চিঠি

অনার্য সঙ্গীত এর ছবি
লিখেছেন অনার্য সঙ্গীত (তারিখ: বিষ্যুদ, ৩০/০৮/২০১২ - ৮:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগ হচ্ছে শ্বাস নেয়ার মত। অক্ষর-শব্দের ধ্যানের মত! দূষণহীন জঙ্গলে গিয়ে গেরিলা মায়ের পিঠে ঠেস দিয়ে জিরিয়ে নেয়ার মত!

মণিকা'দিকে বলেছিলাম তাঁকে একটা চিঠি লিখব। (হতে পারে বলেছিলাম, প্রেমপত্র লিখব। কিন্তু সে কী আর জনসমক্ষে স্বীকার করা উচিত হবে!)

আমার দীর্ঘদিনের পুরনো প্রেমিকার নতুন প্রেমিক হওয়ার পর থেকে আমাকে আর চিঠি লিখতে হয়নি! সে এক মহা নির্বাণ! গৌতম বুদ্ধের বোধি জ্ঞান পাওয়ার অনুভুতি! কিন্তু তাতে সব ভালো হল না! বিশেষত, আমার চিঠি লেখার যে খানিক চর্চা হওয়ার সুযোগ ছিল সে আর হলোনা! চর্চার অভাবে চিঠির নানা পর্যায়ে হোঁচট খেতে লাগলাম।

বাদ দিয়ে কেটে পড়তে চেয়েছিলাম! মণিকা'দি ভুললেন না। মনে করিয়ে দিলেন! বললেন, "কী হে, চিঠি কই"?

কী বিপদ!

কবিকে প্রেমের চিঠি লিখতে চাওয়ার মত বিপত্তি আর হয়না! একেকটা শব্দ নিয়ে সন্দিহান হয়ে উঠতে হয়! তারপরও লিখে ফেললাম বাধ্য হয়ে শেষমেশ! সেই চিঠিকে কেউ কেউ ইয়েটস এর He Wishes For The Cloths Of Heaven কবিতাটির অনুবাদ বলে ভাবতে পারেন। কিন্তু দুষ্টু লোকের ভাবনায় আমি কান দেই না!

ভূমিকা বাদ রেখে এই হচ্ছে সেই চিঠি:

বেহেশতী বসন যদি সঞ্চয়ে থাকতো সুন্দরী,
আলোর নকশী করা স্বর্ণাভ অথবা রুপোলী
নীলাভ কী আধোনীল, হয়তো কালোর কারিগরী,
রাত্রি আলোক আর আবছায়া-রঙিন সুতোলী;
পদতলে বিছিয়ে দিতাম সেই বস্ত্রের ফুল তমালিকা।
অথচ দরিদ্র বলে, সার হলো স্বপ্ন ছড়ানো;
চলনে কোমল হয়ো, সাবধানে পা রেখো বালিকা,
যেই পথে চলেছ, সে টলোমল স্বপ্ন বিছানো!

------------------

কলেজে পড়ার সময় মায়াকোভস্কির কবিতার অনুবাদ পড়েছিলাম।
কবিতার নাম "আমার সোভিয়েত পাসপোর্ট"।
সে কার অনুবাদ, বইয়ের কি নাম, সব ভুলে গেছি! ভুলে যাইনি কেবল শেষ কয়েকটি লাইন,

এটা দেখ
এবং হিংসে করো
আমি সোভিয়েত সমাজতন্ত্রের একজন নাগরিক।

আহা! কবির কী দম্ভ! শুনতেই শান্তি শান্তি লাগে। এই ব্লগটা লিখতে গিয়ে সেই দম্ভের কথা মনে পড়ল!

এটা শোন এবং হিংসে করো। মণিকা'দি আমার চিঠির জবাবে পাঠিয়েছেন তিনটি গান! (এটিই শুধু আপলোড করার অনুমতি পেয়েছি!)

ও নিঠুর বাঁশিওয়ালা
কথা, সুর এবং কণ্ঠ: মণিকা রশিদ
সঙ্গীত: দূর্বাদল চট্টোপাধ্যায়

[এই লেখা নজরুল ভাই এবং গৌতম'দার জন্য। এই দু'জন বড্ড ভালো মানুষ। তবে সেজন্য এনাদেরকে ব্লগ উৎসর্গ করা হচ্ছে না। এইজন্যে উৎসর্গ করা হচ্ছে যে, এই ব্লগ পড়ে সবচে বেশি জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবেন এনারা দু'জন!]


মন্তব্য

সাফি এর ছবি

হৈচ্ছেটা কী শুনি?

অনার্য সঙ্গীত এর ছবি

গুজবে কান্দেবেন্না! হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

তারেক অণু এর ছবি

হিট!

