জলমগ্ন দিন যেন তাই রাতের কোন শব্দ

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বুধ, ২৭/০৬/২০১২ - ১২:২২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

টাপুরটুপুর মন ভালো নেই
সকালটা আজ ভোরবেলাতেই
মেঘের সাথে ভাব করেছে, যাচ্ছে ঝরে, যাচ্ছে ঝরে...
জানালাটা পাতার ভিড়ে আনমনা মন
প্রাপক বিহীন পত্রগুলো জলের মতন
কোথায় কখন কার কাছে যায় কার কাছে যায়, এমন করে!

পাতায় পাতায় জলের ফোঁটা সূত্রবিহীন সুতোর টানে
কেবল ঝরে কেবল ঝরে --- আকাশ জানে
মেঘ জানেনা জলের খবর,
জল জানে কি!
খুব দেখেছি
গন্ধ-সোঁদা জলের বহর
মৃত্তিকাতে ঢেউ গুনে যায় সব-প্রহরে;
মনে পড়ে
সেই-যে তোমার ফেলে আসা বরষা মানে
তুমিও তখন আষাঢ়-শ্রাবণ এক জীবনে
বন্দী-যুগল সখ্য তোমার চিরল চিরল ইচ্ছেমুখী
যখন তুমি দুঃখ পেতে বয়েই যেত এমন সুখী;
যখন তোমার বৃষ্টি হলে ইলশে-গুড়ি ইলশে-গুড়ি ইলিশ মাছের ডিম
পেয়ে তাই জানতে পারা মা ইলিশের, সব মায়েদের মমত্ব অসীম...

যখন তোমার এই এখনও জনান্তিকে ধুপছায়া মেঘ শীতল বাতাস
বয়ে গেলেই নিরল-গহন কোথায় যেন বৃষ্টি পড়ে, নাইতে থাকে তোমার আকাশ!

আধেক জীবন জল টানা তাই কামার-কুমোর-জেলের মত,
জলের আঁচে আগুন বাঁচে --- সব আগুনে সরব ভাঙন, স্ফুরণ-ক্ষত…

বসন্ত নয় ফাগুনও নয় স্নান মেলে তাই বরষা এলে
তানিম তোমার এক জীবনের অভিলাষী সব পললে
তিনটি ফোঁটা জলাধারে একটি স্থলপদ্ম!


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

তবুও অতৃপ্তি থেকেই যায়, আরেকটু শাপলা বিলাস করতে ইচ্ছে হয় বৈকি......

মেঘ তুমি পদ্মপাতা হও কিংবা মাদলের ঝঙ্কার! হাসি

তানিম এহসান এর ছবি

অতৃপ্তির চাইতেও তৃপ্তি বেশি হাসি

অরফিয়াস এর ছবি

তানিম ভাই, ভালো লাগলো। কথাগুলোর সাথে অদ্ভুত একটা মন খারাপ লাগার সম্পর্ক আছে।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অদ্ভুত কথামাল্য, ছন্দসুর, বাণীরৌপ্য। চলুক


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

ওহে মৃত্যুময় ঈষৎ, কেমন আছ হে বালক? হাসি

সুমাদ্রী এর ছবি

সুন্দর কবিতা, বৃষ্টির শব্দ শুনতে পাই কানে।

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

তানিম এহসান এর ছবি

তবে আরো কিছু দূর বৃষ্টি হোক... শুভকামনা হাসি

অমি_বন্যা এর ছবি

কবিতার ছন্দমিল দারুন লাগলো ।

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ। এই নিন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

বন্দনা এর ছবি

আমার এখানে অনেকদিন বৃষ্টি হয়না ভাইয়া, বেশ গরম, বৃষ্টির দিনে দুঃখবিলাস করা হয়না তাই।
কবিতার লাইঙ্গুলা খুব বিষাদেমাখা তবু বেশ ও ভালো লাগ্লো। কিন্তু নিজেকে নিয়ে কবিতা কেন ভাইয়া??? আশেপাশে মানুষজনের কি অভাব আছে নাকি। আমাদের নিয়ে ও কবিতা লিখতে পারেন আমরা মাইন্ড খাবোনা খাইছে

তানিম এহসান এর ছবি

মাইন্ড খাবোনা বললেই কি আর মাইন্ড খাবে-না বন্দনা
বৃষ্টি নেই তো কি হয়েছে বিদেশ বিভূঁই মন্দ না
যদি সঙ্গে থাকে ‘পাউরুটি আর ঝোলাগুড়’ খাইছে

ভাল থাক আপু, নিরন্তর শুভকামনা।

বন্দনা এর ছবি

ইয়ে মানে এটা কি কবিতা নাকি ভাইয়া খাইছে

তানিম এহসান এর ছবি

আরে না, কবিতা হবে কেন, এটা একটা প্রকৃষ্ট ভেংচি খাইছে

রংধনুর কথা এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

ব্যাঙের ছাতা এর ছবি

কবিতা পড়ে মনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হলো। চলুক
কাগজে-কলমে বর্ষা আসার পর থেকেই আপনার লেখার অপেক্ষায় ছিলাম। লেখা পড়ে আর একবার উপলব্ধি করলাম, ধৈর্যের ফল মিষ্টিই হয় হাসি । ধন্যবাদ।

তানিম এহসান এর ছবি

কেমন আছেন ভাই? এইরকম ভক্ত পেয়ে গেছি ভাবতেই কেমন যেন লাগে, বিষয়টা নতুন আমার জন্য। আপনার জন্য একটা গান হাসি

http://www.youtube.com/watch?v=ot0Uu9TmRIU

ত্রিমাত্রিক কবি এর ছবি

পাঁচতারা ভাললাগা

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

ত্রিমাত্রিক কবিবর, অশেষ ধন্যবাদ হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

অত্যন্ত ভালো লাগলো তানিম।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

হে রাতঃস্মরণীয় রাতের অতিথি, অশেষ কৃতজ্ঞতা হাসি

অস্বাভাবিক  এর ছবি

দারুণ কবিতা । আপনি অনেক ভালো কবিতা লিখেন উত্তম জাঝা!

