নিরবতার কথকতা

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: মঙ্গল, ২৭/১২/২০১১ - ১১:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

- নিরবতার রঙ, তার ভাষা কেন এতো সুন্দর হয়?

এমন নয় যে এই কথাটা আমি এর আগে শুনিনি। শুনেছি বহুবার। তবুও কিছু কিছু কথা অন্য কেউর মুখে শুনতে ভালো লাগে। ভালো লাগে তার প্রকাশ। ভালো লাগে অনুভূতি। যদি আমাকে প্রশ্ন করা হয় আমার কাছে নিরবতার মানে কি। তাহলে আমি বলি আমার কাছে নিরবতা মানেই হল বিশালতা, নিরবতার মানেই হল ঘন অরণ্য। আর কবীর সুমনের গান

জীবনের একেক সময় সেই নিরবতার রঙ ধরে রাখার চেষ্টা করেছি। গত একবছরের কিছু নিরবতার রঙ আজ সাজিয়ে দিলাম...। আছে প্রকৃতির মাদকতা আবার কোথাও নিয়ম ভাঙার বিলাসিতা। আমি রোজ নিরবতায় হারাই...

IMG_906642

২•

প্রতিনিয়ত ঝড় বয়ে যায় । একটা আঁকাবাঁকা সর্পিল পথের অববাহিকায় নিয়ম ভাঙার পদচারণা শোনা যায়। বলা চলে শীতের হিম কাবু করতে পারেনি একটুও। দিশাহীন পরশ পাথরের হদিস খুঁজে নেওয়া যায়, মনে হয় জন্মঅব্দি খরাক্রান্ত যাযাবর মন বয়ে চলেছি। নিরবতার পৌনঃপুনিক ভালোবাসায় প্রতিটি রঙ হারিয়ে হারিয়ে কোলাহল তোলে। কিছু বন্ধন ভালোবাসার ডাগর চাহনি তোলে নিরবে নিভৃতে। আচ্ছা শামসুর কি দেখেছিলেন ‘ইকারুসের আকাশে’। একটা নিরবতা ! প্রতিবার ভালোবাসার খোঁজে হারিয়ে যেতে থাকে শিশির হয়ে। আগুনের পলকে পাখা ঝাপটায়। ভালোবাসার কিংবা অমলিন ছাইপাঁশ থেকে তার উড়ান ছিল বহুদূরে। যার হদিশ পরস্পর সম্পৃক্ত। কুয়াশার রঙ তাই গভীর হয়। কবিতার ভাষা হয়ে কিংবা বেদূঈন মনে উঁকি দিয়ে যায়। আর গৃহবাসী বাউল কেঁদে যায় অভিমানে কিংবা পৌনঃপুনিক ছোঁয়ায়।

IMG_77665221

IMG_0220897

IMG_02207

৩•

খণ্ডিত স্রোতস্বিনী এগিয়ে যায়
শরীরে মোটা মোটা ক্ষতের দাগ
সৃষ্টিশীল পাথরের প্রতিলিপির প্রতিরোধ
মনে হয় পৃথিবীর বাইরে প্রাণের চিৎকার
নষ্ট ইন্দ্রজালে গাছের ফাঁকে আলজিভ দেখায়
ছেঁড়া কাপড়ে বোনা স্বপ্ন
ছটফট যন্ত্রণায় অস্থির মমতার স্নিগ্ধতা
কাঙাল ছেলেটি খুঁজে ফেরে মায়ের আঁচল
ঠিক তখনই
লোলুপ দখিনা হাত
থাবা বসায় বস্তির নোংরা ভাতের থালায়
পরক্ষনেই –
যাযাবর নক্ষত্র খসে পড়ে মায়ের শুভ্র আঁচলে।

৪•
কত রঙ.....। তারপরও লুকিয়ে থাকে একটা প্রচ্ছন্ন নিরবতা.........