অনার্য সঙ্গীত এর ছবি

পৃথিবীতে যে লোকটির এই গান অপছন্দ হতে পারত সে ১৯৪৫ সালে জার্মানীর বাঙ্কারে আত্মহত্যা করেছে! হো হো হো

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

চলুক

সৌরভ কবীর

অনিকেত এর ছবি

আহা মণিকা'দির গলা!!
শুধু কি তাই? এই গানের কথা সুর সবই তার।
অসাধারণ বললে কম বলা হবে। এতদিনে আমরা একজন পুরো দস্তুর শিল্পী পেলাম আমাদের মাঝে!!
স্যালুট অনার্য, গানটা সামনে নিয়ে আসার জন্যে
সেই সাথে মণিকা'দির নামে আরো একবার জয়ধ্বনি করে বিদায় নিচ্ছি।
জয় হোক---

অনার্য সঙ্গীত এর ছবি

এই প্রকাশের আগে আমলাতাণ্ত্রিক জটিলতা পেরোতে হয়েছে! এখন আসুন আমরা দাবী তুলি নিয়মিত গান প্রকাশের! হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনিকেত এর ছবি

এখন আসুন আমরা দাবী তুলি নিয়মিত গান প্রকাশের!

আমেন

মর্ম এর ছবি

এমন গান নিয়মিত শুনতে না দেওয়াটা বিশাল অপরাধের আওতায় পড়ে!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আলোর নকশী করা স্বর্ণাভ অধবা রুপোলী

- অধবা মানে কী?

পদতলে বিছিয়ে দিতাম সেই বস্ত্রের ফুল তমালিকা

- তমালিকা কি ফুল? সন্দেহ আছে।

শেষ চিঠি কাকে, কী লিখেছিলাম মনে নেই। তবে শেষ চিঠি কার কাছ থেকে, কী বিষয়ে পেয়েছিলাম সেটা মনে আছে। অনেক অনেক দিন সেই চিঠি সার্বক্ষণিক ব্যাগে নিয়ে ঘুরেছি। আমি এখনো চিঠি লিখতে চাই, পেতে চাই। কিন্তু snail mail লেখার মতো মানুষ কোথা পাই!

শিবরঞ্জনী রাগে গাওয়া মণিকার একটা গান আছে। গানটা আমার এই জীবনে শোনা সবচে' সুন্দর গানগুলোর একটা। মণিকা দেশে আসলে তার সামনাসামনি শুনবো বলে ইচ্ছে ছিল। কিন্তু সে সুযোগই আর হয়নি। দেখা হয়েছিল এক দিন - কয়েক মিনিটের জন্য মাত্র। তবে বেঁচে থাকলে কোন একদিন সামনাসামনি মণিকার গান শুনতে পাবো বলে আশা রাখি।

অনার্যের মতো অনুজের সাথে "জ্বলেপুড়ে ছারখার হয়ে যাবার" মতো কিছু আমি করতে পারি না। নয়তো আমিও কিছু বলতে পারতাম।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনার্য সঙ্গীত এর ছবি

'অথবা' বানান ঠিক করলাম। তমালিকা তো ফুল নয়!
এই কবিতা এখানে কেবল গানটা প্রকাশের জন্যেই উল্লেখ করা! নয়ত এইরকমের কিছু প্রকাশ করার সাহস করি!

মণিকা'দির গলা হচ্ছে একটা অলৌকিক ব্যাপার! কিছু বলার পাওয়া যায় না! আরো খানিক ছড়া কবিতা দিয়ে আরো খানিক গান হাতাবার মতলবে আছি হাসি
দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

শাব্দিক এর ছবি

দেঁতো হাসি চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

লাবণ্যপ্রভা এর ছবি

হাততালি

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বাউলিয়ানা এর ছবি

অনার্য সঙ্গীতকে ধন্যবাদ চমৎকার একটা গানের জন্য।
ফেবুর লিঙ্ক ধরে মণিকা রশিদের গান শুনেছি ইয়ুটিউবে। সেগুলোর মত এই গানটিও অসাধারন।

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আউটসাইডার এর ছবি

ফাডায়ে ফেলছেন এক্কেরে
লইজ্জা লাগে

গলাটা খুব ভাল, রোমান্টিক হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্যাম এর ছবি

চলুক হাততালি

অনার্য সঙ্গীত এর ছবি

ধন্যবাদ ব্যানার্জি হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এক জোনাকি এর ছবি

"তুমি কেমন করে গান করো হে গুণী
আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি
তুমি কেমন করে গান করো হে গুণী "

অনার্য সঙ্গীত এর ছবি

চলুক

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কড়িকাঠুরে এর ছবি

হাততালি

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর জলছবি এর ছবি

মনিকাদির কবিতার মুগ্ধ পাঠক ছিলাম। এখন থেকে মুগ্ধ শ্রোতাও হয়ে গেলাম। অসাধারন ।। গুরু গুরু
আপনাকে ধন্যবাদ গান টা শুনানোর ব্যবস্থা করার জন্য। হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মারভিন এর ছবি

মুগ্ধ হয়ে শুনলাম, চুরি করে রেখেও দিলাম। অনেক ধন্যবাদ আমলাতান্ত্রিক জটিলতার হ্যাপা সামলিয়ে গানটিকে আমাদের কাছে পৌছে দেবার জন্য। দয়া করে বাকিগুলোর জন্যও জোরেসোরে দাবী জানাবেন। চিঠিতেও চলুক

