মালালা ইউসাফযাই তোমাকে স্যালুট

অরফিয়াস এর ছবি
লিখেছেন অরফিয়াস (তারিখ: বিষ্যুদ, ১১/১০/২০১২ - ১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

malala-yousafzai
[ছবিসুত্র]

মাত্র ১৪ বছরের মেয়েটিকে মাথায় এবং ঘাড়ে গুলি করা হয়েছে হত্যার জন্য। গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘসময় মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করেছে। চার ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচারের পরে চিকিৎসকরা তার মাথা থেকে শেষপর্যন্ত গুলি বের করতে সক্ষম হয়েছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে এখন সে। যে মেয়েটিকে এই অল্প বয়সেই কট্টরপন্থী উগ্রবাদী তালেবানদের রোষের শিকার হতে হয়েছে তার নাম মালালা ইউসাফযাই। শুধু মালালাই নয় গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে তার আরও দুজন সহপাঠিনী। হয়তো এই যাত্রায় বেঁচে যাবে মালালা। কিন্তু তারপর?

এই অমানবিক-নৃশংস ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সোয়াত উপত্যকায়। যেখানে তালেবানদের একচ্ছত্রভাবে আধিপত্য বজায় ছিলো দীর্ঘকাল। এখনও যেখানে প্রায়শই হামলা চালায় তালেবান জঙ্গিরা।

এরই মাঝে তালেবানরা আবার হুমকি দিয়েছে, মালালাকে বাঁচতে দেয়া হবেনা। যেভাবেই হোক, তাকে হত্যা করা হবে। মেয়েটির মা তাই পাকিস্তান সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন। মালালার প্রতি এহেন নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সহ আরও অনেকেই। কিন্তু এই প্রতিবাদ কি যথেষ্ট?

কি অপরাধ ছিলো মালালা নামের মেয়েটির? সে মাত্র ১১ বছর বয়স থেকে ব্লগ লিখত। আর লিখত তাও আবার তালেবানদের বিরুদ্ধে, ধর্মের আইন প্রতিষ্ঠার নামে তাদের অত্যাচার এর বিরুদ্ধে। সে লিখত নারীশিক্ষার সমর্থনে, লিখত সেকুলার একটি সমাজব্যবস্থার স্বপ্ন নিয়ে। কিন্তু স্বাভাবিকভাবেই যে সোয়াত উপত্যকায় তালেবানদের ভয়ে কেউ মুখ খুলতে রাজিনা, সেখানে এরকম ছোট্ট একটি মেয়ের সাহসী প্রতিবাদ কি করে মেনে নিবে সন্ত্রাসীরা? তাই বয়স কোন ব্যাপার না, সে শিশু হোক আর বৃদ্ধ চালাও গুলি, হত্যা করো, নিঃশ্চিহ্ন করে দাও তাকে পৃথিবীর বুক থেকে। কারন সে শিক্ষার কথা বলে, উন্নত সমাজের কথা বলে। মধ্যযুগীয় বর্বরতা যাদের লক্ষ্য তাদের কাছে এর থেকে বড় হুমকির বিষয় আর কি হতে পারে? তার উপরে সে নারী!!

এই তালেবানরাই কদিন আগে আফগানিস্তানের একটি মেয়েদের স্কুলে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়েছিলো, আক্রান্ত হয়েছিল অর্ধশতাধিক মেয়ে শিক্ষার্থী। কেন? কারণ নারীশিক্ষা তাদের জন্য ভীতিকর। তারা চায়না, নারীরা শিক্ষিত হোক, মাথা উঁচু করে বাঁচুক। তারা চায়, নারীরা আপাদমস্তক নিজেদের আচ্ছাদনে আবৃত করে সারাদিন পুরুষের হুকুমে চলবে আর রাতে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে। নারীরা তাদের কাছে ভোগ্যবস্তু ছাড়া বেশি কিছু তো নয়!!

তাই মালালাকে গুলি করে তাদের দাম্ভিক স্বীকারোক্তি। তাদের মুখপাত্র জানায়, মালালা তদের জন্য শত্রু। সে নারীশিক্ষার কথা বলে, সে পাশ্চাত্যের মুখপাত্র। তাই তাকে হত্যা করা জায়েজ।

মুখপাত্র ইহ্সানুল্লাহ ইহসান এর মতে,

“Any female that, by any means, plays a role in the war against mujahideen should be killed,” said Taliban spokesman Ihsanullah Ihsan, using the term for Islamic holy warriors to refer to the Taliban.

