আমিতো তোমার সোনাবাবা, বন্ধু নাকি!

সেলিনা তুলি এর ছবি
লিখেছেন সেলিনা তুলি (তারিখ: রবি, ০৩/০৮/২০০৮ - ২:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাত সাড়ে এগারো। অপু গভীর ঘুমে । নাক ডাকছে। আমরা মা-ছেলে শুয়ে বসে গল্প করছি ...এক দেশে ছিল এক মিউজিয়াম, প্রতি রাত বারোটার পরেই মিউজিয়ামের সব জিনিস জীবন্ত হয়ে উঠত-মানুষ, ঘোড়া, ডাইনেসোর স-ব। আর এস-বকিছু প্রতিরাতে একজন মানুষ দেখত সে হলো মিউজিয়ামের পাহারাদার-গল্প শুনতে কোন ক্লান্তি নেই ছেলের । এত মনোযোগী শ্রোতা পেলে বলতেও অবশ্য ক্লান্তি নেই আমার।
বাবাইর হাতে একটা কিটক্যাট। ধৈর্য্য ধরে সেটা হাতে নিয়ে বসে আছে। ওকে বলেছি বন্ধু দিবসে সবাই একসাথে চকলেট খাওয়া লাগে।-আমিতো তোমার সোনাবাবা, বন্ধু নাকি! সোনাবাবা ওতো বন্ধু, যাকে বকা যায়- আবার আদরও করা যায় সেই তো বন্ধু। ছেলের মনে ধরে কথাটা। বারোটা বাজতেই ঘুমন্ত বাবার ঠোঁটে চকলেট লাগিয়ে বলে বাবা খাও,বাবা খাও বন্ধু দিবসে চকলেট খাওয়া লাগে । ধড়ফড়িয়ে উঠে অপু। ওর শোয়া মানেই ঘুম। এ নিয়ে লজ্জাও যে কম পায়না তা নয়। উঠে জড়িয়ে ধরে মা-ছেলেকে। প্লান হয় মায়ের অফিস ফাঁকির,ছেলের স্কুল ফাঁকির । অন্যরকমই নাহয় হলো একটা দিন। উদ্দেশ্যহীনভাবে বের হয়ে পড়ব আমরা তিনজন। ঘুরব আর ঘুরব-নদী দেখব, আকাশ দেখব, সবুজ দেখব আর দেখব রংবেরংয়ের প্রজাপতি। এই প্রজাপতি জিনিসটা কেন আমার এত প্রিয় বুঝিনা।
প্লান শুনতে শুনতে ক্লান্ত হয়ে বাবাই বলে “মা আমার ঘুম আসছে”। Ñস্বপ্নগুলো কেবল কল্পনা পর্যন্তই থাকে ,বাস্তব হলো ছেলে আমার স্কুলে যায়নি ঠিকই-ফাঁকি দেয়ার জন্য নয় অসুস্থতার জন্য।
মা দিবস, বাবা দিবস খুব এনজয় করেছে মায়ের জোড়া জোড়া গিফট কেনা- দেয়া এসব নিয়ে। মা ২জন,বাবা ২জন এটা নিয়ে খুবই চিন্তিত ছিল ও। নতুন আর একটা দিবস যোগ হলো তার শব্দভান্ডারে “বন্ধুদিবস”। তাইতো হাঁটছে আর বলছে মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস ...


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

মা দুজন, বাবা দুজন !? কিরকম রহস্য রেখে দিলেন মনে হলো? একটু খোলাসা করুন প্লিজ!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সেলিনা তুলি এর ছবি

বিয়ে নামক (দুর্লভ অথবা সুলভ) ফলটি ভক্ষন করলে সবারই দুইজন বাবা-মা হয়ে যায়। ধন্যবাদ।

নজমুল আলবাব এর ছবি
সেলিনা তুলি এর ছবি

দুইজন একসাথে বাউলা হলে সংসার চলবে কেমনে। আমি ভাই সংসারী মানুষ।
এবার একটা খুব সত্যি কথা বলি,যে কারো লেখায়ই আপনার কমেন্টের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি আমি। ‍"একা একা হাসছো কেন" - আপনার কমেন্ট পড়ে প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখী হতে হয় আমাকে।

