একপংক্তিকা -দুই

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বিষ্যুদ, ০১/১০/২০০৯ - ৮:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চাকর! চা কর!! মন খারাপ


[একে তো বেশি কম শব্দে পোস্ট হয়ই না এখানে, তার ওপর আবার সিঙ্গেল লাইন পোস্টের ব্যাপারে কথা যখন উঠেছিল, তখন তেমন কোনো সুনির্দিষ্ট নীতির আভাস পাওয়া যায়নি মডুগণের কারো কাছ থেকে। সর্বোপরি এমন নৈমিত্তিক (জানি না- এই শব্দে 'ক্যাজুয়াল'এর পুরো অর্থ পাওয়া যায় কি না) কথায় পোস্ট বানানো বাতুলতাও মনে হ'তে পারে অনেকের কাছেই। এসব মিলিয়ে নিজেই একটু চিন্তান্বিত আছি পোস্টের ভালোমন্দ নিয়ে। আর, মডারেটরদের কাছে এখান থেকে মডারেশনের জন্য পাঠালে ব্যাপারটা পরিষ্কার হবে কি না (হঠাত্ ভুলক্রমে হয়েছে ব'লেও মনে হ'তে পারে!)- সে-বিষয়েও কেন যেন দ্বিধা লাগছে একটু! তাই, সেটা না ক'রেই এই মুচলেকা-সমেত পোস্ট দিচ্ছি,- যদি মডারেটর কেউ এটাকে অযোগ্য মনে করেন বা নিরুত্সাহিতও করতে ইচ্ছা করেন এরকম অপ্রতুলতা, তবে আমাকে একটু টোকা দিয়ে পোস্ট প্রথম পাতা থেকে সরিয়ে শুধু আমার ব্লগে ঠেঁকিয়ে দিলেও অনুযোগ থাকবে না কোনো। হাসি আর, এই এতক্ষণের বলাবলিটাই যদি বাতুলতা বা আদিখ্যেতা হয়ে থাকে বরং, তবে তো আর কিছু বলার বা করার নেই, তবে তো ঠিকই আছে, অন্তত বিষয়টা সম্পর্কে পরিষ্কার তো হওয়া যাবে।
আর, অফিসে সকালবেলার বাস্তবতায় এই একপংক্তিকা মাথায় এলেও 'চাকর' শব্দটাকে সাহিত্য-খাতিরে দেখার অনুরোধ রইলো। এটাকে আপত্তিকর হিসেবে নেবেন না কেউ- এই আশাই থাকলো। আমাদের অফিসে যারা চা করে, তাদেরকে 'চাকর' ডাকি না আমরা- তা তো বুঝতেই পারেন। হাসি .]


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

ফাঁকিবাজ সাইফুলাক্বর্খান ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

মন খারাপ

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শাহেনশাহ সিমন এর ছবি

কমেন্টানোর মাঝেই পেজ বদলাইলেন, তাই আগের কমেন্ট টা পাইলেননা।

আবার দেখি নীড় পাতায়!

পিপিদার সাথে সুর মিলাইলাম আর এক দাগাইলাম ফাঁকিবাজির জন্যি চোখ টিপি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সাইফুল আকবর খান এর ছবি

নগদে পাওনা বুঝে পেয়ে ধনী বোধ করছি।
থ্যাংকস সিমন, সিন্সিয়ারলি। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাইফুল আকবর খান এর ছবি

মজা লাগছে তাইলে!
থ্যাংকস মুর্শেদ ভাই। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মামুন হক এর ছবি

কী আর কৈতাম!
এক পংক্তিকার ঘোর বিরোধী আমি হাসি

সাইফুল আকবর খান এর ছবি

ভালো।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

দময়ন্তী এর ছবি

দেঁতো হাসি
হো হো হো
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সাইফুল আকবর খান এর ছবি

হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মূলত পাঠক এর ছবি

ফাঁকি দেয়ার একটা লিমিট আছে তো, না কি? শাস্তি হিসেবে এরপর সাতদিন রোজ পোস্ট চাই। আর পোস্ট মানে কিন্তু একপংক্তিকা নয়।

সাইফুল আকবর খান এর ছবি

লইজ্জা লাগে

আর রোজ পোস্ট! ছুটি নেবো সচল থেকে, কিছুদিনের জন্য। তাই, আস্তে আস্তে ডোজ কমাচ্ছি। সপ্তাহান্তে বরং একটা একশব্দিকা পোস্ট ক'রে বলতে পারি- "আসি!" চোখ টিপি

খুউপ খিয়াল কৈরা! খাইছে

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মূলত পাঠক এর ছবি

ওহো, আপনি এখনো সচল থেকে ছুটি নেন নি? কালেভদ্রে দেখা পাওয়া যায়, এর পরেও ছুটি চাই! হুমমমমম!

