বুদ্ধিজীবি হত্যার প্রতিশোধ চাই

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: সোম, ১৪/১২/২০০৯ - ১১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কত সহজেই না রাজনীতির মারপ্যাঁচে ইতিহাসের দগদগে ঘা'কে আমরা ঢেকে রাখি। প্রতিবছর ঘুরে ঘুরে ১৪ ডিসেম্বর এলে বিচার চাই বিচার চাই বলে আবার চাদর টেনে দেই। গ্যাংগ্রীনের পুঁজ মেখে সেই চাদর বহুদিন থেকেই তার বর্ণহীনতা খুইয়েছে। এখন চট করে বাইরে থেকে দেখলে একরকম ডেকোরেশন মনে হয়। বেশ চমৎকার মানিয়ে গেছে বর্ণাঢ্য ইতিহাসের শোকেজে। বছর বছর ঘোমটা খুলে কয়েক মুঠো ধবধবে সাদা লবণ ছিটাবার রিচুয়াল পালন .....

রিচুয়াল পালিত হয় বরাহপুরীতেও। সবার সাথে সাথে তাঁদেরও কিছু বলার আছে। সকল প্রপঞ্চের সমাবেশ জরুরি'র দোহাই দিয়ে আমরা ঘোঁৎ ঘোঁৎকেও ভাষা বলে মেনে নিয়েছি। আমাদের মধ্যে কেউ কেউ দেওয়ালে মাথা ঠুকি, খামচাই ...তাতে কপাল আর নখের শ্রাদ্ধ ছাড়া কোন প্রাপ্তি নাই ......

১৪ ডিসেম্বর যারা প্রাণ দিয়েছেন তাঁদের অপরাধ ছিল তাঁদের মেধা তাঁদের যোগ্যতা। সেই মেধা-ধ্বংসযজ্ঞের লাভবানদের একটা যৌনকেশও আমরা ছিঁড়তে পারি নাই। মেধার বিকাশ আর প্রয়োগের গলায় ফাঁস দিতে দিতে এখন আর গ্যাংগ্রীনের যন্ত্রণাও কেউ অনুভব করে না ...

কেউ কেউ হয়তো করেন। কিন্তু শল্য চিকিৎসার শস্ত্র থেকে তাঁরা বহুদূরে। তাঁদের নাগালে চাপা কান্নার গলা টিপে ধরার দুটি হাত ছাড়া আর কিছু নাই।

অথচ এই একটি দুটি হাত জড়ো হতে হতে একটা প্রকাণ্ড বিস্ফোরণ হতে পারতো।

নিজেকে চড় মারি। লাথি মারি। ফজলে রাব্বির হৃদপিন্ড উপড়ে ফেলা লাশটা বারবার দেখি। ভোঁতা স্মৃতিতে শান দিতে চাই, পুরনো বারুদে প্রাণের শুস্কতা তুলে আনতে চাই। আসে না। সব শেষে ঐ গোঙানিটাই বেঁচে থাকে।

ভাবতে চেষ্টা করি হয়তো হবে কোন একদিন সেই বিস্ফোরণ। মৌসুমী স্মৃতিকথা আর লাভের রাজনীতির ডেঁয়ো পিপড়াদের বদলে সর্বশক্তিমান জনতাই সেটা ঘটাবে। এইটুকু নিস্ফল আশার আস্ফালন বেঁচে থাকে .....

বুদ্ধিজীবি হত্যার বিচার চাই না।

প্রতিশোধ চাই!


মন্তব্য

সবজান্তা এর ছবি
খেকশিয়াল এর ছবি

প্রতিশোধ চাই

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বুদ্ধিজীবী হত্যার প্রতিশোধ চাই, এইটাই খাটিঁ কথা... আর কোনো কথা নাই
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বাধীন এর ছবি

গতকালের দৈনিক সংগ্রামের সম্পাদকীয়টি পড়ে দেখুন। তাঁরাও বসে নেই। নিজেদের পরিষ্কার করতে এরাও ব্যস্ত।

ওডিন এর ছবি
খেকশিয়াল এর ছবি

গানটা মনে হয় ওগো লেইগাই বানাইসিলো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

হ'
শাকিব ভাই মুক্তিযোদ্ধার পোলা, একটা বাঘের বাচ্চা!