“We are dead against co-education and a secular education system.”

ঠিক কতোটা ধর্মান্ধ, উগ্র-মৌলবাদী হলে এধরনের আচরণ সম্ভব!! নারীদের পশুর মতো ব্যবহার করা যাদের কাছে সাধারণ বিষয়, নারীদের যারা ভোগ্যপণ্য ছাড়া বেশি কিছু ভাবতে নারাজ তাদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও বোকামি।

আজকে সমগ্র বিশ্বজুড়ে কট্টরপন্থী মৌলবাদীদের সব থেকে বড় ভয় নারীশিক্ষা। নারীদের অগ্রযাত্রা তারা ভয় পায়। পিঞ্জরবন্ধী নারীরা যদি শিক্ষিত হয়ে, আত্মনির্ভরশীল হয়ে সমাজে অবদান রাখা শুরু করে তাতে পুরুষশাসিত সমাজে তাদের অন্ধবিশ্বাস ছড়ানো বাধাপ্রাপ্ত হয়। তাই আফগানিস্তান, পাকিস্তান, ইরান এরকম সবগুলো দেশেই মৌলবাদীদের প্রধান লক্ষ্য নারীদের গৃহবন্ধী করে রাখা। তাদেরকে শিক্ষা থেকে যথাসম্ভব দুরে রাখা। তাদের চিন্তা করার ক্ষমতা, মানসিকতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে তাদের শুধুমাত্র যৌনদাসী বানিয়ে রাখা।

এদের চোখ রাঙানি আর ভয়কে অগ্রাহ্য করে তাই নারীদেরই এগিয়ে আসতে হবে। মালালা ইউসাফযাই এর মতো এক একজন প্রতিবাদী নারীই পারবে সমাজের এই অবস্থা পরিবর্তন করে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে। নিজেদেরকে অন্ধকুপে আবদ্ধ না রেখে, দাসত্বের বিরুদ্ধে, নিজেদের জীবনের প্রয়োজনে এই ঘৃণ্য মানসিকতার ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

যখন একজন ১৪ বছরের মালালা ইউসাফযাই, অস্ত্রধারী জঙ্গি তালেবানদের ভিত নাড়িয়ে দিতে সক্ষম, তখন বোঝা উচিত পৃথিবীর ৩৩৬,১১,৫৪,৭৫২ জন নারী ঐক্যবদ্ধভাবে আরও কতোটা শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম।

545781_10151162510104927_496780636_n

পাদটীকা


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

songjukta  এর ছবি

খারাপ লাগলো লেখাটা পোরে। মন খারাপ

অরফিয়াস এর ছবি

খবরটা শুনেই মন খারাপ হয়ে গিয়েছিল।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাফিনাজ আরজু  এর ছবি

"এদের চোখ রাঙ্গানি আর ভয়কে অগ্রাহ্য করে তাই মেয়েদের এগিয়ে আসতে হবে।"
সম্পূর্ণরূপে সহমত!
চলুক চলুক

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

চরম উদাস এর ছবি

মালালা এর জন্য স্যালুট। এই বর্বরতার প্রতিবাদ করার মতো কোন ভাষা খুঁজে পাচ্ছি না আসলেই।
তবে আমরা মনে হয় খুব বেশী পিছিয়ে নেই সেই দিন থেকে যেদিন আমাদের মধ্যেই কেউ গুলিবিদ্ধ হবে।

অরফিয়াস এর ছবি

হুমমম, মরতে তো হবেই একদিন, তবে অর্থপূর্ণ মৃত্যুই কাম্য।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তাপস শর্মা এর ছবি

