আমাদের মজিদ মিয়া

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: সোম, ১৪/০৯/২০০৯ - ৪:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাইর খাইয়া মজিদের চাইর লম্বর বউ ফুলির চিৎকার আরম্ভ হইলো আবার। মজিদ দিন নাই, রাত নাই পান থাইকা চুন খসুক না খসুক ফুলিরে মারে। মজিদ আর ফুলির বিয়া হইছে সাত মাস শেষ হইয়া মাত্র আটে পড়ল। প্রথম ছয় মাস ভালাই ছিল। মজিদ বেলা অবেলায় ঘরে আইতো, বউ বউ কইরা জান দিতো। গন্ধ ত্যালটা, সাবান কিংবা হাট বারে রঙীন চুরি, ফিতাটা নিয়ে আইতো বউয়ের জইন্য। যহন তহন দরজায় খিল দিইয়া বউরে লইয়া রংগ রস করতো। কতো রহম ভাবেই ফুলিরে আদর করতো। পীরিতের কতা কইতো। লজ্জায় ফুলি খালি পলাইতে চাইতো, চোখ ম্যালতে পারতো না। সারা রাইত ফুলিরে ঘুমাইতে দিতো না, জাগাইয়া রাখতো। কিন্তু মাস দুই তিন ধইরা কী যে হইলো মজিদের যহন তহন ফুলিরে মারে। কি কারণে মারে ফুলি তা আন্দাজই করতে পারে না। মজিদের মন জুগানোর লাইগ্যা ফুলি জান দিয়া কাম কইরা যায়, মজিদের কতার আগে সব কইরা থুয়, তাও সোয়ামীর মন পায় না। কালাকান্দির হুজুরের কাছের থন একটা বশীকরণ তাবিজ আনবো কিনা বুইজা পাইতেছে না।

আইজ সকালে উইঠ্যা হাত মুখ ধুয়ে আইলো পান্তা খাওনের লাইগ্যা। ফুলি পান্তা দিতেই, দুই লুকমা মুখে দিয়ে ফুলিরে গালি। পান্তা নাকি গাঁন্ধা হইয়া গ্যাছে, ঠিকমতো ভিজান হয় নাই। তাড়াতাড়ি ফুলি খাইয়া দেকলো, না পান্তাতো ঠিকই আছে, গাঁন্ধা হয় নাই। এই কথা হুইন্যা লগে লগে মজিদ তড়াক কইরা উইঠ্যা দাঁড়াইয়া ধরলো ফুলির খোঁপাত। মারতে মারতে ফুলিরে মাটিতে ফালাইয়া দিয়া বাইরের ঘরের থন লাঙল লইয়া হন হনাইয়া মাঠে চইলা গ্যালো। বিলাপ করতে করতেই ফুলি দুপুরের পাক সারলো। মাঠ থাইক্যা আইসা মজিদ গ্যালো গোসলে। আইসা খাইতে বইলো। ফুলি তাড়াতাড়ি গরম ভাত আর ডিমের সালুন দিলো। ডিমের সালুন মজিদ খুবই ভালা পায়। ফুলিতো মনে করছিলো সোয়ামী খুশি হইব। অমা, মজিদ কইয়া উঠলো, বান্দির ঝি এইডা কি রানছস? নুন দিয়া ঘাইট্যা রাখছোস, মুহে দেওন যায় না। নুন কি তোর বাপের বাড়ি থাইক্যা আইয়ে নাকি হারামজাদী? হিসাব নাই? ফুলি, মিন মিন কইরা কইলো, রান্ধনের সুময় জরিনা চাচী আইছিলো। হ্যারে দিছিলাম লবন চাওনের নাইগ্যা। হ্যায়তো কইলো ঠিক আছে।

কি মাইনষের মুহের জুডা তুই আমারে খাইতে দেছ? তোর এতো বাড় বাড়ছে হারামজাদী? তরকারীর কাঠি দিয়াই আরম্ভ করলো এইবার মজিদ। আমি খাওনের আগে তুই অন্যরে দেছ? আইজকা তোর একদিন কি আমার একদিন ফকিরন্নীর ঝি। ফুলি মারে - বাবারে কইয়া চিৎকার কইরা কানতে লাগলো। কিন্তু মজিদের তাতে কিছু যায় আহে না। মনের শান্তিমতো ফুলিরে পিডাইয়া, তারপর লাথি মাইরা ভাত - তরকারি উল্টাইয়া দিয়া মজিদ হাটে চইলা গ্যালো। ফুলিও যাতে খাইতে না পারে তার লাইগ্যা সব নষ্ট কইরা দিলো। থাক শয়তান মাইয়া লুক, তুই উপাস থাক। সইন্ধ্যায় হাট থাইকা আইসা ফুলিরে কইলো, ওই আবাগীর বেটি, হাত মুখ ধুমু, দে লুটা - গামছা দে। ফুলি ঘরের মইদ্যে থাইক্যা, গামছা আইন্যা হাতে দিলো মজিদের। লুটা আনার জন্য কলতলায় যাইয়া নীচা হইতেই পাছায় মজিদের লাতিতে ফুলি উল্টাইয়া পইড়া গ্যালো। মজিদ লাতির উপর লাতি দিতে লাগলো। বিজা গামছা তুই গরে হান্ধায় রাখছোস ক্যান? ওই মাগী, তুই আমাকে বিজা গামছা দিলি যে? ফুলি ব্যাতায় বেদনায় চিক্কুর পাইড়া কানতে লাগলো। বিকালে ফুলি গরের চালার থাইক্যা খডখডা কডকডা গামছা উডাইছে। বিজা ক্যামনে হইপো?

