এবারের শীত!

তীরন্দাজ এর ছবি
লিখেছেন তীরন্দাজ (তারিখ: বুধ, ০৬/০৫/২০০৯ - ৮:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পশ্চিমা দেশে শরতের পর পরই শীত আসে। হেমন্ত বলে কোন ঋতুর অস্তিত্ব নেই সেখানে। ঠিক এমনি এক শরতে এক রেড ইন্ডিয়ান খুব চিন্তিত হয়ে তাদের সর্দারের সাথে দেখা করলো। জানতে চাইল, এবারের শীত খুব তীব্র হবে কি না।

সর্দার আধুনিক জমানার মানুষ। আধুনিক আমেরিকান শিক্ষায় শিক্ষিত। আগের জমানার সর্দারের মতো প্রকৃতির আদল দেখে এসব প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা লোপ পেয়েছে তার। কিন্তু নিজের সন্মান ও অবস্থানটুকু বজায় রাখার জন্যে বললো,
- এবার বেশ ভালোই শীত পড়বে। লোকজনকে বলো, কাঠ জমিয়ে রাখতে।
উত্তর শুনে সন্তুষ্ট হয়ে বিদায় নিল রেড ইন্ডিয়ান।

কিন্তু সর্দার বিষয়টি নিয়ে ভাবলো কিছুক্ষণ। তারপর ফোন করলো জাতীয় আবহাওয়া দপ্তরে। একজন কর্মকর্তা ধরলো ফোন।
- এবার শীত কেমন পড়বে, বলতে পারেন কি?
- হ্যা, অবশ্যই! গতবারের চেয়ে বেশী শীত পড়বে এবার।

শুনে চিন্তিত হলো সর্দার। গতবছর তো বেশ শীত পড়েছিল। তারচেয়েও বেশী! আগের সেই রেড ইন্ডিয়ানকে ডেকে পাঠালো আবার।
- লোকজনকে বলো এবার। বেশী করে যেনো কাঠ জমায়। এবার নাকি গতবারের চেয়ে বেশী শীত পড়বে।
- ঠিক আছে।

বলে বিদায় নিল রেড ইন্ডিয়ান। তার এলাকার লোকজনদের সেভাবেই পরামর্শ দিল। কিন্তু সর্দারের মন তাতেও স্বন্তুষ্ট হলো না। দুদিন পর আবার ফোন করলো আবহাওয়া দপ্তরে।
- আপনি কি সত্যিই জানেন, কেমন শীত পড়বে এবার!
- অবশ্যই! হাঁড়কাপানো শীত পড়বে এবার। আগে থেকেই সাবধান হওয়া দরকার।

আবারো আগের সেই রেড ইন্ডিয়ানকে ডেকে পাঠালো সর্দার।সে এলো কিছুক্ষণ পরই।
- হাড়কাঁপানো শীত পড়বে এবার। যা কাঠ পাবে, সব জমিয়ে রাখতে বলো সবাইকে। এখন রান্না করার সময়ও যেনো কম কাঠ খরচ করে, সেদিকে নজর রাখতে বলবে!
- ঠিক আছে।

বলে এবার বেশ চিন্তিত মুখে বিদায় নিল রেড ইন্ডিয়ান। তার এলাকার লোকজনদের ডেকে একটি মিটিং বসালো। লঙ্গরখানা জাতীয় কিছু একটি খুলে রান্না করা শুরু করলো, যাতে কম কাঠ খরচ হয়।

কিন্তু সর্দার খুঁতখঁতি তাতেও গেলো না। আরেকটু ভালো করে খোঁজ নেয়া দরকার। কয়েকদিন পর আবার ফোন করলো আবহাওয়া দপ্তরে।
- এবারের শীত বিষয়ে আরেকটা জানাতে পারবেন কি?
- বলেছি তো! মরণ ছোবলের মতো বিষাক্ত শীত পড়বে এবার! অনেক লোক মারাও যেতে পারে। গত পঁচিশ বছরেও নাকি এমন শীত পড়েনি।
ভীষন চিন্তায় পড়লো সর্দার। আবারো আগের সেই রেড ইন্ডিয়ানকে ডেকে পাঠালো। সে এলো একদিন পর।
- যদি জান বাঁচাতে চাও, কাঠ জমাও তাহলে। একটি টুকরোও ফেলবে না। আর সবাইকে বলো, এখন থেকেই যেনো কাঁচা শাকশব্জী আর মাংস খাওয়া শুরু করে। নাহলো বাঁচার কোন উপায় নেই আর।
- ঠিক আছে।