কত মালালা ইউসাফযাই চুপিচুপি একাএকা মরে যায় তার খবরও কেউ রাখেনা

এটা তালেবানের একার কাজ নয়। একটা রাষ্ট্রের মধ্যে যখন সন্ত্রাসীরা অবাধে কাজ করার সুযোগ পায় তখন এটা হবেই হবে তা বলা বাহুল্য। এরা কিছু করতে না পারলে নিজেরাই নিজেদের উপর বোমা মারে। যাই হোক ঈশ্বরের আদেশ বলে কথা। পাকিস্তান মূলত আমেরিকার ড্রোন এর গুতানিতে তালেবান বিরোধীতা কাগজে কলমে করলেও রাস্ত্রীয় মদত স্পষ্ট। নইলে এত সাহস এরা পায় কোত্থেকে? আর পাকি'দের থেকে এর চেয়ে বেশী আশা করা যায় কি? আর আমি একটা জিনিষ বিশ্বাস করি একটা রাষ্ট্রের সামগ্রিক বিচ্ছিন্নতা ও সন্ত্রাসী এবং ধর্মীয় হারামীপনার জন্য রাষ্ট্রের জনগণ অনেকাংশে দায়ী। পরিবর্তন রক্ত দিয়েই আনতে হয়। চুপ থাকলে গুতানি অব্যাহত থাকবে। তাই এই ঘটনা আমার কাছে বিচ্ছিন্ন কিছু মনে হয়নি। পাকি পাকির মতো অপপাক হবে এই আর নূতন কি

০২

একটাই জিনিষ পাওনা যে এখন কেউ কেউ জাগছে। বিশ্বগ্রাম এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মেয়েটির সাহসিকতার জন্যে স্যালুট করাই যেতে পারে। হয়তো একটা বুস্ট পেলেও পেতে পারে জন্ম নির্যাতিত মানুষ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
অরফিয়াস এর ছবি

আশা রাখছি আমিও।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

পুতুল এর ছবি

পাকি'দের থেকে এর চেয়ে বেশী আশা করা যায় কি? আর আমি একটা জিনিষ বিশ্বাস করি একটা রাষ্ট্রের সামগ্রিক বিচ্ছিন্নতা ও সন্ত্রাসী এবং ধর্মীয় হারামীপনার জন্য রাষ্ট্রের জনগণ অনেকাংশে দায়ী। পরিবর্তন রক্ত দিয়েই আনতে হয়। চুপ থাকলে গুতানি অব্যাহত থাকবে। তাই এই ঘটনা আমার কাছে বিচ্ছিন্ন কিছু মনে হয়নি। পাকি পাকির মতো অপপাক হবে এই আর নূতন কি

এটাই বলতে চেয়েছিলাম।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্লোন৯৯ এর ছবি

মেয়েটা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তামান্না ঝুমু এর ছবি

ছোট্ট একটি মেয়ে কী রকম অসাধারণ সৎসাহসের অধিকারী! শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। কিন্তু সৎ আর সত্যকে নৃশংসরা বাঁচতে দেবে কেন? বর্বরতাই যেন এখন অতি স্বাভাবিক জিনিস হয়ে গেয়েছে।
তামান্না ঝুমু

অরফিয়াস এর ছবি

তার একটা লেখা ছিলো এরকম, "আমি দরকার হলে স্কুলে মাটিতে বসতে রাজি আছি, কিন্তু আমার শিক্ষা প্রয়োজন।"

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর এর ছবি

শু**রের বাচ্চারা।

..................................................................
#Banshibir.

অরফিয়াস এর ছবি

এরা এতদিন ধরে কি করে টিকে আছে এটাই আশ্চর্য।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তারেক অণু এর ছবি

উত্তম জাঝা!
স্যালুট তাকে আর সহযোদ্ধাদের।
আমাদেরও চেষ্টা করতে হবে নারী শিক্ষা বিস্তারের, শুরু হোক আমাদের পরিবার থেকেই, ছড়িয়ে পড়ুক সবখানে।

অরফিয়াস এর ছবি

এটা ঠিক, পরিবর্তন আনতে হবে নিজের পরিবার থেকেই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সৃষ্টিছাড়া  এর ছবি

ধর্মান্ধ নরকের কিটগুলো ধ্বংশ হোক!
এই নরকের কীটগুলি পৃথিবীতে সংখ্যায় কম তারপরও কেন এরা যুগযুগ ধরে টিকে থাকে!
কেন শুভবুদ্ধির কাছে এদের পরাজয় হয় না!?
মালালা তুমি জেগে ওঠো ভীষণভাবে.....

