সকাতরে ওই কাঁদিছে সকলে

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: বুধ, ২৭/১১/২০১৩ - ১২:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শ্রদ্ধেয় জাফর স্যার ও ইয়াসমীন ম্যাডাম,

আজ আপনাদের ফেরার অনুরোধ করতে আসিনি। কোন মুখেই সেটা করার যোগ্য আমি নই। আমি আজ দুঃখিত নই, কেবলই লজ্জিত। জানি, অনেক কষ্ট নিয়ে যাচ্ছেন- কাছের বা ভরসা করার মত মানুষেরা মুখ ফিরিয়ে নেবার পরে বিশাল এক শুন্যতা থাকে বৈকি। শুধু আশা রাখি যে, এটুকু জেনে যাবেন অনেক মানুষ, অক্ষম মানুষ মাথা নিচু করে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে। আমাদের হাতে ফাইল নেই, আমাদের হাতে রাইফেল নেই, আমাদের হাতে আর্জেস গ্রেনেড কিংবা ককটেল নেই। আমাদের কাছে নেই পেপার স্প্রে কিংবা টিয়ার গ্যাস। শ্রদ্ধা মেশানো কিছু অকেজো ভালবাসা ছাড়া দেবার মত কিছুই নেই আমার কাছে। কবি নির্মলেন্দু গুণের কবিতায় পড়েছিলাম “হৃদয়ের মত ভয়ানক এক অস্ত্রের” কথা, সেটুকুই আজ সাথী আপনাদের।

আপনার সঙ্গে সবসময় হয়তো একমত হতে পারিনি স্যার। ডঃ ইউনুস প্রসঙ্গে আপনার মুগ্ধতা কিংবা প্রথম আলোতে টিপাইমুখ বাঁধের প্রসঙ্গে অযথা আবেগী লেখা পড়ে অধৈর্য-অর্বাচীন আমি আপনার অজান্তে আপনার মুন্ডুপাত করিনি তা নয়। কিন্তু তা বলে এমন একটা বিদায় আপনার প্রাপ্য কখনই ছিল না স্যার। অথচ, কি দুঃসহ ব্যাপার- অশ্রুপাত ছাড়া কিছুই করবার নেই আমার। কাকতালীয় ভাবে আজকেই আপনার “নিঃসঙ্গ বচন” পড়ছিলাম। প্রথম পাঠে এই বইয়ের অনেক স্থানে আপনার সঙ্গে আমার তীব্র দ্বিমত ছিল, স্যার। কিন্তু আজ “আমার ছেলেমেয়েদের ফিরিয়ে দাও” পড়ছি, আর কেবলই আবেগতাড়িত হয়ে বলতে চাইছি “আমার শিক্ষকদের ফিরিয়ে দাও”।

স্যার, পিলখানার ঘটনার পরে টক-মারানী সুশীলেরা যখন ষড়যন্ত্র আর পালটা ষড়যন্ত্রের আজগুবি তত্ত্ব ফাঁদতে ব্যাস্ত তখন আপনিই কেবল ওই ভয়াবহ ঘটনার সাক্ষী ‘শিশুদের’ ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত মানবিক একটি প্রবন্ধ লিখেছিলেন যেটা কোনও সম্পাদক ছাপতে রাজি হয়নি। অথচ আফসোস, আপনি যখন আপনাদের সন্তানদের দিনের পর দিন ঢাকায় একলা রেখে শাবিতে শ্রম দিয়ে গেছেন তখন আমরাও কেউ পাশে দাড়াঁইনি। জানি জথেষ্ট নয়, তবু সভয়ে বলি- আমাদের সুবিধাবাদীতার জন্য আমরা লজ্জিত স্যার।

চলেশ রিছিল, আলফ্রেড সরেন কিংবা বিশ্বজিৎ কে নিয়ে লেখার জন্য যেমন আপনাদের মত গুটিকয় মানুষ ছাড়া কাউকে পাওয়া যায়নি, আগামী কাল আপনাদের জন্য লেখবার জন্যও বোধহয় বাজারমূল্যে ভারী কোনও পত্রিকা কলামিস্টকে পাওয়া যাবে না। কাটতি বাড়াতে স্বঘোষিত “সর্বাধিক প্রচারিত” দৈনিকটির এক কোনায় এক কলাম আধা ইঞ্চির আধখাপচা একটা খবর পাওয়া যেতে পারে বড়জোর। তবু জেনে যাবেন স্যার, কাঁচা হাতে আমরা লেখবার চেষ্টা করেছিলাম। এই হতভম্ব বিদায়ে অক্ষম শ্রদ্ধা ছাড়া কিছুই যে আর দেবার নেই আমার।

