Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

কেঁদেছে একেলা

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: বিষ্যুদ, ১৮/০৬/২০০৯ - ৪:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কেঁদেছে একেলা

সারাটা দিন মেজাজটা খিচরে থাকলেও নিশি মনটাকে বোঝালো অয়ন বাড়ি এলেই এগুলো নিয়ে কথা বলবে না সে। নিজেও সময় নিবে আর অয়নকেও সময় দিবে শান্ত হয়ে নিজেকে গুছিয়ে নেয়ার। সারাটা দিন গেলো নিজের সাথে এই বোঝাপোড়ার মধ্যে দিয়ে। নিজেকে শান্ত রাখার চেষ্টায়। সারাক্ষন মনকে বলে চলল, “সংসার মানেই এই, সবতো নিজের ইচ্ছে মতো হয় না, বেশীর ভাগ মানুষই যা চায়, তা পায় না। এগুলো আসলে বড় কোন ব্যাপার নয়।“ কিন্তু এই বাড়িটাতে নিজেকে শান্ত রাখাই সবচেয়ে দুরুহ কাজ। শ্যাওলা ধরা ছাঁদ আর নোনা ধরা দেয়ালের বুড়ো এই বাড়িটাতে তরুন মুখের সূর্যটা উঁকিই দিতে চায় না। সারা দিন এ বাড়িটাকে মুখ গোমড়া করা বিষন্ন মেঘ যেনো ঢেকে রেখে দেয়। বনেদী বাড়ির প্রাচীর পার করে কোন মন খুশী করা রঙের প্রজাপতি পথ ভুল করে উড়ে এসে পড়ে না। সূর্যের উজ্জল হাসি মাথা গলিয়ে চারপাশকে ঝলমল করিয়ে দেয় না এখানে। চারধারে উঁচু প্রাচীরঘেরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোন এক দ্বীপের প্রাচীনপন্থী বাড়ি আর তার মানুষগুলোকে এক এক সময় নিশির অসহ্য লাগতে থাকে। মোটামুটি আধুনিক চিন্তার বাড়ি থেকে এই গোঁড়া মানুষদের সংস্পর্শে এসে হাপিয়ে পড়েছে সে। সারাক্ষন গুমোট ধরা আবহাওয়া। মাঝে মাঝেই মনে হয় কতোদিন সে তাজা হাওয়ায় প্রান ভরে নিঃশ্বাস নেয় না। নতুন আলো গায়ে মেখে স্নান করে না। মনে হয়, কোথাও বাতাস নেই, এক্ষুনি দম বন্ধ হয়ে মরে যাবে সে, এক্ষুনি। দৌড়ে ছাদে চলে যেতে ইচ্ছে করে নীল আকাশটার কাছে আশ্রয় নিতে কিন্তু বেলা অবেলায় বাড়ির বউয়ের এতো ছাদে কি, এই নিয়েইতো দিনরাত কতো কথা।

