অণুগল্পঃ একটি অপরাধের গল্প

সুহান রিজওয়ান এর ছবি
লিখেছেন সুহান রিজওয়ান (তারিখ: বুধ, ১৫/০৭/২০০৯ - ১:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সতর্ক চোখে আরেকবার আজগর চারপাশে চোখ বুলিয়ে নেয়। এই কাক-ডাকা ভোরে এখনো এই রাস্তায় লোক চলাচল শুরু হয়নি। এই জায়গাটাও বেশ নির্জন,প্রাতঃভ্রমণকারীদের দল এদিকটা আসে না খুব একটা। ভালো একটা জায়গা বেছে নিয়েছে- এই ভেবে আজগর নিজেকেই নিজে বাহবা দেয়।

দিনের পর দিন,মাসের পর মাস...পুরো দু'দুটা বছর। মফস্বল থেকে এই মহানগরীতে পা রাখবার পর থেকেই ওই লোকটা হয়ে উঠেছে তার এক ভীষণ আতঙ্ক। প্রথম প্রথম অনেক সহ্য করেছে আজগর। সহ্যের সীমা পেরিয়ে গেলে সে প্রথমে লোকটাকে অনুরোধ করেছে- তার এতো বড় ক্ষতি যেন সে না করে। অনুরোধে কাজ না হলে সে মিনতি করে দেখেছে- একাধিক বার। লাভ হয়নি কিছুই। ঠিক বাংলা সিনেমার গ্রাম্য জোতদারদের মতই তার শত্রু দাঁতের ফাঁক দিয়ে সজোরে পানের পিক ফেলে বলেছে- "আফনের এতো ক্ষতি দেখলে চলে ?? এডি হইলো আমগো বিসনেস..."

প্রতিদিন লোকটার অত্যাচার সইতে পারেনি তার শরীর। সেই সাথে 'পরের দিন কী হবে' -এই আতঙ্কে তাড়িয়ে নিয়েছে তাকে প্রতিনিয়ত। ভয়াবহ অবসাদ গ্রাস করেছিলো তাকে। কিন্তু সেদিন যখন আইডিয়াটা চট করে তার মাথায় এলো... সিদ্বান্ত নিতে তার একটুও ভাবতে হয়নি। এই শহরে আরো একটা অপরাধের জন্ম দেয়ার সিদ্বান্ত নিতে তার একটুও আটকায়নি। কেনো জানি নিজের বিবেকের কাছেও সে অপরাধী হয়ে ওঠেনি। বরঞ্চ তার মনে হয়েছে এটা লোকটার প্রাপ্য - কারণ প্রতিনিয়ত সে তার অধিকার ছিনিয়ে নিয়েছে হাসিমুখে।

এরপর থেকেই এই দিনটার প্রহর গুণে এসেছে আজগর। পুরো সপ্তাহ জুড়ে সে নজরে রেখেছে ওই লোকটার কার্যকলাপ। ঘড়ির কাঁটা মিলিয়ে তার শত্রুর আসা-যাওয়া। কাজেই সঠিক সময় অনুযায়ী সে এসে দাঁড়িয়েছে বাছাই করা জায়গাটায়। আসন্ন অপরাধটির একমাত্র সাক্ষী হতে পারতো এপার্টমেন্টের দারোয়ান রহমত মিয়া। গতকাল রাতেই ছুটি নিয়ে রহমত মিয়া চলে গেছে দেশের বাড়ি - রহমতের মেয়ের অসুখ। শুনে হেসেছে আজগর। গতকাল দুপুরে একটা ফোনবুথ থেকে ফোন করে রহমতকে মিথ্যা খবর দিয়েছে সে। শেষ সাক্ষীটিকেও সরিয়ে দিয়ে সারারাত ধরে প্রস্তুতি নিয়েছে আজগর। এখন কেবল তার শত্রুর-ওই লোকটার- আগমনের অপেক্ষা ...।

রাস্তার মোড় থেকেই লোকটাকে আসতে দেখা যায়। আজগর প্রস্তুত হয়। কিছুতেই কারো চোখে পড়া চলবে না। কেবল এক মিনিটের মামলা। শেষবারের মত চারপাশ জরিপ করতে গিয়েই স্তম্ভিত হয়ে পড়ে আজগর। এপার্টমেন্টের গেট থেকে বেরিয়ে এসেছেন তিনতালার ভদ্রলোকটি। আশ্চর্য ! আশ্চর্য ! ভাগ্যকে আরো কিছু গালি দিয়ে নেয় আজগর। এবার ?? প্ল্যানে কি তবে পরিবর্তন করবে ?? আরো একবার সুযোগের অপেক্ষায় থাকবে ?? মুহুর্তের মাঝেই সিদ্বান্ত নিয়ে ফেলে আজগর। যা থাকে কপালে। কাছে চলে আসা শত্রুর মুখোমুখি হতে আড়াল ছেড়ে বেরিয়ে আসে সে...।

**** **************** **********

তেতলার আবিদ সাহেব সবিস্ময়ে দেখেন দোতলার ক্ষ্যাপাটে যুবকটি দৌড়ে গিয়ে হকার জলিল মিয়ার কলার চেপে ধরেছে। যুবকের উচ্চকিত কন্ঠ শোনা যায়- " মাতচুরানি'র পোলা !তোরে না কতবার মানা করসি সকাল ছয়টায় পেপার দিয়া বেল বাজাবি না ?? কইছি না আমার ঘুমের অসুবিদা অয় ??..."


