ছবি ব্লগ— পেরু, আমার ভালবাসা

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: বিষ্যুদ, ১৫/০৩/২০১২ - ৮:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

381160_10151167793175497_608590496_22778846_554889195_n

পেরু আমার ভালবাসার নাম, ভাল লাগার নাম। সাত সমুদ্র তের নদীর পাড়ের এক অপেক্ষারত প্রিয়ার নাম। যার সাথে সারাজীবন অপেক্ষার পরে অল্প কদিনের জন্য দেখা হয়েছিল গেল জানুয়ারিতে।

বিশাল দেশ পেরু, বাংলাদেশের প্রায় ১০ গুণ বড় আয়তনে। দেশটির নাম শুনলেই মানুষ মনে করে আন্দেজের আকাশ ছোঁয়া শুভ্র শৃঙ্গ ঘেরা পুরোটা ভূখণ্ড, কিন্তু পেরুর হাজার হাজার কিলোমিটার ব্যাপী আছে প্রশান্ত মহাসাগরের বেলাভূমি, বিশাল অংশ জুড়ে আছে বিশ্বের বৃহত্তম বৃষ্টি-অরণ্য আমাজন, অন্য প্রান্তে শুষ্ক মরুভূমি, মাঝে মাঝেই খরস্রোতা নদী, বিশ্বের উচ্চতম হ্রদ।

অন্তত কয়েক মাস সময় নিয়ে যাওয়া উচিত পেরু দর্শনে, সেখানে আমাদের হাতে সময় ছিল মাত্র কয়েক দিন, এই পোস্টটির বেশ কিছু ছবিই চলন্ত বাস থেকে তোলা, মানে বাসের জানালার পিছন থেকে, এছাড়া আর উপায় ছিল না, দর্শনীয় জায়গা গোটা দেশটি জুড়ে এত বেশী যে মাঝে মাঝে থামতে বললেও চালক কোন ভ্রূক্ষেপই করেন নি।

পেরু মানেই কেবল মাচু পিচু নয়, পেরু মানেই কেবল লিমা, কুজকো, নাজকা নয়, বিশাল এই ভূখণ্ডের মত বৈচিত্রময় অঞ্চল সমগ্র গ্রহে দুর্লভ।

এই ছবি ব্লগটি তিব্বতি বন্ধু জ্যোতির্ময় রিনপোছের জন্য, যার সারা জীবনের স্বপ্নের সাথে আমার স্বপ্নও মিলে গেছে কাকতালীয় ভাবে, তা হচ্ছে আমরা জীবনের কোন এক চাঁদনী রাতে তিব্বতের মানস সরোবরের পাশে বসে হেঁড়ে গলায় গান গেয়ে যাব সেই অপার্থিব নির্জনতা ভেঙ্গে। যদিও তার ব্যপক সন্দেহ পেরুর ছবিগুলো কম্পিউটারের ফসল! জ্যোতির্ময় রিনপোছেকে চিনলেন না বুঝি! এটি আসলে তার আগামী জন্মের নাম, এই জনমে তার নাম জ্যোতির্ময় বণিক, সচলের ব্লগার সবজান্তা !!!