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

যুমার এর ছবি

অসাধারণ! চলুক

অতিথি লেখক এর ছবি

অসাধারণ! চলুক
ঘুম থেকে উঠেই এমন চমৎকার একটা গান মনটাকে ভালো করে দিলো। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ইয়াসির আরাফাত এর ছবি

মুগ্ধ হলাম কথা, সুর আর গায়কীর মুনশিয়ানায়। কে যেন লিখেছিলো, মণিকা'দি এই পৃথিবীতে সবচেয়ে ভালো গান গায়। উচ্ছ্বাসটা যে একেবারে মিছে নয়, সেটা জানলাম এই গান শুনে। আহা!

অনার্য সঙ্গীতকে অভিনন্দন আমলাতান্ত্রিক জটিলতা সামলে নেবার দক্ষতায়। যেহেতু ব্যাপারটা শিখেই গেছেন, কেননা আরও কিছু মিছু গান কুক্ষিগত করে আমাদেরকে উপহার দিচ্ছেন!

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুমিমা ইয়াসমিন এর ছবি

বাহ্! হাততালি

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মণিকা রশিদ এর ছবি

এখানে কি হচ্ছে? মণিকাদি কে? অনার্য সঙ্গীত তাকে চিঠি লেখে ক্যান, এইসব আমি কিছুই বুঝতে পারছিনা!( (প্রসঙ্গতঃ টেকনিক্যাল জটিলতায় এই পোস্ট সম্পর্কে অবগত থাকলেও এই এখন দেখতে পেলাম)। রতন মিয়া, ভালোবাসার কোনো প্রতিদান হয়না, তাই তোমায় কিছু বলতে যাওয়ারও কোনো অর্থ হয়না।।।বেঁচে থাকো, শতপুত্রের পিতা হও!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনার্য সঙ্গীত এর ছবি

মণিকা'দি আছেন একজন। আপনি এইসব জটিল চিন্তায় যাবেন না! মাথা আউলে যাবে! চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুমিমা ইয়াসমিন এর ছবি

বেঁচে থাকো, শতপুত্রের পিতা হও!

অনার্য নিশ্চয় খুব আনন্দিত এই আশীর্বাদে! গড়াগড়ি দিয়া হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

পরিশ্রমী হওয়ার আশীর্বাদ পেলাম! ভালো লাগল! শতপুত্রের মাতাও শতক হবে সেই আশা রাখি! চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

শতপুত্র! অনার্য'দা কি আসলে ভাইরাস না ব্যাক্টেরিয়া? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

লীনা দিলরুবা এর ছবি

মণিকার গান শুনে শীতের সকালে শিশির ভেজা ঘাসে হাঁটার অনুভূতি হল। এমন গান যে করতে পারে তাঁকে দেখতে বড় লোভ হয় ! মণিকার জয় হোক।

অনার্য সঙ্গীত এর ছবি

লীনা'পা, কেমন আছেন?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

লীনা দিলরুবা এর ছবি

আরে! জীবনে প্রথম এ-জায়গায় কমেন্ট করলাম, আর আপনি বলেন কেমন আছি?! ভাল আছি ভাই। আপনিও ভাল থাকুন।

অনার্য সঙ্গীত এর ছবি

হাসি
আমি একজন লীনাপা'কে চিনি। তিনি ভেবেই কেমন আছেন জিজ্ঞেস করলাম। তিনি না হলেও জিজ্ঞেস করতে নিশ্চয়ই সমস্যা নেই হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কল্যাণ এর ছবি

মানুষ এই রকম গায় কিভাবে !!! মণিকাদির গলায় সুর ছাড়াও আলাদা কিছু একটা আছে। বিদ্যায় ঠিক কুলাচ্ছে না বলে লিখে উঠতে পারলাম না। তবে সেটা অনেকটা এই গানের কথার মতই

দূরে সরে থাকবে না কেউ, ছুঁয়ে দেবে তীরের সে ঢেউ

আহা সামনা সামনি যদি এই গান শুনতে পারতাম !!!!

গান, কথা, সুর, মিউজিক, এই লেখা অসাধারণ চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

নিবিড় এর ছবি

হুমায়ুনের মতি মিয়ার ভাষায় গানে বড় সৌন্দর্য হাসি

মণিকা রশিদ এর ছবি

আমার গানের প্রতি সবার এই আগ্রহ দেখে ভালো লাগছে। সবার এই ভালোলাগা বহাল থাকলে হয়তো ভবিষ্যতে কিছু ভালো গান করে উঠতে পারব! অনেক ধন্যবাদ যারা শুনেছেন সবাইকে। আর অনার্য সঙ্গীতকে ধন্যবাদ দিয়ে আর লম্বা করতে চাইনে!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সাত্যকি এর ছবি

আহ !
(আর কি বলবো ?)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।