______________________________________
আসলে কি ফেরা যায়?

অতিথি লেখক এর ছবি

অসাধারণ লিখেছেন সুমন ভাই।
হারামির বাচ্চাগুলার সাহস দেখে অবাক হয়েছি। রিপোর্টটা পড়ে পুরো থ হয়ে গেলাম। কী নিলজ্জ মিথ্যাচারের মাধ্যমে নিজেদের দায় এড়াতে চায় এরা?!?!

---- মনজুর এলাহী ----

হিমু এর ছবি

এই বরাহদের শিকার করতে হবে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অনুপম ত্রিবেদি এর ছবি

বেজন্মা সংগ্রাম শুয়রের বাচ্চা গুলা এইটা কি লিখছে??? অগো আম্মারা যেইসব পাকিগো বিচি টিপ্পা মস্তি করছে আর ঐসব পাকিরা এই কুলাংগারগো জন্ম দিছে তাগো নাম নিতে নটির পোলাগো এত্তো বেদনা কুঙ্খানে??? বাঙ্গালী মুক্তিযোদ্ধারা যখন অগো পাকি আব্বাজানগো পোন্দায়া রসা ছুডায়া দিতাছিলো তখন ভারতীয় বাহিনী এই বাংলাদেশরে সাপোর্ট দিছে - তাই অরা ভারতের উপর এতো নাখোশ। অগো আব্বাগো পোন্দানির কতা মনে আইলে এখনো অগো পোন জ্বলে আর হেই জ্বালায় খাঙ্কির পো গুলা যা-তা লেখে।

এই জামাতী শুয়োরের ছাউগুলারে বিচির মইধ্যে ইটা বাইন্ধা ভর রইদ্দে খাড়া করায়া রাখা উচিত।

===============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নাশতারান এর ছবি

কান্না পেলো। কিন্তু এ মৌসুমী কান্নায় রক্তের দাগ মোছে না।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

আমরা জাতি হিসেবে ভুলে ভরা। শুরু থেকেই দাবি করা উচিৎ ছিল......

বুদ্ধিজীবি হত্যার বিচার চাই না।
প্রতিশোধ চাই!

যোদ্ধাপরাধীদের বিচার চাই না,
শাস্তি চাই ।

- বুদ্ধু

সুমন চৌধুরী এর ছবি

এইটা কী কৈলেন? ক্যান কৈলেন? বুঝি নাই।



অজ্ঞাতবাস

অনার্য সঙ্গীত এর ছবি

জানের ভয়ে পোকার মতো বেঁচে থাকি!

কুত্তাগুলা মরে তাতে মায়ের কষ্ট বেশি, নাকি নিজের সন্তান পোকার মত হইছে তাতে মায়ের কষ্ট বেশি !!!

____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুমন চৌধুরী এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

এইটা আপনি কি দেখাইলেন? এইটা আপনি কি দেখাইলেন!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জুয়েইরিযাহ মউ এর ছবি

সত্যি, এইটা কি দেখাইলেন? এইগুলার সাহস আর কতোদিন বাড়তে দিব আমরা?

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

ইশতিয়াক রউফ এর ছবি

বদ্দা যা দিলেন লিংকটা!!

মুস্তাফিজ এর ছবি

এইখানে দেখেন : আল-বাঁদর ডিসকোর্স

এখানে সম্ভবত সেই মেজর মতিউরের কথা বলা হয়েছে যে পরবর্তিতে তার অনুসারীদের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলো

...........................
Every Picture Tells a Story

ওসিরিস এর ছবি

অসাধারণ বলেছেন।
বুদ্ধিজীবি হত্যার বিচার চাই না।

প্রতিশোধ চাই!
***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দূর্দান্ত!

শুভাশীষ দাশ এর ছবি

স্বজন হত্যার প্রতিশোধ চাই।

সংসপ্তক এর ছবি

কিস্যুই হবে না। এদের কেউ কোনদিন কিস্যু করতে পারবে না। এই অনলাইন এ ঝাল ঝাড়াই সার। মুজাহিদ গতকালকে জামাতের বুদ্ধিজীবী শোক দিবসে আয়োজিত মাহফিলে একটা প্রশ্ন তুলছে, এইডার উত্তর দেন দেখি কেউ যদি পারেন.......

