আয় তোর মুণ্ডুটা দেখি কালাইডোস্কোপ দিয়ে ০৫

সুজন চৌধুরী এর ছবি
লিখেছেন সুজন চৌধুরী (তারিখ: মঙ্গল, ০৮/০২/২০১১ - ১১:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ কথা বলবো আমার প্রিয় নচ্ছাড় চরিত্র বদরু খাঁকে নিয়ে।

সচলায়তনে গোয়েন্দা ঝাকানাকার যেসব গল্প প্রকাশিত হয়েছে, সেগুলোতে বদরুর চরিত্রটা পুরোপুরি ফোটার সুযোগ পায়নি। বেশিরভাগ গল্পেই বেচারা আসে একেবারে শেষ মুহূর্তে, এর ওর ছদ্মবেশ ফেড়ে। সে যে আপন গুণেই কালোয় কালোকিত, সেটা খুব কম গল্পেই বোঝা গেছে। গোয়েন্দা ঝাকানাকা ও জাঙ্গিয়া রহস্য আর গোয়েন্দা ঝাকানাকা ও সংরক্ষিত আসনের মহিলা সাংসদ রহস্যে বদরুর বিটকেলপনাটা কিছুটা ভালো ফুটেছে। কালা হিমুর লেখা অপ্রকাশিত ঝাকানাকাগুলোতে বদরুর চরিত্রটা আরেকটু খোলতাই হয়েছে, তাই বদরুকে আঁকার সময় সেগুলোকেও বিবেচনায় রেখেছি আমি।

বদরুর দেখতে কেমন হওয়া উচিত?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে হিমসিম খেতে হয়। বদলোকের তো ছড়াছড়ি চারদিকে। কাকে ফেলে কার মতো করে আঁকা যায় বদরুকে? আর বদরু তো যেনোতেনো সুপারভিলেন নয়। সে ফুল ভালোবাসে, পাখি ভালোবাসে, ভালোবাসে লতাপাতা আর উচ্চাঙ্গ সঙ্গীত। তানপুরা হাতে ব্যাঙ্ক লুট করতে গিয়ে কাউন্টারের ওপর বসে চোখ বুঁজে গান ধরে, আমি অকৃতী অধম তাই বলে মোরে কম করে কিছু দাওনি ... চাঁদনি রাতে বজরায় বসে চাঁদের আলো দিয়ে তালের রস খেতে খেতে কবিতা লেখে ... ঘুটঘুটে অমাবশ্যার রাতে ডাকাতির জন্যে পায়খানার পাইপ বেয়ে উঁচু বিল্ডিঙে চড়তে চড়তে গুনগুন করে ঠুমরি গায়, "জ্যোছনা করেছে আড়ি"। এমন চারুবোধসম্পন্ন বদমাশের কেমন হওয়া উচিত দেখতে?

ভাবতে গিয়ে প্রথমেই মনে হয়, ব্যাটার গালে একটা আঁচিল থাকা জরুরি। আর সেই আঁচিলের ভার লাঘব করার জন্য একটা হাইভোল্টেজ হাসিও থাকা উচিত। তাই আগে আঁচিল আর হাসিটাই মাথা থেকে খাতার পাতায় নামাই।

কালা হিমু আমাকে তারপর বদরুর লেখা একটা কবিতা শোনায়। কবিতার নাম টনক প্রদীপ জ্বালো।

তারপর বাকি কাজ সহজ হয়ে যায়।

গোয়েন্দা ঝাকানাকার একটা পোস্টার বের করা হয়েছে। বইমেলা থেকে সেই পোস্টারের ছবি তুলে এনেছে আমাদের কালাবাহিনী কালী নুসু। দ্যাখেন। চেনা চেনা লাগে, তবু অচেনা।

এই শুক্কুরবার সকলে তাহলে চলে আসেন বইমেলায়, পাঠসূত্র স্টলে। স্টল নাম্বার ২০২-২০৩।


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

বদরু মিয়াকে আমি খুবই ভালু পাই হাসি ছবি আগেই দেখেছি। অবশ্য তাতে কী! গুণীলোকের ছবি বারবার দেখা যায় দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তাসনীম এর ছবি

বদরুর দেখতে কেমন হওয়া উচিত? - এই লাইনটা পড়ার পরেই মাথায় একজনের নাম এসেছিল।

দেখলাম বদরু দেখতে তারই মত! দারুণ, আশাকরি মানুষ লাইন দিয়ে কিনবে এই কমিক। শুভেচ্ছা রইল।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