ধুসর গোধূলি এর ছবি

- ইয়ে মানে ভাবী বলছিলাম কি, আপনাকে না আমার আপা ডাকতে খুব মন চায়! চোখ টিপি
কুনু সুযোগ থাকলে জায়গায় খাড়াইয়া হাতের একতারাটা টুং করলেই হৈবো। চেয়ারম্যান বদমাইশ সাট্টিফিকেট না দেউক, মেম্বররে ডর দেখাইয়া সাট্টিফিকেট নিয়া আসতে পারুম এনশাল্লাহ॥
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সেলিনা তুলি এর ছবি

আপনাকে না আমার আপা ডাকতে খুব মন চায়!
সানন্দে রাজী।

স্বপ্নাহত এর ছবি

হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

সৌরভ এর ছবি

নজমুল আলবাব লিখেছেন:
আপনি ভাল লিখছেন।


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

এক্টা ছবি দেওন যাইতো না?

(ডিসেম্বর মাসে দেশে গেলে সিলেট যাবো, আপনাদের বাড়িত থাকতে দিবেন?)


আবার লিখবো হয়তো কোন দিন

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ সৌরভ। ইচ্ছে কি ছিলনা ...ছবি দিতে পারিনা যে!
সিলেট আসলে অবশ্যই আমাদের বাসায় উঠবেন। ও সরি, বাসা না বাড়ি।

ফারুক ওয়াসিফ এর ছবি

বেশ, আপনার বাবুইকে শুভেচ্ছা। বলবেন ওর আরো বন্ধু আছে দূরে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ।

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনার বাবাই সোনার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছে করছে। (তাহলে যদি কিটক্যাটের ভাগ পাওয়া যায়! চোখ টিপি)

২ মা আর ২ বাবা'র রহস্য আমার কাছেও পরিষ্কার হলো না হাসি

আপনি আসলেই ভাল লিখেছেন।

সেলিনা তুলি এর ছবি

আমার বাবাইসোনা গল্পের জন্য পাগল। আপনি একদিন আসলেই দেখবেন কত সহজে পটাতে পারেন তাকে। (কিটক্যাটের ভাগ পাওয়া যাবে, তবে আপনার হাতেও পার্ক অথবা পিক ওয়ান থাকতে হবে -জিনিষ অদল বদল হবে )

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ও মা !
অপু ভাই তাহলে নাক ডাকে !!
"আপনি ভাল লিখছেন।"
বন্ধুদিবসে আমাদের বাবাই সোনার জন্য অনেক অনেক আদর।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সেলিনা তুলি এর ছবি

নাক ডাকে মানে-মাঝে মাঝে আমার ঘুম না আসলে ওর নাক ডাকার চোটে কান্না এসে যায় আমার।
ধন্যবাদ।

ফেরারী ফেরদৌস এর ছবি

আপনার লেখার প্রথম প্যারা থেকেই কেমন যেন এক ধরনের ভাল লাগায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। সুন্দর লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

কিন্তু শেষে ২ মা, ২ বাবার প্যাঁচ দিয়ে চিন্তায় ফেলে দিলেন। রহস্য ধরতে পারি নি। খোলাসা করলে ভাল হয়।

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ।

ইশতিয়াক রউফ এর ছবি

মন ভাল করে দেওয়া বিষন্ন লেখা (?)। দুই মা-দুই বাবার অংশটুকুর উপস্থাপনা সবচেয়ে ভাল লেগেছে। মনে গেঁথে গেল ওটুকু।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ। অবশেষে একজনকে পাওয়া গেল দুই মা-বাবা কি বুঝে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সৌরভ | লিখেছেন:
নজমুল আলবাব লিখেছেন:
আপনি ভাল লিখছেন।

অমিত আহমেদ এর ছবি

তুলি আপুর বাবা-মা, ওপু ভাইয়ের বাবা-মা।
এভাবে আপুর দুই বাবা দুই মা। নাকি ভুল বললাম?

