ব্যাঙগ্যাঙ

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: সোম, ১১/০৫/২০১৫ - ৬:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমরা বলি সত্য কেবল
অন্যরা সব মিথ্যে কয়
বললে আমি হুক্কাহুয়া
আমার দলে সঙ্গী হয়

আমার আছে অস্ত্র ভারী
পাইক্যা বাপের দীক্ষা নেই
যে করতে চায় তর্ক তাহার
মাকে ধরে শিক্ষা দেই

আমি দিলে 'যুক্তি' হবে
বিরোধ কথা বেখাপ্পা
যুক্তি ফলায়? হারামজাদার
মাকে ধরে দেঠাপ্পা

আমরা সাথী অমুক দলের
ওদের ছাড়া উপায় নাই
ওদের সকল কার্যকলাপ
সিদ্ধ সঠিক দ্বিমত নাই

অমুক দলের ভুল তুরুটি
অন্যভাবে বিচার কর
বলবি কথা? বলিস তবে
মা'কে নিয়ে বাঁচার পর

অমুক দলের বলছি কথা
আমরা দলের বদনা হই
আমরা বুঝি দলের ভালো
তাইতো দলের খৎনা দেই

দেশটা হলো মুছলমানের
অন্যগুলো 'আপদ' জাত
স্বাধীনতার স্তম্ভ হলো
মুক্তমতই শত্রু মত

এই দেশেতে পক্ষ দুটি
আমরা এবং অন্য সব
আমার মত-ই সঠিক কেবল
দেশবিরোধী 'ভিন্ন' সব

বলছো তোমার পেটের ব্যথা?
কানের ভেতর কটরকট?
এসব জানি ফন্দি তোমার
অশান্তি তৈয়ারির পট

অশান্তি কই? চলছে গুলি?
হত্যা খুনের বিচার নাই?
গোপনে সব হচ্ছে বিচার
ধৈর্য ধরার আচার চাই

অভিজিৎ আর রাজিবরা সব
খুন হয়েছে? ভুল বলো
ইচ্ছে করে মরলো তারা
করতে দেশের মুখ কালো

হেফাজতের তেঁতুল শফী
রেলের জমি পাচ্ছে ক্যান?
বুজুর্গ লোক, থাকলো ভালো
তোমার অ্যাতো লাগছে ক্যান?

যতই বলো করলে হিসেব
'আগের' চেয়ে 'এই' ভালা
তবু যদি তর্ক করো
তোমার মা'কে দেই ডলা

অমুক আছে তমুক আছে
শ'মুখ আছে এই দলে
সবাই মিলে অন্য সবার
মা'কে ধরে দেই ডলে

অন্য সবাই শত্রু দেশের
আমরা দেশের বন্ধু গ্যাঙ
সবাই মিলে সদলবলে
সকালবিকাল ঘ্যাঙর ঘ্যাঙ!

সতর্কতা: কোনো জীবিত বা মৃত ব্যক্তি, দল বা গোষ্ঠীর সঙ্গে এই ছড়ার সম্পর্ক পাওয়া গেলে তা কাকতাল বলে বিবেচিত হবে।


মন্তব্য

মৃষৎ এর ছবি

যথাযথ উত্তম জাঝা! চলুক

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এক লহমা এর ছবি

সতর্কতাটা পাল্টান। সঠিকটা নীচে দিলাম।
সতর্কতা: কোনো জীবিত বা মৃত ব্যক্তি, দল বা গোষ্ঠীর সঙ্গে এই ছড়ার সম্পর্ক পাওয়া গেলে তা যিনি পেয়েছেন তার বোঝবার ভুল অথবা চক্রান্ত বলে বিবেচিত হবে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনার্য সঙ্গীত এর ছবি

হো হো হো

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নজমুল আলবাব এর ছবি

এই লেখার দুর্বল বড়ভাই হইলো বুচ্ছি, আপনে কে সেইটা বুচ্ছি
কোলাকুলি

এখন চলো, দুইভাইয়ে জামাতে গাইল খাই

অনার্য সঙ্গীত এর ছবি

কোলাকুলি ওঁয়া ওঁয়া

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ত্রিমাত্রিক কবি এর ছবি

এইবার ঠ্যালা সামলান। জামাত, বামাত সব টেগ লেগে গেল বলে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অনার্য সঙ্গীত এর ছবি

এরা এখনো পাত্তা দেয়ার মতো প্রজাতি হয়ে ওঠেনাই। এইটা হুদাই মজা করলাম হো হো হো

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

রনি রনউক এর ছবি

আমার ব্যাপার বুঝবো আমি
তোমার কি তায় যায় আসে?
অপরাধ বলো বা অন্য কিছু
সরকার পুলিশ সব মোর পাশে !

খেকশিয়াল এর ছবি

মিজান, পিষে ফ্যালো মিজান!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুবোধ অবোধ এর ছবি
অতিথি লেখক এর ছবি

আমার আছে অস্ত্র ভারী
পাইক্যা বাপের দীক্ষা নেই
যে করতে চায় তর্ক তাহার
মাকে ধরে শিক্ষা দেই

চলুক
জানি না, মিস করে গেছি কিনা আগে, তবে অনার্যদার লিখিত ছড়া মনে হয় এই প্রথম পড়লাম। কয়েকটি পঙতি বেশ ভাল হয়েছে, চাবুকটা জায়গামত পড়েছে!
।।।।।
অন্ধকূপ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অশান্তি কই? চলছে গুলি?
হত্যা খুনের বিচার নাই?
গোপনে সব হচ্ছে বিচার
ধৈর্য ধরার আচার চাই

খেক খেক।

অতিথি লেখক এর ছবি

“আমরা বলি সত্য কেবল
অন্যরা সব মিথ্যে কয়”

এইডা কি হাছা কতা??? যাক দারুন লাগলো
--------------
রাধাকান্ত

ধ্রুব আলম এর ছবি

গুল্লি

আয়নামতি এর ছবি

উত্তম জাঝা!

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রৌঢ় ভাবনা এর ছবি

দেশে বড়ই শান্তিতে আছি, আপনারাই খালি বিভেদ খোঁজেন!
ছড়াটা দারুণ হয়েছে! হাসি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

দারুন, দারুন লাগলো।

স্বয়ম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।