IMG_6755

IMG_02206

IMG_02203

IMG_02202

৫•

একটা গল্প :

ঘোমটা টানা লাজুক মুখ দেখে কত্তা মশাই বলেন - এই তো আমার ঘরের লক্ষী, সতী। আজকাল যা ম্লেচ্ছ দিন পড়েছে, ছিঃ ছিঃ।

বস্তার ভেতর তোবড়ানো হিজাবে, বোরকায় একটা পোটলা দেখে মিয়া ভাই বলেন - ইয়াক্ষোদা কি পাক বেগম। আজকাল রাস্তায় বেরুলেই সব জাহান্নুম, সব কাফের, ছিঃ ছিঃ।

নিন্দুক বলেন - এই ঢাকনার ভেতর সেদ্ধ হওয়া মুখটা দেখলে মায়া হয়...

৬•

দ্বিমাত্রিক নিরবতা

IMG_0220896

IMG_7766520

==========================================================

আমার শহর
ডিসেম্বর। ২৭। ২০১১


মন্তব্য

উচ্ছলা এর ছবি

ডালিয়া ফুলের ছবিটা এত্ত সেক্সি হয়েছে!
বাকিগুলোও সুন্দর চলুক

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ ম্যাডামজী হাসি । ভালো থেকো।
বাই দ্য ওয়ে উচ্ছলার কোন 'রক' এন্ড ব্যাং ব্যাং বিষয়ক লেখা পাচ্ছিনা কেন ?

প্রৌঢ় ভাবনা এর ছবি

সুন্দর।

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ প্রৌঢ় ভাবনা। হাসি

শাব্দিক এর ছবি

ভয়ংকর সুন্দর চলুক, বিশেষ করে ২,৩,৪,৫,৭........... চিন্তিত নাহ! সবগুলিই।

তাপস শর্মা এর ছবি

দেঁতো হাসি ... অনেক অনেক থ্যাংকস।

নাড়ু তো দেবো বলেছি , পাক্কা প্রমিস। বাট লেখা কো হাসি

শামীমা রিমা এর ছবি

আপনি শুধু শাব্দিকের জন্য নাড়ু পাঠাবেন ..... ব্যাপারটা একটু কেমন কেমন হয়ে গেল না ?
চিন্তিত

তাপস শর্মা এর ছবি

এইরে এইবার তো চরম বিপদ। আপনারও নাডু চাই নাকি? হাসি । শাব্দিকতো নাড়ুর বায়না করেছে। তাই ওকে দিতে হচ্ছে দেঁতো হাসি

শাব্দিক এর ছবি

লেখা তো একটা ছিল। পাইপ লাইনে বোধহয় আটকে গেছে।

তাপস শর্মা এর ছবি

ওহো...... ডোন্টওরি, এমন হয় কখনো কখনো, ডোণ্ট ফিল বেড, এন্ড আবার আরেকটা দিন, নতুন করে ট্রাই করুন, হবে নিশ্চয়ই... হাসি । আর নাড়ুতো আছেই আছে হাসি

জালিস এর ছবি

ব্যাপক লাগছে গুল্লি গুল্লি

তাপস শর্মা এর ছবি

আপনাকে ধন্যবাদ জালিস

শামীমা রিমা এর ছবি

লেখা এবং ছবির চমৎকার সমাবেশ ।
তবে দুই নম্বর ছবিটা অনেক বেশি সুন্দর।আর লাল এবং হলুদ ফুলের ছবিটাও।
চলুক

তাপস শর্মা এর ছবি

হাসি ...... অনেক ধন্যবাদ শামীমা রিমা।

ফাহিম হাসান এর ছবি

শিরোনামে বানানটা "নীরবতা" হবে।

ছবিগুলো দারুণ। প্রকৃতির সাথে আপনার সখ্যতা বেশ লাগলো।

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ ফাহিম ভাই। আপনাকে সচলত্বের অভিনন্দন।

নতুন বানান রীতিতে নিরবতা বানানটা নীরবতা না হয়ে নিরবতা হয়ননা ? দীর্ঘ 'ই'-কারের ব্যাবহার তো এখন হ্রাস পাচ্ছে। উদাহারণ- হাতী কে হাতি লিখছে।