সোয়ামীর এই ব্যবহারে দিশা বিশা না পাইয়া ফুলি কাঁনতে কাঁনতে জিনগাইলো, তুমি এরহম করো ক্যান? তুমি কি আর আমারে রাখপা না? এতোক্ষনে মজিদ একটু ঠান্ডা হইলো। দীর্ঘদিন পরে তার মুহে এট্টু হাসি আইলো। যাক, তার চেষ্টায় কাম হইছে। হাসি মুখে দাওয়ায় বইলো মজিদ আস্তে ধীরে। তারপর নূরানী হাসি মুহে আইন্না কইলো, এতো মাইর মারি তুরে, তুই এইডা এহনো বুঝপার পারস না ????

হেরপর এতিম ফুলি মজিদের অনেক হাতে পায়ে দড়লো। কিন্তু মজিদ ইমাম সাব আর গাঁয়ের তিনজন মুরুব্বীরে সাক্কী রাইখ্যা ফুলিরে ধর্মমতে শরীয়ত মুতাবেক তালাক দিলো। ফুলির নিজ হাতে লাগানো উডানের গাছ, লাউ মাঁচান থাইক্যা শুরু কইরা হাঁস মুরগী সবগুলারে বুকে লাগাইয়া বিলাপ কইরা কানলো। হেরপর মুরুব্বীদের কাছে মাফ সাপ চাইয়া বিদায় লইয়া চইলা গ্যালো, কই কেউ জানে না। এর ঠিক তিন মাস পরে গাঁয়ের মানুষ দেকলো খেতের আইলের মাজ দিয়া মজিদ রুমাল মুহে লাজুক লাজুক ভাবে আগে আগে হাঁটতাছে আর তার পিছনে পিছনে সুন্দর মতো এক মাইয়া গুলাপী রঙের জড়ির শাড়ি পইরা মজিদের পাঞ্জাবীর কুনা দইড়া আহে। মাইয়ার মাতায় ইয়া বড়ো গুমটা। চকের বাতাসে গুমটা এট্টু পর পর পইড়া যায়, তহন গিল্টি করা নথের পাশ দিয়া কাজল কালো বড়ো বড়ো দুইটা মায়াময় চুখ দেহা যায়। মনে লয় পাঁচ লম্বর।

তানবীরা
১০.০৯.০৯


মন্তব্য

তানবীরা এর ছবি

ম্যাঁও
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

গ্রামের পটভূমিতে লেখা আপনার গল্পগুলো আমি খুবই বালা পাই দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

আর আমিতো তোমারে এমনে এমনেই বালা পাই দেঁতো হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নন্দিনী [অতিথি] এর ছবি

মজিদদের কেমতে জন্মের মতন শিক্ষা দেওন যায় এইডা নিয়া এট্টূ ভাবো,তানবীরা...

নন্দিনী

তানবীরা এর ছবি

এইটাতো তোমার কাজ আপু।

অফটপিকঃ কেমন আছো, কোন সাড়াশব্দ নেই, খুব ব্যস্ত নাকি ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নন্দিনী [অতিথি] এর ছবি

ব্যস্ততা আছেই, কোন ও উপায় নেই ! তারপর ও নানা ঝামেলায় ক্লান্ত । আপাতত ঝিম মেরে আছি হাসি দেখি কদ্দিন পর কাটাতে পারি...

