নৈঃশব্দের বাগান

তুলিরেখা এর ছবি
লিখেছেন তুলিরেখা (তারিখ: রবি, ০৭/০৮/২০১১ - ১১:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

নৈঃশব্দের বাগানে ঘুরে ঘুরে যায় রৌদ্রদিন ও জ্যোৎস্নারাত। কখনো তারা-ফুটফুট অমানিশা। কখনও বা ঝরোঝরো বাদলপ্রহর এসে আশিরবক্ষচরণ স্নান করিয়ে যায় এই বাগানকে।

নৈঃশব্দের গাছে ফলে কবিতার নিটোল রাঙা ফল, কাহিনির সোনালি শস্য। শীতশেষের প্রথম বাসন্তী বাতাসে কথার কলি ধরলেই দলে দলে ভক্ত ভ্রমরেরা আসতে শুরু করে। কলি ফোটে, মঞ্জরিত বৃক্ষশাখা একটু লজ্জায়, একটু গোপণ গর্বে নিজের ছায়া দেখতে হেলে পড়ে আয়না সরোবরের উপরে।

কোনো কোনো গাছ থেকে যায় নিষ্ফলা, কলি ধরে না, ফুল ফোটে না, ফলে না কবিতার রাঙা ফল, ধরে না কাহিনির সোনালি শস্যমঞ্জরী। সেখানে থরে থরে ঘনপল্লবিত নীরবতা চুপ করে শুধু চেয়ে থাকে।

কোনো ঘন নক্ষত্রের রাতে, যখন নির্মেঘ নিশ্চন্দ্র আকাশ কেবল মহাজাগতিক দ্যুতিতে দপদপ করছে, চরাচরের সর্বপ্রাণী যখন নিবিড় নিদ্রামগ্ন, তখন ঐ পুষ্পফলশস্যবিহীন নৈঃশব্দবৃক্ষের কাছে গিয়ে ওর কান্ডে কান পাতলে শোনা যায় ওর বুকের স্পন্দন।

কান পাতি, মন থেকে মনে কথা যাবার মতন করে নিঃশব্দে ওকে জিজ্ঞাসা করি, "তুমি কেন কথা বলো না? তোমাকে ডাকে না কেউ? আকাশ, হাওয়া, সূর্য, চন্দ্র, ধ্রুবতারা? "

ও মন থেকে মনে চুপকথা বলে,

"আমাকে ডেকে যায় গভীর নীল হাওয়া
আমাকে ডাক দেয় সূর্যরথ-
আমাকে ডাক দেয় ঝড়ের উল্লাসে
উল্কা ঝলকানো প্রলয়পথ।

লক্ষ যুগ আগে আমাকে বলেছিলো
সদ্য চোখ মেলা পথিক ভোর,
অনেক পথ ঘুরে ফিরবো তোর কাছে
গহীন বনকথা শুনবো তোর।

সেই কথাটি বলে সে তো গেল চলে
আবার রাত এলো, আবারো দিন-
আমাকে ডেকে গেল অতিথি কত পাখি
আমাকে ডেকে গেল মেঘ অচিন।

আমাকে ডাক দেয় সাগরলোনা ঢেউ
আমাকে ডাক দেয় স্বপ্ন শ্বাস,
আমাকে ডাক দেয় জ্যোৎস্নারঙমাখা
অবাক রাত্রির ভুল বাতাস।

আমাকে ডাক দেয় অন্ধকার নদী
আমাকে ডাক দেয় বুনো পাহাড়,
আমাকে সাথে নিতে নীরবে ডেকে যায়
রাত্রিঘোড়াটির নীল সওয়ার।"

অবাক রাতের হাওয়ার মতন বলি, "তুমি সাড়া দেবে না সে ডাকের? তুমি যাবে না সেই সওয়ারের সাথে?"

দখিণ হাওয়া রুমঝুম বাজে পাতায় পাতায়, গাছ চুপ। আমি অপেক্ষা করি। অনেক অনেক ক্ষণ। সে চুপ, কিছু বলে না।

অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি ওর পায়ের কাছে, স্বপ্নের ভিতরে সে হাওয়াহাল্কা গানের মতন করে বলে, "দেবো সাড়া। সেই আলোর ভোরে। যখন জগৎ ঘুরে সে ফিরে আসবে আমার কাছটিতে, তখন। "

*******


মন্তব্য

অপছন্দনীয় এর ছবি

কোবতে বুঝি না মন খারাপ

তুলিরেখা এর ছবি

না বুঝলে কোনো অসুবিধা নাই, মাষ্টারমশাইরা বুঝিয়ে দেবেন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অপছন্দনীয় এর ছবি