অরফিয়াস এর ছবি

নরক বলে আলাদা কিছু নেই, তাই পৃথিবীটাকেই নরক বানানোর জন্য তালেবানদের মতো ধর্মান্ধরা টিকে থাকে।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তাসনীম এর ছবি

মালালার জন্য স্যালুট।

পাকিস্তান নামক দেশটা সম্বন্ধে একজন বলেছিল, সব কিছুর মতো পৃথিবীরও একটা assh*** আছে, ওইটা হচ্ছে পাকিস্তান।

তবে আমরাও ওই দিকে ধাবিত। মানুষের শুভবুদ্ধির উপরে আস্থা লোপ পাচ্ছে ধীরে ধীরে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অরফিয়াস এর ছবি

তবে আমরাও ওই দিকে ধাবিত। মানুষের শুভবুদ্ধির উপরে আস্থা লোপ পাচ্ছে ধীরে ধীরে।

আমারও একই আশংকা হয়।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ইয়াসির আরাফাত এর ছবি

সব কিছুর মতো পৃথিবীরও একটা assh*** আছে, ওইটা হচ্ছে পাকিস্তান।

চলুক পারফেক্ট

রংতুলি এর ছবি

খবরটা পড়ে সকাল থেকে একই রকম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি! যদিও আশা করা হচ্ছে মালালা আশংকামুক্ত, তারপরেও যদি সে বেঁচেও যায় এটাতো নিশ্চিত যে পাকিস্তান তার জন্য নিরাপদ নয়। যে দেশের সরকার বা প্রধানমন্ত্রীই এইসব উগ্রবাদী জঙ্গিদের কাছে নিরাপদ নয়, সেখানে সে তো নেহায়েত একটা শিশু, তার উপর একবার টার্গেটে পরিণত হয়েছে। হয়ত কোনো দেশ তার প্রতি উদারতা দেখিয়ে তাকে আশ্রয় দিয়েও দিবে, কিন্তু সেইতো হতে হবে চিরদিনের জন্যে দেশ ছাড়া। পাকিস্থানের এই সমস্যাগুলোর আদৌ কি কোনো সুরাহা হবে, এর পর কি কেউ আর মেয়েদের স্কুল জ্বালিয়ে দেয়ার প্রতিবাদ করে কিছু লিখবে, নারী শিক্ষার অধিকার নিয়ে কেউ কি কথা বলার সাহস পাবে!! সরকার নাকি দশ মিলিয়ন রুপি পুরুস্কার ঘোষণা করেছে মালালার আক্রমণকারীকে ধরিয়ে দিতে, কতটুকু ফল হবে জানিনা!

অবশ্যই স্যালুট মালালা!

অরফিয়াস এর ছবি

পাকিস্তানের মন্ত্রীদের পুরস্কার ঘোষণায় কিছুই হবেনা, তাদের ইচ্ছা থাকলে দেশ থেকে সন্ত্রাস অনেক আগেই বন্ধ করতে পারতো। কিন্তু তারা করবেনা, কারণ সন্ত্রাসই পাকিস্তানের ব্যবসা।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সাফি এর ছবি

মেয়েটা যে বেঁচে আছে এখনও আমার কাছে এইটাই একটা মিরাকেল!

অরফিয়াস এর ছবি

হুমম।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

এরা মানুষ নামের পশু এদের প্রতিহত করা উচিত।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

কী কমু এর ছবি

ধর্মান্ধ মানেই স্বভাবে পশু, আর তালেবান তো ঘোষিত জানোয়ার। এই মধ্যযুগীয় জানোয়ারদের কাছ থেকে এরচেয়ে ভাল কিছু আশা করাই তো নির্বুদ্ধিতা। পাকিস্তানের মত একটি বর্বর মানব(?)গোষ্ঠীর জন্য তালেবান এক অবশ্যম্ভাবী পরিণতি ছাড়া আর কিছুই নয়। এখানে মালালার মত বালিকাদের জন্মও বিস্ময়কর।

বালিকাটি দ্রুত সুস্থ হয়ে উঠুক এ প্রত্যাশাই করি।

অরফিয়াস এর ছবি

এখানে মালালার মত বালিকাদের জন্মও বিস্ময়কর।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মালালা সেরে ওঠুক, তার দেশের জন্য তাকে অনেক দূর যেতে হবে।

