ফাঁসি কি এখনই !!!

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বিষ্যুদ, ২৮/০১/২০১০ - ১২:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইমাত্র চ্যানেল আই'র পর্দার নিচের অংশের "এই মূহুর্তের খবর" চমকে দিল। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেছে আগেই। আইনমন্ত্রী ৩১ শে জানুয়ারির মধ্যে খুনিদের ফাঁসির রায় কার্যকর করার কথাও বলেছেন। আর বলেছেন, রায় কার্যকরের সময় ও স্থান গোপন রাখা হবে নিরাপত্তার স্বার্থে।

এই মাত্র দেখলাম কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে গেছেন আইজি প্রিজন্স। গেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। চার জন ম্যাজিস্ট্রেট। গেছেন সিভিল সার্জন। কারাগারে নেয়া হয়েছে ৫টি কফিন। ডেকে পাঠানো হয়েছে খুনিদের আত্নীয় স্বজনদের...

দৌড়ে এসে বিডি নিউজ-এও দেখলাম একই দৃশ্য:

ফাঁসি কার্যকরের জন্য কেন্দ্রীয় কারাগার তৈরি
রাতেই হয়ে যেতে পারে ফাঁসি

মৃত্যুর খবর শুনে হার্টবিট বেড়ে গেছে ঠিক কিন্তু কেন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি মৃত্যু পছন্দ করিনা। কিন্তু আবার এও জানি যে, যে অপরাধ এই খুনিরা করেছে তার শাস্তি হিসেবে এদের একলক্ষবার মৃত্যদন্ড দিলেও তা বেশি হয়ে যাবেনা। একবার মনে হচ্ছে বরং সারাজীবন সশ্রম কারাদন্ড দিলেও চলত। কিন্তু ভয় পাই। কে বলবে এদেশে আবার রাজাকাররা মন্ত্রী হয়ে যাবেনা! তখন নতুন কোন আইন যদি আবার খুনিদের মুক্ত করে তাদের পুরস্কৃত করে!!!

যারা আমার জাতির পিতা, আমার দেশের স্থপতি, আমার জাতির হাজার বছরের শ্রেষ্ঠ মানুষটিকে হত্যা করেছে, হত্যা করেছে তার পরিবার আর শিশু সন্তানটিকেও, মানবতা তাদের জন্য নয়। মানবতা মানুষের জন্য। যে ভুল করে তাকে বরং ক্ষমা করা যায়। খুনিরা ঠান্ডা মাথায় সময়ের ঘৃণ্যতম অপরাধটি করেছে...

আমি বরং খুনিদের কেবল বলতে পারি, "যে অপরাধ তোমরা করেছ তার জন্য কেবল মৃত্যুদন্ড দিচ্ছি আমরা মানুষ বলেই। ঈশ্বর হলে তিনি অন্তহীন সময় ধরে তোমাদেরকে নরকে পোড়াতেন..."


মন্তব্য

ফাহিম এর ছবি

আর বলেছেন, রায় কার্যকরের সময় ও স্থান গোপন রাখা হবে নিরাপত্তার স্বার্থে।

গোপন আর থাকলো কই!!!

"যে অপরাধ তোমরা করেছ তার জন্য কেবল মৃত্যুদন্ড দিচ্ছি আমরা মানুষ বলেই। ঈশ্বর হলে তিনি অন্তহীন সময় ধরে তোমাদেরকে নরকে পোড়াতেন..."

চলুক

=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

সবজান্তা এর ছবি

দুইজনের ফাঁসি ইতমধ্যেই কার্যকর করা হয়ে গিয়েছে, আরো তিনজনেরটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।


অলমিতি বিস্তারেণ

ফাহিম এর ছবি

হয়ে গেলো তো!

=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

অনার্য সঙ্গীত এর ছবি

চারজনের ফাঁসি কার্যকর
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সবজান্তা এর ছবি

সবার ফাঁসিই কার্যকর হয়ে গিয়েছে হাসি


অলমিতি বিস্তারেণ

অনার্য সঙ্গীত এর ছবি

হুম হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

৫ শুয়রের বাচ্চা এখন জাহান্নামে গিয়া তাদের বালের 'বীরত্ব' ফলাক !!! কোথায় এখন ইন্ডেমনিটি করা বাহাদুরেরা, পারলে একবার আয়, ঝাঁড় থিকা সবচেয়ে মোটা আইক্কা ওয়ালা বাঁশটা আইন্না আঁছিলাই ধাক্কায় দিমু।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শেষ পর্যন্ত জাতি দায়মুক্ত হলো।যদিও এখন ও কয়েকটা বাকী রয়ে গেছে।
তবে ফাঁসি দিয়ে শাস্তি কার্যকর করার বিধানটা কেন জানি মেনে নিতে খারাপ লাগে।

অনিন্দ্য রহমান এর ছবি

আনন্দের সাথে অন্য কী যেন একটা মিশে আছে। তবে সেটা নিয়ে পরে ভাবা যাবে। আজ আমাদের জন্য খুব বড় একটা দিন। (এবং অবশ্যই ধরে আনতে হবে পলাতকদের)


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

হিমু এর ছবি

গুড।

এইবার যুদ্ধাপরাধীদের বিচারের কাজকাম শুরু হোক।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

শুভাশীষ দাশ এর ছবি

খবরে খুশি।

যুদ্ধাপরাধীদের বিচার শুরু হোক। জলদি।

অমিত এর ছবি

ঠিক

তিথীডোর এর ছবি

শেষ প্যারায় ১৫ তারা...
এই পশুদের জন্যে মৃত্যুদন্ড পর্যাপ্ত শাস্তি নয়!!

--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সাইফ তাহসিন এর ছবি

দারুন খবর দিলা বস!!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রাহিন হায়দার এর ছবি

আপ্নের মুখে ফুলচন্দন পড়ুক। কী একখান খবরই না শুনাইলেন!!!

আমি বরং খুনিদের কেবল বলতে পারি, "যে অপরাধ তোমরা করেছ তার জন্য কেবল মৃত্যুদন্ড দিচ্ছি আমরা মানুষ বলেই। ঈশ্বর হলে তিনি অন্তহীন সময় ধরে তোমাদেরকে নরকে পোড়াতেন..."

চলুক
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

তাসনীম এর ছবি

ধন্যবাদ, খবরটা আপনার ব্লগ থেকেই প্রথম পাই।

যেদিন বংগবন্ধু শহীদ হন, আমি খুব ছোট ছিলাম, কিন্তু অস্পষ্ট মনে আছে কিছু কিছু। সেদিনের দম্ভ, আজ চূর্ণ হোল। জাতি হিসাবে আমাদের একটা দায় শোধ হোল আজ।

এবার যে দরকার যুদ্ধাপরাধীদের বিচার।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মণিকা রশিদ এর ছবি

জাতি হিসেবে আমাদের এবার একটা বড় অপরাধবোধ থেকে মুক্তি ঘটলো!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মুস্তাফিজ এর ছবি

অনিন্দিতা চৌধুরী লিখেছেন:
শেষ পর্যন্ত জাতি দায়মুক্ত হলো।

জাতি কী আসলেই দায় মুক্ত? জাতি হিসেবে যে অপরাধ আমরা করেছি, যেভাবে খুনীদের লালন পালন করেছি, যেভাবে দেশ কে পেছনের দিকে নিয়ে গিয়েছি তাতে পাঁচ জনের ফাঁসীতে দায়মুক্তি আসেনা।

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।