নন্দিনী

তানবীরা এর ছবি

ঝিম কাটাও আপুনি, তোমাকে ঝিম মানায় না........................ আর তোমার এই সামারে কিন্তু হল্যান্ডে আসার কথা ছিলো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নন্দিনী [অতিথি] এর ছবি

ঝিমুনি কাটানোর চেষ্টায় আছি । হমম ! দেখি, এনশাল্লাহ সামনের বছর ... হাসি

নন্দিনী

তানবীরা এর ছবি

এনশাল্লাহ ঃ)

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

_প্রজাপতি এর ছবি

মজিদ মিয়াকে তার পাঁচ বিবিকে দিয়ে ৫ ওয়াক্ত উত্তম অধ্যম দেওয়ানো উচিত।

---------------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

তানবীরা এর ছবি

হো হো হো হো হো হো দাও না করছে কে ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

গাও-গ্রামে এইরম মজিদ এখনো প্রচুর আছে। এদের কেমনে শিক্ষা দেওয়া যায় তা নিয়াও একটা গল্প দেন তাতাপু।

গল্প ভালো লাগছে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

ভাবতেছি নাশু। ধন্যবাদ তোমাকে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক

_________________
ঝাউবনে লুকোনো যায় না

তানবীরা এর ছবি

হুমম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

মজিদকে শায়েস্তা করার একটা উপায় বের করেন। ধন্যবাদ ।

তানবীরা এর ছবি

কি মুশকিল উপায়তো আপনারা বলবেন, সেজন্যইতো লেখা।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

জটিলস্য জটিল, তবে, এ গল্পটায় আমি ২ টা মানে দেখলাম, ২য় মানেটা বরং বেশি মজা লাগল। খোমাখাতায় কমুনে, দেখি, আমার অনুমান ঠিক আছে কিনা চোখ টিপি , এমন ২ মানে ওয়ালা গফ আমার বিয়াফক মজা লাগে, আপনার লেহায় উত্তম জাঝা! । ৩ বার পড়লাম, আর মনে মনে কইলাম, দুনিয়া জুড়া পচুর গিয়াঞ্জাম গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

সাইফব্বাই, আপনেতো লুক চ্রম খ্রাপ। চোখ টিপি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

হুমমমম-----

তানবীরা এর ছবি

চিন্তিত
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নজমুল আলবাব এর ছবি

ঠিক আগের গল্পটাতে আপনার বলার ধরন ও বুনন দেখে হতাশ হয়েছিলাম। এবার সেটা কেটে গেলো।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

তানবীরা এর ছবি

লইজ্জা লাগেইয়ে, মানে... ইয়ে, মানে... :-
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মামুন হক এর ছবি

সকালেই পড়ে রাখছি, মজিদের উপ্রে মেজাজ বেশি খাপ্পা থাকায় কমেন্ট করা হয় নাই।
গল্পটা পড়ে কষ্ট পেলাম।

তানবীরা এর ছবি

ক্যান দাদাভাই? কষ্ট পাইলেন কেন ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তীরন্দাজ এর ছবি

ঠাস বুননে সাজানো আপনার এই গল্পটি আপনার আগের গল্পটির চাইতে অনেক অনেক সুন্দর! খুব ভালো লেগেছে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

তানবীরা এর ছবি

ধন্যবাদ তীরুদা ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুস্তাফিজ এর ছবি

ভালো লেগেছে, কোথাও কোথাও আঞ্চলিক ভাষার টানে একটু খটকা মত লাগা ছাড়া।

...........................
Every Picture Tells a Story

তানবীরা এর ছবি

মুস্তাফিজ ভাই এটা সঠিক পর্যবেক্ষন। আমার আঞ্চলিক ভাষার উপর দখল নেই, এটা বিটিভির মতো একটা আমার বানানো খিচুড়ি ভাষা। আমার অবশ্য কোন কিছুর উপরেই দখল নাই ...............
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুহান রিজওয়ান এর ছবি

চলুক
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

তানবীরা এর ছবি

ধন্যবাদ ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাব্বির [অতিথি] এর ছবি

চমতকার!
আগের চেয়ে তুলনামূলকভাবে অনেক সুন্দর লেখা।

যাই হোক, পাঠক হিসেবে আমার অভিমত হচ্ছে "ফুলিকে" দিয়ে মজিদকে একটা মাইর দেয়ানো গেলে খুব ভালো হতো।

তানবীরা এর ছবি

হুমম।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

গল্পের ভাষা চমৎকার লেগেছে। বিষয়বস্তুও চির পুরাতন, তবু চির নোতুন।
তবে দুর্বল দিক হলো, গল্পের পরিণতি কি হবে, তা আগেই আচ করা যায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

ওকে বস। মাথায় রইলো।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দময়ন্তী এর ছবি

এই গল্পের বুনন ভাল লেগেছে তানবীরা৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তানবীরা এর ছবি

ধন্যবাদ দমুদি তোমাকে। ভালো থেকো তুমি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

খুব ভালো লাগলো।

তানবীরা এর ছবি

ধন্যবাদ দাদা।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

বউয়ের হাতে মজিদকে সাইজ করাই দরকার, যদিও মজিদকে আমার বেশ ভাগ্যবানই মনে হয়.........

