Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কবিতা

আন্তর্জালের অন্তরাত্মায়

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ১০:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

সময় কম জেনেও তুমি করেছিলে যাত্রা
ধূসর কন্টক পথে হাতছানি ছিলো
বটবৃক্ষের ছায়ার প্রশান্তি যতো
অসীম নীলিমে ডাকছিলো তারাদের মেলা।
এক আজন্ম মাটির টান ছিলো অন্তরে তোমার
তুমি তাই খুঁজছিলে স্বদেশের মুখ
আন্তর্জালের অন্তরাত্মায় আপন ...


এক পা আগে দুই পা পিছে

সুমন চৌধুরী এর ছবি
লিখেছেন সুমন চৌধুরী (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ৫:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

রদ্দা মেরে ছাল ছাড়ানো সহজ -
রসুনেরতো বটেই
ঘটেই কি জল আনতে হবে?
কোঁচড় ভরে খিস্তি-খেউড়?
কোঁচড়ের জল চিপড়ে খেয়ে
ঘড়া উপচে খেউড়ি পেসাদ
দেউড়ি খোলা পড়েই থাকে
ল্যাটকা মেরে বিত্তি-বেসাদ
চিত্তি জ্বলে পটপটিয়ে
জাটকা দিলে নিমরাজী ঘাত


মধ্যরাত্রে ২

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ৩:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধ্যরাত্রে ২

মধ্যরাত্রে
ইচ্ছে করে
ঘুমেতে তোমাকে দেখি-
কেবল একটা চুল
গাল হয়ে বেঁকে এসে
পড়েছে নিরাভরণ ওষ্ঠে;
নিশ্বাস কি করে নেও
স্বপ্ন কিভাবে দেখ
দেখতে ইচ্ছে করে

হয়তো হবে না দেখা

ইচ্ছে করে
এমনই মধ্যরাত্রে
দূরের ট্রেনের বা...


চিত্রাঙ্গদা

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ১:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ওটা কার ফ্রাই করা মাংস তোমার প্লেটে মুরগির মডেলে পড়ে আছে? তুমি কি তার নাম বলতে পারো? এত ধীরে ধীরে যত্ন করে মাংসে কাঁটা চালায় না কেউ। ওটা বহু আগে খাওয়া কোনো মানুষের মাংস; তাই তুমি ছুরি ও কাঁটা চালানোর নামে স্মৃতিচারণ করছ এখন। ওটা ম...


পানপর্ব-৮

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২৪/১০/২০০৭ - ৮:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পরের শরতে এই কবিতা আর পড়া হবেনা ।
এই শব্দ,এই বাক্য,এই কথামালা-
পেয়ালা বদলাবে,অন্য পানীয়,অন্য তৃষ্ণা ।
কেউ কেউ উত্তরে যাবে,হাওয়া বদলাবে,
ধুলো জমবে,ধুলো সরে যাবে,ফিকে হবে
কনিষ্ঠ আঙ্গুলে জমা ব্যাক্তিগত ব্যাথাবেদনা ।
কারো কারো তৃষ্...


ইকো পার্ক

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: মঙ্গল, ২৩/১০/২০০৭ - ১:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাঁশঝাড়ে বান্দর থাকে না
বান্দর বাঁশের পাতা খায়ও না- বাঁশবনে হাগেও না তবু গণিতজ্ঞরা বান্দরকে তৈলাক্ত বাঁশেই ওঠানামা করতে বলেন

যেসব গাছে বান্দরৈতিহ্য আছে সেসব গাছে তেল হয় না তা
তেলবিদ আমলাও জানেন তবু
বান্দরকে বাঁশেই লাফাতে হয় ...


সে আমার প্রাণের দোসর

শেখ জলিল এর ছবি
লিখেছেন শেখ জলিল (তারিখ: সোম, ২২/১০/২০০৭ - ১১:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

যৌবন ফুরায়ে যায়- উচাটন করে এই মন
করবে না সে কী দেখা আর করেছে মরণ পণ?
যদিবা নদীর জলে ভাসাই পানশী কোনো নাও
সেই তোলে ঢেউ-ঝড়, পালেতে লাগায় উল্টা বাও।
এমন অধম মা...


সমীকরণ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২২/১০/২০০৭ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

(১)
আমি সিঁদুর এঁকে দেই তোমার কপালে
তুমি শুধু হাসো আর হাসো
আমি আনন্দিত হই।
একদিন এই সিঁদুর কালচে হয়
(ধর কিছু কাল অথবা কিছু সময় পর...)
তুমি শুধু কাঁদ আর কাঁদ
আমি দুঃখিত হই।
(২)
একটা আয়নাতে একা আমিই ছিলাম
হাত থেকে পড়ে শত শত আমি ...


কুয়াশাশিশু

অছ্যুৎ বলাই এর ছবি
লিখেছেন অছ্যুৎ বলাই (তারিখ: সোম, ২২/১০/২০০৭ - ৩:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুমি আসবেই
ফুটফুটে কুয়াশায়
একাকী শিয়ালের মত
হিংস্রতা ভুলে সাধকের জটা খুলে

আকাশের ক্লান্তি কত
অবিরাম অবিরত
অক্ষত মস্তিষ্কে অনাবিল স্বপ্নের দোষ
একদিন পেরোবেই
হারাবেই
গড়াবেই আমাদের সাথে

পথে পথে বিসন্ন ক্রোধ
শক্তির শোধ
চা...


মা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২১/১০/২০০৭ - ৫:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আকুল দু’চোখ তার
প্রতিদিন আলু থালু
বেস্ত রাজপথের মত
গতিময় আর-
শঙ্কিত।
আকাশের গলি ঘুপচি
এদিক ওদিক
তুলো মেঘ,বুনো মেঘ
সব তার চেনা।

সিংগাপুর এয়ারলাইন্স,
কিংবা থাই
কখনো বা জি.এম.জি
অথবা শেত বলাকা
যাই উড়ে যাক
তিনি দৌড়ে বের হন
না জা...