মাস্টারমশাইরা এ পর্যন্ত আমাকে কিছু বুঝিয়েছেন বলে মনে করতে পারছি না, তবে নিজে বোঝা জিনিস ভুলিয়েছেন অনেকবার মন খারাপ

তুলিরেখা এর ছবি

ফোরামের এক মাষ্টার আমারে পাকড়ে ধরে কোয়ান্টাম তাত্ত্বিক মার্কসবাদ, ব্রহ্মানন্দের মূল, কোড নেম গড, প্রার্থনার সায়েন্টিফিক কারণ, সেট থিওরি ও মহাবিশ্ব, স্রষ্টা ও সৃষ্টির লীলারস, অবতারবাদ ও ইভোলুশন---এইসব বোঝাতে শুরু করেছিলো, আমি দৌড় দিয়েছি প্রাণ নিয়ে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আয়নামতি1 এর ছবি

কী অসাধারণ তুলিদি!!! উত্তম জাঝা! (গুড়)

"আমাকে টান মারে রাত্রিজাগা নদী,
আমাকে টান মারে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙ্গে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার"

কোনো মিল নেই, তবুও তোমার লেখাটা পড়ে, বিশেষ করে চমৎকার কবিতার লাইনগুলোর কারণে লাইনগুলো মাথায় ঘাঁই দিয়ে গেলো! অনেক শুভেচ্ছা (গুড়) (গুড়)

অপছন্দনীয় এর ছবি

আপনাকে না কতদিন আগে মুর্শেদ ভাই বললো ইমেইল চেক করতে? এখনো অ-হাচল অ্যাকাউন্ট থেকে মন্তব্য করছেন কেন?

ফাহিম হাসান এর ছবি

কেন? কেন? কেন? চিন্তিত

তুলিরেখা এর ছবি

আয়নামতি, অনেক ধন্যবাদ। এত গুড়ের ব্লক পেয়ে খুবই ভালো লাগছে। এগুলো দিয়ে পায়েস করে ফেলে এসো ওদের টের পাবার আগেই শেষ করে ফেলি। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আয়নামতি এর ছবি

ইশশশ গুড়ের পায়েসের কথা বলে মুখে জল এনে দিলে যে দিদি! হাসি

তুলিরেখা এর ছবি

পাটিসাপ্টা পিঠাও হবে, তবে আরো কিছু মাস পরে। শীতের বাও পড়লে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অপছন্দনীয় এর ছবি

পৃথিবীর কোন দেশের কোন আইনে লেখা আছে যে পাটিসাপ্টা সামার বা ফলে খাওয়া যাবে না?

কলাপাতা পেতে বসলাম... না খেয়ে উঠছি না...

তুলিরেখা এর ছবি

এগুলো সব শিল্পকলার ব্যাপার ছন্দ। যেমন রাগরাগিণী। যখন তখন রেগে গেলেই তো হলো না, সময় আছে। হাসি ভৈরবী আশাবরী মালকোষ তোড়ি মল্লার-এইসব রাগরাগিণী গাইবার বাজাবার নির্দিষ্ট সময় আছে।
রান্নাবান্নাও রাগরাগিণীর মত, সময় বুঝে তবে করতে হয়। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অপছন্দনীয় এর ছবি

দেখে ফেলেছি... এইবার ভাগ চাই দেঁতো হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ই-মেইল এড্রেসটি কী আর এক্সেসিবল নয়? পেয়েও নিচ্ছেন না, এ কেমন কথা আয়নাপু?


_____________________
Give Her Freedom!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মন মাঝি এর ছবি

Lonely Tree, by Amr Soliman

****************************************

আশালতা এর ছবি

বাহ !

----------------
স্বপ্ন হোক শক্তি

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

মনমাঝি, আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মন মাঝি এর ছবি

কোনো কোনো গাছ থেকে যায় নিষ্ফলা, কলি ধরে না, ফুল ফোটে না, ফলে না কবিতার রাঙা ফল, ধরে না কাহিনির সোনালি শস্যমঞ্জরী। নিঃসঙ্গ শুন্যতায় সেখানে থরে থরে ঘনপল্লবিত নীরবতা চুপ করে শুধু চেয়ে থাকে।

****************************************

আয়নামতি1 এর ছবি

থাকি না অচল হয়ে ক্ষতি কী! খাইছে ভাইয়া, আমার পাসওয়ার্ডের একটা সমস্যা আছে, সেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান ঘটবে দেঁতো হাসি

অপছন্দনীয় এর ছবি

আমিও আশা করছি দেঁতো হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ও আচ্ছা আচ্ছা, উত্তর দেখছি এখানে দেওয়া হয়েছে...........শীঘ্র সমস্যা কেটে যাক। হাসি


_____________________
Give Her Freedom!

অনিকেত এর ছবি

বাহ---

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশালতা এর ছবি

এক মানুষে এত গুন আমার সইবে না বলে দিচ্ছি। শিগগির শিগগির আমি শত্তুর হয়ে যাব, হ্যাঁ !!