"আমরা ই যদি এইসব করতাম, তাইলে জনগণ আমাদের ভোট কেন দেয়? ক্ষমতায় একাধিক বার কেম্নে আসি? যে অপরাধে আমাদের দোষী করা হয়, পৃথিবীর কোন দেশে সেই অপরাধের পর ক্ষমতায় আসা সম্ভব?"

জয় বাংলা। দেন দেখি উত্তর। আমি পারি নাই। মনে হইতেসে মুখে থাবড় খায়া বইসা আসি....

আরো যদি জিগায়, তাইলে নিজামী মন্ত্রী হয় কেম্নে? বিএনপিরে দোষ দিয়া পার পাইবেন না , অরে ক্ষমতায় আঞ্ছিলো কে? আপ্নে আমি ই। জয় বাংলা।

আরো যদি জিগায় বাংলাদেশে বইসা জামাতের বেজন্মার গুষ্টী ১৪ই ডিসেম্বর শোক সভা কেম্নে করে? অই সভায় কেউ বোমা মারে না কেন? নিদেন, লাঠি লয়া দৌড়ান দেয় না কেন? গেসিলেন কউ? আমি গেসিলাম? অগো ১৬ই ডিসেম্বরের প্রোগ্রামে? কেউ যাইবেন? আমি যামু? না। হুদাই নেট এ ফাল পারাপারি। ক্লীব জাতির প্রতিনিধি আমরা। জয় বাংলা।

বাই দ্যা ওয়ে, লীগে তো ঘোষণা দিসে দেখলাম আজকের প্রথম আলো তে...বিচারে দেরি আসে।জয় বাংলা।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

অনুপম ত্রিবেদি এর ছবি

"আমরা ই যদি এইসব করতাম, তাইলে জনগণ আমাদের ভোট কেন দেয়? ক্ষমতায় একাধিক বার কেম্নে আসি? যে অপরাধে আমাদের দোষী করা হয়, পৃথিবীর কোন দেশে সেই অপরাধের পর ক্ষমতায় আসা সম্ভব?"

- এই প্রশ্নের উত্তর তো আপনার প্রথম ২টি বাক্যেই দেয়া - "কিস্যুই হবে না। এদের কেউ কোনদিন কিস্যু করতে পারবে না।"

আসলে ব্লগে এগুলো লেখার মানে হলো নাড়া দিয়ে যাওয়া, দেখিয়ে দেয়া, মনে করিয়ে দেয়া যে এদের আমরা লাই দিতে দিতে কতদূর পর্যন্ত এনেছি। যদি এতে আমাদের একটু বোধের উদয় হয় যে আমাদের এই দেশের সন্তান হিসেবে কিছু করার আছে। আমরা খালি - কোনো লাভ হবেনা, যাদের করার কথা তারা করবেনা, আগের প্রজন্ম কি করেছে, শেখ সাহেব এদের কেনো ক্ষমা করেছেন, জিয়া সাহেব কেনো এদের ক্ষমতায় বসিয়েছেন, আন্দোলনের খাতিরে কেনো হাসিনা এদেরকে সাথে করে রাস্তায় নেমেছেন, ক্ষমতার লোভে কেনো খালেদা এদের সাথে জোট করেছেন, লোকজন কেনো তাদের ভোট দেয় ইত্যাদি রকমের জ্ঞানগম্ভীর অজুহাত দিয়ে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চাই। একবার ভেবে দেখুন্তো আমরা কি করেছি, কেবল অন্যের দোষ ধরা ছাড়া?

যে দেশে আছেন সে দেশের বেশিরভাগ মানুষই অশিক্ষিত আর ধর্মভীরু। ভাই, জামাত কি জিনিশ তা তো ভালো ভাবে ঘেটে বেছে না জানলে বোঝা যায়না। ঐ অভাবী-অশিক্ষিত লোকগুলো তো এত ভেবে-চিন্তে চলে না। আর জামাত সবার কাছে শুধু ধর্মের নামেই ভোট ভিক্ষা করে। আর শিক্ষিত যারা জামাতকে ভোট দেয় তারা হয় ব্রেইন ওয়াশড নয়তো কাল্প্রিট অথবা শুধু ধর্মের খাতিরে ইতিহাসকে এড়িয়ে গিয়ে জীবিত কিছু কীট।