অর্ফিয়াস, ভিন্ন একটা বিষয়ঃ মালালা যেহেতু একজন পাকিস্তানি সুতরাং তার প্রতি আমাদের খুব আগ্রহ দেখানো ব্যাপারটা কেমন। কোন পাকিস্তানির ঠিক কী কী মানবীয় গুণ থাকলে আমরা তাদের সমাদর করতে পারি বা গ্রহণ করতে পারি বা সহমর্মিতা জানাতে পারি। যেমন এখানে মালালা একজন অসাম্প্রদায়িক, প্রগতিশীল, নারীমুক্তির জন্য নিবেদিত প্রাণ; যদিও আমি জানি না সে ১৯৭১ এ তার দেশের বর্বরতা নিয়ে কী রকম ধারণা পোষণ করে, মনে প্রাণে সে একজন প্রচলিত পাকিস্তানির মতও তো হতে পারে। কাল ঘটনাটা জানার পর থেকেই চিন্তাগুলো মাথায় ঘুরছিল, তোমাকে বলে ফেললাম।


_____________________
Give Her Freedom!

অরফিয়াস এর ছবি

অলি, এই চিন্তাগুলো খবরটা পড়ে আমার নিজেরও ছিলো, বা বলতে পারো আরো অনেক ব্যাপারেই হয়েছে এর আগে। রাষ্ট্র হিসেবে পাকিস্তান কখনোই স্বাধীন বাংলাদেশকে মেনে নেয়নি। তাদের দেশের প্রচলিত ধারনায় অনেকের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন ভারতের দালাল এবং দেশদ্রোহী। ভারতের রাজনৈতিক এবং সামরিক ইন্দনেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং তা না হলে পাকিস্তান ভাগ হতো না। গণহত্যা সম্পর্কে খুব বেশি কারো কোন ধারণা নেই। এইসব ভ্রান্ত ধারণা সাধারণ মানুষের মনে বপন করে দিয়ে পাকিস্তান একটি শোষক হত্যাকারী সন্ত্রাসী রাষ্ট্র এটা বেমালুম চেপে যাওয়া হয়। কিন্তু সাধারণ জনগনের মাঝে সবাই একই ধারণা পোষণ করে কিনা এই নিয়ে সন্দেহ আছে।

বেলুচিস্তান অনেক আগে থেকেই পাকিস্তান এর সাথে থাকতে রাজি নয়। পাকিস্তানের অনেক উপজাতি সম্প্রদায় সরকারের নির্যাতনের শিকার। আমি একজন আইনবিদকে জানি যিনি পাকিস্তানে থেকে সেকুলার রাষ্ট্রের জন্য ক্যাম্পেইন করে যাচ্ছেন। আবার মালালা এর মতো প্রতিবাদী নারীরা এভাবেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় একজন পাকিস্তানি হিসেবে তার অবস্থান আমি বিচার অবশ্যই করবো কিন্তু মানবসমাজের জন্য তার ভালো কাজটিও অস্বীকার করার মতো নয়।

সেই হিসেবেই একজন সাধারণ নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে আরেকজন সাধারণ নাগরিকের প্রতি এই লেখাটি।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

বেলুচিস্তান অনেক আগে থেকেই পাকিস্তান এর সাথে থাকতে রাজি নয়। বেলুচদের প্রাত্যহিক লড়াই নিয়ে কোথাও কোন সাড়া শব্দ হয়না।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

শাব্দিক এর ছবি

মালালা'র দ্রুত সুস্থতা কামনা করি এবং তার এই যুদ্ধে জয় কামনা করি।

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নিলয় নন্দী এর ছবি

স্যালুট মালালা।
তোমাদের মতো মানুষরাই এগিয়ে নিয়ে যাবে এই পৃথিবী।

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রু এর ছবি

মালালাকে সালাম জানাই।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

রু এর ছবি

ইয়ে ... ঠিক এই পোস্টে মানায় না, আবার স্ট্যাটাসও দিতে পারি না, তাই এখানেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ রু। হাসি ভালো থাকুন।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

দ্রোহী এর ছবি

আমরাও লাইনে আছি। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটতে বেশিদিন বাকি নাই আর।

অরফিয়াস এর ছবি

হয়তো। আশংকা হয় প্রায়ই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

পরমাণুঅণুজীব এর ছবি

এই মেয়ে একটা হীনমন্যতা এনে দিল মনে ! পাকিস্তান নামক দেশে থেকে ১১ বছর বয়স থেকেই ব্লগিং শুরু ! কেন যে কিছু মানুষ জন্ম নেয় ভুল সময়ে কিংবা ভুল স্থানে অথবা ভুল পরিস্থিতিতে ! অথবা তারা জন্ম না নিলে কিছুই পালটাবেনা।

