দুঃখ বলে রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্নরূপে

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: শুক্র, ২৪/০৭/২০১৫ - ১১:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১। মাঝে মাঝে তব দেখা পাই

টেনিদা’র বাংলাদেশি কাউন্টারপার্ট হতে পারতেন সাজাহান ভাই। চিনেছেন উনাকে? ওইই যে দিলুর গল্পের ইলিম্পু ডিলিম্পু য়েস্কট টস্কট কাঁহিকা। রাহাত খান এই চরিত্র নিয়ে আর লেখেন নি কেন কে জানে? যা হোক, রঙ্গন কুফুয়ার পোষা হনুমানকে দেখে সাজাহান ভাইয়ের হয়েছিল স্ট্যান্ডোফবিয়া। আমারও বোধহয় সায়েন্সোফোবিয়া টাইপের তেমন কিছু চলছে। নইলে বিজ্ঞানের গাড়ি চলছে না কেন? খন্দকার ঘেটেঘুটে কি বিপদ ডেকে আনলাম? মানী লোকের মান সম্মান বলে কথা। পুটুনদার সাথে জীবনে সেলফি তুলেছি বলে তো মনে পড়ে না, প্রাগৈতিহাসিক কালে একবার অবশ্য অটোগ্রাফ নিয়েছিলুম। জাকির ডাকতরের গজব পড়েছে? সবাই পীরবাবার নেতৃত্বে খাস দিলে দুয়া করবেন। পীরবাবার হাদিয়ার ট্যাকাটুকা কল্যাণ ভাই পৌঁছে দেবে। বিজ্ঞানবাদী (বিজ্ঞান বাদ ই) হয়ে থাকতে আর ভালো লাগে না। আর হ্যাঁ, মতিকন্ঠ বন্ধ কেন, কেউ বলতে পারেন? হুয়াই?

২। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গেছে

অদ্ভুত আঁধার এক এসে যাবার খবর দিয়েছিলেন জীবনানন্দ। সেই আঁধার আজো চলমান। মাঝে মাঝে একটা দুটো আঁধারের যাত্রী হঠাৎ কোথা থেকে আলো হাতে জেগে ওঠে। তারপর হারিয়ে যায়। কিংবা হারিয়ে যেতে বাধ্য হয়। আমরা লিঙ্গভেদে ফেয়ার এন্ড লাভলী কিংবা ফেয়ার এন্ড হ্যান্ডসাম মেখে চুপচাপ সুশীলতার টুপি পকেট থেকে বার করে মাথায় পরে ফেলি। তারপর বিচ্ছিন্ন ঘটনাদের ভিড়ে মানুষ হয়ে ওঠে সবচেয়ে বড় বিচ্ছিনতার নাম। কে বলেছে মানুষ হতে হবে? কি হবে মানুষ হয়ে? হোমো স্যাপিয়েন্স হয়েছি এই তো ঢের। তারচেয়ে মার্টিন নিয়েমলারের কবিতা আওড়ানো ঢের সোজা কাজ। অন্য কেউ তো আর শুনছে না, নিজেকে নিজেই শোনানো। কোনও এক কাকডাকা বিকেলে নীরেন চ্যাটার্জি হয়তো হেঁকে বলবেন-

আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,
অনায়াসে সে ডাক্তার হতে পারত,
যে ডাক্তার হতে চেয়েছিল,
উকিল হলে তার এমন কিছু
ক্ষতি হত না।
অথচ, সকলেরই ইচ্ছেপূরণ হল,
এক অমলকান্তি ছাড়া।
অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।

আর সেই সঙ্গে মিলিয়ে নেব, আমাদের ডাক্তার বন্ধুটি মানবসেবা ছেড়ে এখন জাকির নায়কের চ্যালা। বিজ্ঞানী বন্ধুটি শেষমেশ স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের লছাগু। এককালে কবিতা লেখা সাবেক ফৌজি বন্ধুটি শেষমেশ ব্যাবসা প্রতিষ্ঠানের কামলা। গণিত-পদার্থবিদ্যার সবচেয়ে দুর্দান্ত বন্ধুটি এখন ফৌজি গোলন্দাজ। আর আমি? নাহ, রোদ্দুর-টোদ্দুর হওয়া আমার ধাতে নেই। ছারপোকার মতন এক কোনায় চুপ করে টিকে আছি, এইতো অনেক।

