ছবিতে লুক্সেমবার্গ আর নামুর (বেলজিয়াম)

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: মঙ্গল, ০৭/০৭/২০০৯ - ৫:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গ্রীষ্মকালীন ঘোরাঘুরির কিছু মুহূর্ত সচল বন্ধুদের সাথে ভাগ করছি। আমার কেরামতি আমার ফটোগ্রাফী।

PICT0075

লুক্সেমবার্গ শহর

PICT0278

নামুর (বেলজিয়াম)

PICT0276

নামুর (বেলজিয়াম)

PICT0274

ক্লান্ত আমরা বিশ্রাম নিচ্ছি

PICT0272

নামুর

PICT0257

নামুর দুর্গ

PICT0251

নামুর দুর্গ

PICT0226

লুক্সেমবার্গ পুরনো

PICT0218

সার্কিট ভেনযেল

PICT0200

এই মূর্তিটার দিকে যেদিক থেকেই তাকাবে, সেদিকেই সে তোমার দিকে এভাবেই চাইবে।

PICT0199

লুক্সেমবার্গ রাজার বাড়ির সামনে হাটাহাটি

PICT0192

কনসার্টে ক্যামেরা ডেলিগেশন

PICT0186

নটরেডেম ক্যাথিড্র্যাল, লুক্সেমবার্গ

PICT0177

গোল্ডেন লেডি, লুক্সেমবার্গ

PICT0174

শীতল পরশ , ঠান্ডা সালাদ

PICT0143

রেমিচ, লুক্সেমবার্গ , সৌজন্যে মেঘলা তালুকদার

PICT0134

রেমিচ

PICT0129

রেমিচ লেক

PICT0125

শীতল পরশ

PICT0121

গরমে শীতল পরশ

PICT0118

গরমে শীতল পরশ

PICT0108

বিখ্যাত সেনগেন চুক্তি এখানেই সম্পাদন হয়েছিল, লুক্সেমবার্গ

PICT0099

বিখ্যাত ইন্দুর, লুক্সেমবার্গ

PICT0096

লুক্সেমবার্গ - ফ্রান্স সীমানা, যুদ্ধ শেষ এখন শুধু শান্তি

PICT0092

পুরানো লুক্সেমবার্গ

PICT0089

এককালের শুল্ক অফিস আজ তার আর প্রয়োজন নেই

PICT0087

PICT0074

পুরনো শহর

PICT0069

টাউন হল

PICT0065

উইলিয়াম স্কয়ার

PICT0063

ক্লেয়ারফোনটাইন’স স্কয়ার

PICT0053

লুক্সেমবার্গ (পুরনো)

PICT0039

উড়ছি একা (দুলাল আইডিয়া দিয়েছে)

PICT0035

রৌদ্রস্নাত লুক্সেমবার্গ

PICT0031

পুরনো লুক্সেমবার্গ

PICT0012

এডলফ ব্রীজ


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এত ঘুরাঘুরি করলে পেটে পিলে হবে রেগে টং

তবে ছবিগুলি জাঝা হইসে চলুক
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

তানবীরা এর ছবি

মনে মনে কই আমি ঘোরার আর দেখছো কি?
আমার ঘোরাঘুরি দেখলে পরে খাড়াইবো মুর্দা ভি
রোজ সংসারে সংসারে ঘুরতে ঘুরতে
খাইট্টা জীবন যায় ...............।।

বাড়িতে যেই ঘোরা ঘুরতে হয়, সে তুলনায় এইগুলান নস্যি। আর নিজের জন্যতো না, মেয়েরে ঘুরাইয়া দেখাইতে হইবো না ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবির মতো দৃশ্য সব।

তানবীরা এর ছবি

হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানবীরা এর ছবি

ধন্যবাদ, স্যারের শরীরটা ভালা ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা  [অতিথি] এর ছবি

ছবিতে চলুক

আচ্ছা, লুক্সেমবার্গ মনে হয় দেখতে অতটা সুন্দর নয়, ছবিতে তেমন মানুষজনকে (পর্যটক) দেখলাম না যে! চোখ টিপি