সুমহান নির্জনতা
408324_10151167793430497_608590496_22778849_1014490524_n

পবিত্র উপত্যকা
387534_10151148131335497_608590496_22708716_1906423263_n

পথ চলা
392574_10151183050305497_608590496_22837396_746349854_n

আন্দেজের বাজার
403686_10151183050765497_608590496_22837397_472536219_n

পাদদেশে
408206_10151196371740497_608590496_22877024_1269907882_n

পশুপালক
400398_10151206962785497_608590496_22918446_1091546719_n

বিরানভূমি
402554_10151196371900497_608590496_22877025_2042975047_n

পাহাড় চেরা জল
402158_10151196372120497_608590496_22877026_563431928_n

বিশ্রাম
429053_10151321088530497_608590496_23249751_760730908_n

চারণক্ষেত্র
394168_10151198655955497_608590496_22884314_1131303500_n

সে এক দেশ আছে--
394127_10151198656270497_608590496_22884316_911050885_n

মা
398036_10151199624900497_608590496_22887455_374122725_n

স্বপ্নবাড়ী
406466_10151198656475497_608590496_22884317_544216482_n

সংগ্রাম
430075_10151321088215497_608590496_23249750_1911590359_n

লামা- আলপাকার দেশে
403141_10151210302250497_608590496_22928173_1700239105_n

দুর্গ
421434_10151239676255497_608590496_23025873_35309298_n

টিটিকাকা হ্রদ
407524_10151275036830497_608590496_23130555_819225244_n

প্রাচীন জনগোষ্ঠী
400016_10151147001730497_608590496_22702774_884110759_n

জাদুগ্রাম
426164_10151228471235497_608590496_22982868_273527532_n

ইতিহাসের সন্ধিক্ষণ
417384_10151335816075497_608590496_23303295_737439228_n

হামিংবার্ড
405398_10151266353115497_608590496_23108939_1562244854_n

আমার ভেড়া
409551_10151239675965497_608590496_23025871_1356212538_n

পারাপার
395493_10151228470970497_608590496_22982865_1538683502_n

অবাস্তব
429314_10151251624600497_608590496_23056759_1605570278_n

পেরু
385915_10151146752610497_608590496_22701901_1784376786_n

আন্দেজের কোলে
416790_10151251624785497_608590496_23056761_524933850_n

নগর
428087_10151261804290497_608590496_23093176_248722741_n

স্বর্গের সিঁড়ি
418875_10151301271375497_608590496_23202455_4933649_n

মরূদ্যান
429961_10151307978200497_608590496_23220639_564196455_n

সর্দার
398582_10151211772090497_608590496_22932656_810152496_n

সভ্যতার কলঙ্ক
395807_10151322985215497_608590496_23257036_1653805075_n

মাঠের পারে দূরের দেশ
418748_10151328445370497_608590496_23280629_334503539_n

তাড়া
397221_10151210302360497_608590496_22928174_884359358_n

খরস্রোতা ভিলকানোতা
428126_10151408508150497_608590496_23582059_648590478_n

গ্রাম
431595_10151328445570497_608590496_23280630_1416945712_n

নতুন-পুরনো
420757_10151391897960497_608590496_23513639_1403276193_n

শেষ বিশ্রামস্থল
420218_10151408508810497_608590496_23582065_410275582_n

আলুর জন্মভূমি
416937_10151391898115497_608590496_23513640_1879928819_n

চলমান
408014_10151296427515497_608590496_23189631_1813972582_n

জনপদ
395875_10151215239435497_608590496_22943337_1432373774_n

অপরাহ্ণ
423480_10151270476875497_608590496_23119668_14678105_n

পরাবাস্তব
381005_10151155105425497_608590496_22736683_2005753255_n

মানুষের থাবা
423487_10151215243725497_608590496_22943356_1845738349_n

বিমূঢ়
425723_10151404025505497_608590496_23567328_1438905267_n

আত্মাপর্বত
421047_10151408522555497_608590496_23582138_207127886_n

নতজানু পাহাড়
419872_10151335816210497_608590496_23303297_537190687_n

পেরুর সন্তান
406994_10151147528960497_608590496_22705715_1138295395_n


মন্তব্য

চরম উদাস এর ছবি

হাততালি
জটিল সব ছবি

তারেক অণু এর ছবি

পরের বার সরল তরলগুলো দিব।

বন্দনা এর ছবি

মন আকুলি বিকুলি করছে পেরুতে যাবার জন্য। অসম্ভব সুন্দরের দেশ পেরু।নেটে কিছু ছবি আগেই দেখেছি, আপনার চোখে আবার ও নতুন করে দেখলাম, একবার না গেলেই যে না ।

তারেক অণু এর ছবি

অবশ্যই বারবার যাবার মত ! পরের বার আমাজন আর নাজকা ছাড়ছি না ।

অনার্য সঙ্গীত এর ছবি

আপনার ব্লগে মন্তব্য করা হয় কমই। কী লিখব ভেবে পাইনা! মুগ্ধতা কতবার জানানো যায়!

এইবার ছবির নামগুলোর জন্য মন্তব্য করতে পারলাম। এতো অসম্ভব দারুণ হয়েছে, কিছু বলার নেই!

