ঝুলান্তিস্

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: শনি, ২৮/০৩/২০০৯ - ১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ঝুলান্তিস্ঝুলান্তিস্

লন ভাই, ১টা পাকমনপিয়ারু ধৈরা জায়গামত ইটা ঝুলাই, তারপর g-এর মান বাইর করি।


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

ইটা কি একটা বেশি দেওয়া যায় না? চোখ টিপি

সুজন চৌধুরী এর ছবি

এইটা ১টা নিরীক্ষাধর্মী প্রজেক্ট, কাজেই আপনি চাইলেই ইটের সংখ্যা বাড়াইতে পারেন.......... ব্যাপার্না।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

অতিথি লেখক এর ছবি

আমরা ভেবেই সারা...
কে জানে তারা হয়তো প্রয়োগ করেও দেখেছিল.....
(অতি অদ্ভুত শাস্তি)@-)

(জয়িতা)

সুজন চৌধুরী এর ছবি
রায়হান আবীর এর ছবি

ওরে। ওরে। ওরে। ওরে।

হোসেন [অতিথি] এর ছবি

পরীক্ষাটা একটা নিঊট্রন স্টারের উপর করলে ভালো হয়। সেইরম g এর মান পাওয়া যাইব

সুজন চৌধুরী এর ছবি

ব্রহ্মান্ডের যেকুনো জাগায় লৈতারেন ব্যাপার্না!!


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

অমিত এর ছবি

নাই তো কিসু, ঝুলাইবেন ক্যামনে ?
হুক লাগতারে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হো হো হো
হো হো হো
হো হো হো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুজন চৌধুরী এর ছবি

ক্যা,
তারকাটা,
গুনা,
রশি,
নাইলনের সুতা,
বেল্ট,
ত্যানা,
শাড়ীর পার,
বর্শী,
লম্বা সাপ,
ফাইবার অপটিক..........


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

খেকশিয়াল এর ছবি

দোলকের অংকগুলাও করন যাইব, কেউ স্টপওয়াচ ধরেন ! গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি
লুৎফুল আরেফীন এর ছবি

কি দিয়া বানছেন? রশি? নাকি ইয়ে... ... শালাগো তো সব বড় বড়!

___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

সুজন চৌধুরী এর ছবি
সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জব্বর, সুজন্দা! আপনে চালায়া যান!
পুড়ান্তিস-এর পরে আইলো ঝুলান্তিস। এর পরে কী আসতে পারে, ভাবতেসি চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি
তারেক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আপনার কার্টুন দেখে মৃদুলুদ্ভাবিত শূন্যস্থান-পূরণ পদ্ধতিতে ছড়া লিখে ফেললাম:

বিচারটা কি ঠিক হলো, ভাই? আপনে নিজেই কন -
রাজাকারের শাস্তি - শুধু ইট-ঝোলানো (___)?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি
সৌরভ এর ছবি

ইটার বদলে ওয়েইট লিফটিং এর ওয়েইট গুলান ব্যবহার করা যাইতারে।


আবার লিখবো হয়তো কোন দিন

সুজন চৌধুরী এর ছবি

আর কয়েন না দিছিলাম তো ২০মনি বাটখারা!! ছিড়া যাওনের গতিক দেইখানা .... ইটা ঝুলাইছি !


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

নজমুল আলবাব এর ছবি

কবে যে এইটা ব্যবার কর্তে পারুম...

এই কমেন্ট ফারুক ওয়াসিফ ভাই না দেখলেই হইলো শয়তানী হাসি

ভুল সময়ের মর্মাহত বাউল

সুজন চৌধুরী এর ছবি
ভূঁতের বাচ্চা এর ছবি

হাসতে হাসতে পেটে খিল ধরে গেল সুজন ভাইয়া !
সরল দোলকের অঙ্ক করতে আসলেই মজা হবে !
-----------------------------

--------------------------------------------------------

সুজন চৌধুরী এর ছবি

জ্বী দ্যাখেন পাঠ্য-সূচীতে অন্তর্ভুক্ত করা যায় কিনা... তাইলে এই অংক আর কেউ ভুল কর্বোনা।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

লুকিংগ্লাস [অতিথি] এর ছবি

এর পর আইতে আরে ...