বলে এবার বেশ চিন্তিত ও কিছুটা বিরক্ত মুখে বিদায় নিল রেড ইন্ডিয়ান। তার এলাকার লোকজনদের ডেকে আরো একটি মিটিং বসালো। লঙ্গরখানায় শুকনো ও কাঁচা খাবার খাওয়ানো শুরু করলো। আর জমানো কাঠের বিশাল এক পাহাড় তৈরী করে দিনে রাতে পাহাড়া দিতে শুরু করলো।

কিন্তু কয়েকদিন পর সর্দার আবার ফোন করলো জাতীয় আবহাওয়া দপ্তরে। এবার বেশ বিরক্ত হয়ে ফোন ধরলো কর্মচারী।

- এবারের শীতের ব্যাপারে আরো কিছু জানার আছে আমার।
- কি জানতে চান বলুন!
- কেমন শীত পড়বে এবার, আরেকটু খোলাসা করে বলবেন কি?
- গতবার বললাম না, ভয়ানক শীত পড়বে এবার! এমন শীত, যা কোনদিন তাপমাত্রা মাপা শুরু থেকে আজ অবধি কখনোই এই এলাকায় পড়ে নি।
- তাই নাকি! কি করে জানলেন এই খবর? আবহাওয়া দপ্তরে কি নতুন যন্ত্র কেনা হয়েছে?
- নতুন যন্ত্র কোন কিনতে হবে? আপনি কি লক্ষনটি টের পাননি? রেড ইন্ডিয়ানরা যেভাবে পাগলের মতো কাঠ জমাচ্ছে, তাতেই তো নিশ্চিত হওয়া যায়!

সংগ্রহ ও ভাষান্তর


মন্তব্য

এনকিদু এর ছবি

হাসতে চাইলে হাসতে পারেন, আমি হেসেছি এক দফা । তবে, এই গল্পের অর্থ কিন্তু ভীষণ গভীর ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

তীরন্দাজ এর ছবি

গভীর মনে হওয়াতেই সাথে সাথে ভাষান্তর করলাম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

আমিও হাসলাম এক দফা, তয় গল্পের ভীষণ গভীর অর্থ বুজতার্লাম না। এনকিদু ভাই কি কিছু পারলেন।
--------------
শিকড়ের টান

অছ্যুৎ বলাই এর ছবি

তীরুদা, অর্থনৈতিক মন্দার সাথে কি এই গল্পের কোনো সম্পর্ক আছে?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তীরন্দাজ এর ছবি

বেশ ভালোই আছে বলে মনে হয়। কেমন করে একটি অর্থহীন ইনফরমেশনের ভিত্তি করে স্টক বাড়ানো হয়, পরে যা সহজেই ভেঙ্গে চুরমার হয়ে যেতে পারে। পশ্চিমাদের সৌধ তো সেভাবেই ভেঙ্গে পড়ছে দিনকে দিন।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অছ্যুৎ বলাই এর ছবি