----------------
স্বপ্ন হোক শক্তি

অপছন্দনীয় এর ছবি

ক্ষেপছেন কেন ঠাম্মি? তা-ও তো তুলিদি এটাতে কোয়ান্টাম প্যাঁচ কষেননি!

আশালতা এর ছবি

বা রে ! ক্ষেপব না মানে ! যাবতীয় ভালো ভালো লেখা সবাই লিখে ফেলছে আর আমি কলম কামড়াচ্ছি এ বুঝি একটা ভালো কথা হল ?! আমার তো হিংসেতেই পেটের ভাত হজম হচ্ছেনা।

----------------
স্বপ্ন হোক শক্তি

অপছন্দনীয় এর ছবি

আমিও তো একই সমস্যায় আছি ঠাম্মি, সব ভালো ভালো কাজ অন্যেরা করে ফেলেছে - অনেক ভেবেচিন্তে একটা কিছু কর্ম বের করে করতে যাই, অমনি খুঁজে পাই বছর কয়েক আগেই কেউ সেটা ঝেড়ে দিয়েছে মন খারাপ জন্ম নিতে দেরী হয়ে গেলো মন খারাপ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অমনি খুঁজে পাই বছর কয়েক আগেই কেউ সেটা ঝেড়ে দিয়েছে (মন খারাপ) জন্ম নিতে দেরী হয়ে গেলো (মন খারাপ)

হো হো হো


_____________________
Give Her Freedom!

তুলিরেখা এর ছবি

রেডিও টিভি ফোন মহাকর্ষ রিলেটিভিটি -সব আবিষ্কার হয়ে গেছে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

আশালতা এর ছবি

ইশশ, এত এত পেতিভা নিয়ে এখন আমরা কি করি ?!!!

----------------
স্বপ্ন হোক শক্তি

তুলিরেখা এর ছবি

আশা করা যায় এই পেতিভারা পাটিল নয়। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তুলিরেখা এর ছবি

আশালতা, গুণ না এগুলো সব বেগুণ। এসো ফালি করে কেটে বেসনে ডুবিয়ে ভেজে ফেলি, জম্পেশ বর্ষায় মুড়ি দিয়ে তোফা হবে। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

তানিম এহসান এর ছবি

ভালো লাগলো! আজকে দেখি খাবার-দাবার এর কোন আওয়াজ নেই, ভালো ভালো!

আয়নামতি1 এর ছবি

@তানিম, কেন জানেন না বুঝি দেশবাসীকে কম খাওয়ার জন্য বলা হয়েছে! সচল থেকে শুরু হোক তার অনুশীলনটা কী বলেন ভাইয়া?

অপছন্দনীয় এর ছবি

কম খাওয়া অনুশীলনের কথা কে বলে? তার মুন্ডু চাই রেগে টং

তানিম এহসান এর ছবি

আয়নামতি আপা, এমন ধারা কথার তীব্র প্রতিবাদ করছি! বহুদিন থেকেই খেয়াল করছি আমরা খেতে চাইলেই একটা না একটা বাহানা হাজির করা হয়। এইসব অনুশীলন করাতো দূরের কথা ভাবতেই অপছন্দনীয় ভাইয়ের মত কান দিয়ে ভোঁস ভোঁস করে আগুন বের হতে লেগেছে; বলি এইবেলা ঝগড়ার ফন্দিফিকির না করলেই কি নয়!

আয়নামতি1 এর ছবি

@ পছন্দনীয়, http://bangla.newsbnn.com/2011/08/06/67855

তুলিরেখা এর ছবি

আরে সংযম পালন করতে শিখুন আপনেরা। হাসি
লরেল পাতার মুকুট পরে খুশি থাকুন। হাসি

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কী অসাধারণ কাব্যময়তা তার পরতে পরতে!!!! খুব ভালো লাগলো তুলিদি। চলুক


_____________________
Give Her Freedom!

তুলিরেখা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কড়িকাঠুরে এর ছবি

বাহ্...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।