১। কোপান্তিস্
২। মারন্-ন্তিস্
৩। খুচান্-ন্তিস্
৪। মুতন্-ন্তিস্
৫। হাগন্-ন্তিস্
৬। খাওয়ান-ন্তিস্ [বাছাইক্রিত কোন পশু বা পাখির কাঁচা"মাল" হইতে আরে...]

একটা কন্নটেসস্ ছারন জাইতারে... সুজন দা কি কন?

সুজন চৌধুরী এর ছবি
কল্পনা আক্তার এর ছবি

হোয়াট এন আইডিয়া ভাইজি অ্যাঁ হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

অতিথি লেখক এর ছবি

ইট ঝুলাইলেন ভাই?
ইট দিলে অনেক ব্যাদ'না পাবে তো...

ইট বাদ দেন ভাই। হাল্কা দেইখা একটা প্লাস্টিকের মুলা কইস্যা বাইন্ধা ঝুলান।

ও......
সামনে একটা গাধা দাড়া করাইয়া রাখতে ভুলবেন না যেন।

আর নাইলে একটা কাঠাল গাছের পাতাসুদ্ধ ডাল বাইন্ধা দেন।
এইবার কইলাম সামুনে একখান ছাগল লাগব। ছাগল পাতা খাইতে খাইতে উপরে উঠতেই থাকবো...উঠতেই থাকবো।

দ্যাখবেন খালি, ছাগলে কী না খায়?

সুজন চৌধুরী এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অভ্রনীল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
চ্রম হইসে...

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

বিপ্লব রহমান এর ছবি

ব্যাপক! গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সাকিব [অতিথি] এর ছবি

আমি অরে পাহাড়ে নিয়া ঝুলাইতে চাই। অইখানে আর সমুদ্রপৃষ্ঠে g এর মান বের করার জন্য দোলকের ব্যবহার মন্দ না।

সুজন চৌধুরী এর ছবি

করেন ব্যাপার্না........ তয় g-এর মান কত পাইলেন জানায়েন।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

খেকশিয়াল এর ছবি

কিছু না ঝুলায়াও পেইন দেয়া যায়, যেমন হুদা নেংটা কইরা সামনে একটা দুগ্ধপিপাসু বাছুর ছাইড়া দিতারেন

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুজন চৌধুরী এর ছবি
শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চ্রম!!!

নিবিড় এর ছবি

দারুন চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

রানা মেহের এর ছবি

রাজাকার -
যাদের ঘৃনা করা আমাদের অপরাধ।
যাদের ভালোবাসা আমাদের আমাদের নৈতিক দ্বায়িত্ব।
তাদের এভাবে অপমানের তীব্র পেতিবাদ
এবং কার্টুনিস্টকে দিক্কার দেঁতো হাসি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

হিমু এর ছবি

রাজুবদুদের জন্য এগ বুগ ভালুবাসা নিয়ে পয়েন্ট কামাতে চাই, দ্বায়িত্ব নয়, দায়িত্ব। তবে এই ব-ফলা যদি তাদের প্রতি আমাদের ঘৃণাভুলেভালুবাসার নিদর্শনস্বরূপ হয়, তাহলে শুধু ব-ফলা নয়, চন্দ্রবিন্দুও যোগ করার দাবি তুলছি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পান্থ রহমান রেজা এর ছবি

ব্যাপক।

কীর্তিনাশা এর ছবি

ওরে....... গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

হুদাই একটা ইট নষ্ট করলেন । ঝুলা ঝুলি রাখেন, ইটার বাড়ি মেরে থ্যাতা করেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সুজন চৌধুরী এর ছবি
দ্রোহী এর ছবি

ইট ঝুলানোর পরের স্টেপে লম্বা হয়ে যাওয়া ইয়ে দিয়ে ইয়ে করার একটা স্টেপ রাখা যায় না সুজন্দা?

দ্রোহী এর ছবি

গুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লিগুল্লি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।