তানবীরা এর ছবি

হুমম, ধূগোর ভাষায় "সিরাম" কাউর ছবি পোষ্টানো হয় নাই নাকি ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নুরুজ্জামান মানিক এর ছবি

দুর্দান্ত !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তানবীরা এর ছবি

হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

কি আর বলিব, টাশকি লাগিয়া আছি, কাটিলে আবার আসিব মন্তব্য করিতে। বড়ই সৌন্দর্য, ফটুক গুলা প্রতিটায় পোস্টার বানাইবার মত।

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

টাশকি কি কাটিছে ভাইজানের
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

মারাত্মক ছবি সব। ইঁদুরেরটা সবচেয়ে ভাল্লাগছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তানবীরা এর ছবি

ধন্যবাদ । বলাইদাকি এই প্রথম আমার ব্লগে ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত... কিন্তু ঐ যে মূর্তিটা... যেদিক দিয়াই তাকাবো সে তাকাবে আমার দিকে... এইটা কেম্নে কী?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

নজরুল ভাই, কেমনে কি আমিও বুঝি নাই কিন্তু কথা সত্যি। আমি প্রথমে বুঝি নাই, যেই ভাইয়ের সাথে গেছি উনি বললেন। আমি ঘুরে ঘুরে দেখলাম। একদম পিছনে চলে গেলে ঘেটি ঘুড়াইয়া দেখতে পারে না কিন্তু যেদিকেই যান সামনের দিকে, চাঁদের মতো সেইম পজিশনে ফলো করে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

আসলেই আজিব তো! ক্যাম্নে সম্ভব!

আজ সবগুলা ছবি দেখলাম। আগেরবার তো দেখতে পারিনি হাসি

শামীম রুনা এর ছবি

অনেক দিন পর এলেন এবং এসে সুন্দর সব ছবি দিয়ে মুগ্ধ করলেন।
দারুন সব ছবি হয়েছে।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

তানবীরা এর ছবি

ধন্যবাদ রুনা। এখানে বেশ গরম পড়েছে, তাই আমরা ব্যাঙের মতো গুহা থেকে বেরিয়েছি। অন্যসব কাজ করে সচল হওয়ার সময় পাই না। আবার শীত পড়লেই সচল হয়ে যাবো হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

বিপ্লব রহমান এর ছবি

অসাধারণ! চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

চ্রম সুন্দর ছবি !!!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

লইজ্জা লাগে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

তানবীরা এর ছবি

ধন্যবাদ।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সিরাত এর ছবি

অতি, অতি উত্তম! খুউব ভাল লাগলো। পাঁচ!

লুক্সেমবার্গ নাকি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। মনে হইছে, আপু?

থ্যাংকু শেয়ার করার জন্য!

তানবীরা এর ছবি

পাঁচতারা দাগানোর মজাই আলাদা, সচল হওয়ার পর আমারো এই কাজ ছিল প্রথম প্রথম। হাসি

সবচেয়ে ধনী দেশ কি না জানি না দাদা, তবে সুইটজারল্যান্ডের পরেই সবচেয়ে বেশী অবৈধ টাকা ওখানে রাখা হয়। জীবন যাত্রার মান খুবই উন্নত চোখে পড়ার মতো। বেতন ও বেশী, জিনিসের দামও বেশী। অতিথিদের গাড়ি পার্কিং মানে আমাদের পার্কিং ফ্রী। খুবই ঢিলাঢালা মনে হলো, আমাদের মতো ছোটার তাড়া কম। তবে শুক্রবার বিকেল মানে উইকএন্ডই ধরা চলে , সে সময় দিয়ে সারা সপ্তাহ বিচার করা মুশকিল।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফারুক হাসান এর ছবি

আমি লুক্সেমবার্গ যাইতে চাই।।

ফাহিম এর ছবি

ছবিগুলা ফাটাফাটি হইসে।

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

তানবীরা এর ছবি

হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

তাতাপু দেখি দারুনসব ছবি তুলেছেন। আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। মেঘলাকেও ধন্যবাদ ওর ছবিটার জন্য। নামুর দুর্গটা আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে। মেঘলা বাবুকে বলবেন যে ওর আইসক্রিমটা এ যাত্রা রক্ষা পেলেও আগামীবার আমি থাকলে কিন্তু রক্ষা পাবেনা। হেঃ হেঃ হেঃ।
-----------------------------------------------