ভালো থাকবেন স্যার, নিরাপদে থাকবেন। যদিও আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কি করতে পারব জানিনা। আশা করি চমৎকার একটা মুক্তিযুদ্ধের উপন্যাস আমরা পেতে যাচ্ছি। আমরা সাগ্রহে বসে রইলাম স্যার। সেখানে নিশ্চয় “জোছনা ও জননীর গল্প” এর মত খালি জোছনা থাকবে না, মুক্তিযুদ্ধের ভেতরের আবেগটুকু থাকবে, জননীর গল্পটুকু থাকবে, আমরা আশাবাদী স্যার। আপনিই তো খাদের কিনারে দাঁড়িয়ে থেকেও আশা করার অভ্যাসটি করিয়ে দিয়েছেন এই প্রজন্মের অসঙ্খ্য জনকে।

এখন নিশ্চয় আগের চেয়ে অনেক অবসরে থাকবেন স্যার। আমাদের মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে থাকাকালীন ‘একুশের আলোকচিত্র’ নিয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে আপনাকে আমরা পাশে পেয়েছিলাম। ব্যাস্ততার মাঝেও সিলেট থেকে সেই ছোট্ট আয়োজনে আপনি এসেছিলেন। তখন সময়টা বড় খারাপ ছিল স্যার। নিজামির গাড়িতে তখন পতাকা উড়ত পতপত করে। আর তাঁর ছায়ায় আফম ইউসুফ হায়দারেরা ক্যাম্পাসে শহীদ শিক্ষক “এ আর খান খাদিমের” শেষ স্মৃতিটুকু ঢেকে দেবার জন্য প্রানান্ত চেষ্টায় ব্যাস্ত। উদভ্রান্ত সেই সময়ে আপনাকে পাশে পাওয়া আমাদের জন্য অনেক সাহসের উৎস ছিল। সামনে সেই সময় যদি আবারো আসে (মনেপ্রাণে চাই না আসুক) আপনি আমাদের সাহসের বাতিঘর হয়ে থাকবেন স্যার। এখন ভালোই হল স্যার, বিভিন্ন আয়োজনে এখন আপনাকে পাশে পাবার সুযোগ নিশ্চয় বেড়ে গেল।

শাহবাগে আপনাকে কিংবা ম্যাডামকে একেবারে ছুঁয়ে-দেখা দুরত্বে পেয়েছিলাম স্যার, আমি জানি ভবিষ্যতেও পাব। আপনি আমাদের চেতনার মেরুদণ্ড স্যার। আমরা আপনার মত আশা করতে চাই। আস্তে আস্তে হলেও মেরুদণ্ড সোজা করতে চাই। যেদিন সেটা সম্ভব হবে সেদিন নিশ্চয় চশমার ওপর দিয়ে হাসি হাসি চোখে প্রশ্রয়ের দৃষ্টিতে আধমুচকি হাসি দিয়ে আমাদের দিকে চেয়ে মনে মনে বলবেন- “বলেছিলাম না!” আশা করি সেইদিনটা আসবেই স্যার, খুব তাড়াতাড়ি না হলেও। যতদিন না আসে ততদিন আমরা আপনার গল্প শুনিয়ে যাব আগামী প্রজন্মকে। ভাল থাকুন স্যার, অনেক অনেক ভাল। এই শুভেচ্ছাটুকু ছাড়া দেবার যে কিছুই নেই এ নিঃস্ব হাতে।


মন্তব্য

সুবোধ অবোধ এর ছবি

আশাকরি সকালে পজেটিভ কিছু শুনতে পাব।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আশা ছাড়া কিইবা করতে পারি?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

সব কিছু কি আসলেই নষ্টদের অধিকারে চলে যাবে?
পোষ্টে চলুক

………জিপসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

লালকমল  এর ছবি

ভাল থাকুন স্যার, অনেক অনেক ভাল।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ভাল থাকুন স্যার

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

যিনি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করেছেন প্রবলভাবে, যিনি বিশাল অর্থ আর বিলাস বহুল জীবনযাপনকে ছুঁড়ে ফেলে সারাটা জীবন কাজ করেছেন তরুন মেধাবীদের সাথে, শিক্ষা আর প্রযুক্তি নিয়ে যার নতুন ভাবনা সবাইকে ভাবিয়ে তুলে, অনুপ্রাণিত করে, যিনি মানুষের মাঝে স্বপ্ন বাঁচিয়ে রাখেন, আশাবাদী হতে শিখেয়েছেন তাকে এমন করে বিদায় নিতে দেখার চেয়ে বেদনার আর কি হতে পারে? মন খারাপ

সিলেটের জন্যে ৫০% কোটা রাখতে হবে এমন হাস্যকর আর অযৌক্তিক দাবি দেখে আমি মুগ্ধ আর চোদনা হয়ে গেলাম। এই এক ইস্যুতে আওয়ামি-বিএনপি সহ প্রায় সব দলের নেতারা এক কাতারে এসে দাঁড়ালো এ আরেক বিস্ময় ! আরো বাঙালি হিসাবে আরো কত বিস্ময় যে দেখতে হবে কে জানে!