আর অয়নকে বলেই কি লাভ? বল্লেইতো ঝাঁঝিয়ে উঠবে, “একটু মানিয়ে চলতে পারো না, সব মেয়েরাই শ্বশুরবাড়ি এসে নিজেকে মানিয়ে নেয়। এক সাথে থাকতে গেলে সবাইকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়”। এই একসাথে থাকার ব্যাপারটাই পছন্দ নয় নিশির। যত্তোসব সেকেলেপনা। এখানকার সমস্ত কিছুই সেকেলে। খাবার সেকেলে, রান্না মানেই এক কাড়ি তেল মশলা দিয়ে মাছের দোঁপেয়াজা কিংবা তরকারী, অল্প তেল মশলায় গ্রীল, বেকড, ফ্রাই সব এই বাড়িতে অচল। কোন স্যুপ নেই, স্যালাদ নেই। খাবার ব্যবস্থাও তথাস্তু। বাড়ির পুরুষরা আগে খাবেন তবে নারীরা। একসাথে টেবলে বসা ভাবাই যায় না এ বাড়িতে। অথচ নিশিদের বাড়ি কতো অন্যরকম। ভাইবোন, বাবা - মা মিলে একসাথে খাবার টেবলে ম্যারাথান আড্ডা হতো ক্রিকেট নিয়ে, সিনেমা নিয়ে, রাজনীতি নিয়ে। কোন স্বাধীনতা নেই। এক গলা ঘোমটা দিয়ে সারাক্ষন সং সেজে থাকো, সালোয়ার কামিজ পরা বারণ, জীন্স - টিশার্টতো দূরের কথা। মেয়েদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ, সিনেমা থিয়েটার নিষেধ আর চাকরী, সেতো সোনার হরিন। কিন্তু তাদের আবার বউ শিক্ষিত হওয়া চাইই, বাড়ির স্ট্যাটাস ঠিক রাখা নিয়ে কথা। একটানা এই একঘেয়েমিতে নিশি ক্লান্ত হয়ে পড়ে, আর কিছু হোক না হোক সপ্তাহান্তে অয়নের ছুটিতে একটু বাপের বাড়ি অন্তত ঘুরে আসা চাই তার। মাঝে মাঝে অবশ্য বাপের বাড়ির নাম করে সিনেমা - থিয়েটার - শপিং এ যায়, একটু আধটু লুকিয়ে বাইরে খেয়ে আসে। কিন্তু শ্বশুর - শাশুড়ি ঠিক টের পেয়ে যান, যতোক্ষন অয়ন বাড়ি থাকবে, মুখটি খুলবেন না, ছেলের সামনে বউকে খুবই ভালোবাসেন। কিন্তু অয়ন বেড়িয়ে যাওয়া মাত্র শুরু হবে নিশির সাথে খিটির মিটির। ছেলের বউকে কি পরিমান মানসিক যন্ত্রনা তারা দেন তাদের বাক্যবান দ্বারা তার কোন প্রমান তারা তাদের ছেলের কাছে রাখতে চান না।

বাপের বাড়ি গেলেই নিশি মন খারাপ করে, মান্ধাতা আমলের সমস্ত ব্যাপার নিয়ে মায়ের কাছে নালিশ করে। আর ভাল্লাগছে না, পারছি না মা আর এভাবে। নিশির মা মাঝে মাঝে মেয়ের কারনে অয়নকে চাপেন, কেনো নিশি ইকোনমিক্সে ফার্ষ্ট ক্লাশ নিয়ে বাড়ি বসে আছে? কেনো কোথাও ঢুকছে না আর বেশী দেরী হলেতো চাকুরী পাওয়াও সমস্যা হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। অয়নের উচিত ওর বাবা মায়ের সাথে কথা বলা। প্রয়োজনে উনি সার্পোট দিবেন। এর বেশী আর জামাইকে কিইবা বলতে পারেন? নিশিদের বাড়ি থেকে বেরিয়ে ঝাপিয়ে পড়ে অয়ন নিশির উপরে। মেয়ের মা হয়ে তিনি কেনো সংসারে নাক গলাচ্ছেন? নিশি বুঝতেই পারে না মানুষ এতোটা চক্ষু লজ্জাহীন হয় কি করে? ছেলের মা দিনরাত সংসারে নাক গলিয়ে যাবেন আর মেয়ের মা হয়েছেন বলেই তিনি তার আত্মজার জন্য দুটো কথা বলতে পারবেন না? অথচ নিশির মা, অয়নের জন্য কতো মমতা নিয়ে রান্না করেন, যা যা অয়ন খেয়ে ভালোবাসে তা আলাদা করে সব সময় ফ্রীজে রেডী রাখেন। ভালো ভালো নজরুল সংগীত, পল্লীগীতির সিডি, অয়নের পছন্দের বই - ডিভিডি যোগাড় করে উপহার দেন। জামা কাপড়ের কথা না হয় বাদই দিলাম। সেগুলো অয়ন ভাবে শ্বশুর বাড়ির লোকেরা জামাইকে দিতে বাধ্য। কোন দিন অয়নের মা করেছে এগুলো তার জন্য? সেই ভদ্রতার ধারটুকুও কি ধারতে নেই? অয়ন তার পরিবারের বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারে না। ওর বনেদী রক্ত টগবগিয়ে উঠে। নিশির পরিবারের টাকা পয়সা থাকলেও সেই বনেদীয়ানা নেই, নিশিকে সমস্তই সহ্য করতে হবে। নিশিরতো সেটাই সমস্যা বনেদীয়ানা চেনে না, বুঝতেও পারে না।