৩। আমি আগের ঠিকানায় আছি

ইত্যাদির অনেক পুরনো এই গানটা কখনও কখনও একেবারে পাউরুটির মতন জলজ্যান্ত বাস্তবতা হয়ে ধাক্কা মারে। সিদ্ধার্থের গৃহত্যাগী জোছনায় গলা চেপে ধরে রেলে কাটা পড়া জীবনবাবুর ভূত। চোখ বুজলেই বুকে ধাক্কা দেয়া দমকা হাওয়ায় উল্টে যায় লোকেন বোসের ছেঁড়া জার্নালের পাতা। অথবা, বিষণ্ণ সময়ে কানে কানে কে যেন আবৃত্তি করে

একদিন এমন সময়
আবার আসিও তুমি
আসিবার ইচ্ছা যদি হয়
পঁচিশ বছর পরে

কিংবা-

আবার বছর কুড়ি পরে তার
সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে -
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে -
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে -
তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায় -
মাঠের ভিতরে!

জীবিত হেলাল হাফিজের ভূত দুঃস্বপ্নে বিড়বিড় করে শোনায়-

এখন তুমি কোথায় আছো কেমন আছো,
পত্র দিয়ো৷
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে,
পত্র দিয়ো৷
ক্যালেন্ডারের কোন পাতাটা
আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে,
পত্র দিয়ো৷
... ... ...
পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো,
আপত্তি নেই৷

ইদফেরতা যাত্রীদের ভারে ট্রেনগুলো চাপা পড়ে কোঁকাতে থাকে হুইসেলের কর্কশ সুরে। সেই ফাঁকে রবিবাবু মিহি সুরে শুধান-

আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি

ঈদের পরপরই ট্রেনকামী বাঙালী মেতে ওঠে বিবাহোৎসবে। ভরা শ্রাবণেও কারও যায় পৌষমাস, কারও বা সর্বনাশ। কখনও দুঃখ চেপে হাসিমুখে শুভেচ্ছা জানাবার পরে পাল্টা শুনতে হয় “ভেবেছিলাম তোমার মন খারাপ হবে”। আগে বললে কি সমস্যা ছিল কে জানে? সময়মত কেউ কিচ্ছু বলেনা। যে যাবার সে যায়, যায় তো যায়ই। শিক্ষা হয়, এইতো জীবন।

২৫.০৭.২০১৫
পৃথিবী, সৌরজগৎ


মন্তব্য

তিথীডোর এর ছবি

৩। এর সঙ্গে মেলে এই কবিতাটাও : হাসি

'দূরে এসে বসে থাকি : সে হয়তো এসে ব'সে আছে।
হয়তো পায় নি ডেকে, একা ঘরে জানালার কাঁচে
বৃষ্টির বর্ণনা শুনে ভুলে গেছে এটা কোন সাল।
ভুলে গেছে জীবনের দরিদ্র ধীবর আর জাল
জোড়া দিতে পারবে না।
যদি দেয়, তবু ক্ষীণ হাতে
সেই ধূর্ত মাছটাকে পারবে না ডাঙায় ওঠাতে।
পারলেও অভিজ্ঞান সে-অঙ্গুরি হয়তো বা ফিরে
পাবে না কখনো তার শীতল পিচ্ছিল পেট চিরে।
যদি পায় ?

যদি আজ বিকেলের ডাকে
তার কোনো চিঠি পাই?
যদি সে নিজেই এসে থাকে?
যদি তার এত কাল পরে মনে হয়
--- দেরি হোক, যায়নি সময়?
শান্তিনিকেতনে ছুটি : নরেশ গুহ

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ নাহ, আসলেই অনেক দেরি হয়ে গেছে তিথীডোর। নিষ্ঠুর কোবতের জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

কল্যাণ এর ছবি

এই ছেলে বড়ই ইয়ে, টাকা পয়সা আর কাজের সময় কায়দা করে আমার দিকে নলটা ঘুরিয়ে দেয়।

লেখাটা অতি উচ্চমানের হয়েছে, আর নাই?

আজকাল লোকজন খুব তাড়াতাড়ি চলে যায়, এটাই বোধয় ভাল আজকাল।

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হে হে ... বুঝেনই তো দেঁতো হাসি

আপনার পাঠকসত্ত্বা নিম্নগামী খাইছে

হুমম... কে জানে? হয়তো ভাল। ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

খালি পাঠকসত্ত্বা? সবই নিম্নগামী আমার। নিচে বইসা রঙ দেখি উপরের শয়তানী হাসি

খালি ভাল? দুইদিন গেলেই বুঝবেন চোখ টিপি

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাংলায় লেখো বাপু!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি এর ছবি

আমারও বোধহয় সায়েন্সোফোবিয়া টাইপের তেমন কিছু চলছে। নইলে বিজ্ঞানের গাড়ি চলছে না কেন?