কিন্তু যথারীতি আমরা সবসময় সবকিছুকে নিজের মত করে ব্যবহার করা শুরু করলাম ! কেউ কেউ বলা শুরু করলাম- এই দেশ পাকিস্তান হয়ে যাচ্ছে ! আবার কেউ কেউ বলছে - তেনাদের অবস্থাও নাকি এই কিশোরীর মত হবে !! ( পার্থক্য হল ওই মেয়ের মত একটা মৃত্যু উপত্যকাতে থেকে তেনারা কিছু লিখতেন কিনা এটা নিয়ে সুগভীর গবেষণার প্রয়োজন আছে ! )
বক-ধার্মিক তাত্ত্বিক সমালোচকরা বলতে পারি - এই মেয়ে এত বড় বেয়াদবি করতে গেছিল কেন ! ঠিকই আছে ! ফকফকা মুক্তমনারা বলতে পারি - এই মেয়ে মাথায় কাপড় দেয় কেন ! কূপমণ্ডূক !!

এটা আমার দেশ। এটা পাকিস্তান না, এটা আমেরিকাও না, এটা কিউবাও না। এটা বাংলাদেশ। এখানে জন্মাবে এখানকার ফসল। যা কিছু ভাল বাইরে থেকে নিতে পারি কিন্তু নিউক্লিয়াস আমাদেরই থাকবে।

কথায় কথায় আমরা "আশংকা" প্রকাশ করি - এই দেশ তলিয়ে - যাচ্ছে, এই দেশ নষ্ট হয়ে যাচ্ছে ! এই সুযোগে ছাগুর দল হুক্কা মিলায় - আগে কত্ত ভাল ছিলাম ! এতদিনে অ্যাটম বম্ব বানাই ফেলতাম !! ৭১ এ গণ্ডগোলে সোনার দেশটা ২ পিস হয়ে গেল রে !!

"সমাজ খারাপ লোকেরা ধ্বংস করেনা, সমাজ ধ্বংস হয় ভাল লোকদের নীরবতায়- আইনসটাইন"। যদি এই দেশ কোনোদিন তেমন হয়েও যায়, দায়ী থাকবো এই আমরা সুশীল তাত্ত্বিকের পাল।

কথায় কথায় এই দেশকে পাকিস্তানের সাথে তুলনা করলে কেন জানি মাথায় আগুন ধরে যায় ! রেগে টং

চিলতে রোদ এর ছবি

ওই মেয়ের মত একটা মৃত্যু উপত্যকাতে থেকে তেনারা কিছু লিখতেন কিনা এটা নিয়ে সুগভীর গবেষণার প্রয়োজন আছে !

হাততালি

বাংলাদেশের এই ঘটনা ঘটতে বাকি নাই, কারন এই দেশের বেশিরভাগ নব-বুদ্ধিজীবি চেয়ারে বইসা কি-বোর্ড চুষতেসে!

অরফিয়াস এর ছবি

কারন এই দেশের বেশিরভাগ নব-বুদ্ধিজীবি চেয়ারে বইসা কি-বোর্ড চুষতেসে!

ক্ষোভটা কি নব্য-বুদ্ধিজীবিদের কি-বোর্ড চোষার বিরুদ্ধে নাকি নব্য-বুদ্ধিজীবিদের বিরুদ্ধে?

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

তারা চায়না, নারীরা শিক্ষিত হোক, মাথা উঁচু করে বাঁচুক। তারা চায়, নারীরা আপাদমস্তক নিজেদের আচ্ছাদনে আবৃত করে সারাদিন পুরুষের হুকুমে চলবে আর রাতে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে। নারীরা তাদের কাছে ভোগ্যবস্তু ছাড়া বেশি কিছু তো নয়!!

নিশান

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

অতিথি লেখক এর ছবি

মালালা ইউসাফযাই
>>>
কেটে গেলে গ্রহণের কাল
আসবেই আলোর সকাল
পুষ্পমঞ্জুরী জাগবেই-
আগামীকাল আসবেই...