অয়ন বাড়ি ফিরলে নিশি কিচ্ছুটি না বললে কি হবে, অয়নের মা রয়েছেন না? তিনি সারাদিন অপেক্ষা করে রয়েছেন কখন ছেলে বাড়ি ফিরবে। তিনি কি ছেলেকে নালিশ না করে ছেড়ে দিবেন? এত্তো বড় সাহস নিশির তার মুখে মুখে কথা বলে। খেয়ে দেয়ে রাতে ঘরে ঢুকলো অয়ন গম্ভীর মুখে। নিশিকে জিজ্ঞেস করলো এসবের মানে কি? আর সহ্য হলো না নিশির। মাথায় দপ করে আগুন জ্বলে উঠলো। তিক্ত গলায় খ্যাক করে উঠলো, এত্তোক্ষন মায়ের কাছ থেকে কান পড়া নিয়ে এলে আর মানে বুঝে আসোনি? অয়ন গর্জে উঠলো, খবরদার মাকে নিয়ে কোন কথা বলবে না । নিশিও সমান তালেই জবাব দিল, মা দিন রাত আমায় নিয়ে বলে যাবেন আর আমি বললেই দোষ হলো। যুক্তিতে না পেরে অয়নের রাগ এবার শক্তিতে রুপান্তর হলো। দাপিয়ে ধরতে এলেই নিশি আরো ঝাজিয়ে উঠলো, খবরদার আমার গায়ে হাত দিবে না বলছি। বাধা পেয়ে অয়ন আরো হিংস্র হয়ে উঠলো। বাঘ রক্তের গন্ধ পেলে শিকারের গায়ে যেমনি ঝাপিয়ে পড়ে ঠিক তেমনি। নিশির সারা শরীর রুখিয়ে উঠে বাধা দিতে চাইলো অয়নকে। টানাটানি আর ধস্তাধস্তিতে নিশির নখ লেগে অয়নের গায়ের কয়েক জায়গা ছড়ে রক্ত পড়তে শুরু করল। নিজের শরীরে রক্ত দেখে অয়নের মাথা খারাপ হয়ে গেলো। অয়ন তার সমস্ত শক্তি প্রয়োগ করে নিশির দুই কাধে ধরে টেনে বিছানায় এনে ফেলে দিলো। আক্রোশে টেনে ব্লাউজ ছিড়ে ফেললো। উন্মাদের মতো চড়ে বসলো নিশির উপর। সর্বশক্তি দিয়ে নিশির কচি বুক দুটো খামচে ধরল। কুকড়ে উঠে যন্ত্রনায় নীল হয়ে গেলো নিশি। দুই হাত জোর করে অয়নকে বাধা দিয়ে বলতে লাগল, না অয়ন না, প্লীজ না। চোখের পানি আর বাধ মানছে না। এই দম বন্ধ করা রাক্ষসপুরীতে ছিলই সে অয়নের জন্য, সেই অয়নই যদি আর তার না থাকে, তাহলে সে কি নিয়ে বাচবে?

এসব এখন আর অয়নকে স্পর্শ করছে না। হ্যাঁচকা টানে অয়ন শাড়ি সমেত পেটিকোটটা খুলে আনতে চাইল। প্রথমবারে সফল না হলেও তার পরের বারে সফল হলো। অয়নের দাঁত নিশির গালে, গলায়, কাধে মুখে বসে যেতে লাগলো। তাতে যাই থাকুক না কেনো ভালোবাসা কিংবা মমতার কোন ছোঁয়াই ছিল না। নিশির মনে হতে লাগল বর্ণমালা বইয়ের অ এ অজগর আসছে তেড়ের ছবির সাপটা যেনো ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। ওকে গিলে ফেলছে, ও আর নিঃশ্বাস নিতে পারছে না। অয়ন তার শরীরের সমস্ত রাগ নিশির শরীরে ঢেলে দিতে চাইছে। প্রানপনে বাধা দিয়ে ক্লান্ত নিশি এখন বিছানায় পরে আছে, একটা জীবন্ত লাশ। শরীরে কোন শক্তি আর অবশিষ্ট নেই। চোখের কোন বেয়ে গড়িয়ে গড়িয়ে উষ্ণ পানি পড়ে যাচ্ছে। কিন্তু সে উষ্ণতা অয়নকে ছুঁতে পারল না। পশুর মতো অয়ন তখন মাংস হাতড়াচ্ছে। শত হোক ব্যাটা ছেলে বলে কথা, ঘরের বউয়ের কাছেতো আর হার মানতে পারে না।

