কত আনন্দ বেদনা মিলন বিরহ সঙ্কটে--

অনিকেত এর ছবি
লিখেছেন অনিকেত (তারিখ: মঙ্গল, ০১/০৪/২০১৪ - ১১:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমরা, মানে আমি আর মণি'দি, সচলায়তনের জন্যে একটা গান তৈরীর কথা ভাবছিলাম। মণি'দি আমার যাবতীয় সাঙ্গীতিক দুষ্কর্মের প্রধান সহযোগীদের একজন। আমি ছাঁইপাশ যাইই তৈরী করি না কেন, মণি'দি সেইটা মনোযোগ দিয়ে শোনেন। গম্ভীর মুখে মাথা নাড়তে নাড়তে বলেন, "দাদা, সুন্দর হইসে, ভাল হইসে,তবে--"......এই ভীষন ভালমানুষ দিদিটাকে আমি পছন্দ করি তার এই 'তবে'-টুকুর জন্যে। তিনি ভীষন ঠান্ডা মাথায় মমতা দিয়ে আমাকে বুঝিয়ে দেন কোন জায়গাটা কীর'ম হলে ভাল হয়। সবাই জানেন কি না জানিনা---মণিদি একেবারে দস্তুর রকমের প্রশিক্ষিত এবং সুশিক্ষিত একজন সঙ্গীত শিল্পী। রাগ-সঙ্গীত রীতিমত গুলে খেয়েছেন। আমি সুর-কানা,তাল-কানা মানুষ। ছোটবেলা মুরুব্বীদের হাতে যথাসময়ে যথাবিহিত শারিরীক নিগ্রহের শিকার না হওয়ার দরুণ লজ্জা-শরম এবং স্থান-কাল-পাত্র ভেদাভেদ জ্ঞান কিঞ্চিৎ কম আমার। যে কারণে গান নিয়ে, বিশেষত রাগ সঙ্গীত নিয়ে কিছু জানতে হলেই কোন দ্বিধা না করে মণি'দির কাছে ধর্না দিই। মণি'দিও আমার সমস্ত পাগলামি (আশা করি) ক্ষমাসুন্দর চোখেই দেখেন।

তো, কথা ছিল প্রথমে যোলই ডিসেম্বর উপলক্ষ্যে গান করা হবে। কী একটা কারণে আমরা দুইজনেই সময় বের করতে পারলাম না। নেক্সট টার্গেট ছিল ২১শে ফেব্রুয়ারি। সেইটাও মিস হয়ে গেল। সবশেষে ঠিক হল ২৬ তারিখে আমরা গান একটা দিব তো দিবই। এর আগেও আমরা দুইজনে মিলে একটা গান দিয়েছিলাম সচলে---যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা। সেইটে অনেকেরই খুব ভাল লেগেছিল---আর ভাল লাগার সমস্ত কৃতিত্ব নিঃসন্দেহে মণি'দির প্রাপ্য। অসুস্থ থেকেও তিনি যেভাবে গানটি নিঁখুত করে গেয়ে দিয়েছেন সেটা আমি কখনোই ভুলবনা।

আমাদের দুইজনের আন্তরিক চেষ্টা থাকা সত্ত্বেও আমরা ২৬ তারিখে গানটি দিতে পারিনি। প্রবাস জীবনের নানান অসুবিধা আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে নানা ভাবেই ব্যাহত করেছে। এর উপরে দুইজন দুই দেশে থাকার ব্যাপা্রটা গান তৈরীর বিষয়কে কোনভাবেই সরল করে তোলেনি।
যাই হোক দেরী হয়ে গেল অনেক---কিন্তু এরপরেও গানটি আমি আপনাদের কাছে নিয়ে এলাম। মণিকা রাশিদ যথারীতি অসামান্য রকমের ভাল গেয়েছেন। আবু জাফরের লেখা, সুর করা এবং ফরিদা পারভীন ও স্বয়ং আবু জাফরের কন্ঠে গীত একটা অসামান্য দেশের গান--এই পদ্মা এই মেঘনা, এই যমুনা সুরমা নদীতটে--আমাদের এবারকার প্রচেষ্টা।