আপনি সবসময় ভালো থাকেন। আপনার সব স্বপ্ন পূর্ণ হোক।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি

দাঁড়ান, আমিও অণুজীব নিয়ে লেখা শুরু করব।
হৈ ভাইডি, আমার ইমো কই খাইছে

সৃষ্টিছাড়া এর ছবি

খুব খুব খুব খুব খুব খুব খু......উ.......ব ভালো লাগলো আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তারেক অণু এর ছবি
হিল্লোল এর ছবি

নতুন করে ঈর্ষা জিনিসটার সংজ্ঞা নির্ধারণ করার সময় এসেছে ,

তারেক অণুর পোস্ট দেখে মানব মনে যে অনুভূতির সৃষ্টি হয় , তাকে ঈর্ষা বলে ।

তারেক অণু এর ছবি

লইজ্জা লাগে কি কথা !

সৌরভ কবীর  এর ছবি

‌বিশ্বজুড়ে ঘুরে বেড়াবার স্বপ্ন বুকে লালন করে আর কী হবে, বিনা টাকায় তারেক অণুর ব্লগ পড়লেই যদি হয়ে যায় মুশকিল আসান! হাসি

তারেক অণু এর ছবি

জটিল আইডিয়া তো!, আমিও শুরু করব নাকি !

মুস্তাফিজ এর ছবি

ওরে !!!

...........................
Every Picture Tells a Story

তারেক অণু এর ছবি

কি হল ভাই!

মুস্তাফিজ এর ছবি

কিছু হয় নাই।
যাইতে ইচ্ছা করে।

...........................
Every Picture Tells a Story

তারেক অণু এর ছবি

সত্য! আমারও, পরের বার মানু যেতেই হবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দারুণ সব ছবি। ভালো লাগলো।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ দাদা। আফসোস, সবসময় দৌড়ের উপর ছিলাম, মানে চাকার উপরে।

হিমু এর ছবি

লামার গোস্তো খেতে কেমন?

তারেক অণু এর ছবি

আলপাকা তো বেশ লাগল। লামার চাচাত ভাই যেহেতু, সুস্বাদুই হবে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

তারক অনুর ভালবাসার দেখি অগুনতি। এর মধ্যে কোনটা আসল আর কোনগুলি পরকীয়া কে জানে!

ছবিগুলি মন মাতিয়ে দিল।

তারেক অণু এর ছবি

জানার কি দরকার! নিজেই জানি না দেঁতো হাসি

তাপস শর্মা এর ছবি

মুস্তাফিজ ভাইরে ধার করে আমিও কই ………………. ওরে !!

অণু ভাইডি একখান গুল্লি চালাই গুল্লি

তারেক অণু এর ছবি

সামলে, বর্ম নাই যে !

তাপস শর্মা এর ছবি

উদাস ভাই আছে কেল্লাইগা। সামনে দাড় করিয়ে দাও। চিন্তা নাইক্যা খাইছে

তারেক অণু এর ছবি
রাসেল রাব্বী এর ছবি

অসাধারন।ছবিগুলো থেকে চোখ ফেরানো যায় না।
তারেক ভাইকে অসংখ ধন্যবাদ ছবিগুলো আমাদের দেখার সুযোগ করে দেবার জন্য।

তারেক অণু এর ছবি

শুভেচ্ছা।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তারেক অণু এর ছবি
CannonCarnegy এর ছবি

চলুক
খুব ভাল লেগেছে।

তারেক অণু এর ছবি

কি অপরূপ ভূখণ্ড।

নীল রোদ্দুর এর ছবি

নাহ, আপনাকে হিংসে করব না। আপনার শখ আর স্বপ্নের জাদুঘর দেখলে মনে হয়, জীবনটা রঙ্গিন! রূপকথার মত জীবন আপনার!

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

তারেক অণু এর ছবি

হ, এখন বরফের নিচে চাপা পড়ে আছি, হায় রূপকথা !

রু (অতিথি)  এর ছবি

আপনি তো সামনাসামনি দেখে পেরুকে ভালোবেসেছেন। আমি তো শুধু ছবি দেখে আর আপনার কথা শুনেই কাত! এখন আমার কী হবে?

তারেক অণু এর ছবি

চিৎ হয়ে পড়েন !

