বিজয়দিনের বিচ্ছিন্ন ব্লগরব্লগর + বিজয়মুহূর্তের নিরবচ্ছিন্ন ছবি

সাক্ষী সত্যানন্দ এর ছবি
লিখেছেন সাক্ষী সত্যানন্দ [অতিথি] (তারিখ: বুধ, ১৬/১২/২০১৫ - ২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক) কারো পৌষ মাস, কারো সর্বনাশ

বছরের শেষ মানে মোটেই বিজয় দিবস কিংবা শীতের ছুটি না। চাকুরেদের কাছে বছরের শেষ মানে অফিসের চাপে কুত্তা পাগল অবস্থা। আহা কতদিন ব্লগব্লগাই না। সাকা-মুজাহিদের মতন দাম্ভিক লোকজন দম্ভটাকে পকেটে পুরে নাই হয়ে গেল তবু ব্লগব্লগানোর ছুটি নাই। বিপিএল (বাংলাদেশ-পাকিস্তান লীগ) প্রায় শেষ হয়ে গেল তাও অবসর নাই। ফ্রান্সে গজব পড়ল (আজকাল আকাশ থেকে গজব পড়ে না, ক্যান জানি সুইচ টিপেটুপে গজব ফেলতে হয়) তবু চুপচাপ থাকলাম। দেশে তেল নাই পানি নাই গেস নাই, তবু পদ্মাসেতুর কাজ শুরু হয়ে গেল তাও পাশ কাটিয়ে গেলাম। কিন্তু, বিজয় দিবসে? কাভি নেহি! আজ ব্লগব্লগাবোই।

খ) কাপালি(কে)র পাকিহনন

এইবারের বিপিএল (বাংলাদেশ পাকিস্তান লীগ) ভর্তি ডাম্পিং করা পাকি পণ্য দেখে খেলা দেখা হয়নি খুব একটা, অফিসের ব্যাস্ততাও এড়িয়ে যেতে টোটকার কাজ করেছে। মজা পাইছিলাম শ্রীহট্টের খেলা দেইখা। বেচারা মুশিরে কইলাম যার তার হাতে দল ছাড়তে নাই, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ডাক্রিদির কথা। আরে বাবা, ডিসেম্বর মাসে কি তাগো মেশিন-পাতি ঠিকমত কাজ করে? ডাক্রিদি আসার আগে সিলেট হারত টানটান খেলায় শেষ বলে ১ রানে। আর ডাক্রিদি আসার পরে হারা শুরু করল এক-আধশ’ রানে কিংবা ৯/১০ উইকেটে। ডাক্রিদির পূর্বসূরী ইমরান খানের চাচা টাইগার নিয়াজিও অবশ্য একই টাইপের খান। ডিসেম্বর মাসে আইসা মান সম্মান খুইলা রাইখা সারেন্ডার কইরা ভাগলবা হইছিল। আর মজা পাইলাম ফাইনাল খেলা দেখে। পাকুদের দেখিয়ে দেখিয়ে খেলল মাহমুদুল্লাহ-নাফিস-ইমরুল। আর বেচারা রিয়াদ, শেষ ওভারে পাকি বোলারের হাতে বল দিয়েই মজাটা দেখাল। আরে, আশেপাশে এত লাল-সবুজের মাঝে কি পাকিস্নায়ু ঠান্ডা থাকে। অলক কাপালিকে এত্তগুলা ধন্যবাদ পেকিপেটন (হোক না বলে) জারী রেখে বিপিএল এর সমাপ্তি টানার জন্য। মুশতাক আর জুয়েল নির্ঘাত গলাগলি করে হাসছেন ওপার থেকে।

গ) ইতিহাসের পুনর্মঞ্চায়ন

সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর ১৬ ডিসেম্বর বিকেলে জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি বিরসমুখে আত্মসমর্পণ করে গম্ভীর জেনারেল অরোরার সম্মিলিত কমান্ডের কাছে। অন্ততঃ গত ক’বছর এই কাজ হয়ে আসছে। কোনবারই সময় হয় না। বিদঘুটে এক ট্রেনিঙের সুবাদে গতবছর ঢাকায় ছিলাম বিজয়ের মাসে। তখন এই দুর্লভ সুযোগ পাই এই ঘটনার ছবি তোলার। সে সংগ্রহ থেকে ১৬টি ছবি বেছে নিলাম।

[ ১ ]

তাঁরা আসছেন... টানটান উত্তেজনা

[ ২ ]

তাঁরা প্রায় এসে গেছেন

[ ৩ ]

তাঁরা এসে গেছেন

[ ৪ ]

আচ্ছা, মঞ্চটা কেমন ছিল সেদিন?