মজিবর রহমান (দুলাল)

তানবীরা এর ছবি

মজিদরা ভাগ্যবানই হোন।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

মজিদকে পংগু করে দিয়ে তার বউএর ওপর নির্ভরশীল করে দিলে কেমন হ্য়?

-trishonku,

তানবীরা এর ছবি

সবদিক দিয়েই বউ বেচারীর লস
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হরেকৃষ্ন এর ছবি

ভাল লিখেছেন!

রাধাগুলো এত গাধা কেন? একটি সত্যি ঘটণাঃ প্রতিবার একটি স্ত্রীর মত্যুর পর এক পরহেযগার জমিদার পরপর সাতটি বিয়ে করেছিলেন; সপ্তম স্ত্রী তার চেয়ে বেশি পরহেযগার ছিলেন বিধায় জমিদার আগেই বেহেশতে চলে যান। রাধাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।

হরেকৃষ্ন

হরেকৃষ্ন এর ছবি

নিজেকে শুধরে নিচ্ছি। “রাধাগুলো এত গাধা কেন?” বলা ঠিক হয়নি। মাফ করবেন। একে সরিয়ে সত্যি ঘটণাটির পর “রাধাদের সেই সপ্তম স্ত্রীর মতো পরহেযগার হয়ে কৃষ্নকে (আমাকে নয়) বেহেশতে পাঠানো উচিৎ।” দিয়ে প্রতিস্থাপন করছি।

তানবীরা এর ছবি

আপনি কি জুতো মেরে গরু দান করছেন ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

গল্পটা অনেক ভাল্লাগসে দেঁতো হাসি

তানবীরা এর ছবি

কেন? নিজের মজিদ মজিদ মনে হয় ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

তানবীরা আপু
এই গল্পটা ভালো।
(মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছোতো বেশী করে?) দেঁতো হাসি
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

(মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছোতো বেশী করে?)

হাহাহাহাহা হোহোহোহোহো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

s-s এর ছবি

বাহ্ এই তো একটা সুন্দর গল্প তানবীরাদি!

তানবীরা এর ছবি

সেঁজুতি থ্যাঙ্কু।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জি.এম.তানিম এর ছবি

সুন্দর গল্প... এক নিঃশ্বাসে পড়লাম, আরো বড় হইলে ভালৈতো!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তানবীরা এর ছবি

ক্ষ্যাত, এইটা অনুগল্প, ট্যাগ দেখো না ????
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জি.এম.তানিম এর ছবি

ট্যাগ দেখি নাইক্কা খাইছে

এমন চালু গল্প এতো ছোট পড়তে মঞ্চায়না তো...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অরুণ চৌধুরী, ঢাকা এর ছবি

গল্পটি পড়লাম। ভালোই।
তবে কোন অন্চলের ভাষা ব্যবহার করলে স্পষ্ট হলো না।
শুধু শব্দ ব্যবহারে নয়, বাক্য গঠনেও আন্চলিকতার নিরীখ্খা আরও অনেকের সাথে অসাধারণ ভাবে সমরেশ বসু, আখতারুজ্জামান ইলিয়াস, সৈয়দ মুস্তাফা সিরাজ করেছেন, কিন্তু তারা এমন গুরু-চন্ডালি করেননি।
বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, এমন কি আমাদের কুমিল্লার ভাষাও মিশেল করতে দ্বিধা করোনি।
তবুও নিরীখ্খার জন্য সাহস নিয়ে কলম ধরা, এও বা কম কি !

তানবীরা এর ছবি

অরুনদা, আপনি আমার গল্প পড়েছেন, এতেই আমি ধন্য। কোন অঞ্চলের ভাষা, আমি তা নিজেও জানি না দাদা। আঞ্চলিক ভাষার ওপর আমার দখল নেই । এটা আমার নিজে বানানো ভাষা।আমি নিজে কুমিল্লা বংশদ্ভোভুত তাই হয়তো সেটা কিছুটা এসেছে।
ধন্যবাদ আপনাকে।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

আপু গল্পের কাহিনী যদি এত নিষ্ঠুর সত্য না হতো তাহলে বলতাম গল্প ভালো লেগেছে। এখন শুধু বলি, লেখা খুব ভালো লেগেছে।

আহির ভৈরব

______________________________________
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

তানবীরা এর ছবি

আহির আপনার মন্তব্য খুবই হৃদয় ছোঁয়া। ধন্যবাদ আপনাকে।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নির্ঝর  [অতিথি] এর ছবি

রূঢ় কিন্তু বাস্তব।

তারানা_শব্দ এর ছবি

আশা করা যায় যে এইবার ৫নং বউ মজিদকে উত্তম মধ্যম দিবে! দেঁতো হাসি

একটানে পড়ে ফেললাম তানপু!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।