আর আপনার "অনলাইনে ঝাল ঝাড়াই সার" - কথাটা মেনে নিতে পারলামনা। কেউ ঝাল ঝাড়লে আমরা কি একটু গায়ে মেখে নিতে পারিনা?? আমরা কি আমাদের দায়িত্বটা একটু উপলব্ধি করতে পারিনা?? হয়তো বলবেন 'আমরা কি করতে পারি?' আমরা সত্যকে উপস্থাপন করতে পারি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস আর সেই সাথে এইসব কুকুর-শুয়রদের মুখোশ উন্মোচন করতে পারি। ঠিক যেমন রাগিব ভাই একদিন আমার চোখ খুলে দিলেন, সেভাবে, আমরা উইকিতে এই সত্যগুলো এন্ট্রি করতে পারি।

ধন্যবাদ।

================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

একাত্তরে কি পাকিস্তানী বেজন্মা আর তাদের পা-চাটা কুত্তারা বাঙালীদের ধরে কোন আদালতে বিচারের নামে প্রহসন করেও কি মেরেছিল? না। তাহলে আজকে বিচারের কথা উঠবে কেন? মানবতা, সভ্যতার দোহাই যারা দেন তাদের মানবতাবোধ, সভ্যতাবোধ একাত্তরের ঘটনার ব্যাপারে কী বলে?

ক্রসফায়ারে ছিঁচকে চোর আর পকেটমারকে গুলি করে মারলে এক শ্রেণীর মানুষ "সাধু! সাধু!!" করে ওঠেন, প্রেসনোট তার যৌক্তিকতা ব্যাখ্যা করে। তাহলে একাত্তরের খুনীদেরকে ধরে কোন প্যাঁচাপ্যাঁচি না করে তাদের প্রাপ্যটা সরাসরি দিয়ে দিতে বাধাটা কোথায়?

কেউ কেউ প্রশ্ন তোলেন আমরা ব্লগে "ফালাফালি" করি কেন? তারা চায় আমরা একেবারেই চুপ করে থাকি। তাহলে অন্যপক্ষ গলাবাজী করে সহজে মাঠ দখল করতে পারবে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে সাত-পাঁচ বুঝিয়ে দেয়া যাবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সংসপ্তক এর ছবি

ষষ্ঠ পাণ্ডব লিখেছেন:

কেউ কেউ প্রশ্ন তোলেন আমরা ব্লগে "ফালাফালি" করি কেন? তারা চায় আমরা একেবারেই চুপ করে থাকি। তাহলে অন্যপক্ষ গলাবাজী করে সহজে মাঠ দখল করতে পারবে, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে সাত-পাঁচ বুঝিয়ে দেয়া যাবে।

আপনার কথার প্রথমাংশের সাথে তীব্র একাত্মতা ঘোষণা।পরের টুকু.......

আপনি বলে দিলেন এক কথায় আমি চাই আপনি চুপ থাকেন। নিজের মত ব্যাখ্যা দিয়ে দিলেন, অন্যপক্ষের গলাবাজীর রাস্তা সুগম করে নিতে আমি পথে নেমেছি।

অন্যপক্ষ আপনার আমার মত কেবল নেটেই হুমকি ধামকি ছাড়ে না, করে দেখায়। নিজের হাতে লেগে থাকা শহিদ বুদ্ধিজীবীর রক্ত না ধুয়েই তাদের জন্য মিলাদ মাহফিল আয়োজন করে, দূরে কোথাও নয়, ঢাকার বুকেই। বক্তব্য দেয়, এই হত্যাকাণ্ড
আওয়ামী লীগ আর ইন্ডিয়ান আর্মি মিলে করেছে, তারা নির্দোষ। আমাদের সরকার বলুন, সমাজ বলুন....তারা এটা অ্যালাও করে।

যা বলি গায়ের জ্বালা থেকেই বলি। আর কি করবো? কিন্তু আর কিছুই করা যায় না? ভার্চুয়াল স্পেস থেকে মর্তে কোন ভাবেই কি নামা যায় না? এইটা দিশা কেউ যদি দিতে পারে......সেই অপেক্ষায় বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই।