--------------------------------------------------------

তানবীরা এর ছবি

আচ্ছা, একটা না তুমি দুইটা আইসক্রীম খেও। হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

চায়না সরকার চায়-না যে আমি সচলায়তনের ছবি-ব্লগের ছবিগুলা দেখি মন খারাপ

১৫ টা ছবি আসছে, বাকিগুলা আসতেছে না। যাই হোক, যে কয়টা দেখার সুযোগ হলো, সেগুলা তো খুব সুন্দর হইছে। বাকিগুলাও নিশ্চয়ই সুন্দর। প্রথমত, তাতাপু'র তোলা; দ্বিতীয়ত, সবাই বলতেছে খাইছে

এত ঘোরাঘুরি আসলেই ভালু না!

তানবীরা এর ছবি

হ, ভালু না হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ফাটাফাটি।
সচলে ইদানিং কম কেন?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

আর বলো না, আমরা কয়েকটি দুষ্টু মেয়ে একত্রিত হয়েছি। এই প্ল্যান সেই প্ল্যান গরম উপলক্ষ্যে। আমি হইলাম আবার পালের গোদা। হাসি

এখন বাজে রাত সাড়ে দশটা, এখুনি উঠে যাবো চিতল মাছের কোফতা বানাতে। গরমে একই কাজ মেহমান হও আর মেহমানদারী করো।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

তাতা'পু, ওই মূর্তির ছবিটা আমারে একটু মেইলাও না প্লিজ! দেখতে ইচ্ছা করতেছে খুব।

তানবীরা এর ছবি

হুমম, দিছি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দময়ন্তী এর ছবি

দারুণ৷
লুক্সেমবার্গ জায়গাটা ভারী মিষ্টি৷ কিসুন্দর নির্জনমত৷
-------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তানবীরা এর ছবি

ঠিক দিদি। ভীষন নিরিবিলি, মনে হয় লোক নেই কোথাও। তিন তলা দেশ, নীচে আদি অংশের বাস, উপড়ে আধুনিকায়ন, মধ্যে আছে অন্যেরা। সার্কিট ভেনযেলে গিয়েছি সন্ধ্যেবেলায়, আমার ক্যামে ঠিকমতো আসেনি ছবিগুলো, নইলে দিতাম। তিন তলা দেশ আমি জীবনে প্রথম আমি দেখলাম যারা সত্যিকারের তিনভাগে বসবাস করে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

মানুষজনের ঘোরাঘুরি দেখে মন উদাস হয়ে গেল মন খারাপ

তিনতলা দেশের কাহিনী কী?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

তোমারেতো কইয়া রাখছি আসতে, মন উদাস না রাইখা আসলেই হয়।

আদি লুক্সেমবার্গ একদম পাহাড়ের নীচে। সেখানে মিলিটারী ক্যাম্প, হাসপাতাল ইত্যাদি, তারপরের সভ্যতার পত্তন হয় এর উপড়ে মানে এখন কার মধ্যভাগে। আর আজকের এইযে চকচকে লুক্সেমবার্গ সেটা একদম পাহাড়ের মাথার উপড়ে। আমি যখন সার্কিট ভেনযেলে দাঁড়িয়ে ছিলাম, বিশ্বাসই হচ্ছিলো না যে এমন কিছু থাকতে পারে। একদম রূপকথার মতোন লাগছিলো। আর ইটালীর মতো ওদের বাড়ি গুলোও নানা রঙের হয় গোলাপী, কমলা। অনেক রাত ছিল, পুরনো ভাঙ্গা পাহাড়ে আমরা, মনে হচ্ছে নীচ থেকে ডাইনী আসবে খপ করে ধরবে আমাদের http://www.trivago.com/luxembourg-city--71752/walking--sightseeing-tour/circuit-wenzel-894111

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফারুক হাসান এর ছবি

ইন্টারেস্টিং দেশ তো! লুক্সেমবার্গ সম্পর্কে আরো জানতে ইচ্ছে হচ্ছে। ওখানকার ভাষা কোনটা?