মাসুম এর ছবি

সবকিছু মিলাইয়া দারুন পোস্ট হইছে। কয়েকটা ছবি খুবই সুন্দর

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ মাসুম। হাসি

তাপস শর্মা এর ছবি

ছবি উদাস করা নয়তো হাসি

চরম উদাস এর ছবি

দারুণ ছবি চলুক

তাপস শর্মা এর ছবি

দেখলেন, মন্তব্যটাও উদাস হয়ে উপরে চলে গেলো হাসি

guest_writer ফেরারী পাখি এর ছবি

দারুণ দারুণ।

আপনার লেখা তো ছবিগুলোকেও সবাক করে ছেড়েছে...।

তাপস শর্মা এর ছবি

যদি লেখা পাঠকের কাছে প্রতিফলিত হয়, তাহলে আর কি চাই বলুন। আপনাকে ধন্যবাদ guest_writer ফেরারী পাখি ।

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক যেমন চলছে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

কবির কথা শিরোধার্য...

তারাপ কোয়াস এর ছবি

চমৎকার সব ছবি! চলুক


love the life you live. live the life you love.

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ তারাপ ভাই। হাসি

সোহেল এইচ রহমান এর ছবি

ছবিগুলো অসাধারণ!!!

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ

সোহেল এইচ রহমান এর ছবি

ছবিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারি?

তাপস শর্মা এর ছবি

সোহেল এইচ রহমান আপনি না বলেও নিতে পারতেন। কিন্তু তা করেন নি বলে অনেক ভালো লাগল। নিয়ে নিন... হাসি

রু (অতিথি) এর ছবি

খুব ভালো লাগলো।

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ রু

কল্যাণ এর ছবি

৫ আর গল্পটা আর ৬ এর ছবি দুইটা খুব ভাল লেগেছে তাপস দা চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

তাপস শর্মা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ কল্যাণ হাসি

আমি শিপলু এর ছবি

চোখ জুরাইলো... হাততালি

তাপস শর্মা এর ছবি

আইচ্ছা হাসি

নীড় সন্ধানী এর ছবি

প্রকৃতি আপনার ক্যামেরায় এত সুন্দর করে নত হয় কিভাবে? চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তাপস শর্মা এর ছবি

নীড় দাদা আমি নিজেই প্রকৃতির কাছে থামি............... হাসি

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

সুন্দর(মজা) হইছে Buffet

তাপস শর্মা এর ছবি
অনুপম ত্রিবেদি এর ছবি

ভাল্লাগ্লো ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ... হাসি

মাহবুব লীলেন এর ছবি

নীরবতার ভাষা অত সুন্দর হয় কারণ নীরবতা তার কষ্টগুলোকে প্রকাশ করতে পারে না

তাপস শর্মা এর ছবি

হুম। যথার্থ বলেছেন লীলেন ভাই।

রাব্বানী এর ছবি

চলুক

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ রাব্বানী।

অনিকেত এর ছবি

লেখা আর ছবি---দুটোই অসাধারণ
শুভেচ্ছা নিরন্তর!

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ অনিকেত দা।
আপনিও শুভেচ্ছে নিয়েন।

তারেক অণু এর ছবি

হ্রদের ছবির সাথে পোকা খাওয়া ঘাস দারুণ লাগল।

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ অণু। তোমার আসার অপেক্ষায় আছি বস। দুজনে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার ফটোগ্রাফি এর অপেক্ষায়... ফ্রম শিলং পাহাড় টু চেরাপুঞ্জি

নাশতারান এর ছবি

অদ্ভুত সুন্দর ছবিগুলো!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ হাসি

স্বাধীন এর ছবি

একটা এসএলআর খালি কিনে নেই। দেখবেন তারপর আমিও ফটু ব্লগ ছাড়বো...

তাপস শর্মা এর ছবি

স্বাধীন ভাই আবার জিগায়, জলদি করেন......... তবে আমার কিন্তু এসএলআর নাই, মানে নিজের নাই। তবে অনেক ক্যামেরা আমার কাছে আছে। মাইনসে ওগো ক্যামেরা আমার কাছেই ফেলে রাখে... হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।