.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

রাগিব এর ছবি

কয়েকটা হোম টাস্ক দেই

* জিসি দেব এর জীবনীতে কিছু যোগ করুন। গুগল করলেই সূত্র সহ অনেক তথ্য পাবেন এই শহীদ বুদ্ধিজীবীর জীবনী নিয়ে।

* শহীদ আলীম চৌধুরীর জীবনীটি ইংরেজি উইকিতে যোগ করুন। অনেক তথ্য এখানে পাবেন, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে সূত্র সহ যোগ করে দিন।

বিচার চাওয়ার জন্য ব্যক্তিগত ভাবে আপনার আমার অবদান হতে পারে এটাই -- ব্যস্ত জীবন হতে ৫টি মিনিট এই তথ্যগুলো জড়ো করার কাজে হাত দেয়া। ৫টি মিনিট, এর বেশি লাগবে না। দশে মিলি করি কাজ ...

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

বইখাতা এর ছবি

........আমি শুরু করলাম। উইকিপিডিয়ার সাহায্য নিয়েছি বেশ কয়েকবার, কিন্তু কখনো কোনো কিছু এডিট করার চেষ্টা করিনি। এই ব্যাপারে একেবারে নতুন বলে অনেক কিছুই জটিল লাগছে, রেফারেন্স কীভাবে দেব বা আরো অনেক কিছুই বুঝতে পারছি না। তারপরও সাহস করে শুরু করলাম। ধীরে ধীরে শিখে যাবো আশা করছি। ধন্যবাদ আপনাকে।
@ সুমন চৌধুরী : আপনার লেখাটা অনুভব করলাম। ধন্যবাদ এমন লেখার জন্য।

রাগিব এর ছবি

ডাঃ আলীম চৌধুরীর জীবনীটি শুরু করেছেন ধরে নিচ্ছি। চমৎকার। দয়া করে আরো কিছু যোগ করুন। আমি ফরম্যাট করেছি কিছুটা, আর এক দুই প্যারা যোগ করেছি। অন্যরা যে যা পারেন তথ্য দিন।

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | কুহুকুহু

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

বইখাতা এর ছবি

আপনি ঠিক ধরেছেন। খুবই লজ্জিত যে মাত্র অল্প কয়েক লাইন দিয়ে শুরু করেছিলাম। হাতে সময় খুব কম ছিলো আর পুরো ব্যাপারটা জটিল লাগছিলো। তবে আজকে আরো কিছু তথ্য যোগ করেছি, টিউটোরিয়ালটাও পড়ছি। এখন থেকে, ঠিক করেছি, অন্য সব ব্যস্ততা আর ঝামেলা থেকে মুক্ত হলেই উইকিতে সময় দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।
বাংলাপিডিয়া আর ই-লাইব্রেরীতে তেমন কোনো তথ্য পেলাম না।

দিশা এর ছবি

চমৎকার লেখা এবং একমত আমি!

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

দিশা
_____________________________
যে পাখি আকাশে ওড়ে আকাশ ছোবার ইচ্ছেয়

নীড় সন্ধানী এর ছবি

‍‌প্রতিশোধ চাই এবং প্রতিশোধ লালন করার শক্তি চাই।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

হাসান মোরশেদ এর ছবি

আর তাছাড়া স্বজন হত্যার শোধ নেয়া তো মুসলমানদের দ্বীনি দায়িত্ব হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফাহিম এর ছবি

দাতের বদলে দাত, চোখের বদলে চোখ। একবিন্দু ছাড়ও দেয়া যাবে না।

=======================
দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ!!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

আশরাফ মাহমুদ এর ছবি

প্রতিশোধ চাই!
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তানবীরা এর ছবি

বুদ্ধিজীবি হত্যার বিচার চাই না।

প্রতিশোধ চাই!

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পুতুল এর ছবি

প্রতিশোধ চাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ভণ্ড_মানব এর ছবি

বুদ্ধিজীবি হত্যার বিচার চাই না।

প্রতিশোধ চাই!


সত্যিই তাই।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

সবুজ বাঘ এর ছবি

প্রতিশোধ চাইলে কি প্রতিশোধ মিলে?
প্রতিশোধ নিতে হয়।

সুমন চৌধুরী এর ছবি

হ্যা। তবে নিতে গেলে চাইতেও হয়।



অজ্ঞাতবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।