[ ৫ ]

এই শিশুপার্ক সেদিন চ্ছিলনা!

[ ৬ ]

পিঁয়াজি, সাবধান হবেএএ... সাআবধান!

[ ৭ ]

ঢং দেখ! ঐ ব্যাটা, এইটা কি তোর কাবিননামা?

[ ৮ ]

পইড়া লাভ নাই, তাত্তারি ল্যাখ।

[ ৯ ]

কত সহজে শেষটা হয়ে গেল!

[ ১০ ]

এই হয়ে এল বলে...

[ ১১ ]

দ্য মোমেন্ট! ল্যাঙটের গিট্টু খুলে পিস্তল সমর্পন করছেন মার্খোরসেনাপতি

[ ১২ ]

ইসলাম রক্ষার টেণ্ডার বাগিয়ে নেয়া খান-কমান্ডার স্যালুট করছেন বিধর্মী প্রতিপক্ষকে

[ ১৩ ]

ক্যামেরা কাঁপে নাই রে পাগলা, লেন্সের চোখেও পানি আইসা গেছে...

[ ১৪ ]

এই এন্টিক গাড়ি কইত্তে পাইছে, কে জানে?

[ ১৫ ]

সবকাজ শেষ, বাংলাদেশ এখন মুক্ত

[ ১৬ ]

বিজয়ের আলো

[আপ্লোডানোর সুবিধার্থে ছবি ছোট করে নেয়ায় স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের দুঃখপ্রকাশ করছি]

পুনশ্চঃ আজ শুকনাকাঁথা নিয়ে ব্যাস্ত হয়রানপত্নী স্যামের বাড্ডে। তার জন্য একরাশ লাল সবুজ শুভেচ্ছা!

২ পৌষ ১৪২২/১৬ ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ, পৃথিবী, সৌরজগৎ


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

সিলেটেও এটা করি আমরা। ৫ বছর ধরে টানা হচ্ছে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাহ, দারুণ! এটা জানা ছিলনা। যারা আয়োজন করছেন তাদের জন্য শুভেচ্ছা। হাসি
প্রতি জেলাতেই এগুলো হওয়া দরকার, পেছনের কথা ভোলার আর উপায় নাই।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রানা মেহের এর ছবি

এই আত্মসমর্পনের রিপ্লে করার আইডিয়া যার মাথা থেকে বেরিয়েছে, তিনি নমস্য।
ঢাকার ছবি এই প্রথম দেখলাম। সিলেটের ছবিগুলো দেখলে এক দৌড়ে চলে যেতে ইচ্ছে করে।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ্যাঁ, ২০০৮ থেকে হচ্ছে বোধহয়। প্রথমবার সেক্টর কমান্ডার্স ফোরামের আয়োজন ছিল। তারপর থেকে প্রতিবছরই হচ্ছে। চলে আসেন, একসাথে বিজয় উদযাপন করি।

এই বিজয় দিবসে দেশে কোনও মুজাহিদ নাই + ট্রাইব্যুনাল করে সাকার বিচার করতে 'পারা' গেছে। আগামী বিজয় দিবসের বহু আগেই আসা করি মতিউর রহমান নিজামীকেও যথাযথ প্রক্রিয়ায় (গোআ'র মত শর্টকাটে না) তাদের সফরসঙ্গী হতে দেখা যাবে। তখন নাহয় সবাই মিলে ত্রিশ লক্ষ ফানুস ওড়াবো। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

চলুক "ক্যামেরা কাঁপে নাই রে পাগলা, লেন্সের চোখেও পানি আইসা গেছে"!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

কে ভাই? লাল-সবুজের শুভেচ্ছা। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তিথীডোর এর ছবি

ক্যামেরা কাঁপে নাই রে পাগলা, লেন্সের চোখেও পানি আইসা গেছে...

চলুক
এই লাইনটা মনে থাকবে।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমার ভাঙ্গাচুরা ক্যাম্রায় এক ছবি ৫বার তুললে এক-আধটা আসে। ছবিব্লগানোর আগে কয়েকদফা ফিল্টার করি। প্রথমে ঝাপসাগুলা তারপর একইরকমগুলা। কয়েকবার ফিল্টার করার পরও এই ছবিটা ক্যাম্নে জানি টিক্যা গেছিল। তখন, দুম করে এই লাইনটা মাথায় আসল, লিখে ফেললাম। ভয়ে ছিলাম, এটা যে কারো ভাল লাগবে ভাবি নি। ইয়ে, মানে...

সাকা-মুজাহীন বিজয় দিবসে একরাশ লাল-সবুজ ফানুসের শুভেচ্ছা, তিথীডোর। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

পিঁয়াজি, সাবধান হবেএএ... সাআবধান!

