গোল্ডফিশ মেমরি, বিশ্ব বেহায়া এবং আমরা

তারেক অণু এর ছবি
লিখেছেন তারেক অণু (তারিখ: মঙ্গল, ০৩/১২/২০১৩ - ৮:০৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

গোল্ডফিশ - ১

পাড়ার দুই মুরব্বী কথা বলছেন--
-- যাই কন ভাই, দেশটা খালেদা- হাসিনার চেয়ে এরশাদের সময় লাইনে ছিল, ভালই ছিলাম।
-- ঠিকই বলেছেন, মাইয়া মানুষ কি দেশ চালাতে পারে! আর্মির জেনারেল হচ্ছে বাপের ব্যাটা। সবাইরে পেদিয়ে লাইনে রাখত।

ঠিকই, আমরা আসলেই গোল্ডফিশের জাতি।

গোল্ডফিশ - ২

ঐ শুনেছিস, এরশাদ আবার দল বদল করেছে !
- কতক্ষণ আগে?

মানে? আজ দুপুরেই তো শুনলাম।
-- যেয়ে দ্যাখ, এতক্ষণে আবার পাল্টি দিয়েছে। তার ডিগবাজী দেখে আমি অবাক না, আমি অবাক তোদের আশা দেখে! এরশাদ কি এককথার লোক? হায়রে তোদের গোল্ডফিশ মেমরি !

গোল্ডফিশ - ৩

শহীদ নূর হোসেন দিবসে জানি কী হয়েছিল?
-- কিছুই না, নূর হোসেন নামে একজন গুলি খাইছিল, পাগলা কিসিমের লোক, বুকেপিঠে কিসব লিখে রাখত !

আর ডাঃ মিলন?
-- উনি কে?


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হে হে, আপনি ইমদাদুল হক মিলনকেও চেনেন না!!!!

তারেক অণু এর ছবি

ওহ ! তাই তো !

ঈয়াসীন এর ছবি

চোখ টিপি

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

অতিথি লেখক এর ছবি

ডাঃ মিলন??
ও,আইচ্ছা!!! ভুল ট্রিটমেন্ট করছিল নিশ্চই?? ভুল ট্রিটমেন্টের শাস্তি দিছিল!!!! এই না হইলে মরদ প্রেসিডেন্ট!!!!!!!!!!

সুবোধ অবোধ

তারেক অণু এর ছবি

এই না হইলে মরদ প্রেসিডেন্ট!!!!!!!!!! হাততালি

অতিথি লেখক এর ছবি

এরশাদ একদিকে হেললে যে দল তার সুবিধা ভোগ করবে-সেদল এবং তার কর্মীরা খুব খুশি হয়, অন্য দলগুলো নারাজ হয়। রাজনৈতিক দলগুলোর এই এরশাদ নির্ভরতা দেখে আমি সবচেয়ে বিরক্তিবোধ করি, লজ্জিত হই, নিজেকে ধিক্কার দেই। সামরিক বাহিনী সৃষ্ট স্বৈরাচার একটি দল এতোদিন টিকে আছে কীভাবে?

বাংলাদেশে আমরা জন্ম নেই, জন্মসূত্রে নাগরিক হই, কিন্তু সুনাগরিক সম্ভবত আমরা কেউই হয়ে উঠতে পারিনা।

শব্দ পথিক

তারেক অণু এর ছবি

গুল্লি

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

সামরিক বাহিনী সৃষ্ট স্বৈরাচার একটি দল এতোদিন টিকে আছে কীভাবে?

কোন দলের কথা বললেন? জাতিয় পার্টি নাকি বিএনপি?

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

এরশাদকে বিশ্ববেহায়া বলতে আমার খুব লজ্জা লাগে।

তারেক অণু এর ছবি
মাহবুব লীলেন এর ছবি

আহা অণু
নিজে পাহাড়-চড়া মানুষ হিসাবে তো বুঝার কথা যে পাহাড়-পর্বতে উঠতে গেলে পা পিছলাইতে যেমন পারে তেমনি কোনো পাহাড়ের অর্ধেক উঠে মনে হইতে পারে- থাউক; এইটা বাদ্দিয়া ওউটায় উঠি। তারপর আবার মনে হইতে পারে- ধুত্তুরি এইটা থেকে ওইটায় উঠা সহজ; যাই আবার ফিরে যাই...

আমাগো এশ্শাদসাহেব একজন পেশাদার পর্বতারোহি। একবার উনি হেলিকপ্টারে করে হিমালয়ে উঠে থেকে এসছেন বহুদিন। এখন কপ্টারে তেল নাই; তাই একবার এই শেরপা আরেকবার ওই শেরপা ধরে পর্বতে উঠতে চেষ্টা করছেন

সাফল্য বড়ো কথা না। চেষ্টাটাই মূল। অন্তত তিনিতো মারাত্মক সৎ মানুষ
পর্বত বদলালে কিংবা অর্ধেকে গিয়ে ফিরে আসলে তিনি সরাসরি বলেন-ওইটায় যামু না। অন্যটা ভালো...