সায়েন্সোফোবিয়া কাটাতে চান? রিস্টার্ট দিতে চান বিজ্ঞানের গাড়ি? তাহলে এই প্রবন্ধটা সম্পূর্ণ অনুবাদ করেনঃ http://www.bbc.com/earth/story/20150525-a-black-hole-would-clone-you । আমার মতে এটা সবরকমের সায়েন্সোফোবিয়ার মহৌষধ হতে পারে। অন্ততপক্ষে আপনাকে একটা বিজ্ঞানসম্মত পারলৌকিক জীবনের সন্ধান দিলেও দিয়ে দিতে পারে! চোখ টিপি

****************************************

সো এর ছবি

পড়লাম। চমত্কার জিনিস। আসল পেপারটা এখানে আছে।
http://arxiv.org/abs/1207.3123
কিন্তু জারগন ভরতি।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম... ভেবে দেখি, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি এর ছবি

তরাতরি ভাবেন আর হ্যাঁ - ভালো করে পইড়া দেখেন। দারুন মজার জিনিষ - এমন জিনিষ চট কইরা পাইবেন না। সচলে এই টাইপের কিছু সুপাঠ্য বাংলায় দিতে পারলে যা একখান হৈ হৈ রৈ রৈ কাণ্ড পড়ে যাবে না! ভাবতে আমারই তর সইতাছে না! আর এর সাথে যদি সামান্য একটু আধ্যাত্নিকতা পাঞ্চ করে লং আইল্যান্ড আইস টি -র মতো বিজ্ঞান আর আধ্যাত্নিকতার একটা জমাটি ককটেল বানায়ে ফেলতে পারেন, তাহলে তো আর কথাই নাই (এইটা এতই কাটিং-এজ তত্ত্ব যে আমার মত আম পাঠকের জন্য প্রায় আধ্যাত্নিকতার কাছাকাছি বৈকি)! তখন আপনে দীপক চোপড়ার মতো আমাদের সচলের ইন-হাউস "কোয়ান্টাম মিস্টিসিজমের নব-জমানার অতীন্দ্রিয় বিজ্ঞানগুরু" হিসাবে বিশাল সম্মান আর জনপ্রিয়তা লাভ করবেন। (জাস্ট কিডিং চোখ টিপি )

ও হ্যাঁ, রিলেটিভিস্টিক ছদ্মবিজ্ঞান আর কোয়ান্টাম অধ্যাত্নবাদের জাইগান্টিক মহাগুরু দীপক চোপড়ার কথাই যখন উঠলো, তখন চোপড়ার সাথে মহানাস্তিগুরু রিচার্ড ডকিন্সের এই অতুলনীয়-ঐতিহাসিক-দুর্দান্ত সম্মুখ-বিতর্কটা দেখেন (টিভি অনুষ্ঠানটা স্প্যানিশ/পর্তুগিজ কোন ভাষায় হলেও মূল বিতর্কটা ইংরেজিতেই) --
https://www.youtube.com/watch?v=f4c_CrQzUGw । এটা দেখে দিনটাই ভালো হয়ে গেছে আমার! হাসি

****************************************

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

হাদিয়ার টেকাটুকা কল্যাণ ভাই পৌঁছে দিবে কিরকম?

..................................................................
#Banshibir.

কল্যাণ এর ছবি

নো কুশ্চেন, টেকাটুকা সব আমার কাছে পৌঁছে দিলেই হবে (তাপ্পরে টেকাটুকার গতি কী হবে তাতেও নো কুশ্চেন) এটাই মনে হয় বলতে চাচ্ছে সাক্ষী চক্ষু খুইল্যা গুট্টি খেলুম, গুট্টি...

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

টেন্ডার ধরায় দিলাম, কমিশন কো? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

কমিশন= লেখা -গুড়- হয়েছে

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ধইরা ঠুয়া দিয়া দিমু...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উনি সাগরপারের মানুষ, আমি ভেবেছিলাম আপনার ওয়ার্কশপে হোম ডেলিভারি হবে চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কল্যাণ এর ছবি

আমার সাগর আর পীরের সাগর এক নয়রে বাবুল। হাগার হাগার মাইল আছে মধ্যিখানে।

_______________
আমার নামের মধ্যে ১৩

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পীরের মারফতির উপ্রে ঈমান রাখেন, বিশ্বাসে মিলায় বস্তু...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ফিরলেন, সাক্ষীদা’? অনেক বিষণ্ন লেখার মাঝেও কিছু কবিতার অংশ পড়তে পাওয়া গেল, সক্কালবেলা এই ঢের। লেখাটা যে অনেক ভালো, সে কথা বলার দরকার আছে আর?