কাপড় গুছিয়ে নিয়ে বিছানার এক কোনে নিথর হয়ে পরে আছে নিশি। এই মুহূর্তে শরীরে পরিচিত কিংবা অপিরিচিত কারো স্পর্শ সে চায় না। বীর দর্পে ঘুমিয়ে আছে বীর পুরুষ। চোখের পানির বন্যা আর কিছুতেই বাঁধ মানছে না। নিশির হাজার বারন সত্বেও তাকে ছাপিয়ে উপচে পরেই যাচ্ছে। নীল আকাশটা অপলক চোখ মেলে তাকিয়ে আছে নিশির দিকে। জোছনা খুব সন্তর্পনে জানালা গলে পরম মমতায় নিশিকে জড়িয়ে ধরল। জোছনার বুকে মাথা রেখে নিশি হু হু করে কাঁদতে কাঁদতে আকাশকে জিজ্ঞেস করল রোজ রোজ নিজেকে অপমান করে আর কতোদিন এই বেচে থাকা ?

তানবীরা
১৭.০৬.০৯


মন্তব্য

তুলিরেখা এর ছবি

গল্প ভালো লেগেছে।
কিন্তু অনেক চন্দ্রবিন্দু বাদ পড়ে গেছে।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তানবীরা এর ছবি

তুলিদি, চন্দ্রঁবিন্দু ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না। তবু কষ্ট করে পড়েছো অসংখ্য ধন্যবাদদি।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

ছুঁয়ে গেল গল্পটা ।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

কোথায় ?

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ এর ছবি

তাতাপু, অসাধারণ, ১০ লক্ষ তারা দিটাম পারলে, প্রথমে মনে হচ্ছিল সাদা কালো বাংলা ছবি দেখছি, হঠাৎ করেই লাল রক্ত ফিনকি দিয়ে ছুটল যেন !!!

তানবীরা এর ছবি

তারা পেয়েছি, ভালো থেকো।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভাল্লাগছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তানবীরা এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুন্দর লেখা হয়েছে গল্পটা।

তানবীরা এর ছবি

লজ্জা পাচ্ছি, মহান লোকদের প্রশংসায়
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

মেয়ে জন্মের বয়ান চমৎকার হয়েছে। সেইটায় এসে জীবনানন্দের আট বছর আগের একদিন কবিতার কথা মনে পড়ল। চলুক

তানবীরা এর ছবি

আমার লেখায় জীবনানন্দ !!! কোন কবিতাটা ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কঠিন... ভালো হইছে অনেক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

আপনাকেও কঠিইইইইইইইইইন ধন্যবাদ ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

স্বামী-সন্তান, ফ্ল্যাট আর গাড়ি
সুখের অসুখ আজ মহামারী
চেনা চেনা রাগ, চেনা অভিমান
চেনা বিছানায় চুরি সম্মান
পুরোনো স্বপ্ন শত পাখি হয়ে সুদূরে দিয়েছে পাড়ি
লাগে মাস্কারা দু'চোখ আঁকতে
ক্লান্তির কালো রঙকে ঢাকতে
রাতের আঁচলে মুখ ঢাকো দিয়ে খোঁজ কিসের সান্ত্বনা

-------- নীলাঞ্জনা (২) - নচিকেতা



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তানবীরা এর ছবি

নচিকেতা পোলাটা একটা মাল। সব সত্যি কথা বলে দেয়
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নুরুজ্জামান মানিক এর ছবি

গল্প ভাল হয়েছে রে দোস্ত ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তানবীরা এর ছবি

লজ্জা দিস না দোস্ত
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অভিষেক [অতিথি] এর ছবি

গল্পটা পড়ে মন মেজাজ সবকিছু খারাপ হয়ে গেল।

তানবীরা এর ছবি

কেনো? সত্যি কথা ভালো লাগে না ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অভিষেক [অতিথি] এর ছবি

সত্যি কথা অনেক সময়ই তিক্ত হয়, জানি। তবে গল্পের শেষটা যদি আরেকটু পজেটিভ হত, তাহলে অন্ততঃ নিজের মনে শান্তি পেতাম।

তানবীরা এর ছবি

এটা গল্প না, গল্প হলে পজিটিভ শেষ হতো হয়তো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফারুক হাসান এর ছবি

ভালো লাগলো গল্পটা, আপনার বর্ণনাশৈলি চমৎকার!