মাসুদ সজীব

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহমদ ছফা কইছিলেন না-
শুয়ারের বাচ্চার নতুন দাঁত গজাইলে বাপের পাছায় কামড় দিয়া ধার পরীক্ষা করে...

বাপরে তো কামড়ায়া মাইরাই ফালাইছি... এইবার বাকিদের পালা মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হাসিব এর ছবি

কিছু প্রশ্ন করি।

১। মুহাম্মদ জাফর ইকবারে প্রস্তাবনা কী ছিলো? বিস্তারিত পাওয়া যাবে কোথাও?
২। এই প্রস্তাবনার বিপক্ষে কারা কারা কাজ করছে?
৩। মুহাম্মদ জাফর ইকবালের বিপক্ষ দলের প্রস্তাবনা কী?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জাফর স্যারের প্রস্তাবনা খুজে পাচ্ছি না... মন খারাপ (পেপারে এসেছে বহুবার)
পদত্যাগের খোলা চিঠি
বিপক্ষে যারা (অসমর্থিত)
বিপক্ষে যারা
বিপক্ষের প্রস্তাবনা

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জাফর স্যারের প্রস্তাবনা পেয়েছি, দেখুন এখানে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্যাম এর ছবি

চলুক
তবে প্রিয় ছাড়া আর কোন লিঙ্ক পেলে পরে আপডেট করে দিয়েন, বুঝেনই ত দেঁতো হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, দেঁতো হাসি এই মুহুর্তে আর কিছু পাইতেছিনা মন খারাপ
আশা করি রাতের মাঝেই স্মারকলিপি টা পাওয়া যাবে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্পর্শ এর ছবি

এটা http://opinion.bdnews24.com/bangla/author/muhammadjafar_iqbal/page/2/


ইচ্ছার আগুনে জ্বলছি...

হাসিব এর ছবি
নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

অপেক্ষায় আছি সিলেটবাসী এ বিষয়ে কী করেন জানার জন্য।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমিও সেই অপেক্ষায় আছি, নিয়াজ ভাই... তবে সময়টা বড় খারাপ মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাইদ এর ছবি

কোটা সিস্টেমও নাকি চালু করতে বলছে?? এইটা কি সত্য?? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ম্যা-ধাবিদের কাছে এই বিষয়ে জ্বালাময়ী উত্তর চাই...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ্যাঁ সত্য মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু এর ছবি

নিজামির গাড়িতে তখন পতাকা উড়ত পতপত করে। আর তাঁর ছায়ায় আফম ইউসুফ হায়দারেরা ক্যাম্পাসে শহীদ শিক্ষক “এ আর খান খাদিমের” শেষ স্মৃতিটুকু ঢেকে দেবার জন্য প্রানান্ত চেষ্টায় ব্যাস্ত। উদভ্রান্ত সেই সময়ে আপনাকে পাশে পাওয়া আমাদের জন্য অনেক সাহসের উৎস ছিল।

এ প্রসঙ্গে পৃথক পোস্টে বিস্তারিত লেখার অনুরোধ জানাই।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লিখব হিমু ভাই,
১৪ ডিসেম্বরে খাদিম স্যারকে নিয়ে বিস্তারিত পোস্ট দেবার ইচ্ছা আছে

আপনি কোট করায় মনে হচ্ছে "উদভ্রান্ত সেই সময়ে আপনাকে পাশে পাওয়া আমাদের জন্য অনেক সাহসের উৎস ছিল" এই অংশটুকুর অন্য অর্থ হতে পারে মন খারাপ সেই সময়ে মুক্তিযুদ্ধ/ভাষা আন্দোলন নিয়ে কোনকিছু আয়োজন করাটা ভয়ঙ্কর ছিল... তারমাঝে স্যারকে একদিন কয়েক ঘন্টার জন্য পেয়ে আমরা উতফুল্ল ছিলাম... এই অর্থে বলেছি

প্রসঙ্গত বলে রাখি, ওই সময় খাদিম স্যারের এ ঘটনাটি নিয়ে বিন্দুমাত্র প্রতিবাদ হয়নি... ব্যাপারটা টের পাওয়া গেছে প্রায় ১ বছর পরে... মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মরুদ্যান এর ছবি

শ্রদ্ধা RIP SUST

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

অতিথি লেখক এর ছবি

যদি জাফর ইকবাল স্যার ফেরত না আসেন তবে সাস্ট আর তার আগের অবস্থানে থাকবে না টা চোখ বন্ধ করে বলে দেয়া যায়।