তারেক অণু এর ছবি

বাহ, তাহলে ওনার সাক্ষাৎকার নেই পর্বতারোহণের জনক হিসেবে? চিন্তিত

সাক্ষী সত্যানন্দ এর ছবি

একবার না ক্রিকেটের পিতৃত্ব দাবি করল হালায়?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

দুদু বার করে করেছে

মন মাঝি এর ছবি

কি বার করেছে? অ্যাঁ

****************************************

সাক্ষী সত্যানন্দ এর ছবি

অ্যাঁ ইয়ে, মানে... কার? লইজ্জা লাগে

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি এর ছবি

আমাদের জাতীয় ফুল, ফল, ইত্যাদির মত একটা জাতীয় কমেডিয়ান থাকা উচিৎ।

****************************************

তারেক অণু এর ছবি

আছেই তো

অতিথি লেখক এর ছবি

আমার চারজন কলিগের সারাটা দিন আজকে বিশেষ আনন্দের সাথে কেটেছে জেনারেল এরশাদের জন্যে। সাপ্তাহ দশদিন আগেই ঠিক এরাই এরশাদকে তুলোধুনো করেছিলো। সাপ্তাহ দশদিনে যারা নিজের অতীতকে ভুলে যেতে পারে তারা কি করে চিনবে নূর হোসেন কে? ডা: মিলন কে? আর আজকে একজন কে বললাম আপনারা ভাই সত্যি গোল্ডফিশ, সেই ব্যাক্তি ভেবে বসলো এটা আবার কোন গালি নাকি, এই হলো এদের জ্ঞানের দৌড়। চলছে চলুক, ছাগু আর গোল্ডফিশদের এমন উন্মাদনা।

মাসুদ সজীব

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

ভাবতে যদিও খারাপ লাগে তবুও অস্বীকার করার উপায় নেই - আমাদের মেমোরি গোল্ডফিশের মত ।

-আরাফ করিম

তারেক অণু এর ছবি

আসলেই

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হু, তারেকাণুর লেখা তিনখানা "ভূতাণুগল্প" মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি

মানে কী ! এরশাদরে ভূত কইলেন?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আন্নে কি ভূত রে এরশাদ কইবার চাইতাছেন? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু এর ছবি
হাসিব এর ছবি


সোর্সঃ জাতীয় পার্টি বিমানবন্দর শাখা

তারেক অণু এর ছবি

কত রঙ্গ

স্যাম এর ছবি

এই ছবিটা পান্ডবদাকে পাঠানো যায় চোখ টিপি

তারেক অণু এর ছবি
অতিথি লেখক এর ছবি

জাতি হিসেবে গোল্ডফিস মেমোরি বিশিষ্ট হওয়ায় হয়তো আমরা এতো অন্যায় মেনে নিতে পারছি।

তারেক অণু এর ছবি

হয়ত

অতিথি লেখক এর ছবি

জাতি হিসেবে আমরা ‘গোল্ডফিশ’ আর নাগরিক/ভোটার হিসেবে ‘জেলিফিশ’(মেরুদণ্ডহীন) মন খারাপ

-শুঁটকি-

তারেক অণু এর ছবি
সামুরাই এর ছবি

চলুক

মেঘলা মানুষ এর ছবি

গোল্ডফিশ মার্কায় নির্বাচনে দাঁড়াব কিনা ভাবছি চিন্তিত

তারেক অণু এর ছবি
প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

হুমম

____________________________

তারেক অণু এর ছবি
নওশীন এর ছবি

নিশ্চয় আমাদের দেশের মানুষেরাই তার সাপোর্টার। কিন্তু আমার অবাক লাগে যাদের নেতাই এত্ত পল্টিবাজ, তারা কেন পল্টি মারে না, তাইলেই তোহ আর এত ফড়ফড় করার সুযোগ পায় না অফ যা

তারেক অণু এর ছবি
সাইদ এর ছবি

বাংলাদেশি মানুষ জন যদি ৭১ এর (জামাতি, আল-বদর, আল-শামস) ধর্ষণকারি, গণহত্যাকারিদের বুজুর্গ ব্যক্তির সম্মান দিতে পারে, তাইলে লেজেহোমোর কাণ্ড কেমনে মনে রাখব।
এসব দেখে অবাক হই না আর যারা অবাক হয় তাদের দেখেই অবাক হই।

তারেক অণু এর ছবি

এক লহমা এর ছবি

চলুক
ক্রমাগত অবাক হতে হতে আজকাল অবাক হলেই অবাক লাগে!

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।