এইদিক দিয়ে কাজ খুঁজতে গিয়ে পড়েছি বিপাকে। একে তো নতুন রিক্রুটমেন্ট প্রায় বন্ধ, তার ওপর যা দুয়েকটা আছে, টাকা পয়সা দিতে চায় না। ডিজেলের দাম কমে; কিন্তু রেভেতে ফুলকপির দাম বাড়ছেই, বাসমতি চাল দেখলাম ১,৯৯ ইউরো। ডলার/টাকার বিপরীতে ইউরোর দাম পড়ে যাওয়ায় দেশেও টাকা পাঠাতে হয় আগের চেয়ে বেশি। এই আতঙ্কাবস্থা না কাটলে চরম বিপদ।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- আজকে সকালে খবরে দেখলাম রেভেতে দুধ আর দুগ্ধজাত জিনিষের দাম কমছে। ৬-৮ সেন্ট কমে গেছে। আপনি দুধ, ঘি, মাক্খন খান বেশি করে, বাধাকপি খাওয়ার কী দরকার? আর বাজার করতে আপনারে রেভেতে কে যাইতে কয়? আমাগো মতো ভুখা নাঙ্গাগো আলডি নাই আশেপাশে? নিদেনপক্ষে পেনিতে গিয়ে ট্রলি ভরে নিয়ে আসেন। রেভে হইলো পুরাই একটা ফাউল!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অছ্যুৎ বলাই এর ছবি

পেনি নাই আশেপাশে, আলদিতে পঁচা কমলা বেঁচে। মন খারাপ
আগের বাসার কাছে লিডল ছিলো - সস্তা ও মানসম্মত। এখন রেভে ছাড়া অচল। তবে চাউলের দাম বেড়ে যাওয়ায় ভাত খাওয়া কমায়া দিছি, উইকেন্ডের ২ দিন শুধু খাই। দুধের দাম কমানো শুভ লক্ষণ, এটা বাড়লে ভোগান্তির আর শেষ থাকবে না। গত ৬ বছর ধরে খাওয়ার মধ্যে খাই একটু দুধ ...

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

তীরন্দাজ এর ছবি

আপনার সাথেও বুধবার দেখা হলে ভালো লাগবে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অছ্যুৎ বলাই এর ছবি

গ্রেট নিউজ। চলে আসেন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

এটাকে একটা রুশ কৌতুক হিসেবে জানতাম, চুকচাদের নিয়ে। প্রথমবার পড়ার পর হাসতে হাসতে খবর হয়ে গিয়েছিলো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তীরন্দাজ এর ছবি

আমি আগে কখনও পড়িনি। আজ আমার এক জার্মান বন্ধু পাঠিয়েছে অফিসে। সাথে সাথেই ভাষান্তর করলাম।

বুধবার কি সময় আছে? সুমনকে বলেছি, কাসেলে আসবো কিছুক্ষণের জন্যে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সুমন চৌধুরী এর ছবি
রেনেট এর ছবি

গল্পটি আগে জানা থাকলেও এটির আবেদন কখনও শেষ হবার নয়। ধন্যবাদ আপনাকে!

---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। ভীষণ মজা পেলাম তীরুদা। দারুণ অনুবাদ করেছেন। এরকম আরো পেলে আরো দিয়েন।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বেশ অর্থবহ গল্প। এর অনেক রকম ব্যাখ্যাই করা যেতে পারে। আমি আমার মতো বুঝলাম। তীরুদার তীর দিন দিন আরো শানিত হচ্ছে দেখি।

s-s এর ছবি

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হাহা হা হাহা হা হা হা হা হা হা হা হা হা !!অনেকদিন পর এটা যাকে বলে একেবারে মন খুলে হাসা !!

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

পলাশ দত্ত এর ছবি

মারাক্কত। (কিন্তু 'সংগ্রিহীত' বানানটা এরকম কেন!)
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ, বানান ঠিক করে নিয়েছি....!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

লুৎফুল আরেফীন এর ছবি

বর্তমান দুনিয়াটাই কি এরকম ভুল তথ্যের ফাঁকিবাজি হয়ে গেলো?
ফ্লু ভাইরাস নিয়েও নাকি এসবই চলছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা ঠাহর করা মুশকিলের বিষয় হয়ে দাঁড়ালো।

___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

তীরন্দাজ এর ছবি

আসলেই তাই!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

জট্টিল... গড়াগড়ি দিয়া হাসি

তীরন্দাজ এর ছবি

ধন্যবাদ শিমুল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

সাইফুল আকবর খান এর ছবি

হ্যাঁ, যথেষ্ট ভাবগভীর।
হাসি
অনেক ভালো লেগেছে তীরুদা।

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।