আশা করি আপনাদের গানটি ভাল লাগবে।
জয় বাংলা

কথা, সুর- আবু জাফর
কন্ঠ- মণিকা রাশিদ
যন্ত্রানুষঙ্গ আয়োজন, বাদন- অনিকেত


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

অপূর্ব

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ ইশতি!
শুভেচ্ছা নিরন্তর---

তিথীডোর এর ছবি

রাইতের সাড়ে এগারোটা বাজে, ঘুমোতে যাইতাসি।
প্রথম মন্তব্য
এবং
প্রথম পাঁচতারা দাগিয়ে গেলাম। ..লিখে রেখো একফোঁটা দিলেম শিশির' দশা আর কী। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

পারলেন না তো হাসি

---এবিএম।

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ রে তিথী--ভাল থাকিস সকল সময়ে--

এক লহমা এর ছবি

বড় ভাল লাগল গো, বড় ভাল লাগল। মন ভরে গেল। তোমাদের দু'জনকেই অজস্র প্রীতি আর শুভেচ্ছা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনিকেত এর ছবি

অনেক অনেক ধন্যবাদ দাদা---আপনার প্রশংসা সব সময়ে আমার জন্যে বাড়তি একটা অনুপ্রেরণা হয়ে কাজ করে---

ভাল থাকুন দাদা, সকল সময়ে, সকলকে নিয়ে--

অতিথি লেখক এর ছবি

আমার কেবল ফার্স্ট ইয়ারে ফিজিওলজী তে শেখা পজিটিভ ফিডব্যাক এর কথা মনে পড়ে যায়।।।

আফরিন আহমেদ

অনিকেত এর ছবি

ধন্যবাদ আফরিন--
শুভেচ্ছা নিরন্তর!

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

গানটা এমনিতেই অসম্ভব প্রিয় একটা গান, তার উপরে অপূর্ব একটা ছবির অনুসঙ্গ আরো বাড়িয়ে দিয়েছে ভালো লাগাটাকে। তবে শুনতে গিয়ে সুরটাকে একটু ভিন্ন মনে হলো। এটাই কি মূল সুর? আমি কি তবে এতদিন ভুল সুরে শুনে এসেছি? জানাবেন প্লীজ।

আপনাকে আর মণিদিকে ধন্যবাদ জানাবার ভাষা নেই - এক বুক ভালোবাসা রইলো আপনাদের জন্য।

____________________________

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব! আপনার ভালবাসা, ভাল লাগা মণি'দি কে জানিয়ে দেব।
গানটা করতে গিয়ে আমরা মূল সুরটাই ফলো করার চেষ্টা করেছি। তবে নেপথ্য সঙ্গীতায়োজন, গায়কি প্রভৃতির কারণে হয়ত সুরের সামান্য রকমফের হয়ে থাকতে পারে। তেমনটি হয়ে থাকলে আমরা দুইজনেই ক্ষমাপ্রার্থী।

আপনার মনোযোগী শ্রবন এবং মন্তব্যের জন্যে আবারো অশেষ ধন্যবাদ!

সাফিনাজ আরজু এর ছবি

এলোমেলো হয়ে গেলাম পুরা ......
এ আমার দেশ, এ আমার প্রেম...... ...... ...... কি যে চমৎকার লাগল। গুরু গুরু
মনিকাদি আর অনিদা আপনাদের জন্য শ্রদ্ধা আর ভালবাসা রইল। হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ সাফিনাজ!
আপনার ভাল লাগার কথা মণি'দি কেও জানিয়ে দিচ্ছি--

ভাল থাকুন, খুশী থাকুন সকল সময়ে--

অতিথি লেখক এর ছবি

'আনন্দ-বেদনা-মিলন-বিরহ-সংকটে' আছি পুরো স্বত্ত্বা নিয়ে বাংলাদেশের সাথে। বাংলাদেশের জন্য।

মণিকা'দি কী যে গভীর আবেগ দিয়ে গাইলেন গানটা!! অনিকেতদাও কত সুন্দর করে সংগীত আয়োজন করলেন! আপনাদের দু'জনকেই অনেক অনেক ধন্যবাদ।

---- মনজুর এলাহী ----

অনিকেত এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ মনজুর ভাই

শুভেচ্ছা নিরন্তর!

নীড় সন্ধানী এর ছবি

মুগ্ধ!! চলুক

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ নীড়'দা!
শুভেচ্ছা অহর্নিশ--

তাহসিন রেজা এর ছবি

অপূর্ব!