তানবীরা এর ছবি

আপনার প্রশংসা ??? শিরোধার্য্য ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

শিরোনামে দৃষ্টি আকর্ষণ করছি...

তানবীরা এর ছবি

ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কিছু বলতে ইচ্ছে করছে না। মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

তাই শিমুল।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শামীম রুনা এর ছবি

আপনার লেখার মন্তব্য করতে দেরী হয়ে যায়, আজ পড়ামাত্র জানিয়ে দিচ্ছি- ভালো হয়েছে গল্পটা।
_______________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

তানবীরা এর ছবি

হাহাহাহা, রুনা থ্যাঙ্কস আ মিলিয়ন। মাথায় ঘুরতে থাকে অনেক কিছু, মাঝে মাঝে নামিয়ে দিতে ইচ্ছে করে এই আর কি ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

আপুনি, এরকম হত আর হয়ে আসছে বলেই হয়ত মন মেজাজ সব খারাপ হয়ে গেল, কেউ আমার সাথে এরকম করতে পারা পরিস্থিতি আসলে সাথে একটা বটি রাখবো, গায়ে হাতটা দিয়ে দেখুক ব্যাটা তা পৌরুষ বটির ঘায়ে কই যায় আমি দেখে নিব...

লেখা দিয়েছি একটা, প্রচন্ড গরমে মাথা আউলা, কি লিখলাম আবজাব আল্লাহ মালুম, তোমাদের লেখা দেখে কাঁদতে ইচ্ছা করে, আমি গল্প কবিতা কিছুই লিখতে পারিনা... বসে বসে শুধু আফসুস খাই...:|

তানবীরা এর ছবি

ভাবতে যতো সোজা করতে ততোই কঠিন, জায়গামতো আসলেই টের পাবা। লেখা দিয়েছো তাই মালা চন্দন দিলাম। পড়ছি তাড়াতাড়িই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

আচ্ছা আপু
একটা কাজ করবেন?
এই গল্পের আরেকটা পর্ব করবেন?
যেখানে স্বামীর কাছ থেকে ধর্ষিত হবার পর নিশির জীবন কেমন
সেটা থাকবে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

গল্প চাইছো না বাস্তব?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

s-s এর ছবি

তানবীরাদি, লাঠ্যাষৌধি কেমন হয়? আফটার অল মাইরের উপরে যখন ওষুধ নাই?:-)। লরেনা ববিটরে নিয়ে নেক্সট পর্বটা লিখেন জলদি , আর ও ই গানটা ভুলে গেছিলাম বলতে দলছুট এর বাপ্পা মজুমদারের গাওয়া। গল্পে চলুক

তানবীরা এর ছবি

ওই গানটা কোন গান ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দময়ন্তী এর ছবি

পড়লাম।
ভাবছি কিছু বলব কিনা --- আসলে ২-১ টা কথা বলতে ইচ্ছা করছে৷
ভেবেটেবে ফেরত আসছি৷
----------------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তানবীরা এর ছবি

অপেক্ষায় রইলাম দমুদি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

স্তব্ধ হয়ে থাকলাম লেখাটা পড়ে।

তানবীরা এর ছবি

........................
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

পড়তে পড়তে ভাবতেছিলাম ফাইজলামি মার্কা কী বলা যায়, কিন্তু-

জোছনা খুব সন্তর্পনে জানালা গলে পরম মমতায় নিশিকে জড়িয়ে ধরল। জোছনার বুকে মাথা রেখে নিশি হু হু করে কাঁদতে কাঁদতে আকাশকে জিজ্ঞেস করল রোজ রোজ নিজেকে অপমান করে আর কতোদিন এই বেচে থাকা ?
এরপর আর বলার কিছু রাখলেন না।

গল্পটা খুব ভাল্লাগছে।

তানবীরা এর ছবি

হুমম, থ্যাঙ্কু
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অভিষেক [অতিথি] এর ছবি

সেদিন হঠাৎ অনেক পুরনো একটা গান শুনে আপনার এই লেখাটার কথা মনে পড়ে গেল। গানটা এখানে দিয়ে দিচ্ছি।

Get this widget | Track details | eSnips Social DNA

তানবীরা এর ছবি

অভিষেক আমি সম্মানিত এবং অভিভূত
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।