=সৌ রভ

অতিথি লেখক এর ছবি

পদত্যাগ পত্র উঠিয়ে নিক তা আর চাই না। হাজার আলো ছড়িয়েছেন,ছড়িয়ে যাচ্ছেন ।তার মাঝে একটা ছিল এই ভর্তি পরীক্ষা । ব্যালট,ক্ষমতা ,ধান্দা,আঞ্চলিকতা, অদূরদর্শিতার মোড়কে আলোটা গ্রহণ না করে তাকে উল্টো অপমান করা হল ।জাফর ইকবাল বলেই ঠাটায়ে চটকনা দিয়ে জবাব দিয়েছেন।বেশিরভাগই কি করত তা বলার অপেক্ষা রাখে না । স্যার এখন ৯টা ৫টা থেকে ফ্রি হয়েছেন। এখন আলো আরও বেশি করে ছড়াতে পারবেন । পদত্যাগ পত্রেতো কিছু নমুনাও দিয়েছেন। আমৃত্যু ছড়িয়ে যাবেন।উনার আর কোন শা বি গ্রাউণ্ডের প্রয়োজন নেই,আর যদি প্রয়োজন পরেই তবে শত সহস্র তার কাছেই ধেয়ে আসবে ।
আমাদের লজ্জা কষ্টের মাতম করা উচিত সামনে স্যারের আলো গ্রহন করার ক্ষমতা এই বানচুদ জাতির নারিকেলের খোলের ভিতর আর কিছু অবশিষ্ট থাকবে কি না?
শাকিল অরিত

নীড় সন্ধানী এর ছবি

পদত্যাগ করে জাফর ইকবাল জিতে গেলেন। হেরে গেল শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং সিলেট।
জাফর ইকবাল শুধু শাবিপ্রবির নয়, সারা বাংলাদেশের। আপনার সাথে আছে সমগ্র বাংলাদেশ প্রিয় জাফর ইকবাল।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ইয়াসির আরাফাত এর ছবি

চলুক

ইয়াসির আরাফাত এর ছবি

কাঁদছি না। রেগে যাচ্ছি। রাগটা প্রাকৃতিক নিয়মে আসছে ভয় থেকে। শাবিপ্রবিকে স্রেফ গলা টিপে ধরা হলো। এই ধাক্কা সামলে বেঁচে থাকতে বাকিদের অনেক বেশি উজাড় করে দিতে হবে শাবিপ্রবির জন্য। লজিক বলছে নিজেকে উজাড় করার লোক আর অবশিষ্ট নেই, কারন তাহলে আজকের এই অবস্থার সৃষ্টি হতো না।

তারেক অণু এর ছবি

স্যারের একটা ছবির সাথে আপনার লেখা শেয়ার দিলাম

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুঁ, যেইরকম কল্পনা করেছিলাম, ঠিক সেই রকম একটা ছবি খুঁজে বের করেছেন দেখি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

কী লিখব? লেখার মত ভাষা নেই - মনটা ভীষন খারাপ।

____________________________

এক লহমা এর ছবি

চলুক খুব-ই অদ্ভুত লেগেছে এ ঘটনা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

আসলে আমার এই খবরটা শোনার পর থেকে এতটা রাগ হচ্ছিল যে তথাকথিত এই সকল শিক্ষানুরাগীদের জানা অজানা ধার করা যত অশ্রাব্য গালিগালাজ করতে পারতাম তবে ভালো লাগত।

এইখানে পদত্যাগ এর খোলা চিঠি।পদত্যাগ পত্র

অভিমন্যু .
________________________
সেই চক্রবুহ্যে আজও বন্দী হয়ে আছি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

যাক, অবশেষে অশুভের বিরুদ্ধে শুভের জয় হলো - সমন্বিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাবিপ্রবি এবং জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন ম্যাডামও পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুঁ, তাই তো দেখছি হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কিন্তু কেন শেষ মুহূর্তে সমন্বিত ভর্তি পদ্ধতি স্থগিত করা হয়েছিলো এবং এই সিদ্ধান্তের পেছনে কারা ছিলো সেইটা জানা প্রয়োজন।

______________________________________
পথই আমার পথের আড়াল

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

চলুক

সুবীর এর ছবি

আমি যখন সাস্টে পড়তাম (বিশেষ করে নামকরণ আন্দোলনের সময়), সিলেটের ততকালীন "সচেতন সমাজের" মুখে শুনতাম, বিশ্ববিদ্যালয়ে (সাস্টে) পড়লে নাকি পোলাপাইন সব নাস্তিক-মুরতাদ বেয়াদব হয়ে যায়। ভেবে অবাক লাগছে, সেই নাস্তিক-মুরতাদ হওয়ার জন্য এখন তারা কোটা চায়!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।