মন্তব্য

হিমু এর ছবি
সুহান রিজওয়ান এর ছবি

দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

জাহিদ হোসেন এর ছবি

চমৎকার! খুবই ভালো লাগলো। এক্সেলেন্ট!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

সুহান রিজওয়ান এর ছবি

সেই ইশকুলে ছোটবেলায় এ-বি-সি-ডি সব ঠিক মতন লিখতে পারার পর ম্যাডাম 'এক্সেলেন্ট' দিসিলো...।

এখন আবার আপনি দিলেন। ধন্যবাদ।
----------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

গৌরীশ রায় এর ছবি

ওয়াও শব্দশিল্পীর অসাধারন শিল্প ।
'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর

'''''''''''
তৃপ্তি আমার অতৃপ্তি মোর
মুক্তি আমার বন্ধনডোর

সুহান রিজওয়ান এর ছবি

থ্যাঙ্কু !!!! দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সুহান রিজওয়ান এর ছবি

মাইরি !!! এ যে দেখছি ধু-গো-দা !!!

ধন্যবাদ ভাই ।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

প্রজাপতি [অতিথি] এর ছবি

উত্তম জাঝা!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আপনিতো ভাই কঠিন শব্দশিল্পী। এত ধরনের আন্দজ করলাম-- সবগুলাই বৃথা গেলো। গল্প ভালো হয়েছে।

সুহান রিজওয়ান এর ছবি

আপনার উঁচু আন্দাজের ঠাঁই পাবো এমন কল্পনা কী ভাবে করবো বলুন তো পিপিদা ?? ...
ধন্যবাদ আপনাকে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

তাহমিনা এর ছবি

বাহ! বেড়ে লিখেছেনতো!

**************************************************
When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

মামুন হক এর ছবি

চমৎকার হয়েছে শব্দশিল্পী!!

সুহান রিজওয়ান এর ছবি

মন্তব্যের জন্যে থ্যাঙ্কু মামুন ভাই !!! ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

সাইফ তাহসিন এর ছবি

ফাটাফাটি, চরম হয়েছে শেষটা

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তুলিরেখা এর ছবি

দারুণ!
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

জোস!!!

অতিথি লেখক এর ছবি

দারুন!!!

আশরাফুল আলম রাসেল

পরিবর্তনশীল এর ছবি

বেশ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সুহান রিজওয়ান এর ছবি

পরিবর্তনশীল-কে ধন্যবাদ ।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

রুশাফি [অতিথি] এর ছবি

ভালো হইছে, চালায় যাও।

শঙ্কর [অতিথি] এর ছবি

শেষটা দুর্দান্ত হয়েছে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে !
আমাকে একশোটা অপশন দিলেও এই মোচড় মাথায় আসতো না।
যুবকের উচ্চকিত কন্ঠে যে গালি শোনা যায়, সেটা আসলেই কি তাই? খাইছে

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুহান রিজওয়ান এর ছবি

লুকজন বড়ই দুট্টো...
আমারে দিয়া কেবল গালি শুনতে চায় !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

নিবিড় এর ছবি

মোচড় গল্পের চমক ভাল লেগেছে চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সুহান রিজওয়ান এর ছবি

ধন্যবাদ নিবিড় ভাই । ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

রানা মেহের এর ছবি

একদম সত্যিকার অনুগল্প
খুব ভালো লাগলো শব্দশিল্পী
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

খেকশিয়াল এর ছবি

হিহি মজা পাইলাম

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানবীরা এর ছবি

কিন্তু অজগর গেলো কই??? আমিতো অজগরের লোভে গল্পটা পড়লাম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ঋদ্ধ [অতিথি] এর ছবি

গুল্লি
লেখা পুরাই জুস হইছে, এক্কেরে সেইরকম!

নাশতারান এর ছবি

ওরে সব্বোনাশ! হো হো হো

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুমন চৌধুরী এর ছবি
মণিকা রশিদ এর ছবি

দারুণ মজা পেলাম!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তাসনীম এর ছবি

চলুক

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সুহান রিজওয়ান এর ছবি

সকলকে ধন্যবাদ।

_________________________________________

সেরিওজা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।