খাবলা খানেক অণুগল্প

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ০৬/০৮/২০০৯ - ১:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.

ষাটের দশকের মাঝামাঝি। পুরনো ঢাকার কোন ঐতিহ্যবাহী পরিবারে বিয়ের অনুষ্ঠাণ শেষে বরযাত্রী বাড়ি ফিরেছে। অনেক পরিবারের রীতি অনুসারে বৌয়ের সাথে তার ছোটবোনও এসেছে ছেলের বাড়িতে। নতুন বৌ এলে যা হয়। বাড়িময় বিশাল হুলুস্থুল। বৌয়ের পাধুইয়ে টাকা নেওয়া, গানবাজনা নাচানাচি সব কিছুর পরে একসময় সবাই ক্লান্ত হয়। যাদের বাড়ি কাছে তারা বাড়ি গেলো। বাকিদের সবাইকে ঐ বাড়িতেই চিৎকাৎ হতে হবে। বরকণে চলে গেলো সাজানো বাসরে। বাকিদের নিয়ে বাঁধলো ঝামেলা। স্থানের অনুপাতে লোকবেশী। বাড়ির মুরুব্বিরা সবাই একে একে হিসাব করে একে ওখানে তাকে সেখানে পাঠাতে লাগলেন। বরের ছোটভাই অস্থির মনোযোগে মুরুব্বিদের এই বিন্যাসসমাবেশ লক্ষ্য করছিলো। অস্থায়ী কাজের লোকের শালারো শোবার কথা বলা হলো কিন্তু একজনের কথা সবাই ভুলে যাচ্ছে।

প্রচন্ড ক্রোধে বিদ্রোহী দেবর বাড়িময় চেঁচিয়ে বেড়ায়, সালি হুইবো কৈ? সালি হুইবো কৈ?

২.

১৯৯৬'র মার্চ মাসের প্রথম সপ্তাহ। একদিন খালি তো তিনদিন হরতাল। প্রাইভেট পড়ার নাম করে মোসাদ্দেক বাড়ি থেকে বের হয়ে শহরে ঘুর ঘুর করে। হরতালের সুবাদে বাড়ি থেকে রিক্সাভাড়া কিছু বেশী পায়। বেশীরভাগ হেঁটে যাতায়াত করে বলে রিক্সাভাড়া থেকে কিছু ব্যালেন্সও জমছে কিছুদিন থেকে। হরতাল-অবরোধ মাসখানেক ধরে শহরের বাতাসটাকেও বেশ ফ্রেশ রেখেছে।

বেশ যাচ্ছিল মোসাদ্দেকের দিনকাল। কখনো আধাঘন্টা প্রাইভেট পড়ার পর অনির্দিষ্ট টাঙ্কি মেরে, কখনো অস্থায়ী ম্যাগাজিন স্ট্যান্ডে সানন্দ সম্ভার পড়ে আর সময় সুযোগ মিলে গেলে মল্লিকা-ছন্দ বা পর্বতে এক টিকেটে দুইটি ছবি দেখে।

তারপর সেমিফাইনালের দিন সন্ধ্যা সন্ধ্যা বাড়ি ফেরে। গরম গরম পিঁয়াজুভাজা সামনে থাকলেও মোসাদ্দেক মুখ ডেকচি করে খেলা দেখে। শেষবলে ডোনাল্ডের দোষে দক্ষিণ আফ্রিকা ধরা খেলে মোসাদ্দেক রাগের মাথায় " বালের ডগা !" বলে চেঁচিয়ে ওঠে।

- কী হৈছে তোর? বড় ভাই জিজ্ঞাসা করে...
- ......যেই পোস্টার দিছে হেই ছবি দ্যায় নাই.....


মন্তব্য

হিমু এর ছবি
_প্রজাপতি এর ছবি

দ্বিতীয় গল্পটা মজা লাগলো।

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

সাইফ তাহসিন এর ছবি

এইডা কেঠা? ফ্রুজাফুতি দেহি হাচল হইয়া গেসেগা হো হো হো

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অমিত আহমেদ এর ছবি
অতিথি লেখক এর ছবি

১. চোখ টিপি

২. গড়াগড়ি দিয়া হাসি

সাইফ তাহসিন এর ছবি

বস, পরথমটা এমন জটিল হইস যে কি কমু, হাসতে হাসতে বিষম খাইসি, এখনও হেঁচকি উঠতাসে।

আর ২ লম্বরটা পুরাই ২ লম্বরি, গড়াগড়ি দিয়া হাসি এক টিকিটে ২ ছবি দেখবার মন্চায় চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

খেকশিয়াল এর ছবি

হাহা মজা পাইলাম
'বালের ডগা' অনেকদিন পর শুনলাম, আমরা সচরাচর কই বালের মাথা, লোমের গোড়া হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম।

মামুন হক এর ছবি

হাসতেই আছি দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

আরো কয়েক খাবলা দেন, বদ্দা ........ হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

......যেই পোস্টার দিছে হেই ছবি দ্যায় নাই.....

দূর্নীতি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

প্রথমটা অত ভালো লাগেনি। হয়তো বুঝিনি দেখেই। দ্বিতীয়টা জব্বর লাগলো। কাটাকাটি। দেঁতো হাসি

আকতার আহমেদ এর ছবি

হো হো হো

সবজান্তা এর ছবি

হা হা হা

দুইটাই ফাটাফাটি !


অলমিতি বিস্তারেণ

লুৎফুল আরেফীন এর ছবি

১. হো হো হো
২. হো হো হো

অতিথি লেখক এর ছবি

হাহাপগে!!
------------
উদ্ভ্রান্ত পথিক

দুর্দান্ত এর ছবি

"সালি হুইবো কই"
"যেই পোস্টার দিছে হেই ছবি দ্যায় নাই"
এক টিকেটে দুই বানী।
তোফা।

অতিথি লেখক এর ছবি

হাসি মজার।

অমাবস্যা

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পারফেক্ট। অণুগল্প পড়ার শেষে যেমন 'এঁইয়, হ! খাইসে!' বলতে হয়, পুরা সেরম!
গুল্লি

কনফুসিয়াস এর ছবি

বদ্দা, পুরাই ড্যাবস! ঃ)

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কাকতাড়ুয়া [অতিথি] এর ছবি

জটিল হো হো হো

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

বদ্দা, সিরাম দিলেন... হাসি থামে না। আমার প্রথমটাই বেশী ভালা লাগসে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

স্বপ্নহারা এর ছবি

দুইটাই মারাত্মক। আরো কয়েকটা তাড়াতাড়ি ছাড়েন!

-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন চৌধুরী এর ছবি

সবাইকে ধন্যবাদ।



অজ্ঞাতবাস

অতিথি লেখক এর ছবি

খেক খেক খেক , পুরাই কশা। খাবলায়া খুবলায়া হাসতাছি।

- অনুপম ত্রিবেদি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।