রেজওয়ান এর ছবি

মূলত: লেটজেবুর্গিশ, জার্মান ভাষার গোত্রের (মোজেল অঞ্চলের জার্মান ডায়লেক্ট এবং বেশ কিছু ফরাসী শব্দের সংমিশ্রন)। তবে তিনটি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ দেশটির, ফরাসী আর জার্মান সহ।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

ফারুক হাসান এর ছবি

যাইতে এবং থাকতে মঞ্চায়, কিন্তু বুড়া বয়সে আবার ভাষা শিখতে হবে?!

দুষ্ট বালিকা এর ছবি

তাতা'পু, ছবিগুলা সেরাম হইসে, কিন্তু দেখে সত্যি মন খারাপ হল। কবে যে নিজের চোখে দেখব ... মন খারাপ [আর এত্তগুলা হুইপড ক্রীম দেয়া আইচকিরিম খাব... :|]

মেঘমাকে আদর।

------------------------------------------------
চাঁদের আলো আজ যদি ভাল লাগে, কাল হয়ে যায় ঝাপসা...
আমার এ তরী, যদি চলে যায়, ফিরে আর আসবেনা।

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানবীরা এর ছবি

তোমার এখন হুইপড ক্রীম খাওয়ার সময় হয় নাই, এখন তোমার ফিগার ঠিক রাখতে হইবো, পোলাগো নাচাইয়া নাচাইয়া কোমড় ভাইঙ্গা দিতে হইবো, এরপর ভালো জাতের হাদা দেখে বিয়ে করে পোলাপাইনের মা হইতে হইবো। তারপর আমার মতো সাইজ হলে অসুবিধা নাই।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দুষ্ট বালিকা এর ছবি

ওরে বাবা, এতকিছু?... এরচেয়ে আইচকিরিম ভালা! ... মন খারাপ

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

ওরে বাবা, এতকিছু?... এরচেয়ে আইচকিরিম ভালা! ... মন খারাপ

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মামুন হক এর ছবি

বড় হইয়া আমিও লুক্সেমবার্গ যামু হাসি

তানবীরা এর ছবি

নাদের আলী, আমি আর কতো বড় হবো ? আমার মাথার সব চুল পড়ে যেদিন টাক্কু বেল হবে , সেদিন কি তুমি আমায় লুক্সেমবার্গ নিয়ে যাবে?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা... গড়াগড়ি দিয়া হাসি কেউ কেউ এখনও কথা রাখেনা...

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা... গড়াগড়ি দিয়া হাসি কেউ কেউ এখনও কথা রাখেনা...

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

তানবীরা এর ছবি

মানুষ বালা পেরানি না
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দুষ্ট বালিকা এর ছবি

হাহাহাহাহা... গড়াগড়ি দিয়া হাসি কেউ কেউ এখনও কথা রাখেনা...

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

সাইফুল আকবর খান এর ছবি

অসহ্য! মন খারাপ
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মামুন হক এর ছবি

দেশ-বিদেশ সব ধুতরা ফুল
কইছে কেডা?- সাইফুল হাসি

তানবীরা এর ছবি

ভাত দিয়া খায় নুন
কেডা আবার মামুন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

বিদেশ না, ছাতা!
ঘুরছে ক্যাডা? তাতা! খাইছে

প্রবাসে চর্মগোলক-চক্করের গুণ-
গায় ক্যাডা? চ্রম খ্রাপ এক মামুন!

[অসহ্য লাগে এইসব দেশ-বিদেশ থাকাথাকি আর ঘোরাঘুরি!
যত্তোসব আদিখ্যেতা! মন খারাপ
সবগুলারে কইষা মাইনাস!]
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মৃদুল আহমেদ এর ছবি

চবি দিয়্যা তো পাটায়া পালাইচেন!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

মাইয়ার বাপরে এত্তো সহজএ পাটলে চলপো ???
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

যুধিষ্ঠির এর ছবি

সুন্দর শহর, সুন্দর সব ছবি!

তানবীরা এর ছবি

ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।