দেবদ্যুতি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কবিতা একটা অভিশাপ, জীবনের হলে তো অভিশাপ স্কয়ার মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

হাততালি
কিছুই লেখোনা, অন্য, অন্য, অন্যদের লেখা দিয়ে ভরিয়ে দাও। তাও ৫-এ ৫ তারা। এবার এট্টুস মন লাগিয়ে বিজ্ঞানের গপ্প ফেরাও দেখি, প্রাণ যে হাঁপিয়ে উঠল!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ হুমম... আমারও

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

স্পর্শ এর ছবি

হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান লেখা কই? খন্দকারকে অন্ধকার করে দিয়ে এইবার আলোর পথে এসো...

আর হেলাল হাফিজের কবিতা কানে কানে রূদ্র শুনিয়ে দিলো যে? ইচ্ছাকৃত?


ইচ্ছার আগুনে জ্বলছি...

সাক্ষী সত্যানন্দ এর ছবি

অন্ধকারই ভাল। ছারপোকা হয়ে গেছি, আলো দেখলে ডরাই। মন খারাপ

নাহ, মাঝখানের একটা অংশ কিভাবে যেন গায়েব হয়ে গেছে। ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

পত্র দিয়ো, পত্র দিয়ো৷
আর না হলে যত্ন করে ভুলেই যেয়ো,
আপত্তি নেই৷

ভুলে গিয়েছিলাম এই সুন্দর কবিতার লাইনটি। আজ মনে করিয়ে দিলেন
Jaraahzabin

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে জীবনবাবু মানা করে গেছেন মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা! উত্তম জাঝা! উত্তম জাঝা!

ফাহমিদুল হান্নান রূপক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমি মরি আমার জ্বালায়, লোকে দেয় জা'ঝা। হেডি লই কিত্তাম? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

উত্তম এবং খাসা । আমারও প্রশ্ন - মাঝে মাঝে তব দেখা পাই, নিয়মিত কেন পাই না!

____________________________

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কারো পৌষ মাস, কারো সর্বনাশ মন খারাপ

প্রশ্নের উত্তর দেবেন কল্যান ভাই চাল্লু

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

ক্যান, কল্যাণ ভাই ক্যান?

____________________________

নজমুল আলবাব এর ছবি

পত্র দিয়ো... রুদ্রর পদ্য না, হেলাল হাফিজের।

দিনলিপি ভালৈছে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, রুদ্রের অংশে রুদ্রের কবিতাই ছিল, হাফিজের অংশে আফিজের। চাপ-চুপ লাইগা শহীদুল্লাহর পদ্য আর হেলালের নাম মুইছা গেছে। রুদ্ররেই মুইছা দিলাম আপাতত, পদ্য টাইপ করতে ইচ্ছা করতেছে না।

দিনলিপি ভালৈছে মানে? হুয়াই? রেগে টং

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নজমুল আলবাব এর ছবি

একজনের বিবাহ হয়ে যাচ্ছে, বিবাহ মানেইতো ভালো কিছু। তারে ভালো বলবোনা?!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ভাল কৈবার যাইয়াই তো মন্ডা খ্রাপ হৈল মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

গগন শিরীষ  এর ছবি

ভাল্লাগসে সাক্ষী ভাই!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লিখতে ভাল্লাগেনাই ওঁয়া ওঁয়া

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

কখনও দুঃখ চেপে হাসিমুখে শুভেচ্ছা জানাবার পরে পাল্টা শুনতে হয় “ভেবেছিলাম তোমার মন খারাপ হবে”। আগে বললে কি সমস্যা ছিল কে জানে?

ও হরি, এই অংশ তো আগে তলিয়ে পড়িনি। মন খারাপ
আহা.. ষাট ষাট, মন খারাপ কৈরেন না ভাইডি।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

নিতান্তই অগভীর ব্লগর ব্লগর, তলিয়ে পড়বার কি আছে হে? এ কি অতল জলে ডুবসাঁতার? (ষাট ষাট শুনে এই দুঃখেও একষট্টি ডাকার কথা মনে পড়ল)

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।