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ ভাই, ভাল থাকবেন হাসি

উচ্ছলা এর ছবি

পাতায় পাতায় জলের ফোঁটা সূত্রবিহীন সুতোর টানে
কেবল ঝরে কেবল ঝরে --- আকাশ জানে

- খুব সুন্দর ।

তানিম এহসান এর ছবি

রান্না একটা শিল্প হাসি

কিন্তু উচ্ছলার উচ্ছল তীব্র লেখাগুলো পাচ্ছিনা আমরা পাঠকেরা...

সুমিমা ইয়াসমিন এর ছবি

টাপুরটুপুর মন ভালো নেই
সকালটা আজ ভোরবেলাতেই
মেঘের সাথে ভাব করেছে, যাচ্ছে ঝরে, যাচ্ছে ঝরে...

সুন্দর!

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনাকে, শুভকামনা হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

হালকা এদিক-ওদিক করে দারুণ একটা গান হতে পারে মনে হলো। ভালো লেগেছে।

মৃত্যুময় ঈষৎ-অফ্লাইন এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

বালক, ঘুম নাই? রেগে টং

তানিম এহসান এর ছবি

সত্যি সত্যি যদি কোনদিন এটা গান হয়, আপনাকে শুনাবো সবার আগে হাসি

ফাহিম হাসান এর ছবি

আসলেই গানের মত লাগল

তানিম এহসান এর ছবি

সচলের কোন সুরকার আছেন? অনিকেত’দা আছেন, কেউ যদি আগ্রহী হয় তাহলে মন খুলে এটা নিয়ে কাজ করার জন্য দিয়ে দিতে রাজি। ধন্যবাদ ফাহিম ভাই হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ লাগলো... দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

ভাই নজরুল ইসলাম, ধন্যবাদ জানবেন। নিরন্তর শুভকামনা হাসি

অতিথি লেখক এর ছবি

মেঘ জানে না জলের খবর
জল জানে কি?

দেখুন না! জলের খবর নিতে গিয়ে বৃষ্টি হয়ে মেঘ গলে এলো কেমন আমার বারান্দায়!!!

চলুক

পথিক পরাণ

তানিম এহসান এর ছবি

হুমম। জল জানে কি! বারান্দা কি মনের উঠোন? পথিক পরাণের লেখা নেই আজ বহুদিন! শুভকামনা হাসি

ধুসর জলছবি এর ছবি

দারুন লাগল হাসি

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

লেখা কই? রেগে টং

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

বাহ!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তানিম এহসান এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

কড়িকাঠুরে এর ছবি

বাহ্ বাহ্- চমৎকার-- হাততালি
অনেক সুন্দর... অনেক সুন্দর...

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

তারেক অণু এর ছবি

মন অন্যরকম হয়ে গেল। দাঁড়ান দেশে আসি, পিলান করা যাবে।

তানিম এহসান এর ছবি

প্রিয় উড়ন্ত-ঘুড়ি, পুরা সটান দাঁড়ায়ে গেলাম; আসেন, পিলান আগে থেকে করা যায়না? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

কবিতার ছন্দমিলটা খুব ভাল লাগল। কবিতা এক কথায় অসাধারণ।
====================
টানা বর্ষণে ঘরের কোণে বসে বসে দম যেন আটকে আসতে চায়।
acharjee

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

আশফাক আহমেদ এর ছবি

সুন্দর

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

অতিথি লেখক এর ছবি

দারুণ কবিতার জন্য অশেষ ধন্যবাদ তানিম ভাই

মিনাশিক
-------------------------------

বুকের গহীণে জমা যতটুকু জলজ প্রয়াস, অপেক্ষার সমূহ শিশির
মিলায় মিঠাকড়া রোদের মায়ায়

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ! আপনার সব লেখাগুলোই মনের খুব গভীরে একটা নাড়া দিয়ে যায়। আমার অখন্ড অবসরে ওগুলো নাড়াচাড়া করে দেখি। মনের মাঝে একধরনের অদ্ভুত অনুভূতি হয়।
ভাল থাকুন। সদা আনন্দে থাকুন।

তানিম এহসান এর ছবি

কৃতজ্ঞতা জানবেন হাসি

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

‍‍ ‍"তানিম তোমার এক জীবনের অভিলাষী সব পললে
তিনটি ফোঁটা জলাধারে একটি স্থলপদ্ম!"
-কেন তানিম ভাই?

তানিম এহসান এর ছবি

পৃথিবীর তিনভাগ জল আর একভাগ স্থল -- লিখার সময় এইটা মাথায় কাজ করেছিলো। আর আমি এমনিতেই জল প্রেমিক দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।