শয়তানী হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, পিঁয়াজি আর খন্দকার সা'ব বাদে বাকি সবই এটেনশান হইছে।
কেবল, পিঁয়াজির হাত পেছনে, আর খন্দকার সা'বেরটা সামনে। দেঁতো হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

তালিয়া, তালিয়া।
সামনের বিজয় দিবসের আগেই নিজামি যাইবে ঝুলিয়া।
লেখা উত্তম জাঝা! হয়েছে।

ফাহমিদুল হান্নান রূপক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আমীন!! শয়তানী হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

এই আইডিয়াটা ভালো হইছে হাততালি

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ধুসর জলছবি এর ছবি

হাততালি হাততালি বাহ। আরে আমি তো এটার খবর জানতামই না। আগামী বছর পিচ্চি কাচ্চা গুলোকে নিয়ে যেতে হবে। হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জানতেন না, তাতে কি? আমি জানতাম, তাও যেতে পারিনি!

পিচ্চি-কাচ্চাদের অনেক অনেক লাল-সবুজ আদর থাকল।
পিচ্চিকাল থেকেই শেখানো গেলে পরে লাইনেই থাকবে। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুলতানা সাদিয়া এর ছবি

ক্যামেরা কাঁপে নাই রে পাগলা, লেন্সের চোখেও পানি আইসা গেছে... চলুক
দাদা, অনুভূতিটা লিখে বোঝাতে পারছি না।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহা, আজকের দিনে আবার অনুভূতির কথা কেন?? খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

লাল-সবুজের শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

লাল-সবুজের শুভেচ্ছা। হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী এর ছবি

দূর থেকে হালকা চোখে প্রথম ছবিটা দেখে ভাবতেছিলাম স্বাক্ষী মিয়া কই থেকে একাত্তর সালের এই ঝকঝকে রঙিন ছবি হাজির করলো!

এই উদ্যোগটা দারুণ লাগলো।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হে হে হে... সাক্ষীরা* কোনও স্থান-কাল মানে না! (*সাফাই সাক্ষী না কিন্তুক)

উদ্যোগটা আসলেই দারুণ। ঘাড় গুঁজে বই পড়ানোর চেয়ে জীবন্ত পুনর্মঞ্চায়ন (ডেমনস্ট্রেশনের বাংলা কি হবে) অনেক কার্যকর পদ্ধতি। একাত্তরের ঘটনাগুলো এভাবে দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত করে দেয়া দরকার। তাহলে ড়্যাম্বোরা দুম করে শিশুপার্কের কংক্রিটে ৭ মার্চ আর ১৬ ডিসেম্বর ঢেকে দিতে পারবে না। অন্তত, নবীন দোদুল্যমানদের জন্য এটা জারী রাখা জরুরী। ফুলকুঁড়ি'র লতা-পাতা কিংবা কিশোর-কন্ঠের ফুল-পাখিরা অনেকে অবশ্য তবু লাইনে আসবে না, তারা আউট অফ সিলেবাস। ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মাসুদ সজীব এর ছবি

উত্তম জাঝা!

-------------------------------------------
আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান।
আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সো এর ছবি

হাসি হাততালি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনুসন্ধিৎসু এর ছবি

উত্তম জাঝা!

নীড়পাতাতে প্রদর্শিত ছবিটা কার্জন হলের না?
সম্ভবত, উত্তর-পশ্চিম কোনার!।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

জ্বী জনাব। প্রশ্ন দেইখা ভড়কায়া গেছিলাম। শেষে গু-ম্যাপে উবু-দশ-বিশ কইরা বাইর করলাম যে এইটা আসলেই উত্তর-পশ্চিম কোনা! ইয়ে, মানে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ফাহিম হাসান এর ছবি

দারুণ চলুক

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আসলেই দারুণ ! হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

ঢাকায় এই অনুষ্ঠান হয় আমি জানি না কেন? এ বছর বাড়িতে ছিলাম, সামনের বছর নির্ঘাত ঢাকায় নাই, কোথায় থাকব তার ঠিকঠিকানা নাই। দেখা হলো না, সব আপনার দোষ, আপনি জানাইলেন না ক্যান???

লেখা সেইরাম ভালো, লেন্সের চোখের মতোন আমার চোখেও পানি এসে গেছে।

দেবদ্যুতি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বুইললে তো বুইলবেন যে বুইলেষে! খাইছে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

কী বুইলষেন মামুর বেঠা এইসব? পাইশতারছি না তো অ্যাঁ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

বাংলায় লেখো বাপু!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।