এবিএম এর ছবি

অসাধারন সব ছবি ।
আপনি কি সারা বছর এইরকম ঘোরাঘুরি করেন ??? ওঁয়া ওঁয়া

তারেক অণু এর ছবি

চেষ্টা করি, করতে চাই, কিন্তু হয় না ওঁয়া ওঁয়া

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মাই গড! মাই গড! গুরু গুরু
পাহাড় পর্বতের যে ছবিগুলো দিয়েছেন, ওগুলো সত্যি ভাবার চেয়ে স্বপ্ন ভাবা অনেক অনেক সহজ মনে হয়!

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারেক অণু এর ছবি

নিজেও ঘোরের মধ্যে ছিলাম।
কি যে অদ্ভুত ভুপ্রকৃতি।

হেমন্তের ঘ্রাণ এর ছবি

হিংসায় আমার গায়ের লোম খাড়া হয়ে গেসে !!

তারেক অণু এর ছবি

ধুর, হিংসা কিসের! সেরাম হলে গায়ে আন্দেজের হিম জল ঢেলে দিব কিন্তু---

জালিস এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

তারেক অণু এর ছবি
দময়ন্তী এর ছবি

চলুক
চলুক চলুক
চলুক চলুক চলুক
চলুক চলুক চলুক চলুক
চলুক চলুক চলুক চলুক চলুক

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তারেক অণু এর ছবি
পথিক পরাণ এর ছবি

সে এক ক্যামেরা আছে---
কেবলই সুন্দর ধরে---

----------------------
পথেই আমার পথ হারিয়ে
চালচুলোহীন ছন্নছাড়া ঘুরছি ভীষণ---

তারেক অণু এর ছবি

কোথায় সে ক্যামেরা চিন্তিত

তদানিন্তন পাঁঠা এর ছবি

আপ্নে আমাগো নিয়া ফুটবল খেল্বেন মিয়া ভাই, আর আমরা চুপ চাপ পাব্লিক মাইর খায়া যাব; এইডা তো আর হইতো না। অই দেহেন, একজন হবায় মিশর নিয়া নামছে।। আরো আইব শিঘ্রই। হেইদিন আপনার পোস্টের জারিজুরি শ্যাষ। শয়তানী হাসি শয়তানী হাসি শয়তানী হাসি

তারেক অণু এর ছবি
নীড় সন্ধানী এর ছবি

আপনার এই লেখাটার প্রেমে পড়ে গেলাম। লেখা ছবি দুটোই। এই জায়গাগুলোতে যাবার জন্য বহুবছর ধরে সুযোগ খুজছি। ভীষণ ভালো লাগলো আমার পরিচিত একজন ঘুরে এসেছে ওখান থেকে। হাসি গুল্লি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তারেক অণু এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- অবশ্যই যাবেন। কিন্তু হাতে সময় নিয়ে যেয়েন।

নিরবতা এর ছবি

এত সুন্দর ছবি দেখে মন খারাপ হয়ে গেল। এত সুন্দর জায়গা নিজের চোখে দেখা হবে না। আপনার চোখে দেখার চেষ্টা করছি। দারুন সব ছবি। ধন্যবাদ এত সুন্দর কিছু দেখানোর জন্য।

তারেক অণু এর ছবি

দেখা হবে না এটা কেউ বলতে পারে ! হতেই পারে---

সবজান্তা এর ছবি

হে হে... যেমনটা আগেই বলেছিলাম, আপনা ফটোশপের হাত খুব ভালো। পেরু বলে যে আসলে কোন জায়গা নাই, এইটা কী আমরা জানি না ভাবছেন ? আজকে বলতেছেন পেরু, কালকে বলবেন শাংগ্রিলা- সবই আছে।

পোস্ট উৎসর্গ করার জন্য অশেষ ধন্যবাদ। পোস্টটা পড়া হয়েছে প্রথম দিনই, কিন্তু বিশাল আলস্যে আর মন্তব্য করা হয় নাই। পেরু থাক বা না থাক, মানস সরোবর আছে- ভীষণভাবেই আছে। বাঁইচা থাকলে যে একদিন মানস সরোবর যাবো, এতে আমি কোন সন্দেহ রাখি না। আশা করি, আপনার সাথেই যাওয়া হবে দেঁতো হাসি

তারেক অণু এর ছবি

শুভ জন্মদিন হে পরমভ্রাত। মানস হবে, হতেই হবে। পারলে ডুংলুং ডো পর্যন্ত চলে যেতাম সবাই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।