সাইফুল আকবর খান এর ছবি

হুউম। ভদ্রলোক তো, এজন্য কালেভদ্রে দেখা দিই। এখন কিছুদিনের জন্য পুরো ছুটুলোক হয়ে যাবো, সেজন্য যাবো কালেছুটিতে। চোখ টিপি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

আপনার এইরম এক পংক্তিকার ভালো উদাহরণ মনে পড়লো একটা। শুনছিলাম মৃদুল ভাই'র মুখে।

চাচায় চা চায় ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান এর ছবি

হ, পুরান জিনিস। ওইটার দ্বিতীয় লাইনও আছে ওইটার রেসপন্সে।

"চাচী চ্যাঁচায়!"

ইন ফ্যাক্ট, চতুষ্পদী ভার্শন হৈলো (আসোলে এইটা দিয়া শুরু হৈয়া পুরা একটা গানও হৈছে- নকুল কুমার বিশ্বাসের)-

"চাচায় চা চায়,
চাচী চ্যাঁচায়!
চা চড়াইতে চায় না চাচী-
চচ্চড়ি চুলায়।"

এইটা চ-য়ে চয়ারণ্য জিনিস। ওইটা তো শুনছেনই- "চান্দু-কি চাচী-নে চান্দু-কি চাচা-কো চান্দনীরাত-মে চান্দনীচক-মে চান্দি-কি চামাচ-পে চাটনী চাটায়া"?!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

গৌতম এর ছবি

ভাবপ্রকাশে কিপ্টামির জন্য মাইনাস এক তারা মন খারাপ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাইফুল আকবর খান এর ছবি

স্মার্ট ইকোনমি হিসাবে দেখতে পারলেন না দাদা! কিপ্টামিই মনে হৈলো! চোখ টিপি

ব্যাপার্না বস। থ্যাংক্যু! হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আলমগীর এর ছবি

একটু চাপান, চা-পান খাই।

সাইফুল আকবর খান এর ছবি

খান। দেঁতো হাসি

সুন্দরৈছে বস! হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সুহান রিজওয়ান এর ছবি

সাইফুল ভাই, এসব সারমর্ম টাইপ বাণী খোমাক্ষেত্রীয় স্ট্যাটাসের জন্যে রাইখ্যা দেন...
পোস্ট ভাল্লাগ্লেও পাঠকের সহিত এরাম বিশ্বাসঘাতকতা চইলতো ন...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

সাইফুল আকবর খান এর ছবি

না রে ভাই, খোমাক্ষেত্রে আমি আর স্ট্যাটাস লিখি না বহুদিন, লিখবোও না আর কোনোদিন। কড়া একটা কারণ আছে।

ঠিক আছে। আর দিমু না তাইলে একপংক্তিকা! মন খারাপ

থ্যাংকস এনিওয়ে। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

জুয়েইরিযাহ মউ এর ছবি

হায়রে কপাল !! পোস্টের ভিতরে ছিল এই ?????????????????????????
হাসি দেঁতো হাসি হো হো হো গড়াগড়ি দিয়া হাসি

সাইফুল আকবর খান এর ছবি

লইজ্জা লাগে

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

হুউম বুঝছি।

জনমত যখন এমনই অনীহ, তাইলে আর এইরকম দিমু না ঠিক করলাম। ঠিক আছে। এইবার থুতা চুল্কানি বন্ করেন স্যার! হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

আমি কিন্তু খারাপ কই নাই। কী বলব, চিন্তু করতেসিলাম। দেঁতো হাসি

মাঝে আমারও একটা পরিকল্পনা ছিল, দুই তিন লাইনের একেকটা পোস্ট দিবো। কিন্তু তা আর করা হয় নাই হাসি

যান স্যার, বন্ করলাম।

সাইফুল আকবর খান এর ছবি

আমি তো কইনাই খারাপ কইছেন! হাসি

বাদ দেন, ব্যাপার্না।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তানবীরা এর ছবি

কয়দিন আগে বোনের বিয়ে হলো। আমরা সব্বাই মহা উৎসাহে উপহার খুলছিলাম। যতো রংচঙ্গা বাক্স ততো ছ্যাঁচড়া গিফট। আম্মি তখন বলে উঠেছিল, যতো বড় বাক্স, ততোবড় ধোকা.........।

এই পোষ্টে আইসা আবার সেটা অনুভব করলাম ...............।।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

কানে ধরছি ভাই। আর করুম না।
তবে,
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়!

হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চাখান
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

খাইছি বস। হাসি থ্যাংকস।
সাথে একটু মুড়িও খাইছি। মন খারাপ

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

আনিস ভাইয়ের সেই মজার জোকটা মনে পড়ল:

- বিয়াই?
- বিয়ান!

একই পোস্টে সন্ন্যাসী'দার সৌজন্যে খুবই মজার একটা জোক আছে। হাসি

সাইফুল আকবর খান এর ছবি

এই সেদিনই আনিস ভাইয়ের মুখে ওই দু'টোই শুনলাম। আজ আবার আপনার দেয়া লিংক ধ'রে গিয়ে দেখে এলাম। মজা পেলাম। থ্যাংকস। হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।