লেকচার থিয়েটারের পাশের টয়লেটে লেখা ছিল ,
দেখুন আপনি যতবড় মস্তানই হন না কেন এখানে আপনাকে প্যান্ট খুলতেই হবে



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এক সিনেমা হলের টয়লেটে দেখেছিলাম একটা কবিতা লেখা। আর তার নিচে ছিলো আরেকজনের কাব্যিক মন্তব্য:

"গু-পরিবেষ্টিত আপনি - কবি,
আর কবি-পরিবেষ্টিত আপনি - গু।"
(রুশ থেকে অনুবাদ)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৌরভ এর ছবি

হায় আল্লাহ, সবার দেখি এইসব ব্যাপারে এতো জ্ঞান।
গড়াগড়ি দিয়া হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

সৌরভের এ বিষয়ে কোনো জ্ঞান নাই মনে হচ্ছে।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

ছব্লগ দারুন হবে বোঝাই যাচ্ছে হাসি
ছেলেদের হিসুর ব্যাপারে দুনিয়ার তাবৎ টয়লেট ক্লিনারের মনে হয় অভিযোগ আছে ,,, কারণ অনেকেই সেই 'এইম'টা ঠিক মতো করতে পারেনা ,,,অথবা নন্দনতত্বের বিড়ম্বনাও হতে পারে ,,,,চকচকে কমোডের চেয়ে তার আশপাশের মেঝেটাকেই অপেক্ষাকৃত নোংরা মনে হয় এবং তাই সেখানেই ,,, হে হে হে হাসি

বেলজিয়ামের এক এয়ারপোর্টে এই সমস্যাটার সাপেক্ষে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছিল, যাতে 'এইম'টা ঠিকমতো করে সবাই ,,, ভেবেছিলাম কমেন্টে পদক্ষেপটা লিখব, কিন্তু এখন মনে হচ্ছে এটা দিয়ে একটা গেসবল খেলা হয়ে যেতে পারে ,,,
বিঃদ্রঃ যদিও এয়ারপোর্ট কর্তৃপক্ষ দাবী করেছে যে পদক্ষেপটা নেয়ার ফলে তাদের ক্লিনিং খরচ বছরে ৩/৪ কোটি টাকা বেঁচে গেছে, তবুও ব্যাপারটা জনপ্রিয়তা পায়নি ,,, মানে অন্যরা একই উপায় অনুসরন করছেনা ,,, পেটেন্টের পেচগী কিনা জানিনা যদিও
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটা মাছি আঁকানো ছিলো ইউরিনালে, ঠিক?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বেলজিয়াম ছাড়াও বিষয়টা মনে হয় আছে। তবে সচক্ষে দেখি নাই। টিভিতে নিউজ আইটেম হিসেবে মনে হয় দেখছি।
সন্ন্যাসীর উত্তর ঠিক মনে হচ্ছে।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

ঠিক ... সন্ন্যাসী তো পাহাড়ের গুহায় বসেও অনেক খোঁজখবরই রাখেন দেখি হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মডার্ন সন্ন্যাসী দেঁতো হাসি

বহুদিন আগে (প্রায় বছরখানিক তো হবেই) ইন্টারনেটে এই বিষয়ে পড়েছিলাম। যদ্দূর মনে পড়ছে, ওখানে লেখা ছিলো হল্যান্ডের এয়ারপোর্টের কথা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।