আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৮

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: বুধ, ০৯/০৪/২০০৮ - ৪:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৮আয় তোর মুণ্ডুটা দেখি ফুটোস্কোপ দিয়ে-১৮

খুড়ায় কৈছে " আলু খাঔ নৈলে ঠ্যাং ক্ষুরা দিমু"
অতএব খুকা-বুড়া চাউল থুইয়া আলুখাঔ নৈলে আলুর-দুশ্ হৈবো।
তখন কৈলাম খুড়ার দুশ দিতার্বা না।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

জল্পালু, নাকি আলপাই?

সুজন চৌধুরী এর ছবি

বেশি ঘাটালৈ আলুশা রুগ হৈবো কৈলাম।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍জাঝা

দুধের স্বাদ ঘোলে মেটানোর প্যারোডি বের করেছি আমি : ভাতের স্বাদ আলুতে মেটানো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে... হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

হাহাহাহা !!! গুরু জটিল কৈছেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

হিমু এর ছবি

আমি আমার ব্লগ শিরোনাম যোগ করেছি, নৈনিতালের নতুন আলু।


হাঁটুপানির জলদস্যু

সুজন চৌধুরী এর ছবি

হাহাহা মোক্ষম!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি

- আলু খাইলেই আলুর্দোষ হয় না, বরং আলুর্দোষ হৈলে আলু খাওয়া ঠিক না। আমাগো দেশের মাথারা এমনিতেই আলুর্দোষে বজ্রভাবে দুষ্ট, তারা আলু খাইবো ক্যান? আর আমরা, ম্যাঙ্গো পিপোল যারা আছি, তাগো কোনোই আলুপটলের দোষ নাই, অতএব আলু খাওয়ার এই গুরুদায়িত্ব পড়লো আমাদেরই ওপর!

জয় বাবা আলুনাথ।
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

কৈ যাই কন এইদিকে আলুর্দোষ ঐদিকে আমের্দোষ!
ডাঙ্গায় আলু গাছে আম !!!



[url="http://sujanimator.blogspot.com"]লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ [/url]

মুহম্মদ জুবায়ের এর ছবি

এখন 'পা পিছলে আলুর দম' কি আর হবে?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

এতো বিদ্রুপ কইরেন না।
কয়েকদিন পরে এই আলু ই দামী হইয়া গেলে দাঁত কেলাইয়া হাসবো।


আবার লিখবো হয়তো কোন দিন

লুৎফুল আরেফীন এর ছবি

আসলেই। যদ্দিন সস্তা আছে খাইয়া নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
আমার ডরমের রাশিয়ানদের দেখতাম সব বেলাতেই আলু খাইতে। এতো আলু কেমনে খায় ভেবে অবাক হতাম। এখন মনে হচ্ছে সিদ্দিকা কবিরের কাছে সুপারিশ করতে হবে টিভিতে বেশী বেশী করে রাশিয়ান ডিশ দেখাতে। হাসি

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

আলুজনতা এর ছবি

সুজন'দাঃ আইজকা মডুরুদ্দিন অরুপ'দার জন্মদিন। ফুটুস্কোপ দিয়া হের মুন্ডুটারে একবার দেখেন চে!!

বিপ্লব রহমান এর ছবি

জয় বাবা আলুনাথ!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

খুড়ার দন্ত নাই ভালো কথা। আলু খুড়ায় ভর্তা কইরা খাইবো। কিন্তুক চক্ষু নাই ক্যান? অন্তত একখান চক্ষু থাকলেও তো থাকন উচিত। খুড়ায় না দেইখা আলুর স্যুপ মনে কইরা যদি ভাতের মাড়ে চুমুক বসায়, তাইলে চাউলের যে দামবৃদ্ধি হবে, তার জন্য কার্টুনিস্টের ফাঁসিও হইতে পারে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

শেখ জলিল এর ছবি

জব্বর জল্পালু!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

অতিথি লেখক এর ছবি

এখনই সময় বেশী করে আলু খান ভাতের উপর চাপ কমান...!!
-নিরিবিলি

অমিত আহমেদ এর ছবি

মানে আরকি, আলু আবার আগে থেকেই, বুঝলেন হে হে, আমার প্রিয় খাদ্য।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ
(এইটা গুরুজনরা ভুলে গেছে, আবার চালু করি চোখ টিপি ]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।