আনোয়ার সাদাত শিমুল লিখেছেন:
সৌরভ লিখেছেন:
নজমুল আলবাব লিখেছেন:
আপনি ভাল লিখছেন।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ অমিত।
একদম ঠিক। অবিবাহিতরাও বুঝে দেখি এসব।

ধুসর গোধূলি এর ছবি

- অমিত আহমেদ |লিখেছেন
আনোয়ার সাদাত শিমুল |লিখেছেন:
সৌরভ |লিখেছেন:
নজমুল আলবাব |লিখেছেন:
আপনি ভাল লিখছেন।

কিন্তু এই পোলা খালি অসুস্থ হৈয়া পড়ে ক্যান?

আরেকটা কথা কৈয়া রাখি ভাবী। সৌরভ নামের বালকরে ভুলেও আপনের বাড়িতে জায়গা দিয়েন না। অরে চিৎ-কাইৎ বোর্ডিংএ পাঠায়া দিয়েন। অয় পোলা ভালো না। চেয়ারম্যান মেম্বরের সাট্টিফিকেট নাই। আমার আছে দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

বারোটা বাজতেই ঘুমন্ত বাবার ঠোঁটে চকলেট লাগিয়ে বলে বাবা খাও,বাবা খাও বন্ধু দিবসে চকলেট খাওয়া লাগে ।

ওমা কি কিউট দেঁতো হাসি
বাবাই সোনাকে অনেক আদর mmaawwhh
আমিও দুই বাবা দুই মা কথাটা বুঝলাম না।
p.s. যে গল্পটা বাবাইকে বলছিলেন ওটা আমিও জানি দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ। দুই মা-বাবা বুঝলেননা...কয় বছর যাক বুঝবেন।
গল্পটা আমি দেখেছিলাম,আচ্ছা ছবিটার নাম মনে করতে পারছিনা। আপনার মনে আছে? যদি থাকে একটু জানান দিয়েন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ধুসর গোধূলি লিখেছেন:
অমিত আহমেদ লিখেছেন:
আনোয়ার সাদাত শিমুল লিখেছেন:
সৌরভ লিখেছেন:
নজমুল আলবাব লিখেছেন:
আপনি ভাল লিখছেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সেলিনা তুলি এর ছবি

আপনি নিজে কিন্তু কিছু লিখেননি। তবুও ধন্যবাদ।
(পাইছে আমার সহজ-সরল বরটারে)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অসাধারন লেগেছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সেলিনা তুলি এর ছবি

ধন্যবাদ।

শেখ জলিল এর ছবি

নজমুল আলবাব লিখেছেন:
আপনি ভাল লিখছেন।

ভুল সময়ের মর্মাহত বাউল


..আসলেই অসাধারণ লিখেছেন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সেলিনা তুলি এর ছবি

আপনাদের মতো বড় মাপের লেখকরা যখন বলেন ভাল লিখেছি তখন লিখার সাহস পাই। ধন্যবাদ।

ক্যামেলিয়া আলম এর ছবি

দুই বাবা মা'র সমাধানের জন্য মন্তব্য মনোযোগ দিয়ে পড়লাম কিন্তু পেলাম না---- যাক এ কোন বিষয়ই না
আপনার লেখা এতই সুন্দর যে একই সাথে বাবাই---অপু আর আপনাকেও চোখে দেখা যায়----আপনার দিন কাটাবার পরিকল্পনায় মজা পাচ্ছিলাম কিন্তু সেভাবে দিনটি না কাটাবার ব্যর্থতাটুকুর বেদনাও অনুভব করলাম
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সেলিনা তুলি এর ছবি

"দুই বাবা মা'র সমাধানের জন্য মন্তব্য মনোযোগ দিয়ে পড়লাম কিন্তু পেলামনা"-এবার কি পেয়েছেন? এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

(পাইছে আমার সহজ-সরল বরটারে)

এত বড় সার্টিফিকেটের পর অপুর আর কোনো সার্টিফিকেটেরই দরকার নাই!
(আপনি কি সত্য সত্যই ওই শয়তানের হাড্ডিটাকে উক্ত সনদ দিছেন?)

সুমিমা ইয়াসমিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।