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ তাহসিন রেজা!
ভাল থাকুন সকল সময়ে--

রকিবুল ইসলাম কমল এর ছবি

দারুণ! অসাধারণ কণ্ঠ।

অনিকেত ´দা, মণি'দি কি কবি মণিকা রশিদ?

(গানের কথার `দেশ´ শব্দটির `শ´ এবং প্রেমের ´ম´ এর উচ্চারন একদম শোনাই যাচ্ছে না। কে জানে, হয়ত এটা এভাবেই গাইতে হয়!)

অনিকেত এর ছবি

ধন্যবাদ কমল'দা। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, মণি'দি আমাদের সচলের বিখ্যাত কবি মণিকা রাশিদ!
'শ' আর 'ম' আসলেই পরিষ্কার করে শোনা যাচ্ছেনা। খুব সম্ভবত এইটা আমাদের রেকর্ডিং-এর সমস্যা। মণিকা'দি ক্যানাডা থেকে গানটা রেকর্ড করে পাঠিয়েছিলেন--আর আমি নিউ ইয়র্কে বসে মিউজিক বেঁধেছি। কাছাকাছি থাকলে এইসব ছোটখাট সমস্যাগুলো আসলে অনেক সহজে মেটানো যেতে পারত। বিষয়টা নজরে আনার জন্যে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আরো সচেতন থাকার চেষ্টা করব।

ভাল থাকুন সকল সময়ে---

আয়নামতি এর ছবি

'যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা' এবং 'এই পদ্মা এই মেঘনা' দুটোই শুনে ফেললাম।
এক কথায় অ সা ধা র ণ!!!

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ আয়নামতি--

শুভেচ্ছা নিরন্তর!

স্যাম এর ছবি

চলুক চলুক

অনিকেত এর ছবি

ধন্যবাদ স্যাম'দা

ভাল থাকেন সকল সময়ে, সকলকে নিয়ে---

অনার্য সঙ্গীত এর ছবি

আমি এই ভদ্রবালিকার প্রেমে পড়তে পড়তে ক্লান্ত! একদিন কাইটা খায়া ফেলব বইলা ঠিক্কর্ছি!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মণিকা রশিদ এর ছবি

কাইট্টা খায়ালাইলে আবার প্রেম পাইলে কি কর্বা, রতন?

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সুবোধ অবোধ এর ছবি

গায়কী এবং কম্পোজিশন দুইটার জন্য দুইজনকেই তালিয়া!! হাততালি

রাতঃস্মরণীয় এর ছবি

আমার ল্যাপটপে কেনো জানি গানটি আসছে না। সাউন্ডক্লাউডও খুলছে না। মন খারাপ

শালার টেকনোলজির মায়েরে বাপ। রেগে টং

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মণিকা রশিদ এর ছবি

@রাতঃস্মরণীয়
আপনাকে আমি ফাইনাল ট্র্যাক এর কপি ফেইসবুকে পাঠিয়ে দেবোনে অনিকেতদার অনুমতি নিয়ে, কেমন?

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

অনিকেতদা, শরমিন্দা কর্লেন, বস! এতো ভালো ভালো বিশেষণ দেখে ঘাবড়ায়া গেছিগা!
এই গানটি করার জন্যে সর্বপ্রকার কৃতিত্ব অনিকেতদার। যেহেতু গান আগে রেকর্ড করে পরে ট্র্যাক ফাইনাল করা এবং মিক্সিং করা হয়েছে- তাই কোথাও কোথাও কিছু সমস্যা রয়ে গেছে মিক্সিং এর পরে ;যেটা আমরা আসলে তাড়াহুড়োর মধ্যে খেয়াল করতে পারিনি। নইলে দেশ এর 'শ' আর প্রেম এর 'ম' ছাড়া যে শব্দ সম্পূর্ণ হয় না এ তো আমরা সবাই জানি। আপনাদের সবার সহযোগিতার জন্যে ধন্যবাদ। শুভেচ্ছা সকলকে।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিকেত এর ছবি

অনেক অনেক ধন্যবাদ মণি'দি!

সাক্ষী সত্যানন্দ এর ছবি

উত্তম জাঝা! দারুণ!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অনিকেত এর ছবি

অনেক ধন্যবাদ বস!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।