কস কী মমিন! - ০৭

আলমগীর এর ছবি
লিখেছেন আলমগীর (তারিখ: শুক্র, ০৬/০৩/২০০৯ - ৭:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইংরেজী "হোয়াট দি ফ?ক" এর যুতসই বাংলা ধরা যাক, "কস কী মমিন!" নিউজ.কমের একটা বিভাগ হচ্ছে এই "কস কী মমিন"। সেখান থেকে এবং আরো ভিন্ন উৎস থেকে সংগৃহীত খবরের সার নিয়ে লেখা এ সিরিজ।

সতর্কতা: এ লেখার বিষয়বস্তু স্থূল, অশ্লীল কথাও আছে। পড়ার জন্য লগইন করতে হবে। লেখা/অংশ রেফারেন্স/কোটেশন হিসাবে উল্লেখ করা যাবে না।

মেজাজ ধরে আছে, জিমেইল চ্যাটে আরেক প্রাচীন অর্বাচীন (চোখ টিপি ) সেটা খিঁচে দিলো আরো। মেজাজ ভালো করার একটা চেষ্টা নিলাম।


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

আরে কি সৌভাগ্য ! আজকেই আলমগীর ভাইয়ার কথা মনে করছিলাম।
ভাবছিলাম ম্যালাদিন ধরে ভাইয়ার কস্কি মমিন পড়া হচ্ছেনা। আলমগীর ভাই গেল কই ?? একবার মনে করলাম আমি নিজেই কয়েকটা কস্কি মমিন নামায়ে দিবো নাকি ? পরে ভাবলাম না থাক ভাইয়া আসুক উনিই দিবেন। সবগুলোতেই মজা পাইসি।
-----------------------------------

--------------------------------------------------------

ফাহিম এর ছবি

০৩. কিছু মানুষ কখনই সভ্য হয় না
সেইটাই...

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

তানভীর এর ছবি

চলুক

অর্থনৈতিক মন্দায় প্রায় সবাই নাকানি-চুবানি খেলেও, মুভি থিয়েটারগুলোর নাকি এখন রমরমা অবস্থা! হতাশা কাটানোর জন্য সবাই নাকি এখন হলে গিয়ে বেশি বেশি মুভি দেখছে!

ধুসর গোধূলি এর ছবি

- ঈশ এই মুহূর্তে ক্যান যে ভিক্টোরিয়ায় নাই।
থাকলে তো অন্ততঃ সাবলেট দিতে পারতাম। হায়রে মমিন! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

হায়রে মমিন!!

অভ্রনীল এর ছবি

শেষখান মচেতকার হইছে... গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পলেরটা পড়ে হাসতেই আছি। এসব কারা যে বানায়!

রেনেট এর ছবি

আলমগীর ভাই ইজ ব্যাক!
গুল্লি গুল্লি গুল্লি
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হাসিব জামান এর ছবি

মজা পাইসি সবগুলোতেই হাসি

--------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

নুরুজ্জামান মানিক এর ছবি

গুল্লি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কিন্তু প্লেনে উঠে টয়লেটে গেলে বাড়তি পয়সা দিতে হবে- কস্কি মমিন! অ্যাঁ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার বিরাট বড় বাড়ি আছে। দুইটা বেডরুম এক্সট্রা অব্যবহৃত আছে। বিছানাও একাধিক এক্সট্রা আছে...

এই দেশে কী অর্থনৈতিক মন্দাবস্থা হয় না? মন খারাপ চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক হাসান এর ছবি

আহাহা, নজু ভাইয়ের দয়ার শরীর। আমি আপনার বাড়ি ভাড়া নিয়ে সাবলেট দিতে চাই চোখ টিপি
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

সৈরম।

এনকিদু এর ছবি

ঘোড়ার টা বেশি মজা পাইছি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সাইফ তাহসিন এর ছবি

কস্কি মমিন! গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দ্রোহী এর ছবি

বাড়িওয়ালি থাক্লে আওয়াজ দিয়েন। মাগনা ভাড়া নিতে চাই।

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।