বদরু খাঁ আমারো সবচেয়ে প্রিয় চরিত্র। আপনাদের এইসব ক্রিয়াকলাপ দেখে কালা হতে মন চায়। -রু

পান্থ রহমান রেজা এর ছবি

ফুল নেবে না অস্ত্র নেবে বন্ধু! হাসি
ভালোই হইছে বজ্জাত বদরু!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

বদরু খাঁ'র চেহারাখানা সেরাম হইছে । দেঁতো হাসি
চেহারা মোবারক তো পুরাই কাক্কার লাহান । হো হো হো

আনন্দী কল্যাণ এর ছবি

চারুবোধসম্পন্ন বদমাশ হো হো হো, পার্ফেক্টো।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চারুবোধসম্পন্ন বদমাশ পড়ে আমিও হাসতে হাসতে শেষ...

পোস্টার দেখে প্রতিদিন লোকজন খোঁজ নেয় বইটার। আশাকরি কাটতি হবে বেশ... শুভকামনা

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

দেঁতো হাসি

ইসে, ছবির বদনখানি কার?

তাসনীম এর ছবি

লোকটার নাম হোসাইন মুহাম্মদ বদরু খাঁ, আমার স্মৃতির শহরের শেষ পর্ব ওই ব্যাটার সময় নিয়েই লেখা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অতিথি লেখক এর ছবি

চরম!!
পার্ফেক্ট!!

অনুপম ত্রিবেদি এর ছবি

আমার সব লেখার কমন ট্যাগ হইলো - এরশাদাদু। লুকটা আমার চাইল্ডহুড হিরু ... ... আর আমি চিন্তাইতাছি যে, বদরু খাঁ ফ্যান কিলাব দিমু ... মু ... হা ... হা ... হা ... শয়তানী হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরে হ! বদরু খাঁ ফ্যান কিলাব ইমিডিয়েটলি খোলা দর্কার! দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

গেল শুক্কুরবার কালাবাহিনীর পুরান ঢাকা অভিযানচলাকালে পুলিশ ফাঁড়িতে কুমড়াসহ বমাল ধরা পড়া বদরু খাঁ।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সুজন চৌধুরী এর ছবি

এটা ১টা ক্ল্যাসিক ছবি!!

ধুসর গোধূলি এর ছবি

খালি ক্ল্যাসিক ছবিই না, পোস্টারের লোকেশনটাও ক্ল্যাসিক! একেবারে পুলিশ ফাঁড়ির দেয়ালে... হাসি

সুজন চৌধুরী এর ছবি
যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ঝাকানাকার বুদ্ধির ঝলাকানিতে রঙীল ভাই একেএ বদরু চাঁই একটু টিউব লাইট হয়ে গেসে, ব্যাপার না, সামনেই দুনিয়া কাঁপাতে ঝাকানাকা আস্তেছে তো, এইরকম একটু আধটু হইতেই পারে!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

ফাহিম হাসান এর ছবি

আহা বেশ বেশ বেশ !

চমৎকার পোস্টার।

তিথীডোর এর ছবি

চ্রম! হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সুহান রিজওয়ান এর ছবি

অচিরেই ছোট বাচ্চাদের ভয় দেখিয়ে বলতে হবে, " ঐ বদ্রু খাঁ আসছে, খেয়ে নাও বাবু !!! "

রাতঃস্মরণীয় এর ছবি

কাকতালীয় হলো কিনা জানিনা তবে এরশাদের পৈত্রিক বংশ কিন্তু খান!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

দ্রোহী এর ছবি

পোস্টারের ছবির ক্যাপশন "দাদুর পায়ের নিচে বদুর বেহেশত"।

শাহেনশাহ সিমন এর ছবি

ঘুটঘুটে অমাবশ্যার রাতে ডাকাতির জন্যে পায়খানার পাইপ বেয়ে উঁচু বিল্ডিঙে চড়তে চড়তে গুনগুন করে ঠুমরি গায়, "জ্যোছনা করেছে আড়ি"

গড়াগড়ি দিয়া হাসি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

চমৎকার পোস্টার। চলুক চলুক চলুক
-------------------------------------------
[url=http://www.loverofsadness.net ]Lover of Sadness[/url]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।