ইন্দ্রজিৎ সরকার

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গোবরে পদ্মফুল হাসি

______________________________________
পথই আমার পথের আড়াল

অরফিয়াস এর ছবি

কিংবা দৈত্যকুলে প্রহল্লাদ !!

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তিথীডোর এর ছবি

একদিন ভোর হবেই..

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অরফিয়াস এর ছবি

একদিন ভোর হবেই।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ক্রেসিডা এর ছবি

নারী শিক্ষা ও এর অগ্রগতি থেমে থাকার না, থাকবেও না, হাজারো শুয়োরের প্রতিবন্ধকতার মাঝেও্ এগিয়ে যাবে। তার পাশাপাশি এই সব শুয়োরের দলের, তাদের পরিবারের ও আলাদা করে সুশিক্ষার দরকার, যাতে অঙ্কুরেই তারা সুধরে যেতে পারে।

মালালা কে স্যালুট।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ধুসর জলছবি এর ছবি

মালালা কে স্যালুট।
পাকিস্তানের মত একটা দেশে এমন একটা মেয়ে জন্মানোটাই তো একটা মিরাকল। পাকিস্তান জাতীর জন্য সেটা সৌভাগ্যের আর মালালার জন্য পাকিস্তানে জন্ম নেয়াটা অভিশাপের।
আমাদের দেশে যদিও পাকিস্তানের মত অবস্থা না, কিন্তু কিছু মানুষ যে এদেশটাকে পাকিস্তান বানানোর জন্য জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে তাতে সন্দেহ নেই। আর যা হচ্ছে চারপাশে তাতে ভয় হয় তাদের প্রচেষ্টা না আবার সফল হয়ে যায়।

যখন একজন ১৪ বছরের মালালা ইউসাফযাই, অস্ত্রধারী জঙ্গি তালেবানদের ভিত নাড়িয়ে দিতে সক্ষম, তখন বোঝা উচিত পৃথিবীর ৩৩৬,১১,৫৪,৭৫২ জন নারী ঐক্যবদ্ধভাবে আরও কতোটা শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম।

চলুক

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

স্যাম এর ছবি

গোবরে পদ্মফুল!
(পাকিদের ব্যাপারে আমি বর্নবাদি - দুঃখিত।)
অরফিয়াস দা লেখা দরকার ছিল - ধন্যবাদ।

অরফিয়াস এর ছবি

ধন্যবাদ স্যাম।

[পাকিদের ব্যাপারে বর্ণবাদী, না হলেই বরং সমস্যা ছিলো।]

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

চলুক

---------------------
আমার ফ্লিকার

অরফিয়াস এর ছবি

পথিকের ফটোব্লগ নেই অনেকদিন হলো।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

পাকি’দের কোন খবরে কোনরকম বিকার হয়না কিন্তু এই খবরটা শোনার পর থেকেই এই কিশোরী’র প্রতি একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয়েছে। কতটা হিংস্র জানোয়ার হলে এই বয়সের একটা মেয়েকে আবার মৃত্যু’র হুমকি দিতে পারে! পাকিস্তানের বড় বড় লোকজন মেলা হৈ চৈ করলো মনে হয় এই ঘটনা নিয়ে, খুলে যাওয়া কাছা দিয়ে মুখ মোছার চেষ্টা!

এই পোস্টে কোন পাকিপ্রেমী’কে মানবতার জয়গান গাইতে দেখলাম না এখনো।

অরফিয়াস এর ছবি

হুমম সেটাই। জানিনা এর পেছনেও কোন কূটনীতি আছে কিনা, তবে যতটুকু জানলাম তাতে শ্রদ্ধা হলো।

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

প্রৌঢ় ভাবনা এর ছবি

প্রযুক্তি, মানুষের চোখ খুলে দিচ্ছে। বিশ্ব রাজনীতির কারনে অনেক দেশেই আধুনিক প্রযুক্তি এখনও সহজলভ্য হচ্ছেনা। তারপরও হাত গলিয়ে যেটুকুই পাওয়া যাচ্ছে তাতেই মানুষ সারা বিশ্ব সম্পর্কে একটা ধারনা পাচ্ছে। আমি আশাবাদী। পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তা ইতিবাচকই বটে।
ধন্যবাদ, লেখাটার জন্য। আর একটা কথা, আমরা আমাদের সমস্যা অবশ্যই কাটিয়ে উঠবো।

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

অরফিয়াস এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।